X

Type keywords like Social Business, Grameen Bank etc.

Grameen organizations have come forward to tackle the Corona pandemic

Grameen organizations have come forward to tackle the Corona pandemic

Press Release (April 11,2020)

Grameen Telecom distributed high quality PPE (gowns), masks and food for the distressed.

In order to combat the COVID 19 pandemic, the government and all private and public enterprises and institutions in the country are working relentlessly to ensure healthcare, personal safety and food security during these trying times. The Grameen group of organizations has also come forward along with others with various initiatives to tackle the challenge. 

 

With a view to ensure the safety and protection of doctors, nurses and all health workers’ individual safety, Grameen Fabrics and Fashion (Ltd.)  took the initiative and has manufactured 20,000 PPE gowns and has supplied these to different hospitals and medical centres. The production of another 10,000 pieces of PPE is currently underway. Steps have been taken for the import of specific cloth and seam sealing tape which will be used for manufacturing 20,000  PPE gowns for doctors, nurses and health personnel  performing duties in Intensive Care Units (ICU). These raw materials are expected to arrive in the country by April 18.

 

Grameen Fabrics and Fashion Ltd are working continuously to produce a upply of 50,000 pieces of PPE including 20,000 pieces of highest grade PPE. These are all being produced with the financial support of Grameen Telecom. During the initial production, these PPEs were distributed to Kurmitola General Hospital, Kuwait Moitri Hospital, Health Division of Hazrat Shah Jalal International Airport, Sir Salimullah Medical College and Mitford Hospital, Khulna Children's Hospital, Ambulance Owners Cooperative Society, Uttara Women’s Medical College and Hospital, D.S.K. Hospital, Swisscontact Bangladesh, Uttara Modern Hospital, and Bangladesh Medical Association.

 

Steps have been taken for the import of additional life saving equipment which Grameen Telecom is unable to produce on its own at this stage. Within the next 10 days Grameen Telecom will receive 200,000 surgical masks, 50,000 N95 masks, 50,000 KN95 masks, 50,000 hand gloves and 10,000 protective goggles. Grameen Telecom has taken the initiative to supply such emergency equipment to doctors, nurses and health personnel nationally. These will be given to  medical organizations and facilities after necessary consultation with relevant government authorities.  Grameen Telecom is requesting all enterprises who are facing any shortage of such equipment to contact them immediately (email: info@grameentelecom.net.bd) Preference will be given to those whose requirement is more urgent.

 

All industrial units, government and private enterprises have been closed and a lockdown has been initiated to tackle the corona virus outbreak. Many people have lost their livelihood and even more are unable to feed their families. Initially Grameen has identified 2,500  families who have not received any aid from any other organization or individual. These 2,500 families will be given regular food supply until the virus outbreak is over. 

Local officers and staff of a many Grameen organizations have taken the responsibility for a fixed number of families all over the country. Grameen Telecom, Grameen Telecom Trust and Grameen Kalyan, the three Gramen organizations are providing the financial support so that the  Gramen organizations are providing the financial support so that the Grameen organizations can provide basic food items to these 2,500 families, or 10,000 people until the epidemic is over.  

 

Caption for photo 1: The first batch of Personal Protective Equipment (PPE) produced by Grameen Fabrics and Fashions Limited (GFFL) supplied PPE to doctors and healthcare workers at  healthcare centres around the country.

 

Caption for photo 2: Grameen Fashion and Fabrics Ltd handed over PPEs to Khulna Shishu Hospital, Khulna.

 

Caption for Photo 3 & 4: Grameen Distribution Ltd. distributes food to families in need under the food distribution program to help tackle the Corona crisis around the country. 

 

End

প্রেস রিলিজ

করোনা মহামারী প্রতিহত করার কাজে এগিয়ে এসেছে গ্রামীণ প্রতিষ্ঠান সমূহ।

গ্রামীণ টেলিকম সরবরাহ করছে উন্নতমানের পিপিই (গাউন), মাস্ক, এবং দুঃস্থদের জন্য খাবার।

 

বৈশ্বিক মহামারী কোভিড-১৯ মোকাবেলায় বাংলাদেশের জনগণের স্বাস্থ্য সুরক্ষখা ও নিরাপত্তা বিশেষ করে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সরকারী ও বেসরকারী বিভিন্ন সংস্থা ও প্রতিষ্ঠান নিরন্তর কাজ করে যাচ্ছে। গ্রামীণ প্রতিষ্ঠান সমূহও সবার সঙ্গে এগিয়ে এসেছে পরিস্থিতি মোকাবেলার বিভিন্ন কর্মসূচী নিয়ে। 

 

