X

Type keywords like Social Business, Grameen Bank etc.

Yunus Speaks at Parliamentary Breakfast in the German Parliament

Yunus Speaks at Parliamentary Breakfast in the German Parliament

Press Release

Caption for Photo 1 : With Prof. Dr. Rita Suessmuth (born 1937), a long time friend and supporter of Yunus's programmes, came to meet Professor Yunus to hear him speak. She is the former two term President (Speaker) of German Parliament, November 1988 – October 1998 and Federal Minister of Family Affairs, Women, Youth and Senior Citizens; September 1985 – November 1988. She is a member of the Christian Democratic Union (CDU)

Nobel Laureate Professor Yunus was invited to a Parliamentary Breakfast at the Bundestag (German Parliament) on June 2 by Parliamentary Secretary of the Ministry of Education and Research, Mario Brandenburg. He moderated the hour-long discussion during the breakfast.  The breakfast was attended by 10 parliament members from diverse political parties. Yunus was invited to speak on the current trend in rise in poverty, impact of pandemic on the low income people, impact of Ukrainian war, and the experiences of application of social business concept in addressing these issues.

 

Yunus highlighted the collapse of the global system in bringing vaccines to the people of low income countries. He pleaded with the parliament members to support the campaign to make vaccine a common good by withdrawing intellectual property right. He also shared his proposal to create social business pharmaceutical companies to bring vaccines and medicines to all people at affordable prices.

 

Parliamentary Secretary Mario Brandenburg told the participants that he has already submitted a proposal in which he called for a greater governmental support for social business entrepreneurship. All MPs present acknowledged that entrepreneurially driven social business can go a long way in solving social problems.

 

Among the MPs present were  Dr. Holger Becker (SPD), MP Frank Muller-Rosentritt (FDP), MP Sandra Bubendorfer-Licht (FDP), MP Volkmar Klein (CDU), MP Dr. Christiane Schenderlein (CDU), MP Alexander Radwan (CSU) and MP Canan Bayram (Bundnis 90/Die Grunen).

 

Professor Yunus is visiting Berlin to attend the tenth anniversary celebration of Yunus Social Business (YSB) a company created in Berlin ten years back to promote social businesses around the world. The company headed by Saskia Bruyesten operates in Brazil, India, Colombia, Uganda, Kenya and Rwanda help create social businesses in these countries. YSB has supported around 2070 social businesses in 5 countries with USD 18 million disbursed capital, creating employment of 1.3 million income earners and engaging atleast 17.8 million customers.

 

Tenth year celebration was held on June 2 attended by 150 people coming from all the  countries where YSB operates, and supporters of YSB in Germany and other Europeans countries, corporate leaders,  senior executives of YSBs in all countries where it operates, and media representatives. Yunus expressed his happiness that YSB which was initiated by two German young women fresh out of university  in their late 20s with no funds,  has  reached so many people around the globe. YSB delegates shared their achievements and plans for the next decade.

 

Yunus left Berlin on June 3 for Trento, Italy to speak at the "Trento Festival of Economics", a global economic conference on social entrepreneurship for sustainable economic development.

Caption for Photo 2 : Yunus addressing the gathering in Berlin on june 2 on the occasion of 10th Year Anniversary of the company Yunus Social Business

Caption for Photo 3 : Yunus at the discussion during the breakfast meeting in German Parliament. Parliamentary Secretary of the Ministry of Education and Research, Mr Mario Brandenburg who is moderating the meeting is to the left of Professor Yunus.

 

End

 

-----

 

প্রেস রিলিজ

জার্মান পার্লামেন্টের “পার্লামেন্টারী ব্রেকফাস্ট”-এ বক্তব্য রাখলেন প্রফেসর ইউনূস

 

জার্মান সরকারের শিক্ষা ও গবেষণা মন্ত্রণালয়ের পার্লামেন্টারী সেক্রেটারী মি. মারিও ব্র্যান্ডেনবার্গ নোবেল লরিয়েট প্রফেসর মুহাম্মদ ইউনূসকে গত ২ জুন ২০২২ অনুষ্ঠিত জার্মান পার্লামেন্ট বুন্ডেসটাগ (Bundestag) -এর “পার্লামেন্টারী ব্রেকফাস্ট”-এ আমন্ত্রণ জানান। মি. মারিও-র সঞ্চালনায় চার ঘন্টাব্যাপী এই অনুষ্ঠানে যোগ দেন বিভিন্ন রাজনৈতিক মতাদর্শের ১০ জন জার্মান পার্লামেন্ট সদস্য। প্রফেসর ইউনূসকে আমন্ত্রণ জানান হয়েছিল বিশ্বব্যাপী দারিদ্র বৃদ্ধির বর্তমান প্রবণতা, নি¤œ আয়ের মানুষদের উপর মহামারীর প্রভাব, বিশ্বজুড়ে ইউক্রেন যুদ্ধের প্রতিক্রিয়া, এবং সামাজিক ব্যবসার ধারণা প্রয়োগের মাধ্যমে এসব সমস্যা মোকাবেলার অভিজ্ঞতা বিষয়ে বক্তৃতা দিতে।

