Statement from Grameen Telecom
Press Release from Grameen Telecom | 12 October 2021
গত ০৯/০৯/২০২১ ইং তারিখে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর কর্তৃক তৃতীয় শ্রম আদালত, ঢাকা-এ গ্রামীণ টেলিকমের মাননীয় চেয়ারম্যান, প্রাক্তন ব্যবস্থাপনা পরিচালক ও দুই জন বোর্ড সদস্যকে বিবাদী করে একটি মামলা দায়ের করা হয়। এই মামলায় আনীত অভিযোগগুলি ইতোমধ্যেই শ্রম আদালত ও মহামান্য হাইকোর্টে বিচারাধীন থাকলেও যেহেতু এ বিষয়ে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর কর্তৃক একটি মামলা দায়ের করা হয়েছে, সে কারণে গ্রামীণ টেলিকমের মাননীয় চেয়ারম্যান প্রফেসর মুহাম্মদ ইউনূস সহ তিন জন পরিচালক শ্রম আদালতে উপস্থিত হয়ে জামিনের জন্য আবেদন করেন
মোঃ নাজমুল ইসলাম
ব্যবস্থাপনা পরিচালক
গ্রামীণ টেলিকম
Statement from Grameen Telecom
On 9 September 2021 the Department of Inspection for Factories and Establishments filed a complaint with the Third Labour Court against Grameen Telecom Chairman, its former Managing Director and two Directors. The complaints brought in this case are already under hearing at the Labour Court case No. BLA (Industrial Conflict) case No. 1666/2019 and in some cases of WPPF at the Labour Court as well as the Honourable High Court. Appropriate measures will be taken after resolution of the subject matters of these cases. Since the Department of Inspection for Factories and Establishments have filed a complaint against them, Grameen Telecom Chairman Professor Muhammad Yunus and the Directors of the company today appeared before the Labour Court for bail.
--------------------
গ্রামীণ টেলিকমের বিবৃতি
গত ০৯/০৯/২০২১ ইং তারিখে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর কর্তৃক তৃতীয় শ্রম আদালত, ঢাকা-এ গ্রামীণ টেলিকমের মাননীয় চেয়ারম্যান, প্রাক্তন ব্যবস্থাপনা পরিচালক ও দুই জন বোর্ড সদস্যকে বিবাদী করে একটি মামলা দায়ের করা হয়। এই মামলায় যে অভিযোগ আনা হয় তা শ্রম আদালতে মামলা নং BLA (শিল্প বিরোধ) মোকদ্দমা নং - ১৬৬৬/২০১৯ ও WPPF এর কতিপয় মামলার অধীনে শ্রম আদালত ও মহামান্য হাইকোর্টে বিচারাধীন রয়েছে। এই মামলার বিষয়গুলো নিষ্পত্তি হলে সে অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। যেহেতু এ বিষয়ে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর কর্তৃক একটি মামলা দায়ের করা হয়েছে সে কারণে গ্রামীণ টেলিকমের মাননীয় চেয়ারম্যান প্রফেসর মুহাম্মদ ইউনূস সহ তিন জন পরিচালক শ্রম আদালতে উপস্থিত হয়ে জামিনের জন্য আবেদন করেন।
Related
Statement from Professor Muhammad Yunus:
দেশবাসীর উদ্দেশ্যে প্রফেসর ইউনূসের বক্তব্য
Prof. Muhammad Yunus felicitated in Manila on the occasion of his 40th anniversary of receiving the “Ramon Magsaysay” Award.

“র্যামন ম্যাগসাইসাই” পুরস্কার প্রাপ্তির ৪০তম বার্ষিকী উপলক্ষে প্রফেসর মুহাম্মদ ইউনূসকে ম্যানিলায় সম্মাননা প্রদান

Social Business Academia Dialogue & 3ZERO Club Convention 2024 held in Manila, Philippines

The 14th Social Business Day concludes in Manila, Philippines

The 14th Social Business Day 2024 kicks off in Manila, Philippines
