X

Type keywords like Social Business, Grameen Bank etc.

Nearly One Million Reached : Yunus' petition reaches close to one million signatures, urging global leaders to put people ahead pharma patents

Nearly One Million Reached : Yunus' petition reaches close to one million signatures, urging global leaders to put people ahead pharma patents

Press Release (11 December 2020)

Nobel laureate Professor Muhammad Yunus launched a call for Covid-19 vaccines to be declared a Common Good in June 2020, which has been joined by 24 other Nobel Laureates and 125 former Presidents, Prime Ministers, and eminent global figures. With the upcoming EU Council Meeting of the European Heads of State, The TRIPS Council, WTO General Council and the African Union meetings, nearly one million, that is 913,453 people as of December 11, 2020 have supported a petition initiated by Yunus and supported by Avaaz, to urge their governments and businesses to make Covid-19 vaccines and medical technologies available everywhere by sharing know how, and without barriers from  intellectual property right restrictions.

 

The petition, circulated intensively around the world by Avaaz, is urging the pharmaceutical companies to voluntarily hand over intellectual property (IP) rights and know-how for the next great task facing humanity: getting those vaccines to everyone, everywhere, at the lowest cost possible, at the fastest possible time.

 

Yunus commented that countries in Europe and America have locked up most of the global supply of vaccines for their own populations, pushing lower income nations to the back of the queue. Under current mechanisms such as COVAX, which are commendable, there simply will not be enough vaccine doses to go around by the end of 2021. The Global North fails to listen to the urgent warning from Dr. Tedros, The Director-General of the World Health Organization “No one is safe until everyone is safe.”

 

Yunus further highlights that to meet the recent challenges, countries urgently need to ramp up diagnostics tools, get access to potentially effective treatments at the lowest cost, and vaccinate their most at-risk as rapidly as possible—such as healthcare providers and the elderly. For this reason, almost one  hundred countries are supporting a proposal at the World Trade Organization this month to issue a broad-based general waiver on patents and other IP rights to all Covid-19 vaccines and medical technologies. South Africa, a country where the tragic history of lives needlessly lost to the HIV/Aids pandemic looms large, is a co-sponsor of the proposal. A binding agreement to allow the vaccine to be patent-free, could transform the situation dramatically by sending a clear message that the vaccine is a global common good.

 

The pledge from Yunus stresses the fact that there should not be a North-South divide on the core issue of saving human lives in countries where most of the global population lives. The time has come for G20 leaders to show that they mean every word when they say they will “spare no effort” to leave no one behind. They have to step up to support the WTO proposal.

 

Since his first Appeal in June, Yunus joined the People's Vaccine Alliance, and has been working with many global organizations such as UNAIDs, Oxfam and twenty other organizations, to reach out to the United Nations, government leaders, and decision makers. Yunus, along with other members of the Alliance, initiated a draft resolution for the UN General Assembly to declare Covid-19 vaccines a global common good.

 

Please find the petition here: https://secure.avaaz.org/campaign/en/vaccine_common_good/?zLNlAfb

 

END

 

প্রেস রিলিজ

প্রায় দশ লক্ষ স্বাক্ষর সংগৃহীত : মানুষের জীবনকে ঔষধ কোম্পানীর মুনাফার উপরে স্থান দিতে হবে

 

কোভিড-১৯ ভ্যাকসিনকে একটি বৈশ্বিক সর্বসাধারণের সামগ্রী হিসেবে ঘোষণা করতে জুন ২০২০ মাসে নোবেল লরিয়েট প্রফেসর মুহাম্মদ ইউনূস বিশ্বব্যাপী এক প্রচারাভিযান শুরু করেন। পৃথিবীর বিভিন্ন দেশের ২৪ জন নোবেল লরিয়েট এবং ১২৫ জন প্রাক্তন প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী ও খ্যাতনামা ব্যক্তিত্বগণ একাজে তাঁর সাথে সমবেত হন। আসন্ন ইউরোপীয় রাষ্ট্রপ্রধানদের European Union সম্মেলন, The TRIPS সম্মেলন, WTO সম্মেলন ও African Union সম্মেলনকে সামনে রেখে প্রফেসর ইউনূসের শুরু করা ও Avaaz কর্তৃক সমর্থিত এই পিটিশনে ১১ ডিসেম্বর ২০২০ পর্যন্ত ৯,১৩,৪৫৩ মানুষ স্বাক্ষর করেছেন যেখানে তাঁরা তাঁদের সরকার ও ব্যবসা প্রতিষ্ঠানদেরকে কোভিড-১৯ ভ্যাকসিন ও চিকিৎসা প্রযুক্তিকে এর কারিগরী বিষয়গুলো শেয়ার করার মাধ্যমে ও এগুলোকে বুদ্ধিবৃত্তিক মালিকানা সংক্রান্ত বিভিন্ন বাধ্যবাধকতা থেকে মুক্ত রেখে এই ভ্যাকসিনকে পৃথিবীর সর্বত্র সহজলভ্য করার আবেদন জানিয়েছেন।

