X

Type keywords like Social Business, Grameen Bank etc.

Grameen Telecom Provides Healthcare Equipment to Hospitals Engaged in Corona Treatment in 7 Divisional Cities outside Dhaka

Grameen Telecom Provides Healthcare Equipment to Hospitals Engaged in Corona Treatment in 7 Divisional Cities outside Dhaka

Grameen Telecom - Press Release (16 May 2020)

It continues to be imperative to ensure the protection of doctors, nurses and other health workers engaged in providing healthcare services to tackle the coronavirus. To this end both the government and various non-government organizations have been providing protective gear for the frontline workers.

 

Since the outbreak of the corona virus in Bangladesh, Grameen Fabrics and Fashions Ltd has been producing PPE gowns for doctors, nurses and health workers on an ongoing basis with financial support from Grameen Telecom most of which are being supplied to different hospitals and healthcare institutions in the country.

 

Grameen Telecom is producing and distributing high quality PPE gowns to protect the health of all frontline health workers, including doctors and nurses. In addition, Grameen Telecom is distributing imported KN-95 masks, hand gloves and protective goggles to specific hospitals for coronavirus treatment. Grameen Telecom is working continuously to ensure the protection of all health workers providing ongoing services to those infected with the coronavirus.

 

Doctors, nurses and other health workers are treating patients infected with the corona virus in 7 divisional cities outside Dhaka also. In order to offer them some Grameen Telecom has distributed 5,500 high quality PPEs (gowns), 16,500 KN-95 masks, 11,000 hand gloves and 990 protective goggles in 11 hospitals. The hospitals are Chittagong General Hospital, Bangladesh Institute of Tropical and Infectious Diseases Chittagong, Khulna Medical College and Hospital, Khulna Diabetic Hospital, Mymensingh Medical College and Hospital, SK Hospital Mymensingh, Rajshahi Medical College and Hospital, Rajshahi Infections Hospital, Dedicated Corona Isolation Hospital Rangpur, Sahid Shamsuddin Ahmed Hospital Sylhet and Sher-e-Bangla Medical College and Hospital Barisal.

 

Grameen Telecom activities to distribute protective gears to health workers engaged in corona treatment, and those in organizations engaged in tackling coronavirus will continue will continue until the corona-crisis is resolved.

 

 

প্রেস রিলিজ

গ্রামীণ টেলিকম কর্তৃক ঢাকার বাইরে ৭টি বিভাগীয় শহরে করোনা চিকিৎসায় নিয়োজিত হাসপাতালসমূহে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী প্রদান

 

করোনা ভাইরাস মোকাবেলায় স্বাস্থ্য সেবার কাজে নিয়োজিত ডাক্তার, নার্স ও অন্যান্য স্বাস্থ্যকর্মীদের স্বাস্থ্য সুরক্ষা অত্যন্ত জরুরী। এঁদের স্বাস্থ্য সুরক্ষার জন্য সরকারের পাশাপাশি বিভিন্ন বেসরকারী সংস্থাও প্রোটেকটিভ গিয়ার সরবরাহ করে আসছে। বাংলাদেশে করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের সময় থেকেই গ্রামীণ টেলিকমের আর্থিক সহায়তায় গ্রামীণ ফেব্রিকস এন্ড ফ্যাশনস্ লিঃ ডাক্তার ও নার্সসহ স্বাস্থ্যকর্মীদের স্বাস্থ্য সুরক্ষার জন্য পিপিই গাউন তৈরী করছে যার সিংহভাগ দেশের বিভিন্ন হাসপাতাল ও স্বাস্থ্য সেবায় নিয়োজিত প্রতিষ্ঠানে সরবরাহ করা হচ্ছে।

 

