
ড. ইউনূসকে সমর্থন জানিয়ে সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার চিