ইউনূস কখনোই কর ফাঁকির দায়ে অভিযুক্ত হননি। কর ফাঁকির কোনো মামলা ছিল না। - রয়টার্সের খবরে আইনমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ।
প্রেস রিলিজ ১২ জুন, ২০২৪
১১ জুন, ২০২৪ তারিখে বিশ্বব্যাপী রয়টার্স কর্তৃক পরিবেশিত একটি সংবাদে বাংলাদেশের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী জনাব আনিসুল হক এমপির দেওয়া বক্তব্যের প্রতি আমরা দৃষ্টি আকর্ষণ করতে চাই। সংবাদে উল্লেখ করা হয়েছেঃ
"(জনাব আনিসুল) হক ইউনূস কর্তৃক প্রদত্ত করের বিষয়টি উল্লেখ করেছেন। তিনি বলেন সুপ্রিম কোর্ট তার বিরুদ্ধে কর ফাঁকির মামলায় রায় দিয়েছে।"
আমরা স্পষ্ট করতে চাই যে নোবেল বিজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে কর কর্তৃপক্ষের কখনো কোনো কর ফাঁকির মামলা ছিল না। সুতরাং, প্রফেসর মুহাম্মদ ইউনূসের কর ফাঁকির বিষয়ে সুপ্রিম কোর্টের কোনো রায় দেওয়ার প্রশ্নটি সম্পূর্ণ কাল্পনিক।
প্রফেসর ইউনূস আদালতে গিয়েছিলেন একটি আইনি পয়েন্টে সিদ্ধান্ত নিতে। কোর্টের কাছে প্রস্তাব ছিল যে দান আয়কর আইনের আওতায় আসে কিনা। যেহেতু কর কর্তৃপক্ষ তাঁর দানের উপর কর আরোপ করেছিল এবং এই বিষয়টি নিয়ে মামলা সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়ায়। যখন সুপ্রিম কোর্ট কর কর্তৃপক্ষের সাথে একমত হয় তখন অধ্যাপক ইউনূস কর প্রদান করেন। এতে বিষয়টির সমাপ্তি ঘটে।
মামলার কোনো পক্ষই কর ফাঁকির কথা বলেনি। অধ্যাপক ইউনূসের বিরুদ্ধে কর কর্তৃপক্ষ কোনো অভিযোগ নিয়ে আদালতে যায়নি। বরং, প্রফেসর ইউনূসই একটি আইনি সমস্যা সমাধানের জন্য আদালতে গিয়েছিলেন। কর কর্তৃপক্ষ কখনোই কোনো বিষয়ে প্রফেসর ইউনূসের বিরুদ্ধে আদালতে যায়নি।
এই বক্তব্যের মাধ্যমে মাননীয় আইনমন্ত্রী দেশের একজন বিশিষ্ট নাগরিকের বিরুদ্ধে এবং দেশের বিরুদ্ধে বৈশ্বিক গণমাধ্যমে অপবাদ লেপন করেছেন।
শেষ
Related
Yunus Never Convicted of Tax Evasion. No such case existed. - Rejoinder to Law Minister's statement in Reuters' news
Rejoinder to Grameen Bank’s Allegations against Professor Yunus

প্রফেসর ইউনূসের বিরুদ্ধে গ্রামীণ ব্যাংকের অভিযোগের প্রতিবাদ

ডক্টর ইউনূস প্রসঙ্গে গ্রামীণ ব্যাংকের প্রেস কনফারেন্সে উত্থাপিত বিষয়ের প্রতিবাদ
Rejoinder on Allegations Regarding Padma Bridge, Tax Evasion and Illegal Money Transfer Abroad