 

Avaaz কর্তৃক বিশ্বব্যাপী প্রচারিত এই পিটিশনে ঔষধ কোম্পানীগুলোকে স্বেচ্ছামূলকভাবে তাদের বুদ্ধিবৃত্তিক মালিকানা ও প্রযুক্তি হস্তান্তর করার মাধ্যমে এই ভ্যাকসিনকে পৃথিবীর সর্বত্র, সবচেয়ে কম খরচে ও সবচেয়ে কম সময়ে সকল মানুষের জন্য সহজলভ্য করার জন্য আহ্বান জানান হয়েছে।

 

প্রফেসর ইউনূস মন্তব্য করেছেন যে, ইউরোপ ও আমেরিকার ধনী দেশগুলো এরই মধ্যে এই ভ্যাকসিনের বৈশ্বিক সরবরাহের প্রায় সবটাই তাদের জনগণের স্বার্থে তাদের নিজেদের দখলে নিয়ে গেছে এবং এর ফলে নিম্ন আয়ের দেশগুলো ভ্যাকসিন পাবার ক্ষেত্রে অনেক পিছিয়ে পড়েছে। এর ফলে COVAX এর মতো প্রশংসনীয় বর্তমান পদ্ধতিতেও ২০২১ সালের শেষে পৃথিবীর সর্বত্র এই ভ্যাকসিন পৌঁছানো যাবে না। উত্তর গোলার্ধকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক ড. টেড্রোস এর এই জরুরী সতর্কবার্তা বোঝানো যাচ্ছে না যে, “সকলকে নিরাপদ না করা পর্যন্ত কেউই নিরাপদ নয়।”

 

প্রফেসর ইউনূস আরো বলছেন যে, সাম্প্রতিক চ্যালেঞ্জগুলো মোকাবেলা করতে হলে সকল দেশকে জরুরীভাবে স্বাস্থ্য পরীক্ষার সামগ্রীসমূহ সংগ্রহ করতে হবে, সর্বনিম্ন খরচে সকলের জন্য কার্যকর চিকিৎসার ব্যবস্থা করতে হবে এবং সবচেয়ে বেশী ঝুঁকিপূর্ণদের - যেমন স্বাস্থ্যকর্মী ও বয়স্ক মানুষদেরকে  যতো দ্রুত সম্ভব ভ্যাকসিন দিতে হবে। এজন্য প্রায় ১০০টি দেশ কোভিড-১৯ ভ্যাকসিন ও এর চিকিৎসা প্রযুক্তির প্যাটেন্ট ও বুদ্ধিবৃত্তিক মালিকানার উপর একটি ব্যাপক-ভিত্তিক সাধারণ স্বত্বত্যাগ জারী করতে এ মাসে WTO-তে একটি প্রস্তাবে সমর্থন দিতে যাচ্ছে। HIV/AIDS মহামারীতে ব্যাপকভাবে আক্রান্ত দেশ দক্ষিণ আফ্রিকা, যেখানে বিপুল মানুষ নিরর্থক প্রাণ দিয়েছে, এই প্রস্তাবের কো-স্পন্সর। কোভিড ভ্যাকসিনকে প্যাটেন্ট-মুক্ত করতে একটি বাধ্যতামূলক চুক্তি এই ভ্যাকসিন একটি বৈশ্বিক সর্বসাধারণের সামগ্রী - এই বার্তা পরিষ্কারভাবে পৌঁছে দিয়ে পরিস্থিতি নাটকীয়ভাবে বদলে দিতে পারে।

 

প্রফেসর ইউনূসের এই উদ্যোগ যে বিষয়টির উপর জোর দিচ্ছে তা হলো, মানুষের জীবন রক্ষার মতো একটি মৌলিক প্রশ্নে কোন “উত্তর-দক্ষিণ” বিভাজন কাম্য নয়, বিশেষত সেসব দেশের ক্ষেত্রে যেখানে পৃথিবীর জনসংখ্যার বড় অংশ বাস করে। এখন সময় এসেছে G-20 নেতাদের এটা প্রমাণ করা যে, কাউকে পেছনে ফেলে না রাখতে “চেষ্টার কোনো ত্রুটি” না করতে তাঁরা প্রতিশ্রুতিবদ্ধ। WTO -তে উত্থাপিত প্রস্তাবটির সমর্থনে তাঁদের এগিয়ে আসা প্রয়োজন।

 

