X

Type keywords like Social Business, Grameen Bank etc.

Grameen Telecom carries out its responsibility towards ensuring the health and safety of doctors and healthcare workers

Grameen Telecom carries out its responsibility towards ensuring the health and safety of doctors and healthcare workers

Press Release - ( Grameen Telecom ) - (16 April, 2020)

 

It is crucial to ensure the safety of doctors and healthcare workers engaged in tackling the coronavirus. Along with the government, various private institutions and organizations are currently distributing protective gear. Since the start of the corona virus outbreak in Bangladesh, Grameen Fabrics and Fashion Ltd., financed by Grameen Telecom, has been manufacturing PPE (gown) for the safety of doctors, nurses and health care workers. Upto today, 25,000 safety gowns have been manufactured, of which the majority has gone to different hospitals and health care institutions of the country.

 

Imported cloth and seam sealing tape has reached the GFFL factory for the production of an additional 20,000 PPEs for doctors, nurses and health personnel, especially engaged at Intensive Care Units (ICU).The manufacturing of such gowns will start in a few days. In addition, preparations are being taken to prepare and distribute sets that include imported N95 masks, hand gloves, protective goggles, that will be distributed to specific hospitals.

 

Through financial support from Grameen Telecom, Grameen Fabrics and Fashion Ltd. are set to manufacture 50,000 PPE pieces, of which 25,000 have already been produced and distributed.  In the past two days, Grameen Fabrics and Fashion Ltd. has distributed more than 2,000 PPE (gown) to Dhaka Medical College Hospital, Sheikh Fazilatunnesa Mujib Memorial KPJ Specialized Hospital & Nursing College, Director General, Nursing & Midwifery Directorate, Centre for Woman and Child Health and Shahid Tajuddin Ahmed Medical College and Hospital, Gazipur.

 

Furthermore, Grameen Telecom is continuing its distribution of daily food supplies on a weekly basis to identified poor communities in various regions of the country. Grameen Fashion and Fabrics Ltd. will continue to produce of PPE (gown) through financial support of Grameen Telecom.

Caption: Brig. Gen. AKM Nasir Uddin, Director, Dhaka Medical College Hospital receiving PPE delivery from Grameen Fabrics and Fashion Ltd (GFFL).

Caption 2: Siddika Akter, Director General, Directorate General of Nursing and Midwifery receiving PPE delivery from Grameen Fabrics and Fashion Ltd (GFFL).

Caption 3: Shahid Tajuddin Ahmed Medical College and Hospital, Gazipur receiving PPE delivery from Grameen Fabrics and Fashion Ltd (GFFL).

Caption 4: Mohd. Taufik Bin Ismail, Chief Executive Director, Sheikh Fazilatunnesa Mujib Memorial KPJ Specialized Hospital & Nursing College receiving PPE delivery from Grameen Fabrics and Fashion Ltd (GFFL). 

--------

 

প্রেস রিলিজ

ডাক্তার ও স্বাস্থ্যর্কমীদরে স্বাস্থ্য সুরক্ষার দায়িত্ব পালন অব্যাহত রেখেছে গ্রামীণ টেলিকম

 

করোনা ভাইরাস মোকাবেলায় স্বাস্থ্য সেবায় নিয়োজিত ডাক্তার ও স্বাস্থ্যকর্মীদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা অত্যন্ত জরুরী।  ডাক্তার ও স্বাস্থ্যকর্মীদের স্বাস্থ্য সুরক্ষার জন্য বর্তমানে সরকারের পাশাপাশি বিভিন্ন বেসরকারী সংস্থা ও প্রতিষ্ঠান প্রটেকটিভ গিয়ার সরবরাহ করছে।

 

বাংলাদেশে করোনা ভাইরাসের প্রার্দুভাব শুরুর সময় থেকে গ্রামীণ টেলিকমের আর্থিক সহায়তায় গ্রামীণ ফ্যাব্রিক্স ও ফ্যাশনস্ লিঃ ডাক্তার ও নার্স সহ স্বাস্থ্যকর্মীদের স্বাস্থ্য সুরক্ষার জন্য পিপিই (গাউন) তৈরী করে যাচ্ছে। এ পর্যন্ত ২৫,০০০ নিরাপত্তা গাউন তৈরী সম্পন্ন হয়েছে যার সিংহভাগ দেশের বিভিন্ন হাসপাতাল ও স্বাস্থ্য সেবায় নিয়োজিত প্রতিষ্ঠানে সরবরাহ করা হয়েছে।

 

