X

Type keywords like Social Business, Grameen Bank etc.

Yunus Centre’s Response to News Reports about Comments Reportedly Made by Honorable Prime Minister about Nobel Laureate Professor Muhammad Yunus

Yunus Centre’s Response to News Reports about Comments Reportedly Made by Honorable Prime Minister about Nobel Laureate Professor Muhammad Yunus

Several newspapers have reported that while addressing a programme at Shilpakala Academy held on January 16, honorable prime minister Shaikh Hasina had said, implying Professor Muhammad Yunus, that a former MD of a bank provoked high officials of the US government to threat the Bangladeshi PM to stop financing of Padma Bridge over his removal as Managing Director of the bank.

We are saddened and frustrated by the baseless remarks made by the Honorable Prime Minister.

Professor Muhammad Yunus had already given a statement, and repeated it every time in the press when Honorable PM makes the same allegation. Professor Yunus said that Padma Bridge is a dream of the people of Bangladesh, and that he would never stand in the way of realizing that dream.  It is out of the question that Professor Yunus encouraged World Bank to cancel the Padma bridge loan. He would never do such a thing against the interest of Bangladesh.  Yunus has dedicated his whole life to build various institutions for the welfare of the people of Bangladesh and would never do anything against the interest of the people of Bangladesh. Such unfair and unfounded smear campaign to discredit one of the most respected and celebrated Bangladeshis and his work is unfortunate. It is shocking that Honorable PM keeps repeating the allegation without ever presenting any proof in support of her allegation. There are important implications of Honorable Prime Minister’s comments for the country and personally for Professor Yunus. They create false impressions in the minds of people within and outside the country. We have responded to all of these allegations and issues elaborately before. Media has carried all our responses in details. We are sorry that same allegations keep on resurfacing.

নোবেল লরিয়েট প্রফেসর মুহাম্মদ ইউনূস সম্পর্কে মাননীয় প্রধানমন্ত্রীর
বক্তব্য বিষয়ে ইউনূস সেন্টারের প্রতিবাদ


গত ১৬ জানুয়ারী  বাংলাদেশ শিল্পকলা একাডমীতে অনুষ্ঠিত “বেগম জেবুন্নেসা ও কাজী মাহবুবউল্লাহ জণকল্যাণ ট্রাষ্ট পুরষ্কার ২০১৫” বিতরণ অনুষ্ঠানে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদ্মা সেতুর জন্য বিশ্ব ব্যাংকের ঋণ বাতিলের কারণ হিসেবে প্রফেসর মুহাম্মদ ইউনূসের প্রতি ইঙ্গিত করে আবারো অভিযোগ করেছেন, যা বিভিন্ন মিডিয়া ও পত্র-পত্রিকায় প্রকাশিত হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীর বক্তব্যটি ছিল এরকম: প্রফেসর ইউনূসকে গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালককে তাঁর পদ থেকে সরিয়ে দেয়াকে কেন্দ্র করে পদ্মা সেতুর টাকা বন্ধ হয়ে যাবে, প্রফেসর ইউনূসের প্ররোচনায় মার্কিন যুক্তরাষ্ট্র সরকারের কিছু উর্দ্ধতন কর্মকর্তা তাঁকে এমন হুমকি দিয়েছিলেন।

মাননীয় প্রধানমন্ত্রীর এই ভিত্তিহীন বক্তব্যে আমরা ব্যথিত ও হতাশ হয়েছি।

প্রফেসর ইউনূস এ বিষয়ে ইতোমধ্যে তাঁর বক্তব্য দিয়েছেন, এবং মাননীয় প্রধানমন্ত্রী যতবারই এই একই অভিযোগ করেছেন ততবারই এ বিষয়ে প্রফেসর ইউনূসের বক্তব্য মিডিয়াতে প্রচারিত হয়েছে। প্রফেসর ইউনূস তাঁর বক্তব্যে বলেছেন যে, পদ্মা সেতু বাংলাদেশের মানুষের স্বপ্ন এবং এই স্বপ্ন পূরণে তিনি কখনোই বাধা হয়ে দাঁড়াতে পারেন না। তাঁর দ্বারা পদ্মা সেতুর ঋণ বাতিল করতে বিশ্ব ব্যাংককে উৎসাহিত করার প্রশ্নই আসে না এবং দেশের স্বার্থের বিরুদ্ধে তিনি এমন কোন কাজ করতেই পারেন না। প্রফেসর ইউনূস বাংলাদেশের মানুষের কল্যাণে বিভিন্ন প্রতিষ্ঠান গড়ে তোলার কাজে তাঁর সারাটি জীবন উৎসর্গ করেছেন এবং দেশের মানুষের স্বার্থের পরিপন্থী কোন কাজ তিনি কখনোই করতে পারেন না।