করোনা ভাইরাসে আক্রান্তদের চিকিৎসার জন্য ডাক্তার, নার্স সহ সকল স্বাস্থ্যকর্মীদের ব্যক্তিগত সুরক্ষা নিশ্চিত করা জরুরী এই বিষয়টি মাথায় রেখে গ্রামীণ ফ্যাব্রিক্স এন্ড ফ্যাশন্স লিঃ নিরাপত্তা গাউন (পিপিআই) তৈরির পদক্ষেপ নিয়ে এ পর্যন্ত ২০,০০০ নিরাপত্তা গাউন তৈরি করে বিভিন্ন হাসপাতাল ও চিকিৎসা সেবায় নিয়োজিত প্রতিষ্ঠানে সরবরাহ করেছে। আরও ১০,০০০ পিস চচঊ তৈরীর কাজে চলমান আছে। করোনা ভাইরাস প্রতিরোধে যে সব ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মী সামনে থেকে এবং ICU এর দায়িত্ব পালন করবেন তাদের সুরক্ষার জন্য উচ্চ গ্রেডের ২০,০০০ পিস পিপিই তৈরীর জন্য স্পেসিফিক কাপড় ও সীম সিলিং টেপ আমদানীর ব্যবস্থা নেওয়া হয়েছে। এসমস্ত কাঁচামাল এপ্রিল ১৮ তারিখের মধ্যে দেশে এসে পৌঁছাবে। 

 

২০,০০০ পিস উচ্চ গ্রেডের পিপিই সহ মোট ৫০,০০০ পিস পিপিই তৈরী করে সরবরাহের জন্য পরিশ্রম করে যাচ্ছে গ্রামীণ ফ্যাব্রিক্স এন্ড ফ্যাশন্স। তারা গ্রামীণ টেলিকমের আর্থিক সহায়তায় এই উৎপাদন করে যাচ্ছে। প্রধম ধাপে এই সকল পিপিই কুর্মিটোলা জেনারেল হাসপাতাল, কুয়েত মৈত্রী হাসপাতাল, স্বাস্থ্য বিভাগ, হযরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, স্যার সলিমুল্লা মেডিক্যাল কলেজ ও মিডফোর্ড হাসপাতাল, খুলনা শিশু হাসপাতাল, অ্যাম্বুলেন্স মালিক সমবায় সমিতি লিঃ, উত্তরা উইমেন্স মেডিক্যাল কলেজ ও হাসপাতাল, ডি.এস.কে হাসপাতাল,  সুইস কন্টাক্ট বাংলাদেশ, উত্তরা আধুনিক হাসপাতাল, বি.এম.এ ইত্যাদি প্রতিষ্ঠানে বিতরন করা হয়েছে।     

 

গ্রামীণ টেলিকম যে সমস্ত স্বাস্থ্য রক্ষাকারী সামগ্রী এখানে উৎপাদন করতে পারছে না সেগুলি অবিলম্বে বিদেশ হতে আনার পদক্ষেপ নিয়েছে। আগামী ১০ দিনের মধ্যে ২,০০,০০০ সার্জিকাল মাক্স, ৫০,০০০ এস৯৫ মাস্ক, ৫০,০০০ কেএন৯৫ মাস্ক, ৫০,০০০ হ্যান্ড গ্লাভস ও ১০,০০০ প্রটেকটিভ গগলস্ তাদের হাতে এসে পৌঁছাবে। এই জরুরী সামগ্রীগুলি দেশের সর্বত্র ডাক্তার নার্স ও স্বাস্থ্যকর্মীদের হাতে পৌঁছানোর জন্য গ্রামীণ টেলিকম উদ্যোগ নিয়েছে।     

 

যে সকল সরকারী ও বেসরকারী প্রতিষ্ঠান করোনা ভাইরাস প্রতিরোধ ও চিকিৎসার কাজে  নিয়োজিত তাদের কাছে এসব সামগ্রী সরকারী নিয়ন্ত্রন সংস্থার সঙ্গে পরামর্শ করে দেয়া হবে। যেসব প্রতিষ্ঠানের কাছে এসব সামগ্রীর অভাব আছে তাঁরা তাঁদের প্রয়োজনের কথা এখুনি জানিয়ে রাখার জন্য গ্রামীণ টেলিকম অনুরোধ জানাচ্ছে। (e-mail: info@grameentelecom.net.bd)। যার প্রয়োজনীয়তা অন্যের চাইতে বেশী তাঁকে অগ্রাধিকার দেয়া হবে।  

 

