প্রেস বিজ্ঞপ্তি: সাভারে ভবন ধসে হতাহতের ঘটনায় নোবেল বিজয়ী প্রফেসার মুহাম্মদ ইউনূসের শোকপ্রকাশ।
গত ২৪ এপ্রিল ২০১৩ সাভারে একটি বাণিজ্যিক ভবন ধসে যে মর্মান্তিক প্রাণহানির ঘটনা ঘটেছে, তাতে আমি গভীরভাবে মর্মাহত ও শোকাহত! এ আকস্মিক দুর্ঘটনায় এ পর্যন্ত ২০০- এর অধিক তাজা প্রাণ ঝরে গিয়েছে, আরও বহু হতাহত হয়েছে যা খুবই মর্মান্তিক ও অগ্রহণযোগ্য। ধসে পড়া বিল্ডিং- এর নীচে আটকা পড়া মানুষদের আহাজারি দেশের সকল মানুষকে প্রচন্ডভাবে মর্মপীড়া দিচ্ছে , আমাদের সকলের আশা যে, উদ্ধারকার্যে যারা অংশ নিচ্ছেন তাঁরা সেসব আটকে পড়া মানুষকে অবিলম্বে উদ্ধার করতে সমর্থ হবেন। ভবিষ্যতে যাতে কোন রকমেই এই ধরনের দুর্ঘটনা ঘটতে না পারে এবং কখনো আর কোন প্রাণ এভাবে অকালে ঝরে না যায় তা নিশ্চিত করবার জন্য জাতি হিসাবে আমাদের প্রস্তুতি নিতে হবে।
আমি এই দুর্ঘটনায় যারা নিহত হয়েছেন তাদের বিদেহী আত্মার শান্তি কামনা করছি এবং শোকসন্তপ্ত প্রতিটি পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছি ।
- মুহাম্মদ ইউনূস