Grameen Yemen launches Microcredit and Social Business in Yemen Disbursing its First Microloan
Finance Minister of Yemen participated via zoom
Grameen Trust-Yunus Centre Press Release (07 July 2020)
The first Loan Disbursement Ceremony of GYF was held at Az Zuhrah branch, the first Microcredit Branch of Grameen Yemen in the Al Hudaydah Governorate of Yemen on July 5, 2020. Twelve women received micro loans for Sheep rearing, clothing, vegetables, transport and perfume businesses. Thirty six women already joined the borrowing groups. Grameen Yemen will be an all-women programme.
Three fourth of the population of Yemen are under the poverty line. Majority of the Yemeni people are dependent on individual or institutional charity. To make the ultra poor self reliant as well as to develop their socioeconomic condition, Mr. Mohamed Swaid, a great philanthropist and prominent business person of Yemen founded Grameen Yemen Foundation in collaboration with Grameen Trust. Grameen Trust (GT) deputed two of its senior staff to work with Grameen Yemen to build Grameen microcredit and social business programs in Yemen. Despite the civil war in the country and now Corona pandemic spreading everywhere Grameen Yemen succeeded in attracting women to start their own micro businesses with Grameen loans. Local staff and borrowers have been trained by GT staff to get them prepared for this unfamiliar undertaking. Villagers of Az Zuhrah watched the loan disbursement ceremony with great curiosity.
Nobel Laureate Professor Muhammad Yunus participated in the ceremony virtually and gave the Keynote speech via zoom. Mr. Mohamed Swaid, Chairman of GYF, Mr. Ahmed Al Mahfadi, Deputy CEO, Mr. Syed Mohammad Alamgir, Project Director and Mr. Harun-Or-Rahsid, Branch Manager, along with other local dignitaries were physically present at the event.
Many local and international dignitaries attended the ceremony via Zoom, among them were : Dr. Rashid Abo Lohom, Finance Minister of Yemen, Deputy Governor of Yemen Central Bank, Mr. Abdulmohsen Tawoos, Secretary General, Management and Coordination of Humanitarian Affairs and International Cooperation of Yemen, Mr. Abdul Hai Khan, Managing Director of Grameen Trust & Vice Chairman of GYF, Ms. Lamiya Morshed, Executive Director of Yunus Centre, Mr. Osamah Abo Talib, Head of Social Fund for Development, Yemen, Mr. Ali Abo Talib, Managing Director of Yemen Microfinance Network, all MDs of Grameen Companies as well as teams of Grameen Trust and Yunus Centre.
Caption for Photo: One of the first microcredit loan disbursements among 12 women entrepreneurs by Grameen Yemen Foundation, a microfinance organization in partnership with Grameen Trust, on July 5, 2020 among severe political turmoil.
