X

Type keywords like Social Business, Grameen Bank etc.

প্রেস রিলিজ: “বিশ্বের সর্বোচ্চ সম্পদশালী ব্যাক্তিবর্গের সম্মেলনে প্রফেসর ইউনূস ও ওয়ারেন বাফেটকে সম্মাননা প্রদান”

প্রেস রিলিজ: “বিশ্বের সর্বোচ্চ সম্পদশালী ব্যাক্তিবর্গের সম্মেলনে প্রফেসর ইউনূস ও ওয়ারেন বাফেটকে সম্মাননা প্রদান”

button english

 

pmy-buffetবিশ্বের দুই শতাধিক সর্বোচ্চ সম্পদশালী ব্যক্তিবর্গের সম্মেলনে গত ৫ জুন ২০১৩ তারিখে জাতিসংঘ ভবনে প্রফেসর মুহাম্মদ ইউনূস ও ওয়ারেন বাফেটকে আজীবন সম্মাননা পুরস্কার এ ভূষিত করা হয়।

জাতিসংঘের মহাসচিব বান কি-মুন উপস্থিত সম্মানিত অতিথিদের স্বাগত জানান এবং দারিদ্র নিরসন , স্বাস্থ্য সেবার উন্নয়ন ও পরিবেশ এর মত বৈশ্বিক বিষয়গুলোতে ভুমিকা রাখবার জন্য তাদের প্রতি উদাত্ত আহ্বান জানান। জাতিসংঘে বিশ্বের সম্পদশালী ব্যক্তিদের এই সমাবেশ এর আয়োজন করে বিশ্ববিখ্যাত ফোর্বস ম্যাগাজিন। ফোর্বস ম্যাগাজিনের চেয়ারম্যান স্টিভ ফোর্বস বলেন, এই সম্মেলন কক্ষে উপস্থিত ব্যক্তিবর্গের সম্পদের পরিমাণ তিনশত বিলিয়ন ডলারের বেশী।

মুহাম্মদ ইউনূস বিশ্বের সর্বোচ্চ বিত্তশালী ব্যক্তিবর্গকে বিশ্বের সামাজিক ব্যাবসায় অংশগ্রহণের আমন্ত্রণ জানান। প্রফেসর ইউনূস প্রস্তাব করেন যে, এই ফিলানথ্রোফি সম্মেলনে যারা অংশগ্রহন করছেন , তাদের দানের অর্থের দশ শতাংশ প্রতি বছর তারা যেন সামাজিক ব্যাবসায় বিনিয়োগ করেন।

ওয়ারেন বাফেট ছাড়াও এই সম্মেলনে উপস্থিত ছিলেন বিল গেইটস , বিল এ্যাকমেন, বোনো, রে চেম্বারস, পল টিউডর জোন্স, পিটার জি পিটারসন, সোয়ার্স ম্যান, এবং জেফ স্কল প্রমুখ।
রবিনহুড এর প্রতিষ্ঠাতা পল টিউডর জোন্স এবং ই-বে এর প্রতিষ্ঠাতা জেফ স্কল ও প্রফেসর মুহাম্মদ ইউনূস প্লেনারী সেশনে বক্তব্য রাখেন।

সন্ধ্যায় প্রফেসর মুহাম্মদ ইউনূস ও ওয়ারেন বাফেটের সম্মানে একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। একজন সামাজিক উদ্যোক্তা হিসেবে মুহাম্মদ ইউনূস কে “আজীবন সম্মাননা পুরস্কার” প্রদানের পূর্বে স্টিভ ফোর্বস মুহাম্মদ ইউনূস ও তার কাজের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করে বলেন “ তিনি দারিদ্র নিরসনে একজন অসাধারন অনুঘটক...একজন অসাধারন ব্যক্তিত্ব ...যিনি মানুষের প্রকৃতির সংজ্ঞায়নে অনেক অবদান রেখেছেন”।

ওয়ারেন বাফেটকে আজীবন সম্মাননা পুরস্কার প্রদানের আগে রক সংগীতের গুরু বোনো তাকে পরিচয় করিয়ে দেন। মুহাম্মদ ইউনূস সম্পর্কে স্টিভ ফোর্বস এর ঘোষণাকে টেনে এনে ওয়ারেন বাফেট তার বক্তব্যে রসিকতা করে বলেন “ আগামীকাল বার্কশিয়ার হ্যাথঅ্যাওয়ের শেয়ার আকাশচুম্বী হবে, কেননা স্টিভ ফোর্বস মুহাম্মদ ইউনূসকে সিইও হিসেবে আমার উত্তরসূরি ঘোষনা করেছেন। এমনকি বিল গেটস, যিনি আমার পরিচালনা পর্ষদের একজন সদস্য, তিনিও এই তথ্যটি জানেন না ।

সম্মেলনে অংশগ্রহণকারী বিপুল বিত্তশালী ব্যক্তিবর্গ সমবেতভাবে দাঁড়িয়ে বিপুল করতালি দিয়ে প্রফেসর ইউনূস এবং ওয়ারেন বাফেটকে অভিন্দন জানান ।