 

প্রফেসর ইউনূস নি¤œ আয়ের দেশগুলির মানুষদের নিকট ভ্যাকসিন পৌঁছে দিতে বৈশ্বিক ব্যবস্থার ভয়াবহ ব্যর্থতার উপর বিশেষভাবে আলোকপাত করেন। তিনি বুদ্ধিবৃত্তিক স্বত্বাধিকার প্রত্যাহারের মাধ্যমে ভ্যাকসিনকে একটি সর্বসাধারণের পণ্যে পরিণত করার প্রচারাভিযানে সমর্থন দিতে পার্লামেন্ট সদস্যদের প্রতি আহ্বান জানান। তিনি যাবতীয় ভ্যাকসিন ও ওষুধকে দরিদ্র মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে নিয়ে আসতে তাঁর সোশ্যাল বিজনেস ফার্মাসিউটিক্যাল কোম্পানী তৈরীর প্রস্তাবও তাঁদের কাছে তুলে ধরেন।

 

পার্লামেন্টারী সেক্রেটারী মি. মারিও ব্র্যান্ডেনবার্গ অনুষ্ঠানে অংশগ্রহণকারী পার্লামেন্ট সদস্যদের উদ্দেশ্যে বলেন যে, তিনি (জনাব মারিও) এর মধ্যে একটি প্রস্তাব পেশ করেছেন যেখানে তিনি এই উদ্দেশ্যে একটি সামাজিক ব্যবসা উদ্যোগের জন্য ব্যাপক রাষ্ট্রীয় সমর্থনের আহ্বান জানিয়েছেন। উপস্থিত পার্লামেন্ট সদস্যগণ সকলেই একমত হন যে, সমাজের বিভিন্ন সমস্যার সমাধানে সামাজিক ব্যবসা উদ্যোগ একটি কার্যকর, টেকসই ও দীর্ঘমেয়াদী কর্মপন্থা হতে পারে।

 

সভায় উপস্থিত পার্লামেন্ট সদস্যদের মধ্যে ছিলেন ড. হলজের বেকার (এসপিডি), এমপি ফ্রাঙ্ক মুলার-রোজেনট্রিট (এফডিপি), এমপি সান্দ্রা বুবেনডরফের-লাইক্ট (এফডিপি), এমপি ভল্কমার ক্লাইন (সিডিইউ), এমপি ড. ক্রিস্টিয়ানে শেন্ডারলাইন (সিডিইউ), এমপি আলেকজান্ডার র‌্যাডওয়ান (সিএসইউ) এবং এমপি ক্যানান বেরাম (বুন্ডনিস ৯০ / দি গ্রুনেন)।

 

উল্লেখ্য যে, প্রফেসর ইউনূস “ইউনূস সোশ্যাল বিজনেস” এর ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে বার্লিন সফর করছেন। বিশ্বব্যাপী সামাজিক ব্যবসার তত্ত¡ ও চর্চা সম্প্রসারিত করতে ১০ বছর পূর্বে বার্লিনে ইউনূস সোশ্যাল বিজনেস নামে একটি সোশ্যাল বিজনেস কোম্পানী প্রতিষ্ঠিত হয়।

 

মিস সাসকিয়া ব্রæয়েস্টেন এর নেতৃত্বে কোম্পানীটি ব্রাজিল, ভারত, কলম্বিয়া, উগান্ডা, কেনিয়া ও রুয়ান্ডায় সামাজিক ব্যবসা গড়ে তুলতে প্রত্যক্ষভাবে কাজ করে আসছে। ইউনূস সোশ্যাল বিজনেস কোম্পানী এরই মধ্যে ৫টি দেশে ২০৭০টি সামাজিক ব্যবসা গড়ে তুলতে ১.৮০ কোটি মার্কিন ডলার বিনিয়োগ করেছে। এসব ব্যবসায়ে এ পর্যন্ত ১৩ লক্ষ মানুষের কর্মসংস্থান হয়েছে এবং ১.৭৮ কোটি মানুষ এসব ব্যবসা থেকে প্রত্যক্ষভাবে উপকৃত হচ্ছে।

