X

Type keywords like Social Business, Grameen Bank etc.

 “র‌্যামন ম্যাগসাইসাই” পুরস্কার প্রাপ্তির ৪০তম বার্ষিকী উপলক্ষে  প্রফেসর মুহাম্মদ ইউনূসকে ম্যানিলায় সম্মাননা প্রদান

 “র‌্যামন ম্যাগসাইসাই” পুরস্কার প্রাপ্তির ৪০তম বার্ষিকী উপলক্ষে  প্রফেসর মুহাম্মদ ইউনূসকে ম্যানিলায় সম্মাননা প্রদান

ইউনূস সেন্টার প্রেস রিলিজ – ০৩ জুলাই ২০২৪

 

নোবেল লরিয়েট অধ্যাপক মুহাম্মদ ইউনূসের “র‌্যামন ম্যাগসাইসাই” পুরস্কার প্রাপ্তির ৪০তম বার্ষিকী উপলক্ষে গত ২ জুলাই ২০২৪ ম্যানিলায় ফাউন্ডেশনটি প্রফেসর ইউনূসকে এক বিশেষ সম্মাননা প্রদান করে। প্রফেসর ইউনূসকে প্রদত্ত এই সম্মাননা অনুষ্ঠানটিকে ম্যাগসাইসাই পুরস্কারের ৬৫তম বার্ষিকীর একটি অংশ হিসেবে আয়োজন করা হয়েছিল। কূটনৈতিক সম্প্রদায়ের উপস্থিতিতে অনুষ্ঠানটিতে ম্যাগসাইসাই পুরস্কারপ্রাপ্ত ফিলিপিনোদের পুরস্কারে ভূষিত করা হয়।

 

ফাউন্ডেশনের সভাপতি মিস সুসান আফান তাঁর সূচনা বক্তব্যে বলেন যে, ১৯৮৪ সালে প্রফেসর ইউনূসকে প্রদত্ত ম্যাগসাইসাই পুরস্কারটি তাঁর প্রথম আন্তর্জাতিক সম্মাননা যা প্রফেসর ইউনূসের নোবেল শান্তি পুরস্কার প্রাপ্তির ২০ বছরেরও আগে প্রদান করা হয়েছিল। মিস সুসান কীভাবে প্রফেসর ইউনূসের উদ্ভাবিত ক্ষুদ্রঋণ মডেল সারা বিশ্বে কোটি কোটি মানুষের ভাগ্যোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে তার বিবরণ দেন। বিশ্বজুড়ে সামাজিক নেতাদের উপর প্রফেসর ইউনূসের চিন্তাধারা ও কর্মের প্রভাব এবং পৃথিবীর বিভিন্ন দেশে কোটি কোটি দরিদ্র পরিবারকে দারিদ্রমুক্ত করতে তাঁর তত্ত্বের কার্যকর প্রয়োগের উপরও তিনি বিস্তারিত আলেঅচনা করেন। দরিদ্রদের নিকট ক্ষুদ্রঋণের সুবিধা পেঁৗছে দিতে নেতৃস্থানীয় ভূমিকা পালন করার জন্য এশিয়া অঞ্চলে এ পর্যন্ত কতজন ম্যাগসাইসাই পুরস্কার পেয়েছেন তিনি তার বিবরণও দেন। 

 

মিস সুসান আফান ডক্টর আরিস আলিপকে অনুষ্ঠানে উপস্থিত সকলের নিকট পরিচয় করিয়ে দেন। ড. আলিপ ১৯৮৬ সালে ফিলিপাইনে “সেন্টার ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট—মিউচুয়াল রিইনফোর্সিং ইনস্টিটিউশন” (CARD-MRI) নামের একটি গ্রামীণ রিপ্লিকেশন সংস্থা প্রতিষ্ঠা করেন যা ২০০৭ সালে র‌্যামন ম্যাগসাইসাই পুরস্কার অর্জন করেন। সংস্থাটি এখন একটি সামাজিক ব্যবসা হিসেবে সমগ্র ফিলিপাইনের ৯০ লক্ষ উপকারভোগীর কাছে পৌঁছেছে।

 

