X

Type keywords like Social Business, Grameen Bank etc.

জাতীয় সংসদে গ্রামীণ ব্যাংক ও প্রফেসর ইউনূস প্রসঙ্গে অর্থমন্ত্রীর প্রদত্ত বক্তব্য বিষয়ে ইউনূস সেন্টারের প্রতিবাদ

জাতীয় সংসদে গ্রামীণ ব্যাংক ও প্রফেসর ইউনূস প্রসঙ্গে অর্থমন্ত্রীর প্রদত্ত বক্তব্য বিষয়ে ইউনূস সেন্টারের প্রতিবাদ

button english

 

গত ২৬ জুন ২০১৩ তারিখে জাতীয় সংসদে গ্রামীণ ব্যাংক ও প্রফেসর ইউনূসের বিষয়ে অর্থমন্ত্রী ড. আবুল মাল আবদুল মুহিত কিছু বক্তব্য দিয়েছেন। মাননীয় অর্থমন্ত্রীর বক্তব্যে দেশের মানুষ অবাক হয়েছে। দেশের অর্থমন্ত্রীর নিকট থেকে একজন সম্মানিত ব্যক্তির বিরুদ্ধে সংসদে দাঁড়িয়ে এধরনের মিথ্যা তথ্য কেউ আশা করে না। অর্থমন্ত্রীর বক্তব্যের পরিপ্রেক্ষিতে নিম্নলিখিত বক্তব্য তুলে ধরা হলো।

muhit-yunus১.০ মাননীয় অর্থমন্ত্রীর বক্তব্যঃ গ্রামীণ সামাজিক ব্যবসার প্রতিষ্ঠানগুলো সবই ইউনূসের ব্যক্তিগত প্রতিষ্ঠান।
জবাবঃ বক্তব্যটি সম্পূর্ণ মিথ্যা। গ্রামীণ নামধারী সামাজিক ব্যবসা প্রতিষ্ঠানগুলি ডঃ ইউনূসের ব্যক্তিগত সম্পত্তি নয়। প্রফেসর ইউনূস বিভিন্ন সময়ে পত্র পত্রিকার মারফৎ বহুবার বলেছেন কোন ব্যবসায়িক প্রতিষ্ঠানে তাঁর ব্যক্তিগত একটি শেয়ারও নেই। মাননীয় অর্থমন্ত্রী যদি একটি কোম্পানীও দেখাতে পারেন যেখানে ডঃ ইউনূসের এক বা একাধিক ব্যক্তিগত শেয়ার আছে তাহলে মন্ত্রী মহোদয়ের বক্তব্যের প্রতিবাদ করার আর কোন প্রয়োজনীয়তা থাকবে না। যদি তা দেখাতে না-পারেন তাহলে সংসদে একজন সম্মানিত ব্যক্তির বিরুদ্ধে মিথ্যা বক্তব্য দেয়ার জন্য মন্ত্রী মহোদয়ের ক্ষমা চাওয়া উচিত হবে।

২.০ মাননীয় অর্থমন্ত্রীর বক্তব্যঃ ডঃ ইউনূস গ্রামীণফোন থেকে কয়েক হাজার কোটি টাকা ডিভিডেন্ড নিয়েছেন।
জবাবঃ যে প্রতিষ্ঠানে ডঃ ইউনূসের কোন শেয়ার নেই, এমন কি স্টক মার্কেট থেকে কেনা শেয়ারও নেই, সেখান থেকে ডঃ ইউনূস কীভাবে কয়েক হাজার কোটি টাকা ডিভিডেন্ড নিলেন সেটা মাননীয় অর্থমন্ত্রীকে সংসদের নিকট, এবং তার মাধ্যমে জাতির নিকট ব্যাখ্যা করে বলতে হবে। অথবা মিথ্যা বলার জন্য ক্ষমা চাইতে হবে।

