শোক বার্তা
দেশবরেণ্য সাংবাদিক ও ও প্রতিথযশা কলামিস্ট এবিএম মূসার মৃত্যুতে আমি গভীর শোক ও দুঃখ প্রকাশ করছি । তাঁর মৃত্যুতে উপমহাদেশের সাংবাদিকতা জগতের একটি উজ্জল নক্ষত্রের পতন হলো। শুধু বাংলাদেশ নয় - এই উপমহাদেশের সকল মানুষ তাঁর অন্তর্ধানে ব্যথিত হবে। তাকে হারানোর মধ্যে দিয়ে জাতি আজ একজন অভিভাবক হারালো। এবিএম মূসা শুধু একজন সাংবাদিকই ছিলেননা, তিনি ছিলেন সত্য, ন্যায় ও আদর্শের প্রতীক। তিনি অকুতোভয় সাংবাদিক ছিলেন। শক্তিধরের রক্তচক্ষুকে তিনি কখনো ভয় পাননি। সাংবাদিকতার মাধ্যমে কত সহজে মানুষের হৃদয়ে পৌছা যায় সেই দৃষ্টান্ত এবিএম মূসা আমাদের মাঝে স্থাপন করেছেন। তিনি অত্যন্ত সহজে সাধারন মানুষের ভাষায় কথা বলতেন বলে তাঁকে দেশের মানুষ অত্যন্ত আপনজন মনে করে এসেছে। তার প্রতিটি কাজেই তিনি দক্ষতা ও সাহসের পরিচয় দিয়েছেন। সাংবাদিক সমাজের অভিভাবক হিসেবে শেষ জীবনেও সত্য কথা বলে অপরিসীম সাহসিকতার পরিচয় দিয়ে গেছেন।
তিনি ছিলেন জাতির কাছে প্রচন্ড বিশ্বস্ততার প্রতীক। জাতি তাঁর কথায় ও কাজে নির্দ্বিধায় নির্ভর করতে পারতো।
তাঁকে জাতির এই দুর্দিনে হারিয়ে সবাই আমরা অসহায় বোধ করছি। তাঁর আত্মার মাগফেরাৎ কামনা করছি। তাঁর শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানাচ্ছি।
মুহাম্মদ ইউনূস
৯ এপ্রিল ২০১৪