---
প্রেস রিলিজ
প্রথম ক্ষুদ্রঋণ বিতরণের মধ্য দিয়ে ইয়েমেনে গ্রামীণ ইয়েমেনের ক্ষুদ্রঋণ কর্মসূচি ও সামাজিক ব্যবসার যাত্রা শুরু
জুমের মাধ্যমে উপস্থিত থাকলেন ইয়েমেনের অর্থমন্ত্রি
৫ জুলাই ২০২০ ইয়েমেনের আল হুদায়দাহ প্রদেশে অবস্থিত গ্রামীণ ইয়েমেন ফাউন্ডেশনের প্রথম শাখা আয যুহরাহ্ শাখার প্রথম ক্ষুদ্রঋণ বিতরণ অনুষ্ঠিত হয়। বার জন দরিদ্র মহিলা এই দিন দুম্বা পালন, কাপড় সেলাই, সবজি চাষ, পরিবহন এবং সুগন্ধি ব্যবসার জন্য ঋণ গ্রহণ করেন। এরই মধ্যে ৩৬ জন দরিদ্র মহিলা নবগঠিত কয়েকটি গ্রæপে যোগদান করেছেন। উল্লেখ্য যে, গ্রামীণ ইয়েমেনের এই ক্ষুদ্রঋণ কর্মসূচি শুধু নারীদের নিয়ে কাজ করবে।
বর্তমানে ইয়েমেনের জনসংখ্যার তিন-চতুর্থাংশই দারিদ্র সীমার নিচে বাস করে। জনগণের অধিকাংশই বেঁচে থাকার জন্য ব্যক্তিগত বা প্রাতিষ্ঠানিক দানের উপর নির্ভরশীল। দেশটির অতি দরিদ্র মানুষদের আত্মনির্ভরশীল করতে ও তাদের আর্থ-সামাজিক অবস্থার উন্নতিকল্পে ইয়েমেনের বিশিষ্ট ব্যবসায়ী ও দানশীল ব্যক্তি জনাব মোহামেদ সোয়েইদ গ্রামীণ ট্রাস্টের সাথে যৌথভাবে গ্রামীণ ইয়েমেন ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেন। গ্রামীণ ট্রাস্ট ইয়েমেনে গ্রামীণ ক্ষুদ্রঋণ ও সামাজিক ব্যবসা কর্মসূচি গড়ে তোলার উদ্দেশ্যে গ্রামীণ ইয়েমেনের সাথে কাজ করতে তার দু’জন সিনিয়র কর্মকর্তাকে প্রেরণ করে। চলমান গৃহযুদ্ধ ও সাম্প্রতিককালে দেশটির সর্বত্র করোনা মহামারীর প্রাদুর্ভাব সত্তে¡ও গ্রামীণ ইয়েমেন গ্রামীণ ঋণের মাধ্যমে বিভিন্ন ক্ষুদ্র ব্যবসা আরম্ভ করতে দেশটির নারীদেরকে আকৃষ্ট করতে সমর্থ হয়। গ্রামীণ ট্রাস্টের দুই অভিজ্ঞ কর্মী গ্রামীণ ইয়েমেনের স্টাফ ও ঋণীদেরকে ক্ষুদ্রঋণ কর্মসূচির উপর প্রশিক্ষণ প্রদান করেন। আয যুহরাহ্ গ্রামের অধিবাসীরা এই অনুষ্ঠানে যোগ দেন এবং প্রবল আগ্রহ নিয়ে ঋণ বিতরণ অনুষ্ঠান প্রত্যক্ষ করেন।
নোবেল লরিয়েট প্রফেসর মুহাম্মদ ইউনূস এই অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দেন এবং জুম-এর মাধ্যমে অনুষ্ঠানের মূল বক্তব্য প্রদান করেন। গ্রামীণ ইয়েমেন ফাউন্ডেশনের চেয়ারম্যান জনাব মোহামেদ সোয়েইদ, ফাউন্ডেশনের উপ-প্রধান নির্বাহী জনাব আহমেদ আল মাহফাদি, প্রকল্প পরিচালক জনাব সৈয়দ মোহাম্মদ আলমগীর ও শাখা ব্যবস্থাপক জনাব হারুন-অর-রশীদ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে অনুষ্ঠানে সরাসরি অংশ নেন।
স্থানীয় ও আন্তর্জাতিক পর্যায়ের বহু গণ্যমান্য ব্যক্তি জুম-এর মাধ্যমে এই অনুষ্ঠানে যোগ দেন। এঁদের মধ্যে ছিলেন: ইয়েমেনের অর্থমন্ত্রী ড. রশিদ আবো লোহম, ইয়েমেন কেন্দ্রীয় ব্যাংকের ডেপুটি গভর্ণর, জনাব আবুল মোহসেন তায়ুস, সাধারণ সম্পাদক, ইয়েমেনের মানবিক সহায়তা কর্মসূচি ও আন্তর্জাতিক সহযোগিতা সমন্বয় ও ব্যবস্থাপনা, জনাব আব্দুল হাই খান, ব্যবস্থাপনা পরিচালক গ্রামীণ ট্রাস্ট ও ভাইস চেয়ারম্যান গ্রামীণ ইয়েমেন ফাউন্ডেশন, জনাব লামিয়া মোর্শেদ, নির্বাহী পরিচালক ইউনূস সেন্টার, জনাব ওসামাহ আবো তালিব, ইয়েমেনের উন্নয়ন সংক্রান্ত সামাজিক তহবিলের প্রধান, জনাব আলী আবো তালিব, ইয়েমেন মাইক্রোফাইনান্স নেটওয়ার্কের ব্যবস্থাপনা পরিচালক, সকল গ্রামীণ কোম্পানীর ব্যবস্থাপনা পরিচালকবৃন্দ, এবং গ্রামীণ ট্রাস্ট ও ইউনূস সেন্টারের সংশ্লিষ্ট টীম সদস্যগণ।