৩.০ মাননীয় অর্থমন্ত্রীর বক্তব্যঃ ইউনূস সাহেবের কোম্পানিগুলোর পরিচালক ছিলেন তাঁর তিন ভাই। বাকি কয়েকজন উনি নিয়োগ করেন, যাঁরা লভ্যাংশ নেন না।
জবাবঃ ডঃ ইউনূসের মাত্র দুই ভাই ঢাকাতে থাকেন। তাঁরা হলেন প্রফেসর মুহাম্মদ ইব্রাহীম, এবং জনাব মুহাম্মদ জাহাঙ্গীর। মুহাম্মদ জাহাঙ্গীর ডঃ ইউনূসের কোনো প্রতিষ্ঠানের কোন পরিচালনা পর্ষদের সঙ্গে যুক্ত নন। প্রফেসর ইব্রাহীম তাঁর নিজস্ব জ্ঞান ও অভিজ্ঞতার কারণে চারটি প্রতিষ্ঠানের পরিচালনা পরিষদের সদস্য। এই চারটি প্রতিষ্ঠানই মুনাফাবিহীন স্বেচ্ছাসেবামূলক প্রতিষ্ঠান। এতে পরিচালনা পর্ষদের কারো আর্থিক সুবিধা পাবার কোন উপায় নেই।
প্রফেসর ইউনূসের অন্য কোন ভাই গ্রামীণ নামধারী কোনো প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের সঙ্গে যুক্ত নন।

৪.০ মাননীয় অর্থমন্ত্রীর বক্তব্যঃ ইউনূস সাহেব সময় দিতে পারতেন না। বোর্ড সভা হতো না, সিদ্ধান্ত হতো না।
জবাবঃ প্রফেসর ইউনূসের আমলে প্রতিবছর গ্রামীণ ব্যাংকের যতটা বোর্ড সভা হয়েছে, তাঁর গ্রামীণ ব্যাংক ছাড়ার পরেও প্রতিবছর সে ক’টা বোর্ড মিটিং-ই হয়েছে। প্রতিটি বোর্ড মিটিং-এ আগে যে পরিমাণ সময় ব্যয় হতো, এখনো তাই ব্যয় হয়।

৫.০ মাননীয় অর্থমন্ত্রীর বক্তব্যঃ ইউনূস সাহেব বে-আইনিভাবে এম.ডি.। ইউনূস সাহেবের আইনে বলা আছে ৬০ বছরে রিটায়ার করবে। বোর্ড বললো ইউনূস সাহেবকে অনির্দিষ্টকালের জন্য এম.ডি.করা হোক। বাংলাদেশ ব্যাংক প্রতি বছর অডিট করার সময় এটা তাঁকে স্মরণ করিয়ে দিয়েছে যে ৬০ বছর হয়েছে বলে আর থাকতে পারবেন না।
জবাবঃ বক্তব্যটি সম্পূর্ণ মিথ্যা। ১৯৯৯ সালে ডঃ ইউনূসের বয়স ৬০ বছর পূর্ণ হবার আগে জুলাই, ১৯৯৯ মাসে পরিচালনা পর্ষদের ৫২তম বোর্ড সভায় স্বেচ্ছাপ্রণোদিত হয়ে ডঃ ইউনূস তাঁর অবসর গ্রহনের বিষয়টি বোর্ডকে অবহিত করেন। বোর্ড গ্রামীণ ব্যাংক অধ্যাদেশের ১৪ নং ধারা মোতাবেক এমর্মে সর্বসম্মত সিদ্ধান্ত গ্রহণ করে যে, “যতদিন পর্যন্ত পরিচালকমণ্ডলী অন্য কোন সিদ্ধান্ত না-নিবে ততদিন পর্যন্ত প্রফেসর মুহাম্মদ ইউনূস ব্যবস্থাপনা পরিচালক পদে বহাল থাকবেন।” পরবর্তীতে ৩১ ডিসেম্বর, ১৯৯৯ তারিখ বাংলাদেশ ব্যাংকের পরিদর্শন প্রতিবেদনে ব্যবস্থাপনা পরিচালক পদে ডঃ ইউনূসের নিয়োগের বিষয়টি অনুমোদন নেয়া হয়নি বলে আপত্তি উত্থাপন করে। উক্ত আপত্তির প্রেক্ষিতে গ্রামীণ ব্যাংকে ২০ শে জুন, ২০০১ তারিখে পরিপালন প্রতিবেদনে ১৯৯০ সালে বাংলাদেশ ব্যাংক কর্তৃক অনুমোদন দেবার বিষয়টি উল্লেখ করে। পরিদর্শন প্রতিবেদনের এই অনিস্পত্তিকৃত বিষয় নিয়ে বাংলাদেশ ব্যাংক এবং গ্রামীণ ব্যাংকের ৩+৩ জন কর্মকর্তার সমন্বয়ে ১৫ জানুয়ারি, ২০০২ তারিখে একটি যৌথ সভা অনুষ্ঠিত হয়। যৌথ সভার সিদ্ধান্ত অনুযায়ী ব্যবস্থাপনা পরিচালক নিয়োগের ব্যাপারে গ্রামীণ ব্যাংক এতদসংক্রান্ত কাগজ-পত্র সহ পুনঃপরিপালন প্রতিবেদন প্রেরণ করে। পুনঃপরিপালন প্রতিবেদন পর্যালোচনা করে বাংলাদেশ ব্যাংক গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক নিয়োগের বিষয়টি নিস্পত্তি হয়েছে বলে বিবেচনা করে। প্রসঙ্গতঃ উল্লেখ্য যে, প্রতি বছরই বাংলাদেশ ব্যাংক গ্রামীণ ব্যাংক পরিদর্শন করে। কিন্তু ৬০ বছর উত্তীর্ণ হবার ব্যাপারে এরপর কখনো কোন আপত্তি উত্থাপন করেনি। এখানেও মাননীয় অর্থমন্ত্রী মিথ্যার আশ্রয় নিয়েছেন। যৌথ মিটিং এর কার্যবিবরণী থেকে স্পষ্টতঃই জানা যাবে যে, ডঃ ইউনূসের ৬০ বছর অতিক্রান্ত হবার পরও ব্যবস্থাপনা পরিচালক হিসেবে তাঁর দায়িত্ব পালনের বিষয়টি বাংলাদেশ ব্যাংক মেনে নিয়েছে। তাই বেআইনিভাবে ডঃ ইউনূস গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক থাকার কোন প্রশ্ন উঠে না।

