Condolence message from Professor Yunus on the death of Andrew Kishore
It is with deep sorrow that I have learned the death of Andrew Kishore, industry's most decorated singer.
Kishore was a great talent. He was an extremely humble person who happened to believe that his biggest achievement was love from people, more than his awards. His death has created a cultural void in the country. His work was mesmerizing and will be a great source of inspiration for many coming generations and artists.
Andrew's loss is irreparable and he will be greatly missed. May his soul rest in peace.
------------
সংগীত শিল্পী এন্ড্রু কিশোরের মৃত্যুতে প্রফেসর ইউনূসের শোক বার্তা
আমাদের সংগীত জগতের অন্যতম শ্রেষ্ঠ ও প্রতিভাবান শিল্পী এন্ড্রু কিশোরের মৃত্যুর সংবাদে আমি অত্যন্ত ব্যথিত হয়েছি।
এন্ড্রু কিশোর ছিলেন একজন কালজয়ী শিল্পী। তিনি ছিলেন বাংলা গানের অলিখিত স¤্রাট যাঁর গান আমাদের মন্ত্রমুগ্ধ করে রাখতো। মানুষ হিসেবেও তিনি ছিলেন অত্যন্ত বিনয়ী যিনি বিশ্বাস করতেন যে, তাঁর সবচেয়ে অর্জন মানুষের ভালবাসা, যাকে তিনি খ্যাতি বা পুরস্কারের চেয়ে বেশী মূল্য দিতেন। তাঁর জীবনাবসানে আমরা হারালাম এক অনন্য কিংবদন্তীকে।
এন্ড্রু কিশোরের মৃত্যুতে আমাদের সাংস্কৃতিক জগতে এক অপূরণীয় শূন্যতার সৃষ্টি হলো। তবে এদেশের মানুষ তাঁকে আজীবন মনে রাখবে এবং আগামী প্রজন্ম ও ভবিষ্যৎ শিল্পীদের কাছে তিনি এক অনুকরণীয় প্রেরণা হয়ে বেঁচে থাকবেন।
সৃষ্টিকর্তা তাঁকে শান্তিতে রাখুন এবং তাঁর পরিবারের সদস্যদেরকে এই কঠিন শোক বহনের শক্তি প্রদান করুন।
Related
Statement from Professor Muhammad Yunus:
দেশবাসীর উদ্দেশ্যে প্রফেসর ইউনূসের বক্তব্য
Prof. Muhammad Yunus felicitated in Manila on the occasion of his 40th anniversary of receiving the “Ramon Magsaysay” Award.

“র্যামন ম্যাগসাইসাই” পুরস্কার প্রাপ্তির ৪০তম বার্ষিকী উপলক্ষে প্রফেসর মুহাম্মদ ইউনূসকে ম্যানিলায় সম্মাননা প্রদান

Social Business Academia Dialogue & 3ZERO Club Convention 2024 held in Manila, Philippines

The 14th Social Business Day concludes in Manila, Philippines

The 14th Social Business Day 2024 kicks off in Manila, Philippines