উল্লেখ্য যে, এ বছরের জুন মাসে তাঁর প্রথম আবেদনের পর প্রফেসর ইউনূস People’s Vaccine Alliance-এ যোগ দেন এবং জাতি সংঘ, বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানগণ এবং সিদ্ধান্ত প্রণেতাদের কাছে পৌঁছাতে বিভিন্ন বৈশ্বিক প্রতিষ্ঠান যেমন UNAIDs, Oxfam ও অ্যালায়েন্সভুক্ত ২০টি আন্তর্জাতিক সংস্থার সাথে কাজ করছেন। কোভিড-১৯-কে একটি বৈশ্বিক সর্বসাধারণের সামগ্রী হিসেবে ঘোষণা করার লক্ষ্যে জাতি সংঘ সাধারণ পরিষদে একটি সিদ্ধান্তের খসড়া প্রণয়নে অ্যালায়েন্স একযোগে উদ্যোগ নিয়েছে।

 

Please find the petition here: https://secure.avaaz.org/campaign/en/vaccine_common_good/?zLNlAfb

Related

Statement from Professor Muhammad Yunus:

Statement from Professor Muhammad Yunus:   “I congratulate the brave students who took the lead in making our Second Victory Day possible and to the people for giving your total support to them. Let us make the best use of our new victory.  Let us not ...

দেশবাসীর উদ্দেশ্যে প্রফেসর ইউনূসের বক্তব্য

০৭ আগষ্ট ২০২৪   দেশবাসীর উদ্দেশ্যে প্রফেসর ইউনূসের বক্তব্য:   “আমি সাহসী ছাত্রদেরকে  অভিনন্দন ...

Prof. Muhammad Yunus felicitated in Manila on the occasion of his 40th anniversary of receiving the “Ramon Magsaysay” Award.

Prof. Muhammad Yunus felicitated in Manila on the occasion of his 40th anniversary of receiving the “Ramon Magsaysay” Award.
Yunus Centre Press Release – 03 July 2024   This was made a part of the 65th Anniversary of the Magsaysay Award itself. The event honored the Filipino awardees of the Magsaysay prize in the presence of the diplomatic community.   Susanna B Afan Presi...

 “র‌্যামন ম্যাগসাইসাই” পুরস্কার প্রাপ্তির ৪০তম বার্ষিকী উপলক্ষে  প্রফেসর মুহাম্মদ ইউনূসকে ম্যানিলায় সম্মাননা প্রদান

 “র‌্যামন ম্যাগসাইসাই” পুরস্কার প্রাপ্তির ৪০তম বার্ষিকী উপলক্ষে  প্রফেসর মুহাম্মদ ইউনূসকে ম্যানিলায় সম্মাননা প্রদান
ইউনূস সেন্টার প্রেস রিলিজ – ০৩ জুলাই ২০২৪   নোবেল লরিয়েট অধ্যাপক মুহাম্মদ ইউনূসের “র‌্যামন ম্...

Social Business Academia Dialogue & 3ZERO Club Convention 2024 held in Manila, Philippines

Social Business Academia Dialogue & 3ZERO Club Convention 2024 held in Manila, Philippines
Press Release 30 June 2024   The Academia Dialogue was hosted by Nobel Laureate Professor Muhammad Yunus and organized by the Yunus Centre at the Asia Pacific College in Manila, Philippines on 29 June, 2024. The dialogue was in mutual collaboration with the Asia ...

The 14th Social Business Day concludes in Manila, Philippines

The 14th Social Business Day concludes in Manila, Philippines
  The second day of the 14th Social Business Day 2024, hosted by Nobel Peace Laureate Professor Muhammad Yunus, is being held in Manila on June 28, 2024 at the SMX Aura Convention Center in Philippines. This year’s theme is “Social business- An Exit ro...

The 14th Social Business Day 2024 kicks off in Manila, Philippines

The 14th Social Business Day 2024 kicks off in Manila, Philippines
Press Release     The 14th Social Business Day 2024, hosted by Nobel Peace Laureate Professor Muhammad Yunus and organized by Yunus Centre is being held in Manila from June 27-28, 2024 at the SMX Aura Convention Center in Philippines. This year’s them...

Yunus Never Convicted of Tax Evasion. No such case existed. - Rejoinder to Law Minister's statement in Reuters' news

Press Release - 12 June 2024 In a news report carried by Reuters globally on June 11, 2024. The statement made by Hon’ble Minister for Law, Justice and Parliamentary Affairs of Bangladesh Mr. Anisul Huq MP   is completely baseless and defamatory. He is quote...

ইউনূস কখনোই কর ফাঁকির দায়ে অভিযুক্ত হননি। কর ফাঁকির কোনো মামলা ছিল না। - রয়টার্সের খবরে আইনমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ।

প্রেস রিলিজ ১২ জুন, ২০২৪ ১১ জুন, ২০২৪ তারিখে বিশ্বব্যাপী রয়টার্স কর্তৃক পরিবেশিত একটি সংবাদে বাংলাদে...