X

Type keywords like Social Business, Grameen Bank etc.

Grameen Kalyan Offers Healthcare Services And Food Support during Pandemic

Grameen Kalyan Offers Healthcare Services And Food Support during Pandemic

Press Release - Grameen Kalyan (18 April, 2020)

 

Grameen Kalyan (GK), one of the many Grameen organizations, provides primary healthcare services to almost 8 million underprivileged people through its 138 community-based healthcare centres in various regions of Bangladesh. Grameen Kalyan also provides emergency healthcare, relief support and rehabilitation during various natural calamities such as floods, cyclones and storms as a part of its Disaster Management Program.

 

During the Coronavirus pandemic, Grameen Kalyan has undertaken several initiatives. It provided all its healthcare professionals with Personal Protective Equipment (PPE), masks and sanitization products so that they are able to safely continue providing primary healthcare services among people living in rural and semi-urban areas. The healthcare assistants of each healthcare center of GK have been trained to build Covid-19 responsiveness, emphasizing on frequent and correct hand-washing procedure, spraying germicides, also raising awareness about maintenance of personal hygiene, among local people.

 


These healthcare professionals are working tirelessly to serve general patients, as well as raise public awareness on the Covid-19 pandemic.  Grameen Kalyan has published and disseminated a special leaflet on COVID-19. In Dhaka, the leaflets were distributed among the AGORA super shops also the BKMEA (Bangladesh Knitwear Manufacturers and Exporters Association).

 


Due to the needed lockdown across the country to prevent  spread of virus,  marginalized communities  have in many cases lost daily income sources. To reduce their suffering,  employees of GK contributed one day’s salary to fund one week’s rations to 875 destitute families. Each of GK's 138 rural healthcare centres has enlisted six families to provide all with  food items for meals, for the duration of the corona crisis period. In addition to employees salary, Grameen Kalyan will support a total of 1,400 impoverished families from its own fund for the period April to June .

 

 

Grameen Kalyan has received support and appreciation from the local people for its uninterrupted healthcare service and social welfare activities during the crisis. Along with continuing to provide healthcare services, GK commits to continue to provide food to destitute families until the Covid-19 crisis is over.

 

Grameen Kalyan Health Program at Nimpara Health Center, Rajshahi.

Grameen Kalyan’s Health Program at Elenga Health Center, Tangail

Grameen Kalyan’s Relief Program at Joshor Health Center, Narsingdi

Grameen Kalyan’s Relief Program-Kolom Health Center, Rajshahi

End

 


প্রেসরিলিজ

মহামারীকালীন সময়ে গ্রামীণ কল্যাণ-এর স্বাস্থ্যসেবা ও খাদ্যসহায়তা কর্মসূচি

 

গ্রামীণ পরিবারের অন্যতম প্রতিষ্ঠান গ্রামীণ কল্যাণ দেশের বিভিন্ন এলাকায় ১৩৮টি কমিউনিটি-ভিত্তিক স্বাস্থ্যকেন্দ্রের মাধ্যমে দেশের প্রায় ৮০ লক্ষ সুবিধাবঞ্চিত মানুষকে প্রাথমিক স্বাস্থ্যসেবা প্রদান করে আসছে। এছাড়াও গ্রামীণকল্যাণ তার দুর্যোগ ব্যবস্থাপনা কর্মসূচির অংশ হিসেবে বন্যা, ঘূর্ণিঝড়, ঝঞ্ঝা ইত্যাদি প্রাকৃতিক দুর্যোগের সময় জরুরী স্বাস্থ্যসেবা, ত্রাণ সহায়তা ও পুনর্বাসনের মতো সেবা দিয়ে থাকে।

 

করোনাভাইরাস (কোভিড-১৯) মহামারীর সময়েও প্রতিষ্ঠানটি বেশ কয়েকটি সেবামূলক উদ্যোগ গ্রহণ করেছে।

 