করোনা ভাইরাস প্রতিরোধ এবং সংক্রমন রোধে সারাদেশে শিল্প প্রতিষ্ঠান, সরকারী বেসরকারী সকল প্রতিষ্ঠান বন্ধ রয়েছে, সারাদেশে লক ডাউন কর্মসূচী গ্রহন করা হয়েছে।  এর ফলে দেশের বহু মানুষের অন্ন সংস্থানের পথ বন্ধ হয়ে গেছে। দুঃস্থ মানুষকে দু’বেলা খাবার সংস্থানের জন্যও কর্মসূচি গ্রহন করা হয়েছে। এই কর্মসূচীর অধীনে প্রাথমিকভাবে দেশের আড়াই হাজার দুঃস্থ পরিবারকে চিহ্নিত করা হয়েছে। এদের কেউ অন্য কোনো প্রতিষ্ঠান বা ব্যক্তির কাছ থেকে সাহায্য পায়নি। এই আড়াই হাজার পরিবারকে করোনা দূর্যোগ শেষ না হওয়া পর্যন্ত নিয়োমিত খাবার সরবরাহের কর্মসূচি নিয়েছে। দেশব্যাপী গ্রামীণ প্রতিষ্ঠানসমূহের স্থানীয় অফিসের কর্মচারী-কর্মকর্তারা তাদের এলাকার নির্দিষ্ট সংখ্যক পরিবারের দায়িত্ব গ্রহন করেছে। এই আড়াই হাজার পরিবার বা দশ হাজার মানুষের এই মহামারী শেষ না হওয়া পর্যন্ত প্রতিদিনের খাবার অর্থ যোগান দিচ্ছে তিনটি গ্রামীণ প্রতিষ্ঠানঃ গ্রামীণ টেলিকম, গ্রামীণ টেলিকম ট্রাস্ট এবং গ্রামীণ কল্যাণ।  

Related

Statement from Professor Muhammad Yunus:

Statement from Professor Muhammad Yunus:   “I congratulate the brave students who took the lead in making our Second Victory Day possible and to the people for giving your total support to them. Let us make the best use of our new victory.  Let us not ...

দেশবাসীর উদ্দেশ্যে প্রফেসর ইউনূসের বক্তব্য

০৭ আগষ্ট ২০২৪   দেশবাসীর উদ্দেশ্যে প্রফেসর ইউনূসের বক্তব্য:   “আমি সাহসী ছাত্রদেরকে  অভিনন্দন ...

Prof. Muhammad Yunus felicitated in Manila on the occasion of his 40th anniversary of receiving the “Ramon Magsaysay” Award.

Prof. Muhammad Yunus felicitated in Manila on the occasion of his 40th anniversary of receiving the “Ramon Magsaysay” Award.
Yunus Centre Press Release – 03 July 2024   This was made a part of the 65th Anniversary of the Magsaysay Award itself. The event honored the Filipino awardees of the Magsaysay prize in the presence of the diplomatic community.   Susanna B Afan Presi...

 “র‌্যামন ম্যাগসাইসাই” পুরস্কার প্রাপ্তির ৪০তম বার্ষিকী উপলক্ষে  প্রফেসর মুহাম্মদ ইউনূসকে ম্যানিলায় সম্মাননা প্রদান

 “র‌্যামন ম্যাগসাইসাই” পুরস্কার প্রাপ্তির ৪০তম বার্ষিকী উপলক্ষে  প্রফেসর মুহাম্মদ ইউনূসকে ম্যানিলায় সম্মাননা প্রদান
ইউনূস সেন্টার প্রেস রিলিজ – ০৩ জুলাই ২০২৪   নোবেল লরিয়েট অধ্যাপক মুহাম্মদ ইউনূসের “র‌্যামন ম্...

Social Business Academia Dialogue & 3ZERO Club Convention 2024 held in Manila, Philippines

Social Business Academia Dialogue & 3ZERO Club Convention 2024 held in Manila, Philippines
Press Release 30 June 2024   The Academia Dialogue was hosted by Nobel Laureate Professor Muhammad Yunus and organized by the Yunus Centre at the Asia Pacific College in Manila, Philippines on 29 June, 2024. The dialogue was in mutual collaboration with the Asia ...

The 14th Social Business Day concludes in Manila, Philippines

The 14th Social Business Day concludes in Manila, Philippines
  The second day of the 14th Social Business Day 2024, hosted by Nobel Peace Laureate Professor Muhammad Yunus, is being held in Manila on June 28, 2024 at the SMX Aura Convention Center in Philippines. This year’s theme is “Social business- An Exit ro...

The 14th Social Business Day 2024 kicks off in Manila, Philippines

The 14th Social Business Day 2024 kicks off in Manila, Philippines
Press Release     The 14th Social Business Day 2024, hosted by Nobel Peace Laureate Professor Muhammad Yunus and organized by Yunus Centre is being held in Manila from June 27-28, 2024 at the SMX Aura Convention Center in Philippines. This year’s them...

Yunus Never Convicted of Tax Evasion. No such case existed. - Rejoinder to Law Minister's statement in Reuters' news

Press Release - 12 June 2024 In a news report carried by Reuters globally on June 11, 2024. The statement made by Hon’ble Minister for Law, Justice and Parliamentary Affairs of Bangladesh Mr. Anisul Huq MP   is completely baseless and defamatory. He is quote...

ইউনূস কখনোই কর ফাঁকির দায়ে অভিযুক্ত হননি। কর ফাঁকির কোনো মামলা ছিল না। - রয়টার্সের খবরে আইনমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ।

প্রেস রিলিজ ১২ জুন, ২০২৪ ১১ জুন, ২০২৪ তারিখে বিশ্বব্যাপী রয়টার্স কর্তৃক পরিবেশিত একটি সংবাদে বাংলাদে...