মিস সুসান ইন্দোনেশিয়া এবং পাকিস্তানের অন্য দুই ম্যাগসাইসাই  পুরস্কারপ্রাপ্তকে পরিচয় করিয়ে দেন যাঁরা নিজ নিজ দেশে ক্ষুদ্র ঋণের অর্থায়নে তাঁদের কৃতিত্বের জন্য এই পুরস্কার অর্জন করেন।

 

ইন্দোনেশিয়ায় ১৯৯৪ সালে প্রতিষ্ঠিত মানবিক সহায়তা প্রতিষ্ঠান “ডোমপেট ধুয়াফা” ২০১৬ সালে ম্যাগসাইসাই পুরস্কারে ভূষিত হয়। পাকিস্তানের মুহাম্মদ আমজাদ সাকিব ২০০১ সালে তাঁর প্রতিষ্ঠিত “আখুয়াত” সংগঠনটির জন্য ২০১৬ সালে ম্যাগসাইসাই পুরস্কারে ভূষিত হন। উভয় সংস্থাই ক্ষুদ্রঋণের মাধ্যমে তাদের নিজ নিজ এলাকার মানুষের ক্ষমতায়নে উল্লেখযোগ্য অবদান রেখেছে।

 

মিস সুসান আফান বিশেষভাবে উল্লেখ করেন যে, NWTF —এর নির্বাহী পরিচালক সুজেট ডি গ্যাস্টন ফিলিপাইনের আরেক গ্রামীণ রিপ্লিকেটর যিনি তাঁর পিতার, যিনি ১৯৭৩ সালে ম্যাগসাইসাই পুরস্কার পেয়েছিলেন, প্রতিনিধিত্বকারী হিসেবে এই অনুষ্ঠানে যোগ দিয়েছেন। এখানে উল্লেখ্য যে, NWTF এবছর ম্যানিলায় ইউনূস সেন্টারের সাথে যৌথভাবে সামাজিক ব্যবসা দিবস ২০২৪—এর আয়োজন করেছে এবং একই সাথে সংস্থাটির প্রতিষ্ঠার ৪০ বছর পূর্তি উদযাপন করছে। প্রফেসর ইউনূস এই উদযাপন অনুষ্ঠানে যোগ দিতে এই সফরে ব্যাকোলোডে যান।

 

NWTF ৩৫ বছর আগে প্রফেসর ইউনূসের পথনির্দেশনা ও গ্রামীণ ট্রাস্টের সহায়তায় ক্ষুদ্রঋণ কর্মসূচি শুরু করে এবং সংস্থাটি বর্তমানে প্রায় ৬০০,০০০ পরিবারের মহিলাদেরকে ক্ষুদ্রঋণ ও আর্থিক পরিষেবার মাধ্যমে এই পরিবারগুলিকে ক্ষমতায়িত করছে। সংস্থাটি সামাজিক ব্যবসায়ও বিনিয়োগ করছে এবং নেগ্রোস অক্সিডেন্টাল দ্বীপে থ্রি—জিরো ক্লাব সৃষ্টিতে সহায়তা করছে। 

 

“সেলিব্রেটিং গ্রেটনেস অব স্পিরিট” নামের একটি ফাউন্ডেশন প্রফেসর ইউনূস এবং ফিলিপাইনের ম্যাগসাইসাই পুরস্কারপ্রাপ্তদেরকে তাঁদের একটি করে প্রতিকৃতি উপহার দেয়। এই অনুষ্ঠানে র‌্যামন ম্যাগসাইসাই পুরস্কারের ৬৫তম বার্ষিকী উপলক্ষ্যে একটি বিশেষ ভলিউম “গ্রেটনেস অব স্পিরিট: স্টোরিজ অফ লাভ কারেজ অ্যান্ড সার্ভিস”  উপস্থাপন করা হয়। ১৮ জন রাষ্ট্রদূত এবং ম্যাগসাইসাই পরিবারের সদস্যসহ ফিলিপিনো সমাজের ১৩০ জন উচ্চপদস্থ ব্যক্তি এই অনুষ্ঠানে যোগ দেন। 

 