৬.০ মাননীয় অর্থমন্ত্রীর বক্তব্যঃ ডঃ ইউনূস গ্রামীণ ব্যাংকের এমডি থাকাবস্থায় দেশের সামগ্রিক মাইক্রো ক্রেডিট কার্যক্রমের মাধ্যমে ব্যাংকিং খাতে অবদান ছিল ১৬ হাজার কোটি টাকা। গত ডিসেম্বর পর্যন্ত এই অবদান ৩৩ হাজার কোটি টাকায় উন্নীত হয়েছে।
জবাবঃ এই বক্তব্যের মাধ্যমে মাননীয় অর্থমন্ত্রী কি বোঝাতে চাচ্ছেন যে ডঃ ইউনূসের এমডি পদ ত্যাগের ফলে দেশের সমগ্র ক্ষুদ্রঋণ পরিমণ্ডলে বিশাল কর্মচাঞ্চল্য সৃষ্টি হয়েছে? এটা কি কারো বুঝতে কষ্ট হবে যে ডঃ ইউনূসের দায়িত্ব থাকা, বা না-থাকার সাথে ব্যাংকিং খাতে ক্ষুদ্রঋণের অংশ গ্রহণের কোন সম্পর্ক নেই। ডঃ ইউনূস গ্রামীণ ব্যাংক থেকে অবসর গ্রহণকালে (এপ্রিল, ২০১১) গ্রামীণ ব্যাংকের আদায়যোগ্য ঋণের পরিমাণ ছিলো ৭,০৭৩.০০ কোটি টাকা। বর্তমানে (মে, ২০১৩) আদায়যোগ্য ঋণের পরিমাণ ৮,৩০০.০০ কোটি টাকা। এটা গ্রামীণ ব্যাংক কর্মসূচির স্বাভাবিক প্রবৃদ্ধির অংশ।

৭.০ মাননীয় অর্থমন্ত্রীর বক্তব্যঃ মনে হয় গ্রামীণ ব্যাংকের ২২,০০০ শাখা রয়েছে।
জবাবঃ তথ্যটি মোটেই সঠিক নয়। মে, ২০১৩ মাস পর্যন্ত গ্রামীণ ব্যাংকের শাখার সংখ্যা হচ্ছে ২,৫৬৭ টি। তিনি যে তথ্য দিয়েছেন তার মাত্র ১১.৬৭শতাংশ।