 

ইউনূস সোশ্যাল বিজনেস এর ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত হয় ২ জুন যেখানে এর কার্যক্রমভ‚ক্ত সকল দেশের ১৫০ জন প্রতিনিধি ও ঊর্দ্ধতন নির্বাহীগণ যোগ দেন। অনুষ্ঠানে আরো অংশ নেন জার্মানী ও ইউরোপের অন্যান্য দেশ থেকে আগত ইউনূস সোশ্যাল বিজনেসের সমর্থকগণ, কর্পোরেট নেতৃবৃন্দ, এবং মিডিয়া প্রতিনিধিগণ। প্রফেসর ইউনূস বলেন, তিনি আনন্দিত যে, মাত্র বিশের কোঠায় বয়স বিশ্ববিদ্যালয় থেকে সদ্য পাশ করা দুজন জার্মান তরুণী যাঁরা একরকম শূন্য হাতে ইউনূস সোশ্যাল বিজনেসের গোড়াপত্তন করেছিলেন তাঁদের নেতৃত্বে প্রতিষ্ঠানটি আজ বিশ্বের লক্ষ লক্ষ মানুষের কাছে পৌঁছে গেছে। অনুষ্ঠানে বিভিন্ন দেশ থেকে আগত প্রতিনিধিরা তাঁদের এ পর্যন্ত বিভিন্ন অর্জন এবং আগামী এক দশকের কর্মপরিকল্পনা তুলে ধরেন।

 

৪ জুন প্রফেসর ইউনূস ইটালীর ট্রেনটোর উদ্দ্যেশে বার্লিন ত্যাগ করেন যেখানে তিনি “ট্রেনটো অর্থনৈতিক উৎসব” (Trento Festival of Economics) শীর্ষক একটি বৈশ্বিক অর্থনৈতিক সম্মেলনে টেকসই অর্থনৈতিক উন্নয়নের জন্য সামাজিক ব্যবসা উদ্যোগ বিষয়ে ভাষণ দেবেন।

 

ছবির ক্যাপশন-১ : প্রফেসর ইউনূসের দীর্ঘদিনের বন্ধু ও তাঁর কর্মসূচির সমর্থক প্রফেসর ড. রিটা সুয়েসমুথ (জন্ম ১৯৩৭) প্রফেসর ইউনূসের ভাষণ শুনতে ও তাঁর সাথে সাক্ষাৎ করতে আসেন। তিনি দুই মেয়াদে জার্মান পার্লামেন্টের প্রেসিডেন্ট (স্পিকার) ছিলেন (নভেম্বর ১৯৮৮-অক্টোবর ১৯৯৮) এবং এছাড়াও জার্মান সরকারের ফ্যামিলি অ্যাফেয়ার্স, উইমেন, ইয়ুথ এন্ড সিনিয়র সিটিজেন্স বিষয়ক ফেডারেল মন্ত্রী ছিলেন (সেপ্টেম্বর ১৯৮৫-নভেম্বর ১৯৮৮)। তিনি ক্রিস্টিয়ান ডেমোক্র্যাটিক ইউনিয়ন (সিডিইউ) পার্টির সদস্য।

ছবির ক্যাপশন-২ : ২ জুন ২০২২ বার্লিনে অনুষ্ঠিত ইউনূস সোশ্যাল বিজনেস এর ১০ম প্রতিষ্ঠাবার্ষিকীতে ভাষণরত নোবেল লরিয়েট প্রফেসর মুহাম্মদ ইউনূস।

ছবির ক্যাপশন-৩ : ২ জুন ২০২২ অনুষ্ঠিত জার্মান পার্লামেন্টের “পার্লামেন্টারী ব্রেকফাস্ট”-এ আলোচনারত প্রফেসর ইউনূস। প্রফেসর ইউনূসের বাম দিকে উপবিষ্ট জার্মান সরকারের শিক্ষা ও গবেষণা মন্ত্রণালয়ের পার্লামেন্টারী সেক্রেটারী মি. মারিও ব্র্যান্ডেনবার্গ যিনি এই অনুষ্ঠান সঞ্চালনা করেন।

 

----

 

 

Related

Prof. Muhammad Yunus felicitated in Manila on the occasion of his 40th anniversary of receiving the “Ramon Magsaysay” Award.