মিস সুসান আফান ২৭ জুন ২০২৪ ইউনুস সেন্টারের বার্ষিক উদ্যাপন সোশ্যাল বিজনেস ডে’ ২০২৪—এর উদ্বোধনী অনুষ্ঠানে বক্তৃতা করেন এবং অধ্যাপক ইউনূসকে ম্যাগসাইসাই পুরস্কার প্রদানের ৪০ বছর পূর্তি উপলক্ষ্যে ১৯৮৪ সালে তাঁকে এই পুরস্কার প্রদানের ছবি সকলের নিকট প্রদর্শন করেন। একই সাথে তিনি প্রফেসর ইুউনূসের প্রতি তাঁর ও ম্যাগসাইসাই ফাউন্ডেশনের গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

ছবির ক্যাপশন ১: র‌্যামন ম্যাগসাইসাই অ্যাওয়ার্ড ফাউন্ডেশনের প্রেসিডেন্ট মিস সুজানা বি. আফান ২৭ জুন ২০২৪—এ ১৪তম সামাজিক ব্যবসা দিবসের উদ্বোধনী অনুষ্ঠানে নোবেল শান্তি পুরস্কার জয়ী প্রফেসর ইউনূকে একটি বিশেষভাবে কমিশন করা প্রতিকৃতি উপহার দেন। তাদের ৬৫তম বার্ষিকী স্মারক বই সিরিজের অংশ এই প্রতিকৃতি ২৮ জুন প্রফেসর ইউনূসের ৮৪তম জন্মদিনের উপহার এবং তাঁর র‌্যামন ম্যাগসাইসাই পুরস্কার প্রাপ্তির ৪০তম বার্ষিকীর উদ্যাপন হিসেবেও কাজ করে।

ছবির ক্যাপশন ২: জুলাই ২, ২০২৪ র‌্যামন ম্যাগসাইসাই সেন্টারে আয়োজিত একটি বিশেষ অনুষ্ঠানে ফিলিপাইনের র‌্যামন ম্যাগসাইসাই পুরস্কারপ্রাপ্তদের সাথে নোবেল লরিয়েট প্রফেসর মুহাম্মদ ইউনূস। 

ছবির ক্যাপশন ৩: ফিলিপাইনে গ্রামীণ মডেলের রিপ্লিকেটর “সেন্টার ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট—মিউচুয়াল রিইনফোর্সিং ইনস্টিটিউশন” (CARD-MRI)—এর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী ড. আরিস আলিপ ও মিসেস অ্যানি আলিপের সাথে প্রফেসর ইউনূস।

ছবির ক্যাপশন ৪: র‌্যামন ম্যাগসাইসাই ফাউন্ডেশনের প্রধান কার্যালয়ে ১৯৮৪ সালে তাঁকে প্রদত্ত র‌্যামন ম্যাগসাইসাই পুরস্কারের পাশে নোবেল বিজয়ী প্রফেসর মুহাম্মদ ইউনূস।

ছবির ক্যাপশন ৫: নোবেল জয়ী এবং ১৯৮৪ সালে র‌্যামন ম্যাগসাইসাই  পুরস্কারপ্রাপ্ত প্রফেসর মুহাম্মদ ইউনূসের উপর ম্যাগসাইসাই ফাউন্ডেশনের সচিত্র পুস্তিকা।

ছবির ক্যাপশন ৬: ব্যাকোলোডে NWTF Inc.   এর ৪০তম প্রতিষ্ঠা বার্ষিকীতে প্রধান অতিথি হিসেবে শ্রোতাদের উদ্দেশ্যে ভাষণ দিচ্ছেন প্রফেসর মুহাম্মদ ইউনূস। NWTF ১৯৮৯ সাল থেকে নেগ্রোস অক্সিডেন্টাল দ্বীপে গ্রামীণ মডেলে ক্ষুদ্রঋণ কর্মসূচি পরিচালনা করে আসছে এবং সংগঠনটি একই সাথে সামাজিক ব্যবসা ও থ্রি—জিরো ক্লাব সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। 

ছবির ক্যাপশন ৭: NWTF Inc.  —এর সহ—প্রতিষ্ঠাতা মিস সুজেট ডি গ্যাস্টন ও মিসেস কোরাজন হেনারেস—এর  সাথে নোবেল শান্তি পুরস্কার জয়ী প্রফেসর মুহাম্মদ ইউনুস। NWTF ১৯৮৯ সাল থেকে নেগ্রোস অক্সিডেন্টাল দ্বীপে সফলভাবে গ্রামীণ মডেলে ক্ষুদ্রঋণ কর্মসূচি পরিচালনা করছে।

 

সমাপ্ত

Related

Prof. Muhammad Yunus felicitated in Manila on the occasion of his 40th anniversary of receiving the “Ramon Magsaysay” Award.

