মালয়েশিয়ায় সামাজিক ব্যবসা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে সভাপতিত্ব করলেন প্রফেসর ইউনূস
প্রেস রিলিজ
আলোর সেতার, মালয়েশিয়ার কেদাহ রাজ্য, ১৬ ডিসেম্বর, ২০২৩
গত ১৬ ডিসেম্বর, ২০২৩ মালয়েশিয়ার প্রখ্যাত আল বুখারি (সামাজিক ব্যবসা) বিশ্ববিদ্যালয়ের ৩য় সমাবর্তন অনুষ্ঠিত হয়। থাই সীমান্তের মাত্র ১০০ কিলোমিটার দক্ষিণে মালয়েশিয়ার কেদাহ রাজ্যের আলোর সেতারে অবস্থিত বিশ্ববিদ্যালয়টির কনভোকেশন হলে আয়োজিত হয় এই সমাবর্তন।
আল বুখারি বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠালগ্ন থেকে নোবেল বিজয়ী প্রফেসর মুহাম্মদ ইউনূস এই বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর হিসেবে দায়িত্ব পালন করছেন। একটি সামাজিক ব্যবসা হিসেবে বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠার পরিকল্পনা পর্যায় থেকে তিনি এর সাথে জড়িত। সমাবর্তন অনুষ্ঠানে প্রফেসর ইউনূস বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর, সদ্য স্নাতক ছাত্র-ছাত্রী, অনুষদ সদস্যবৃন্দ, সাতজন রাষ্ট্রদূত, পরিচালনা পরিষদ ও সিনেট সদস্যগণ, স্নাতকদের পিতা-মাতা ও পরিবারের সদস্য সহ প্রায় ১,০০০ ব্যক্তির উপস্থিতিতে ব্যবসায় প্রশাসন, প্রাথমিক শিক্ষা, গণযোগাযোগ ও সাংবাদিকতা এবং কম্পিউটার বিজ্ঞানে ২৩১ জন সদ্য স্নাতকের মধ্যে সনদপত্র বিতরণ করেন। এছাড়াও প্রফেসর ইউনূস স্নাতকদের মধ্যে বিশ্ববিদ্যালয়টির সর্বোচ্চ পুরস্কার চ্যান্সেলর অ্যাওয়ার্ড এবং বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সৈয়দ মোখতার আল বুখারির মায়ের নামে নামকরণ করা শরীফাহ রোকিয়া পুরস্কার সহ বিভিন্ন পুরস্কার প্রদান করেন।
এ বছরের স্নাতকদের মধ্যে একজন প্যালস্টাইন থেকে আগত ছাত্রী গুফরান জাগমুত যে তার দেশ প্যালেস্টাইনের বেসামরিক নাগরিকদের উপর অত্যন্ত নির্মম অত্যাচার এবং এ বিষয়ে ক্ষমতাশালী রাষ্ট্রগুলির সম্পূর্ণ নিরবতার প্রতিবাদে তার সমাবর্তন গাউনের উপর প্যালেস্টাইনের পতাকা জড়িয়ে সনদ গ্রহণ করতে অনুষ্ঠানে উপস্থিত হয়। এছাড়াও এটি ছিল আল বুখারি বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় বর্ষের মেধাবী ছাত্র সুলায়মান আবু আনজারের হত্যার বিরুদ্ধে তার সহপাঠীদের প্রতিবাদ। আবু আনজার অক্টোবর মাসে প্যালেস্টাইনে ইসরাইলী আগ্রাসনের সময় স্নাইপার গুলিতে নিহত হয়। সে সেমিস্টার ছুটির সময় গাজায় তার পরিবারের সাথে সাক্ষাৎ করতে এবং গাজাবাসীদের সাথে সংহতি প্রকাশ করতে দেশে গিয়েছিল। কম্পিউটার সায়েন্সের ছাত্র আনজার আল বুখারি বিশ্ববিদ্যালয়ে তার সহপাঠীদের কাছে আর ফিরে আসেনি। সমগ্র ক্যাম্পাস তার এই হত্যাকান্ডে ক্ষোভে ফেটে পড়ে।
সদ্য স্নাতকদের অভিনন্দন জানিয়ে প্রফেসর ইউনূস তাদের উদ্দেশ্যে বলেন যে, এই পৃথিবীতে তাদের উপস্থিতি অসামান্য গুরুত্ব বহন করে এবং বর্তমান সভ্যতা মানুষের মধ্যে বিভেদের যে দেয়াল গড়ে তুলেছে তা ধ্বংস করে শান্তির এক সভ্যতা গড়ার তারাই প্রধান সৈনিক।
সামাজিক ব্যবসার নীতির উপর প্রতিষ্ঠিত আল বুখারি ইন্টারন্যাশনাল (সোশ্যাল বিজনেস) ইউনিভার্সিটি একটি অলাভজনক বেসরকারি বিশ্ববিদ্যালয়। একটি সামাজিক ব্যবসা বিশ্ববিদ্যালয় হিসাবে প্রতিষ্ঠিত এর সকল কোর্স এবং পাঠ্যক্রমে সামাজিক ব্যবসার দর্শনকে অঙ্গীভূত করা হয়েছে। একটি সম্পূর্ণ আবাসিক ক্যাম্পাস এবং আধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত এই বিশ্ববিদ্যালয়ের ৯০শতাংশ শিক্ষার্থী অস্বচ্ছল পরিবারের বিদেশী তরুণ-তরুণী। বিশ্ববিদ্যালয় এই ছাত্রদের ক্যাম্পাসে আসা-যাওয়ার খরচ সহ তাদের আবাসন, খাবার খরচ, পকেট মানি এবং আনুষঙ্গিক অন্যান্য সকল খরচ বহন করে।
প্রায় ৪৬ একর জায়গার উপর প্রতিষ্ঠিত ক্যাম্পাসটি জেরুজালেমের ডোম অফ দ্য রক, বুখারার সিটাডেল, মরক্কোর আল কারাউইন বিশ্ববিদ্যালয় এবং তুরস্কের সুলেমানিয়ে মসজিদের মতো ধ্রুপদী সব বিস্ময় থেকে অনুপ্রেরণা নিয়ে স্থাপত্যগতভাবে ডিজাইন করা হয়েছে। পৃথিবীর ৬০টি দেশের ১,৩০০ ছাত্র বর্তমানে এই বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করছে।
আল বুখারি বিশ্ববিদ্যালয় থ্রি জিরো ক্লাব সৃষ্টিকারী বিশ্ববিদ্যালয়গুলির মধ্যে সর্বাধিক সংখ্যক জিরো ক্লাবের অধিকারী হিসেবে গর্ব বোধ করে। উল্লেখ্য যে, থ্রি জিরো ক্লাবের মিশন হচ্ছে শূন্য নীট কার্বন নিঃসরণ, শূন্য সম্পদ কেন্দ্রীকরণ ও শূন্য বেকারত্বের একটি পৃথিবী সৃষ্টি করা। এছাড়াও আলবুখারি বিশ্ববিদ্যালয় জুলাই ২০২৩—এ ইউনূস সেন্টারের বাৎসরিক আন্তর্জাতিক সম্মেলন “১৩তম সামাজিক ব্যবসা দিবসের” আয়োজন করে যেখানে ৩১টি দেশ থেকে ৬০০—এর অধিক প্রভাবশালী বিশ্ব ও জাতীয় নেতা, নোবেল শান্তি পুরস্কার জয়ী, সামাজিক ব্যবসায়ে উৎসাহী ও সামাজিক ব্যবসা অনুশীলনকারী, এবং চেঞ্জমেকাররা অংশগ্রহণ করেন।
ছবির ক্যাপশন ১: নোবেল শান্তি পুরস্কার জয়ী এবং আলবুখারি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির চ্যান্সেলর প্রফেসর মুহাম্মদ ইউনূস ১৬ ডিসেম্বর ২০২৩ বিশ্ববিদ্যালয়ের ৩য় সমাবর্তন অনুষ্ঠানে সমাবর্তন বক্তৃতা দিচ্ছেন।
ছবির ক্যাপশন ২: নোবেল শান্তি পুরস্কার জয়ী এবং আলবুখারি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির চ্যান্সেলর প্রফেসর মুহাম্মদ ইউনূস ফিলিস্তিন থেকে আগত এআইইউ—এর স্নাতক ছাত্রীর হাতে প্রশংসাপত্র তুলে দিচ্ছেন। তার গায়ে জড়ানো রয়েছে ফিলিস্তিনের পতাকা। তার এক সহপাঠী সেমিস্টার বিরতির সময় পরিবারের সাথে দেখা করতে গাজায় গেলে তাকে হত্যা করা হয়।
ছবির ক্যাপশন ৩: গাজায় ইসরায়েলি স্নাইপার বুলেটে আলবুখারি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ছাত্র সুলাইমান আবু আনজা সম্প্রতি শহীদ হয়েছে।
ছবির ক্যাপশন ৪: আলবুখারি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র ফিলিস্তিনী নাগরিক সুলেমান আবু আনজারকে সম্মান জানাতে ১৩ অক্টোবর ২০২৩ বিশ্বাবিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রদের দ্বারা একটি স্মরণসভার আয়োজন করা হয়। আবু আনজার ২০২৩ সালের অক্টোবরে তার পরিবারের সাথে দেখা করতে গাজায় গেলে ইসরায়েলি স্নাইপার হামলায় নিহত হয়। এই মর্মান্তিক হত্যাকান্ডের প্রতিক্রিয়ায় পুরো ক্যাম্পাসে জুড়ে শোক এবং ক্রোধের আবহ তৈরী হয়।
----
Related
Prof. Muhammad Yunus felicitated in Manila on the occasion of his 40th anniversary of receiving the “Ramon Magsaysay” Award.