গ্রামীণ কল্যাণ তার স্বাস্থ্যসেবার সাথে যুক্ত সকল পেশাদার কর্মীর ব্যক্তিগত সুরক্ষাবর্ম (পিপিই, মাস্ক ও স্বাস্থ্য সুরক্ষা উপকরণ) সরবরাহ করেছে যাতে তাঁরা পল্লী এলাকা ও শহরতলিগুলোতে তাঁদের প্রাথমিক স্বাস্থ্যসেবা কার্যক্রম অব্যাহত রাখতে পারেন। প্রতিষ্ঠানটির স্বাস্থ্যকেন্দ্রগুলোতে কর্মরত সকল স্বাস্থ্যসহকারীকে প্রশিক্ষণ দেয়া হয়েছে যাতে তাঁরা স্থানীয়জনগণকে হাত ধোয়ার যথাযথ পদ্ধতি, জীবানুনাশক স্প্রে করা এবং ব্যক্তিগত স্বাস্থ্য সুরক্ষা বিষয়ে প্রশিক্ষিত করে কোভিড-১৯ মোকাবেলায় সহায়তা করতে পারেন।

 

এই স্বাস্থ্যকর্মীরা সাধারণ রোগীদের সেবাদান এবং কোভিড-১৯ মহামারী বিষয়ে মানুষকে সচেতন করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

 

এই প্রচেষ্টার অংশ হিসেবে গ্রামীণ কল্যাণ কোভিড-১৯ বিষয়ক একটি সচেতনতামূলক লিফলেট প্রকাশ ও বিতরণ করেছে। ঢাকায় এই লিফলেটগুলো আগোরা সুপারশপের  আউটলেট গুলো ও বিকেএমই এর (বাংলাদেশ নীটওয়্যার ম্যানুফ্যাকচারার্স এন্ড এক্সপোটার্স অ্যাসোসিয়েশন) মাধ্যমে বিতরণ করা হয়েছে।

 

করোনা ভাইরাসের বিস্তাররোধে দেশজুড়ে আংশিক লকডাউনের কারণে তাদের প্রাত্যহিক আয়ের উৎসগুলো এখন বন্ধ হয়ে যাওয়ায় দেশের প্রান্তিক অবস্থানে থাকা জনগোষ্ঠীগুলো বিশেষ দুর্ভোগে পতিত হয়েছে। তাদের দুর্ভোগ লাঘব করতে গ্রামীণ কল্যাণের সকল সহকর্মী তাঁদের একদিনের বেতন দিয়ে গ্রাম ও শহরতলি এলাকাগুলোর ৮৭৫টি অসহায় পরিবারকে একসপ্তাহের খাদ্যসরবরাহ করেছেন। প্রতিষ্ঠানটির ১৩৮ টি স্বাস্থ্যকেন্দ্রের মাধ্যমে প্রতিটি স্ব-স্ব এলাকার ছয়টি অসহায় পরিবারকে পুরো করোনা সংকটকালে সারাবেলা খাবার সরবরাহের দায়িত্ব নিয়েছে। এছাড়াও গ্রামীণ কল্যাণ তার নিজস্ব তহবিল থেকে নিজ প্রতিষ্ঠান ও অন্যান্য গ্রামীণ প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে ১,৪০০ দরিদ্র অসহায় পরিবারকে করোনা সংকট মোকাবেলায় আগামী তিন মাস (এপ্রিল-জুন) খাদ্য ও অন্যান্য সহায়তা প্রদানের উদ্যোগ নিয়েছে।

 

এই সংকটকালে তার অব্যাহত স্বাস্থ্যসেবা ও সমাজকল্যাণমূলক কর্মকান্ডের জন্য গ্রামীণ কল্যাণ স্থানীয় জনগণের নিকট থেকে উষ্ণ সমর্থন ও প্রশংসা পেয়েছে। স্বাস্থ্যসেবা প্রদানেরপাশাপাশি কোভিড-১৯ সৃষ্ট সংকটের অবসান না হওয়া পর্যন্ত গ্রামীণ কল্যাণ অভাবী মানুষদের কে খাদ্য সহায়তার কাজ চালিয়ে যাবে।

Related

Statement from Professor Muhammad Yunus:

Statement from Professor Muhammad Yunus:   “I congratulate the brave students who took the lead in making our Second Victory Day possible and to the people for giving your total support to them. Let us make the best use of our new victory.  Let us not ...