Prof. Muhammad Yunus felicitated in Manila on the occasion of his 40th anniversary of receiving the “Ramon Magsaysay” Award.
Yunus Centre Press Release – 03 July 2024   This was made a part of the 65th Anniversary of the Magsaysay Award itself. The event honored the Filipino awardees of the Magsaysay prize in the presence of the diplomatic community.   Susanna B Afan Presi...

Yunus Never Convicted of Tax Evasion. No such case existed. - Rejoinder to Law Minister's statement in Reuters' news

Press Release - 12 June 2024 In a news report carried by Reuters globally on June 11, 2024. The statement made by Hon’ble Minister for Law, Justice and Parliamentary Affairs of Bangladesh Mr. Anisul Huq MP   is completely baseless and defamatory. He is quote...

Celebrating a Decade of Impact: The GENKI Program of Grameen Euglena Marks Its 10th Anniversary

Celebrating a Decade of Impact: The GENKI Program of Grameen Euglena Marks Its 10th Anniversary
Press Release   Dhaka, Bangladesh, May 28, 2024 — Euglena Co., Ltd. proudly celebrated the 10th anniversary of the GENKI Program, an initiative of Grameen Euglena a joint venture between Euglena Co., Ltd. of Japan and Grameen Krishi foundation, dedicated to...

গ্রামীণ ইউগ্লেনার  GENKI প্রোগ্রাম এর এক দশক উদযাপন

গ্রামীণ ইউগ্লেনার  GENKI প্রোগ্রাম এর এক দশক উদযাপন
প্রেস রিলিজ ঢাকা, বাংলাদেশ, ০৬ জুন ২০২৪ঃ গত ২৮ মে, ২০২৪ বিভিন্ন স্কুলের ছাত্র শিক্ষক, বিভিন্ন প্রতিষ্ঠ...

Grameen America Plans to Invest $40 Billion For Underserved Women of USA In Next Ten Years

Grameen America Plans to Invest $40 Billion For Underserved Women of USA In Next Ten Years
Yunus Centre Press Release – May 28, 2024   On May 20, 2024, Grameen America Inc. (GAI), the fastest-growing nonprofit microfinance organization in the United States of America, announced the opening of its new branch  in Phoenix, Arizona, with signifi...

Yunus on European Social Business Tour: Explaining Autonomous Intelligence, Social Procurement, Nobin Entrepreneurs & Paris Olympics

Yunus on European Social Business Tour:  Explaining Autonomous Intelligence, Social Procurement, Nobin Entrepreneurs & Paris Olympics
Yunus Centre Press Release – May 19, 2024   Nobel laureate Professor Yunus was hosted by the Fondazione Milano Cortina, which organized an event titled "Meet the Partners," with the well-known global brands supporting the Milano Cortina Winter Olympics 2026...

Yunus Meets President of Italian Republic Sergio Mattarella

Yunus Meets President of Italian Republic Sergio Mattarella
Yunus Centre Press Release – May 16, 2024   On May 11, 2024, Nobel Laureate Professor Muhammad Yunus had an audience with the President of Italian Republic Sergio Mattarella at the Presidential Palace along with his fellow Nobel Peace Prizes Laureates from ...

Yunus Meets Pope Francis: urges immediate action on Palestine and all conflicts across the world

Yunus Meets Pope Francis: urges immediate action on Palestine and all conflicts across the world
Yunus Centre Press Release – May 15, 2024   Nobel Laureate Professor Muhammad Yunus met with the Pope and discussed global challenges at the Vatican City on May 11, 2024. Professor Yunus was the co-chair of the Peace Round Table of the second World Meeting ...

Yunus Meets Pope and Co-Chairs World Summit on Human Fraternity

Yunus Meets Pope and Co-Chairs World Summit on Human Fraternity
Yunus Centre Press Release – May 14, 2024   Thirty Nobel Peace Prize winners, scientists, economists, mayors, doctors, managers, workers, sports champions and ordinary citizens gathered on May 10-11 for the second World Meeting on Human Fraternity, a confer...