৮.০ মাননীয় অর্থমন্ত্রীর বক্তব্যঃ ডঃ ইউনূস সাহেবকে ডেকে নিয়ে আমি বলছি আপনি এমডির পদ থেকে পদত্যাগ করুন, আমি আপনাকে এমেরিটাস বোর্ড মেম্বার করব। ডঃ ইউনূস বললেন, চিন্তা করে দেখি। এরপর গ্রামীণ ব্যাংকের নতুন চেয়ারম্যান নিয়োগ দিলাম। এরপর ডঃ ইউনূস সাহেব বললেন, তিনি এমডির পদ থেকে চলে গেলে ব্যাংকটি নাকি বন্ধ হয়ে যাবে।
জবাবঃ ডঃ ইউনূস ইতিপূর্বে কয়েকবার গ্রামীণ ব্যাংক থেকে অবসরে যাবার চেষ্টা করেছিলেন। এতে গ্রামীণ ব্যাংকের কর্মচারি এবং ঋণগ্রহিতার মধ্যে আতংক ছড়িয়ে পড়েছিল। তাই তিনি মসৃণভাবে দায়িত্ব হস্তান্তরে অর্থমন্ত্রী মহোদয়ের সাথে বেশ কয়েকবার সাক্ষাত করে এব্যাপারে তাঁর সহযোগিতা চান। গত ১৫ মার্চ, ২০১০ তারিখে ডঃ ইউনূস তাঁর অভিপ্রায় জানিয়ে অর্থমন্ত্রী মহোদয়ের স্বহস্তে লিখিত চিঠি দেন (পত্র সংযুক্ত)। তিনি চিঠিটি নিয়ে অর্থমন্ত্রী মহোদয়ের বাসায় গিয়ে তা নিজে পড়ে শোনান। মাননীয় অর্থমন্ত্রী চিঠির বক্তব্যের সঙ্গে একমত হয়ে সেভাবে অগ্রসর হবেন বলে মত প্রকাশ করেন। পরবর্তীতে অর্থমন্ত্রীর কোন উদ্যোগ না-দেখে প্রফেসর ইউনূস তাঁকে টেলিফোনে বিষয়টি স্মরণ করিয়ে দেন। তিনি তখনো বলেন যে বিষয়টি তাঁর মনে আছে এবং সেভাবেই তিনি অগ্রসর হবেন। কিন্তু সেভাবে অগ্রসর না হয়ে হঠাৎ করে তিনি পদত্যাগ দাবী করে বসলেন।

৯.০ মাননীয় অর্থমন্ত্রীর বক্তব্যঃ গ্রামীণ ব্যাংক বোর্ডের গ্যারান্টিতে সরোজ নামের একটি প্রতিষ্ঠানের কাছ থেকে (গ্রামীণ টেলিকম) ঋণ নেয়।
জবাবঃ এটা মিথ্যা বক্তব্য। গ্রামীণ টেলিকম কর্তৃক সরোজ ফাউন্ডেশন থেকে ঋণ নেয়ার ব্যাপারে গ্রামীণ ব্যাংক কোন গ্যারান্টি দেয়নি।

১০.০ মাননীয় অর্থমন্ত্রীর বক্তব্যঃ ১৯৯৮ সালের বন্যায় গ্রামীণ ব্যাংক ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। তখন সরকার ৪০০ কোটি টাকা দিয়ে সহায়তা করেছিল।
জবাবঃ এটা মিথ্যা কথা। ১৯৯৮ সালের বন্যায় গ্রামীণ ব্যাংক ক্ষতিগ্রস্ত হলে গ্রামীণ ব্যাংককে সরকার থেকে কোন আর্থিক সহায়তা দেয়া হয়নি। গ্রামীণ ব্যাংক বাণিজ্যিক ব্যাংকের নিকট থেকে ৩ বছর মেয়াদে শতকরা ১০% সুদে ২০০ কোটি টাকা বন্ড বিক্রি করে অর্থ সংগ্রহ করেছিলো। আইনের বাধ্যবাধকতা থাকায় সরকারের গ্যারান্টি প্রয়োজন হয়েছিল। গ্রামীণ ব্যাংক যথাসময়ে সে টাকা পরিশোধ করে দেয়।