পৃথিবীতে সবচেয়ে সম্মানিত ও খ্যাতিমান বাংলাদেশীদের একজনের ও তাঁর কর্মের সম্মানহানি করতে এ ধরনের অন্যায় ও ভিত্তিহীন প্রচারণা সত্যিই দুর্ভাগ্যজনক। এটি দুঃখজনক যে, তাঁর বক্তব্যের স্বপক্ষে কখনোই কোনরকম তথ্য-প্রমাণ উপস্থিত না করে মাননীয় প্রধানমন্ত্রী এই একই অভিযোগ বার বার করে আসছেন।  এটা বলার অপেক্ষা রাখেনা যে, দেশের জন্য এবং ব্যক্তিগতভাবে প্রফেসর ইউনূসের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর এ ধরনের বক্তব্যের গুরুত্বপূর্ণ তাৎপর্য আছে। এগুলো দেশের অভ্যন্তরে ও দেশের বাইরে মানুষের মধ্যে ভুল ধারণা সৃষ্টি করে। আমরা আগেও এসব অভিযোগ ও বিষয় সম্পর্কে বিস্তারিত জবাব দিয়েছি। আমাদের সকল বক্তব্য মিডিয়াতে সবিস্তারে প্রচারও করা হয়েছে। আমরা দুঃখিত যে, মাননীয় প্রধানন্ত্রীর পক্ষ থেকে একই অসত্য অভিযোগ বার বার করা হচ্ছে।

Related

Rejoinder on Allegations Regarding Padma Bridge, Tax Evasion and Illegal Money Transfer Abroad​

Rejoinder on Allegations Regarding Padma Bridge, Tax Evasion and Illegal Money Transfer Abroad​
Rejoinder (19 June, 2017) Honorable Prime Minister Sheikh Hasina, in a statement made in Sweden on 15 June at Stockholm City Conference Centre while addressing a reception accorded to her by expatriate Bangladeshis, made a number of accusations and allegations against...

স্টকহোমে নোবেল লরিয়েট প্রফেসর মুহাম্মদ ইউনূস সম্পর্কে মাননীয় প্রধানমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ

স্টকহোমে নোবেল লরিয়েট প্রফেসর মুহাম্মদ ইউনূস সম্পর্কে মাননীয় প্রধানমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ
  ইউনূসসেন্টার  (১৯জুন২০১৭) গত ১৫ জুন ২০১৭ সুইডেনের স্টকহোম সিটি কনফারেন্স সেন্টারে প্রবাসী বাংলাদেশ...

Yunus Centre Rejoinder on Allegations Regarding Padma Bridge, Tax Evasion and Illegal Money Transfer Abroad

Yunus Centre Rejoinder on Allegations Regarding Padma Bridge, Tax Evasion and Illegal Money Transfer Abroad
16 February, 2017 In the last several days there have been strong accusations made against Nobel Laureate Professor Muhammad Yunus by the top lawmakers of the country including the Honorable Prime Minister, her son, ICT Advisor to the PM, as well as a number of Ministe...

Rejoinder to the Statement made by Honorable Prime Minister against Professor Muhammad Yunus on the Floor with of the Parliament

Press Release (28 January, 2017)Honorable Prime Minister during a speech in Parliament made a number of incorrect and untrue statements about Professor Muhammad Yunus on the floor of the parliament on 25 January, 2017.Many of these accusations have been made before and ...

Questions by critics on Grameen Bank and the facts

Questions by critics on Grameen Bank and the facts Recently many questions on various issues have been raised regarding Grameen Bank, Grameen companies and Professor Muhammad Yunus in different forums and media. Perhaps because they are not informed of the facts, many ...