Grameen Telecom Provides Masks and PPEs to the Police, Army and RAB
Press Release (13 May, 2020)
Grameen organizations have come forward with various programs to tackle the pandemic Covid-19 across Bangladesh since the start of the crisis. It is imperative to secure the protection of the Police, Army and Rapid Action Batallion (RAB) members, who have been working tirelessly to ensure the safety of life and property of the people in this emergency situation to discourage people from leaving their homes unnecessarily, to raise health awareness and to distribute relief among the needy, also to bury those deceased from Covid-19, as they continue to carry out their responsibilities. Separately, Grameen Telecom has made efforts over the last weeks to protect front-line medical care providers and organizations that are working tirelessly to cope with the Corona pandemic.
Grameen Telecom has provided 3 thousand PPEs, 50 thousand disposable medical masks and 2 thousand K N95 masks to the Police force; 50 thousand disposable medical masks each to the Army and RAB.
IGP Dr. Benazir Ahmed receive Personal Protective Equipment for Bangladesh Police from Grameen Telecom
DG Chowdhury Abdullah Al Mamun receive Medical disposable mask for Rapid Action Batallion (RAB) from Grameen Telecom
Lieutenant Colonel AKM Mashiur Munir and Major Md. Hasibur Rahman Armed Forces Medical Store Depot receive medical disposable mask for Bangladesh Army from Grameen Telecom
প্রেস রিলিজ
গ্রামীণ টেলিকম কর্তৃক পুলিশ বাহিনী, সেনাবাহিনী ও র্যাব সদস্যদের জন্য ব্যক্তিগত স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী হিসেবে ১ লক্ষ ৫২ হাজার পিস মাস্ক ও ৩ হাজার পিস পিপিই প্রদান
বৈশ্বিক মহামারী কোভিড-১৯ মোকাবেলায় গ্রামীণ প্রতিষ্ঠানসমূহ শুরু থেকেই বিভিন্ন কর্মসূচি নিয়ে এগিয়ে এসেছে। দেশের এই মহামারী পরিস্থিতিতে সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে জনগণকে প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হতে নিরুৎসাহিত করা, স্বাস্থ্য সচেতন করা, জনগণের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ, করোনা আক্রান্ত মৃত ব্যক্তিদের লাশ দাফন ইত্যাদি কাজে দেশের পুলিশ বাহিনী, সেনাবাহিনী ও র্যাব সদস্যগণ নিরবচ্ছিন্ন সেবা দিয়ে যে মহৎ দায়িত্ব পালন করে যাচ্ছেন তা অব্যাহত রাখতে তাঁদের নিজস্ব অবস্থানে সুরক্ষিত থাকা অত্যন্ত জরুরী। করোনা ভাইরাস আক্রান্তদের চিকিৎসা সেবা দানকারী প্রতিষ্ঠানসমূহ এবং করোনা মহামারী প্রতিরোধে যে-সকল প্রতিষ্ঠান সম্মুখসারিতে থেকে দায়িত্ব পালন করে যাচ্ছেন তাঁদের সুরক্ষায় গ্রামীণ টেলিকম তার ক্ষুদ্র প্রয়াস অব্যাহত রেখেছে। সেবাদানকারী এসব প্রতিষ্ঠানের একনিষ্ঠ দায়িত্ব পালনের প্রতি সম্মান জানিয়ে গ্রামীণ টেলিকম পুলিশ বাহিনীকে ৩ হাজার পিস পিপিই, ৫০ হাজার পিস ডিসপোজেবল মেডিকেল মাস্ক ও ২ হাজার পিস কেএন-৯৫ মাস্ক, সেনাবাহিনীকে ৫০ হাজার পিস ডিসপোজেবল মেডিকেল মাস্ক, এবং র্যাব সদস্যদেরকে ৫০ হাজার পিস ডিসপোজেবল মেডিকেল মাস্ক সরবরাহ করেছে।