করোনা ভাইরাসে আক্রান্তদের চিকিৎসায় ডাক্তার ও নার্সসহ যে-সকল স্বাস্থ্যকর্মী সম্মুখ সারিতে থেকে দায়িত্ব পালন করে আসছেন তাঁদের স্বাস্থ্য সুরক্ষার জন্য গ্রামীণ টেলিকমের পক্ষ থেকে অধিকতর উন্নতমানের পিপিই গাউন তৈরী ও বিতরণ করা হচ্ছে। একই সঙ্গে আমদানীকৃত কেএন-৯৫ মাস্ক, হ্যান্ড গ্লাভস ও প্রোটেকটিভ গগলস্ও করোনা চিকিৎসার জন্য নির্দিষ্ট হাসপাতালসমূহে বিতরণের ব্যবস্থা নেয়া হয়েছে। করোনা ভাইরাসে আক্রান্তদের চিকিৎসায় নিরবচ্ছিন্ন সেবা প্রদানকারী সকল স্বাস্থ্যকর্মীর স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে “গ্রামীণ টেলিকম” তার ক্ষুদ্র প্রচেষ্টায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

 

ঢাকার বাইরে ৭টি বিভাগীয় শহরে করোনা ভাইরাস আক্রান্ত রোগীদের চিকিৎসায় নিয়োজিত ডাক্তার, নার্স ও অন্যান্য স্বাস্থ্যকর্মীগণ সামনে থেকে দায়িত্ব পালন করছেন। তাঁদের স্বাস্থ্যগত নিরাপত্তা বিবেচনা করে ও তাঁদের কাজের প্রতি সম্মান জানিয়ে ১১টি হাসপাতালে ৫ হাজার ৫০০ পিস উন্নতমানের পিপিই (গাউন), ১৬ হাজার ৫০০ পিস কেএন-৯৫ মাস্ক, ১১ হাজার পিস হ্যান্ড গøাভস ও ৯৯০ পিস প্রোটেকটিভ গগলস্ বিতরণ করা হয়েছে। হাসপাতালগুলো হচ্ছে: চট্টগ্রাম জেনারেল হসপিটাল, বাংলাদেশ ইনিস্টিটিউট অব ট্রপিক্যাল এন্ড ইনফেক্শাস ডিজিজেস চট্টগ্রাম, খুলনা মেডিকেল কলেজ ও হাসপাতাল, খুলনা ডায়াবেটিক হাসপাতাল, ময়মনসিংহ মেডিকেল কলেজ ও হাসপাতাল, এসকে হাসপাতাল ময়মনসিংহ, রাজশাহী মেডিকেল কলেজ ও হাসপাতাল, রাজশাহী ইনফেক্শাস হাসপাতাল, ডেডিকেটেড করোনা আইসোলেশন হসপিটাল রংপুর, শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতাল সিলেট এবং শের-ই-বাংলা মেডিকেল কলেজ ও হাসপাতাল বরিশাল।

 

গ্রামীণ টেলিকম করোনা চিকিৎসায় নিয়োজিত স্বাস্থ্যকর্মীগণ এবং করোনা ভাইরাস মোকাবেলায় নিয়োজিত বিভিন্ন প্রতিষ্ঠানের সদস্যদের জন্য স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করে যাচ্ছে। করোনা-সংকট দূর না হওয়া পর্যন্ত এই কর্মকান্ড অব্যাহত থাকবে।

Related

Grameen Telecom carries out its responsibility towards ensuring the health and safety of doctors and healthcare workers

Grameen Telecom carries out its responsibility towards ensuring the health and safety of doctors and healthcare workers
Press Release - ( Grameen Telecom ) - (16 April, 2020)   It is crucial to ensure the safety of doctors and healthcare workers engaged in tackling the coronavirus. Along with the government, various private institutions and organizations are currently distributing...

MICROCAPITAL BRIEF: Grameen Credit Agricole Foundation Loans $3.7m to Proximity, Chamroeun for Microfinance in Myanmar, Cambodia

The Grameen Credit Agricole (GCA) Foundation, whose head office is in Luxembourg, recently issued the following loans: (1) MMK 3 billion (USD 2 million) to Proximity Designs, a US-registered NGO that operates exclusively in Myanmar; and (2) USD 1.8 million to Chamroeun ...