১১.০ গ্রামীণ ডানোন
সামাজিক ব্যবসা সম্বন্ধে ধারনা না-থাকায় তিনি এমন সব কথা বলেছেন যার কোন অর্থ দাঁড়ায় না। “স্যোশাল ইনভেস্টভেন্ট”এবং “স্যোশাল বিজনেস” তিনি একাকার করে ফেলেছেন। অতীতেও এবিষয়ে তাঁর বক্তব্যের প্রতিবাদ করে স্যোশাল বিজনেস কি সেটা ব্যাখ্যা করে দেয়া হয়েছিল। তিনি ডানোনের বিষয়ে বলেছেন ডানোন আগে মুনাফাবিহীন ব্যবসা হিসেবে শুরু করেছিল এখন মুনাফাভিত্তিক প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। তথ্যটি সম্পূর্ণ মিথ্যা। গ্রামীণ ডানোন একটি মুনাফাভিত্তিক প্রতিষ্ঠান হিসেবেই নিবন্ধনকৃত হয়েছে শুরু থেকেই। এখনো তাই আছে। তার আইনকাঠামোতে কোন পরিবর্তন হয়নি। সকল সামাজিক ব্যবসা মুনাফাভিত্তিক প্রতিষ্ঠান। শুধু এর বৈশিষ্ট্য হলো যে মালিক এর থেকে কোন মুনাফা নেয় না; শুধু মূলধন ফেরৎ নিতে পারে।

১২.০ গ্রামীণফোন
মাননীয় মন্ত্রী বলেছেন, ডঃ ইউনূস দাবী করেন গ্রামীণ ব্যাংকের সঙ্গে গ্রামীণফোনের মালিকানার কোন সম্পর্ক নেই। “এটা মিথ্যা, মিথ্যা, মিথ্যা”।ডঃ ইউনূস এখনো বলেন যে গ্রামীণ ফোনের সঙ্গে গ্রামীণ ব্যাংকের মালিকানার কোন সম্পর্ক নেই; এটা সত্য, সত্য, সত্য। এটা নিয়ে এত কথা কাটাকাটির দরকার কী? সরকারের যে দফতরের কাছে গ্রামীণফোনের শেয়ার-মালিকদের তালিকা আছে তাদের কাছ থেকে তালিকাটি চেয়ে নিলেই বিষয়টি নিষ্পত্তি হয়ে যায়। এটা ত কোন গোপন বিষয় নয়।

গ্রামীণ ব্যাংকের সঙ্গে শুধু যে গ্রামীণফোনের কোন মালিকানার সম্পর্ক নেই তাই নয়, অন্য কোন “গ্রামীণ” নামধারী কোম্পানীর সঙ্গেও তার কোন মালিকানার সম্পর্ক নেই। অযথা এই মালিকানা আবিস্কারের জন্য সকল কোম্পানীর সকল রকম কাগজ তলব করে এখন তোলপাড় কাণ্ড করা হচ্ছে। বহুবার বলা হয়েছে এগুলি স্বাধীন স্বতন্ত্র প্রতিষ্ঠান হিসেবে সরকারী দফতরে নিবন্ধনকৃত প্রতিষ্ঠান। বেশীরভাগ প্রতিষ্ঠান মালিকবিহীন প্রতিষ্ঠান। গ্রামীণ ব্যাংক মালিকবিহীন প্রতিষ্ঠানের মালিক হবে কি করে? এসব কথা বিস্তারিত বর্ণনা করে ইউনূস সেন্টার থেকে অনেক আগেই পুস্তিকা প্রকাশ করে প্রচার করা হয়েছে। সরকারকে বহুবার বুঝানো হয়েছে।

যেসব গ্রামীণ প্রতিষ্ঠানের মালিক আছে সেগুলির মালিকদের নাম-ঠিকানা সরকারী দফতরেই জমা আছে। এটা আবিস্কার করার জন্য অর্ধশত প্রতিষ্ঠানের গত পঁচিশ বছরের জমা বস্তা বস্তা কাগজ ঘাটার দরকার নেই।

প্রফেসর ডঃ ইউনূস কর্তৃক অর্থমন্ত্রী ড. আবুল মাল আবদুল মুহিত কে লিখিত চিঠি (২৫ মার্চ, ২০১০)