করোনা ভাইরাসে আক্রান্তদের চিকিৎসায় যে সকল ডাক্তার নার্স ও স্বাস্থ্যকর্মী সামনে থেকে আইসিইউ (ICU) এর দায়িত্বে নিয়োজিত থাকবেন তাদের স্বাস্থ্য সুরক্ষার জন্য ২০,০০০ পিস অধিকতর উন্নতমানের পিপিই (গাউন) সরবরাহের লক্ষ্যে আমদানীকৃত ফ্যাব্রিক্স ও সীম সিলিং টেপ ফ্যাক্টরীতে পৌঁছেছে। আগামী দুই একদিনের মধ্যে ঐ সব সুরক্ষা গাউন তৈরীর কাজ শুরু হবে। এর সঙ্গে আমদানীকৃত এন-৯৫ মাস্ক, হ্যান্ড গ্লাভস ও প্রটেকটিভ গগলস্ সহ সেট আকারে করোনা চিকিৎসার জন্য নির্দিষ্ট হাসপাতাল সমূহের মধ্যে বিতরন করার প্রস্তুতি নিচ্ছে।

 

গ্রামীণ টেলিকমের আর্থিক সহায়তায় গ্রামীণ ফ্যাব্রিক্স এন্ড ফ্যাশনস্ লিঃ ৫০,০০০ পিস পিপিই (গাউন) তৈরী করার লক্ষ্যে এ পর্যন্ত ২৫,০০০ পিস উৎপাদন করেছে যার প্রায় সম্পূর্ণটিই ইতোমধ্যে বিতরণ করা হয়ে গেছে। গত ২ দিনে গ্রামীণ ফ্যাব্রিক্স ও ফ্যাশনস্ লিঃ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, নার্সিং ও মিডওয়াইফারী অধিদপ্তর, শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেমোরিয়াল কেপিজে বিশেষায়িত হাসপাতাল ও নার্সিং কলেজ, নারী ও শিশু স্বাস্থ্য কেন্দ্র এবং শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ ও হাসপাতাল, গাজীপুর এ আরও ২,০০০ পিসেরও বেশি পিপিই (গাউন) সরবরাহ করেছে।

 

এছাড়াও গ্রামীণ টেলিকম দেশের বিভিন্ন স্থানে অবস্থিত চিহ্নিত দুস্থ পরিবার সমূহের নিকট সাপ্তাহিক ভিত্তিতে প্রতিদিনের খাবার বিতরণ অব্যাহত রেখেছে।

গ্রামীণ টেলিকমের আর্থিক সহায়তায় গ্রামীণ ফ্যাব্রিক্স এন্ড ফ্যাশনস্ লিঃ পিপিই (গাউন) তৈরীর কাজ অব্যহত রাখবে।

ছবি ১: ব্রিগেডিয়ার জেনারেল জনাব এ,কে,এম, নাসির উদ্দিন, পরিচালক, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এর পক্ষে গ্রামীণ ফ্যাব্রিক্স ও ফ্যাশনস্ লিঃ থেকে পিপিই’র সরবরাহ গ্রহণ করেন।

ছবি ২: জনাব সিদ্দিকা আকতার, মহাপরিচালক, নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর এর পক্ষে গ্রামীণ ফ্যাব্রিক্স ও ফ্যাশনস্ লিঃ থেকে পিপিই’র  সরবরাহ গ্রহণ করেন।

ছবি ৩: শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ ও হাসপাতাল, গাজীপুর এ গ্রামীণ ফ্যাব্রিক্স ও ফ্যাশনস্ লিঃ এর পিপিই সরবরাহ।

ছবি ৪: জনাব মো: তৌফিক বিন ইসমাইল, নির্বাহী পরিচালক, শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেমোরিয়াল কেপিজে বিশেষায়িত হাসপাতাল ও নার্সিং কলেজ এর পক্ষে গ্রামীণ ফ্যাব্রিক্স ও ফ্যাশনস্ লিঃ থেকে পিপিই’র সরবরাহ গ্রহণ করেন। 

Related

Grameen Telecom Provides Healthcare Equipment to Hospitals Engaged in Corona Treatment in 7 Divisional Cities outside Dhaka

Grameen Telecom Provides Healthcare Equipment to Hospitals Engaged in Corona Treatment in 7 Divisional Cities outside Dhaka
Grameen Telecom - Press Release (16 May 2020) It continues to be imperative to ensure the protection of doctors, nurses and other health workers engaged in providing healthcare services to tackle the coronavirus. To this end both the government and various non-govern...

MICROCAPITAL BRIEF: Grameen Credit Agricole Foundation Loans $3.7m to Proximity, Chamroeun for Microfinance in Myanmar, Cambodia

The Grameen Credit Agricole (GCA) Foundation, whose head office is in Luxembourg, recently issued the following loans: (1) MMK 3 billion (USD 2 million) to Proximity Designs, a US-registered NGO that operates exclusively in Myanmar; and (2) USD 1.8 million to Chamroeun ...