দেশবাসীর উদ্দেশ্যে প্রফেসর ইউনূসের বক্তব্য

০৭ আগষ্ট ২০২৪   দেশবাসীর উদ্দেশ্যে প্রফেসর ইউনূসের বক্তব্য:   “আমি সাহসী ছাত্রদেরকে  অভিনন্দন ...

Prof. Muhammad Yunus felicitated in Manila on the occasion of his 40th anniversary of receiving the “Ramon Magsaysay” Award.

Prof. Muhammad Yunus felicitated in Manila on the occasion of his 40th anniversary of receiving the “Ramon Magsaysay” Award.
Yunus Centre Press Release – 03 July 2024   This was made a part of the 65th Anniversary of the Magsaysay Award itself. The event honored the Filipino awardees of the Magsaysay prize in the presence of the diplomatic community.   Susanna B Afan Presi...

 “র‌্যামন ম্যাগসাইসাই” পুরস্কার প্রাপ্তির ৪০তম বার্ষিকী উপলক্ষে  প্রফেসর মুহাম্মদ ইউনূসকে ম্যানিলায় সম্মাননা প্রদান

 “র‌্যামন ম্যাগসাইসাই” পুরস্কার প্রাপ্তির ৪০তম বার্ষিকী উপলক্ষে  প্রফেসর মুহাম্মদ ইউনূসকে ম্যানিলায় সম্মাননা প্রদান
ইউনূস সেন্টার প্রেস রিলিজ – ০৩ জুলাই ২০২৪   নোবেল লরিয়েট অধ্যাপক মুহাম্মদ ইউনূসের “র‌্যামন ম্...

Social Business Academia Dialogue & 3ZERO Club Convention 2024 held in Manila, Philippines

Social Business Academia Dialogue & 3ZERO Club Convention 2024 held in Manila, Philippines
Press Release 30 June 2024   The Academia Dialogue was hosted by Nobel Laureate Professor Muhammad Yunus and organized by the Yunus Centre at the Asia Pacific College in Manila, Philippines on 29 June, 2024. The dialogue was in mutual collaboration with the Asia ...

The 14th Social Business Day concludes in Manila, Philippines

The 14th Social Business Day concludes in Manila, Philippines
  The second day of the 14th Social Business Day 2024, hosted by Nobel Peace Laureate Professor Muhammad Yunus, is being held in Manila on June 28, 2024 at the SMX Aura Convention Center in Philippines. This year’s theme is “Social business- An Exit ro...

The 14th Social Business Day 2024 kicks off in Manila, Philippines

The 14th Social Business Day 2024 kicks off in Manila, Philippines
Press Release     The 14th Social Business Day 2024, hosted by Nobel Peace Laureate Professor Muhammad Yunus and organized by Yunus Centre is being held in Manila from June 27-28, 2024 at the SMX Aura Convention Center in Philippines. This year’s them...

Yunus Never Convicted of Tax Evasion. No such case existed. - Rejoinder to Law Minister's statement in Reuters' news

Press Release - 12 June 2024 In a news report carried by Reuters globally on June 11, 2024. The statement made by Hon’ble Minister for Law, Justice and Parliamentary Affairs of Bangladesh Mr. Anisul Huq MP   is completely baseless and defamatory. He is quote...

ইউনূস কখনোই কর ফাঁকির দায়ে অভিযুক্ত হননি। কর ফাঁকির কোনো মামলা ছিল না। - রয়টার্সের খবরে আইনমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ।

প্রেস রিলিজ ১২ জুন, ২০২৪ ১১ জুন, ২০২৪ তারিখে বিশ্বব্যাপী রয়টার্স কর্তৃক পরিবেশিত একটি সংবাদে বাংলাদে...