ইস্তান্বুলে অনুষ্ঠিত জাতি সংঘের “জিরো ওয়েস্ট অ্যাডভাইজরী বোর্ড”—এর প্রথম সভায় যোগ দিলেন প্রফেসর ইউনূস
প্রেস রিলিজ (৩ নভেম্বর ২০২৩)
ইস্তান্বুল, তুরস্ক, ১ নভেম্বর ২০২৩
জাতি সংঘ মহাসচিব অ্যান্টোনিও গুটেরেস কর্তৃক গঠিত জাতি সংঘের “অ্যাডভাইজরী বোর্ড অব এমিনেন্ট পার্সন্স অন জিরো ওয়েস্ট”—এর অন্যতম সদস্য নোবেল লরিয়েট প্রফেসর মুহাম্মদ ইউনূস গত ১ নভেম্বর তুরস্কের রাজধানী ইস্তান্বুলে অনুষ্ঠিত উক্ত বোর্ডের প্রথম সভায় যোগদান করেন। অ্যাডভাইজরী বোর্ডের চেয়ারপার্সন তুরস্কের ফাস্টর্ লেডী মিসেস এমিনে এরদোয়ানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় নোবেল লরিয়েট প্রফেসর মুহাম্মদ ইউনূস ছাড়াও আরো যোগ দেন ইউএন—হাবিট্যাট (জাতি সংঘ হিউম্যান সেটলমেন্ট প্রোগ্রাম)—এর নির্বাহী পরিচালক মাইমুনা মোহাম্মদ শরীফ, জাতি সংঘ মহাসচিবের পলিসি এক্সিকিউটিভ অফিসের দায়িত্বপ্রাপ্ত আন্ডার—সেক্রেটারী—জেনারেল মি. গাই রাইডার সহ বিশ্বখ্যাত ব্যক্তিবৃন্দ।
সভায় বোর্ড সদস্যগণ বোর্ডের কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করেন এবং চূড়ান্ত কর্মপরিকল্পনা অনুমোদন করেন। কর্মপরিকল্পনা গ্রহণের সময় বিভিন্ন দেশে শূন্য—অপচয় বিষয়ক সর্বোত্তম উদ্যোগসমূহকে এগিয়ে নিয়ে যেতে সেগুলোর উপর জোর দেয়া হয়। প্রফেসর ইউনূস তরুণদের দ্বারা পরিচালিত “থ্রি—জিরো ক্লাব” প্রতিষ্ঠা, “ইউনূস ইনভায়ার্ণমেন্ট হাব” এর অধীনে বিভিন্ন জিরো—ওয়েস্ট সোশ্যাল বিজনেসকে ত্বরান্বিত করা এবং শূন্য—অপচয় নগরী গড়ে তোলার জন্য গাইডলাইন প্রণয়নের উপর বিশেষভাবে গুরুত্ব দেন। সভায় উপস্থিত ইউনূস ইনভায়ার্ণমেন্ট হাব—এর সহ—প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টিনা জেগার প্রস্তাবিত এই উদ্যোগগুলির গুরুত্বের উপর বিশেষভাবে জোর দেন।
অ্যাডভাইজরী বোর্ডের প্রাথমিক লক্ষ্যসমূহ হলো স্থানীয় ও জাতীয় পর্যায়ে বিভিন্ন শূন্য—অপচয় উদ্যোগসমূহের পক্ষে প্রচারণা চালানো ও সেগুলোকে এগিয়ে নিয়ে যাওয়া, এই ক্ষেত্রে সর্বোত্তম উদ্যোগ এবং সফল কাহিনী ও অভিজ্ঞাগুলি তুলে ধরা, এ সংক্রান্ত বিভিন্ন কারিগরী সমীক্ষার পক্ষে প্রচারণা চালানো, মানুষের মধ্যে এ বিষয়ক সচেতনতা বৃদ্ধি ও প্রাসঙ্গিক তথ্যসমূহ মানুষের কাছে পেঁৗছে দিতে নিয়মিতভাবে বিভিন্ন প্রতিবেদন, সোশ্যাল মিডিয়া ও ওয়েবসাইট আর্টিকেলসহ বিভিন্ন উপায়ে তুলে ধরা, প্রতি বছর ৩০ মার্চকে “আন্তর্জাতিক শূন্য—অপচয় দিবস” হিসেবে বৈশ্বিকভাবে পালন করার লক্ষ্যে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা ইত্যাদি।
