X

Type keywords like Social Business, Grameen Bank etc.

চীনা ব্যাংকিং ব্যবস্থার শীর্ষস্থানীয় নিয়ন্ত্রক প্রফেসর ইউনূসের সাথে পরামর্শ করলেন।

চীনা ব্যাংকিং ব্যবস্থার শীর্ষস্থানীয় নিয়ন্ত্রক প্রফেসর ইউনূসের সাথে পরামর্শ করলেন।

Top Chinese Banking Regulator Consults Yunus

ইউনূস সেন্টার প্রেস রিলিজ (২২ এপ্রলি ২০১৬ )

চায়না ব্যাংকিং রেগুলেটরী কমিশনের (সিবিআরসি) ভাইস চেয়ারম্যান জনাব লিজেন গুয়ো ও তাঁর প্রতিনিধিদলের সাথে নোবেল লরিয়েট প্রফেসর মুুহাম্মদ ইউনূস।

চীনা ব্যাংকিং খাতের সর্বোচ্চ নিয়ন্ত্রক কর্তৃপক্ষ চায়না ব্যাংকিং রেগুলেটরী কমিশনের (সিবিআরসি) ভাইস চেয়ারম্যান জনাব লিজেন গুয়ো একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধিদল সহ নোবেল লরিয়েট প্রফেসর মুুহাম্মদ ইউনূসের সাথে সাক্ষাৎ করেছেন। জনাব গুয়ো গত ২১ এপ্রিল ২০১৬ তারিখ চীনে ক্ষুদ্্রঋণ সম্পসারিত উদ্দেশ্যে বিভিন্ন নীতিগত বিষয় নিয়ে প্রফেসর ইউনূসের সাথে আলোচনা করেন। তিনি প্রফেসর ইউনূসের নিকট ব্যাখ্যা করেন যে, চীন সরকার চীনের গ্রামাঞ্চলে বিশেষ করে নারীদের মধ্যে ব্যবসায়িক উদ্যোগ সম্প্র্র্রসারিত করার জন্য দারিদ্র বিমোচন ও ক্ষুদ্রঋণকে অত্যন্ত গুরুত্ব দিচ্ছে। চীনের অর্থনৈতিক প্রবৃৃদ্ধির হার দুই ডিজিটের উঁচু অবস্থান থেকে  ৬ থেকে ৭ শতাংশের নি¤œ পর্যায়ে (যাকে তাঁরা ‘নতুন স্বাভাবিক’ বলে আখ্যায়িত করছেন) নেমে যাবার প্রেক্ষিতে চীন সরকার ক্ষুদ্রঋণকে অত্যন্ত গুরুত্বের সাথে বিবেচনা করছে বলে জনাব গুয়ো জানান। ক্ষুদ্রঋণ কর্মসূচির পরিচালনা ও সমর্থনে গত প্রায় তিন দশক ধরে প্রফেসর ইউনূসের বিশাল অভিজ্ঞতাকে চীনের সরকারী ও বেসরকারী খাতে ক্ষুদ্রঋণ কর্মসূচির প্রসারে কাজে লাগানোই এর উদ্দেশ্য বলে তিনি জানান। প্রফেসর ইউনূস জনাব গুয়োর সাথে তাঁর দীর্ঘ অভিজ্ঞতা বিনিময় করেন এবং কোন কোন যায়গায় নীতিগত পরিবর্তন আবশ্যক তা তুলে ধরেন। কিভাবে এবং কোন কোন স্থানে এই নীতিগত পরিবর্তনগুলো কার্যকর করতে হবে তা নিয়েও দুু’জনের মধ্যে বিস্তারিত আলোচনা হয়।

আলোচনার শেষে জনাব লিজেন গুয়ো প্রফেসর ইউনূসকে কমিশনের নীতিকাঠামোয় পুনর্বিন্যাসের মাধ্যমে চীনে গ্রামীণ কর্মসূচি চালু ও নীতিগত পরিবর্তনগুলো পরীক্ষা-নিরীক্ষা করতে চায়না ব্যাংকিং রেগুলেটরী কমিশনের সাথে একযোগে চীনে একটি পরীক্ষামূলক গ্রামীণ কর্মসূচি প্রতিষ্ঠা করার জন্য আমন্ত্রণ জানান। প্রফেসর ইউনূস জনাব গুয়োকে তাঁর আমন্ত্রণের জন্য এবং পরিবর্তন বিষয়ে জনাব গুয়োর খোলাখুলি আগ্রহের জন্য ধন্যবাদ জানান। তিনি জোর দিয়ে বলেন যে, শুরুর দিকে কিছু সুনির্দিষ্ট নীতিগত বাধা দুর করা গেলে ক্ষুদ্রঋণ কর্মসূচিগুলো দৃঢ় গতিতে এগিয়ে যেতে পারবে। প্রফেসর ইউনূস আরো বলেন যে, চীনে ক্ষুদ্রঋণ কর্মসূচি পরিচালনাকারী প্রতিষ্ঠান গ্রামীণ চায়না প্রফেসর ইউনূসের পক্ষে চায়না ব্যাংকিং রেগুলেটরী কমিশনের সাথে কাজ করবে এবং এই সহযোগিতাকে কার্যকর করতে প্রয়োজনীয় সকল পদক্ষেপ গ্রহণ করবে।

জনাব লিজেন গুয়োর সঙ্গে ছিলেন চায়না ব্যাংকিং রেগুলেটরী কমিশনের অভ্যন্তরীণ বিভাগের মহাপরিচালক জনাব ওয়েনজং ফ্যান, কমিশনের চাইনিজ ফাইনান্সিয়াল সিস্টেম ফর ইউথ ফেডারেশনের চেয়ারম্যান জনাব হং গুয়ো, কমিশনের পরিদর্শন ব্যুরোর উপ-পরিচালক, আন্তর্জাতিক বিভাগের উপ-পরিচালক মিস পিংপিং জান, এবং ভাইস চেয়ারম্যান গুয়োর সহকারী জনাব ওয়েই ঊ।

গ্রামীণ চায়নার প্রধান নির্বাহী জনাব গাও জান এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের জন্য জনাব লিজেন গুয়োকে ধন্যবাদ জানান।


ছবির ক্যাপশন-১: চায়না ব্যাংকিং রেগুলেটরী কমিশনের (সিবিআরসি) ভাইস চেয়ারম্যান জনাব লিজেন গুয়োর সাথে নোবেল লরিয়েট প্রফেসর মুুহাম্মদ ইউনূস।

ছবির ক্যাপশন-২: চায়না ব্যাংকিং রেগুলেটরী কমিশনের (সিবিআরসি) ভাইস চেয়ারম্যান জনাব লিজেন গুয়ো ও গ্রামীণ চায়নার প্রধান নির্বাহী জনাব গাও জানের সাথে নোবেল লরিয়েট প্রফেসর মুুহাম্মদ ইউনূস।