Yunus Receives Champion for Global Change Award From United Nations Foundation
Press Release (14 December 2021)
The United Nations Foundation gave this year’s Champion for Global Change Award to two winners, Nobel Laureate Professor Muhammad Yunus and Dr. Ngozi Okonjo-Iweala, Director-General of the World Trade Organization. on December 9, 2021.
The Award recognizes the extraordinary contributions of individuals and organizations striving to further the work of the UN and advance its goal of a more peaceful, just, and sustainable world for everyone, everywhere.
The Awards were presented in New York at “We The Peoples” event, named after the inspiring opening words of the UN Charter, and to honour the profound vision of the UN’s founders — to save future generations from the scourge of war, reaffirming the faith in human rights and equal rights, ensure justice and international law, and promote social progress and freedom.
Professor Muhammad Yunus, Nobel Laureate and Founder of Grameen Bank was given the Award in recognition of his enlightened leadership and innovation to enhance human dignity, equity, and justice.
UN Deputy Secretary-General Amina J Mohammed presented the Award and interviewed Professor Yunus on stage focusing on his campaign for creating a Three Zero World.
Previous honorees of Champion for Global Change Award include: US Presidents Barack Obama and Bill Clinton, UN Secretaries-General Kofi Annan and Ban Ki-moon, Archbishop Desmond Tutu, and Goodwill Ambassador Angelina Jolie.
---------------------------------
প্রেস রিলিজ
জাতি সংঘ ফাউন্ডেশনের “চ্যাম্পিয়ন অব গ্লোবাল চেঞ্জ” পুরস্কার পেলেন প্রফেসর ইউনূস
জাতি সংঘ ফাউন্ডেশনের এ বছরের “চ্যাম্পিয়ন অব গ্লোবাল চেঞ্জ” পুরস্কারে ভূষিত হলেন নোবেল লরিয়েট প্রফেসর মুহাম্মদ ইউনূস ও বিশ্ব বাণিজ্য সংস্থার মহাপরিচালক ড. এনগোজি ওকনজো—ইওয়েইলা। গত ৯ ডিসেম্বর ২০২১ আনুষ্ঠানিকভাবে এই পুরস্কার প্রদান করা হয়।
পৃথিবীর সর্বত্র, সকলের জন্য একটি শান্তিপূর্ণ, ন্যায়ভিত্তিক ও টেকসই সমাজ গঠনে জাতি সংঘের লক্ষ্যসমূহ ত্বরান্বিত করতে উল্লেখযোগ্য ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিক অবদানের স্বীকৃতি স্বরূপ এই পুরস্কার প্রদান করা হয়ে থাকে।
এই সম্মাননা প্রদান করা হয় নিউ ইয়র্কে অনুষ্ঠিত “উই দ্য পিপল্স” অনুষ্ঠানে, যার নামকরণ করা হয়েছে জাতি সংঘ সনদের অনুপ্রেরণাদায়ী উদ্বোধনী শব্দসমূহ থেকে, এবং জাতি সংঘ প্রতিষ্ঠাকারীদের সুগভীর রূপকল্পের প্রতি সম্মান প্রদর্শন করতে — ভবিষ্যত প্রজন্মদেরকে যুদ্ধের অভিশাপ থেকে রক্ষা করতে, মানবাধিকার ও সমানাধিকারের প্রতি জাতি সংঘের আস্থা পুনর্ব্যক্ত করতে, ন্যায়বিচার ও আন্তর্জাতিক আইন নিশ্চিত করতে, এবং সামাজিক প্রগতি ও স্বাধীনতা ত্বরান্বিত করতে।
নোবেল লরিয়েট ও গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা প্রফেসর মুহাম্মদ ইউনূসকে এই পুরস্কার দেয়া হলো মানুষের মর্যাদা, সমতা ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় তাঁর অসামান্য নেতৃত্ব ও উদ্ভাবনের স্বীকৃতি স্বরূপ।
জাতি সংঘের উপ—মহাসচিব আমিনা জে মোহামেদ আনুষ্ঠানিকভাবে এই পুরস্কার প্রদান করেন এবং অনুষ্ঠানেই প্রফেসর ইউনূসের একটি সাক্ষাৎকার গ্রহণ করেন যার মূল বিষয়বস্তু ছিল প্রফেসর ইউনূসের “তিন শূন্য’র পৃথিবী” ও তা সৃষ্টির প্রচারাভিযান।
ইতোপূর্বে যাঁরা “চ্যাম্পিয়ন অব গ্লোবাল চেঞ্জ” পুরস্কার পেয়েছেন তাঁদের মধ্যে রয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ও বিল ক্লিনটন, জাতি সংঘ মহাসচিব কফি আনান ও বান কি—মুন, আর্চবিশপ ডেসমন্ড টু টু এবং শুভেচ্ছাদূত অ্যাঞ্জেলিনা জোলি প্রমূখ।