Prof. Muhammad Yunus felicitated in Manila on the occasion of his 40th anniversary of receiving the “Ramon Magsaysay” Award.
Yunus Centre Press Release – 03 July 2024   This was made a part of the 65th Anniversary of the Magsaysay Award itself. The event honored the Filipino awardees of the Magsaysay prize in the presence of the diplomatic community.   Susanna B Afan Presi...

 “র‌্যামন ম্যাগসাইসাই” পুরস্কার প্রাপ্তির ৪০তম বার্ষিকী উপলক্ষে  প্রফেসর মুহাম্মদ ইউনূসকে ম্যানিলায় সম্মাননা প্রদান

 “র‌্যামন ম্যাগসাইসাই” পুরস্কার প্রাপ্তির ৪০তম বার্ষিকী উপলক্ষে  প্রফেসর মুহাম্মদ ইউনূসকে ম্যানিলায় সম্মাননা প্রদান
ইউনূস সেন্টার প্রেস রিলিজ – ০৩ জুলাই ২০২৪   নোবেল লরিয়েট অধ্যাপক মুহাম্মদ ইউনূসের “র‌্যামন ম্...

Yunus Never Convicted of Tax Evasion. No such case existed. - Rejoinder to Law Minister's statement in Reuters' news

Press Release - 12 June 2024 In a news report carried by Reuters globally on June 11, 2024. The statement made by Hon’ble Minister for Law, Justice and Parliamentary Affairs of Bangladesh Mr. Anisul Huq MP   is completely baseless and defamatory. He is quote...

Celebrating a Decade of Impact: The GENKI Program of Grameen Euglena Marks Its 10th Anniversary

Celebrating a Decade of Impact: The GENKI Program of Grameen Euglena Marks Its 10th Anniversary
Press Release   Dhaka, Bangladesh, May 28, 2024 — Euglena Co., Ltd. proudly celebrated the 10th anniversary of the GENKI Program, an initiative of Grameen Euglena a joint venture between Euglena Co., Ltd. of Japan and Grameen Krishi foundation, dedicated to...

গ্রামীণ ইউগ্লেনার  GENKI প্রোগ্রাম এর এক দশক উদযাপন

গ্রামীণ ইউগ্লেনার  GENKI প্রোগ্রাম এর এক দশক উদযাপন
প্রেস রিলিজ ঢাকা, বাংলাদেশ, ০৬ জুন ২০২৪ঃ গত ২৮ মে, ২০২৪ বিভিন্ন স্কুলের ছাত্র শিক্ষক, বিভিন্ন প্রতিষ্ঠ...

Grameen America Plans to Invest $40 Billion For Underserved Women of USA In Next Ten Years

Grameen America Plans to Invest $40 Billion For Underserved Women of USA In Next Ten Years
Yunus Centre Press Release – May 28, 2024   On May 20, 2024, Grameen America Inc. (GAI), the fastest-growing nonprofit microfinance organization in the United States of America, announced the opening of its new branch  in Phoenix, Arizona, with signifi...

Yunus on European Social Business Tour: Explaining Autonomous Intelligence, Social Procurement, Nobin Entrepreneurs & Paris Olympics

Yunus on European Social Business Tour:  Explaining Autonomous Intelligence, Social Procurement, Nobin Entrepreneurs & Paris Olympics
Yunus Centre Press Release – May 19, 2024   Nobel laureate Professor Yunus was hosted by the Fondazione Milano Cortina, which organized an event titled "Meet the Partners," with the well-known global brands supporting the Milano Cortina Winter Olympics 2026...

Yunus Meets President of Italian Republic Sergio Mattarella

Yunus Meets President of Italian Republic Sergio Mattarella
Yunus Centre Press Release – May 16, 2024   On May 11, 2024, Nobel Laureate Professor Muhammad Yunus had an audience with the President of Italian Republic Sergio Mattarella at the Presidential Palace along with his fellow Nobel Peace Prizes Laureates from ...

Yunus Meets Pope Francis: urges immediate action on Palestine and all conflicts across the world

Yunus Meets Pope Francis: urges immediate action on Palestine and all conflicts across the world
Yunus Centre Press Release – May 15, 2024   Nobel Laureate Professor Muhammad Yunus met with the Pope and discussed global challenges at the Vatican City on May 11, 2024. Professor Yunus was the co-chair of the Peace Round Table of the second World Meeting ...