X

Type keywords like Social Business, Grameen Bank etc.

বিচারপতি মুহাম্মদ হাবিবুর রহমানের মৃত্যুতে ড. মুহাম্মদ ইউনুসের শোকবার্তা

বিচারপতি মুহাম্মদ হাবিবুর রহমানের মৃত্যুতে ড. মুহাম্মদ ইউনুসের শোকবার্তা

habibur-ycহঠাৎ করে বিচারপতি মুহাম্মদ হাবিবুর রহমান আমাদের ছেড়ে চলে যাবেন বুঝতে পারিনি। অনেক দিন তাঁর সঙ্গেঁ দেখা হয়নি। অথচ ১৯৯৬ এর তত্বাবধায়ক সরকারের আমলে প্রতিদিন তার সঙ্গেঁ দীর্ঘ সময় কাটিয়েছি। যাঁরা তাঁকে কাছে থেকে দেখেনি তাঁরা কোনদিন বুঝতে পারবে না কত অসম্ভব রকম চমৎকার মানুষ ছিলেন তিনি । এরকম সাদামাটা অথচ অত্যন্ত বুদ্ধিদীপ্ত মানুষের সান্যিধ্যে না-আসলে তাঁর গভীরতার পরিমাপ পাওয়া যাবে না। হাবিবুর রহমান অত্যন্ত সরল মানুষ ছিলেন। সরকারের দুর্নীতি কিংবা মানুষের শঠতার মুখোমুখি হলে তিনি ভীষণ ক্ষুব্ধ হয়ে পড়তেন। অন্য কোন কাজে মন বসাতে পারতেন না। তিনি ছিলেন জাতির কাছে প্রচন্ড বিশ্বস্ততার প্রতীক। জাতি তাঁর কথায় ও কাজে নির্দ্বিধায় নির্ভর করতে পারতো।

তাঁকে জাতির এই দুর্দিনে হারিয়ে সবাই আমরা অসহায় বোধ করছি। তাঁর আত্মার মাগফেরাৎ কামনা করছি। তাঁর শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানাচ্ছি।

মুহাম্মদ ইউনূস
১২ জানুয়ারি ২০১৪