জিরো—ওয়েস্ট অ্যাডভাইজরী বোর্ড গ্লোবাল জিরো—ওয়েস্ট আন্দোলনের চূড়ান্ত লক্ষ্যকে বিভিন্ন কার্যকর কর্মসূচির মাধ্যমে এগিয়ে নিয়ে যেতে বদ্ধপরিকর। অ্যাডভাইজরী বোর্ডের চেয়ারপার্সন তুরস্কের ফাস্টর্ লেডী মিসেস এমিনে এরদোয়ান সভায় যোগদানকারী সদস্যদেরকে একটি শূন্য—অপচয়ের পৃথিবী গড়ে তুলতে টেকসই সমাধান প্রতিষ্ঠায় তাঁদের অবিচল প্রতিশ্রম্নতির জন্য তাঁদেরকে আন্তরিক ধন্যবাদ জানান। তিনি বলেন, “আমাদের লক্ষ্য হলো একটি অপচয়—শূন্য জীবনের প্রতিশ্রম্নতির আহ্বান পৃথিবীর প্রতিটি প্রান্তে পেঁৗছে দিতে অবিচলভাবে কাজ করে যাওয়া। আমি বিশ্বাস করি যে, আমাদের এই সভা আমাদের নিজ নিজ দেশে এবং সার্বিকভাবে পৃথিবীতে ইতিবাচক পরিবর্তন আনতে সক্ষম হবে।”
উল্লেখ্য যে, হ্যাশট্যাগ #TheWorldOurCommonHome একটি আরো পরিচ্ছন্ন ও আরো টেকসই পৃথিবী গড়ে তোলায় সম্মিলিত প্রতিশ্রম্নতি ও এই লক্ষ্যে বোর্ডের দৃঢ় প্রত্যয়ের প্রতিনিধিত্ব করে।
প্রফেসর ইউনূস জাতি সংঘের অ্যাডভাইজরী বোর্ড অব এমিনেন্ট পার্সন্স অন জিরো ওয়েস্ট—এর সভায় অংশগ্রহণ এবং আরো বিভিন্ন সভা ও অনুষ্ঠানে যোগদান উপলক্ষ্যে বর্তমানে তুরস্ক ভ্রমণ করছেন।
গত ১ নভেম্বর ২০২৩ তুরস্কের রাজধানী ইস্তান্বুলে অনুষ্ঠিত জাতি সংঘের “অ্যাডভাইজরী বোর্ড অব এমিনেন্ট পার্সন্স অন জিরো ওয়েস্ট”—এর প্রথম সভায় যোগদান করেন অ্যাডভাইজরী বোর্ডের চেয়ারপার্সন তুরস্কের ফাস্টর্ লেডী মিসেস এমিনে এরদোয়ান, নোবেল লরিয়েট প্রফেসর মুহাম্মদ ইউনূস, ইউএন—হাবিট্যাট (জাতি সংঘ হিউম্যান সেটলমেন্ট প্রোগ্রাম) এর নির্বাহী পরিচালক মাইমুনা মোহাম্মদ শরীফ, জাতি সংঘ মহাসচিবের পলিসি এক্সিকিউটিভ অফিসের দায়িত্বপ্রাপ্ত আন্ডার—সেক্রেটারী—জেনারেল মি. গাই রাইডার সহ অপচয় বিষয়ক বিশ্বের খ্যাতনামা বিশেষজ্ঞগণ।
ছবির ক্যাপশন—২: গত ১ নভেম্বর ২০২৩ তুরস্কের রাজধানী ইস্তান্বুলে অনুষ্ঠিত জাতি সংঘের অ্যাডভাইজরী বোর্ড অব এমিনেন্ট পার্সন্স অন জিরো ওয়েস্ট—এর প্রথম সভায় বোর্ডের সভাপতি তুরস্কের ফাস্টর্ লেডী মিসেস এমিনে এরদোয়ানের উপস্থিতিতে “জিরো—ওয়েস্ট ডিক্লারেশনে” স্বাক্ষর করছেন নোবেল লরিয়েট প্রফেসর মুহাম্মদ ইউনূস।
ছবির ক্যাপশন—৩: গত ১ নভেম্বর ২০২৩ তুরস্কের রাজধানী ইস্তান্বুলে অনুষ্ঠিত জাতি সংঘের অ্যাডভাইজরী বোর্ড অব এমিনেন্ট পার্সন্স অন জিরো ওয়েস্ট—এর প্রথম সভায় যোগদানকারী নোবেল লরিয়েট প্রফেসর মুহাম্মদ ইউনূস, তুরস্কের ফাস্টর্ লেডী মিসেস এমিনে এরদোয়ান ।
#TheWorldOurCommonHome #WorldofThreeZeros #SocialBusiness #MuhammadYunus #3ZEROClub #YEH #YunusCentre #UN-Habitat