“র্যামন ম্যাগসাইসাই” পুরস্কার প্রাপ্তির ৪০তম বার্ষিকী উপলক্ষে প্রফেসর মুহাম্মদ ইউনূসকে ম্যানিলায় সম্মাননা প্রদান

Yunus Never Convicted of Tax Evasion. No such case existed. - Rejoinder to Law Minister's statement in Reuters' news
Celebrating a Decade of Impact: The GENKI Program of Grameen Euglena Marks Its 10th Anniversary

গ্রামীণ ইউগ্লেনার GENKI প্রোগ্রাম এর এক দশক উদযাপন

Grameen America Plans to Invest $40 Billion For Underserved Women of USA In Next Ten Years

Yunus on European Social Business Tour: Explaining Autonomous Intelligence, Social Procurement, Nobin Entrepreneurs & Paris Olympics

ইউরোপিয়ান সোশ্যাল বিজনেস ট্যুরে প্রফেসর ইউনূস: অটোনমাস ইন্টেলিজেন্স, সামাজিক ক্রয়, সামাজিক উদ্যোক্তা ও প্যারিস অলিম্পিক আয়োজন চূড়ান্তকরণ নিয়ে বিভিন্ন পর্যায়ে আলোচনা ।

Yunus Meets President of Italian Republic Sergio Mattarella

Yunus Meets Pope Francis: urges immediate action on Palestine and all conflicts across the world
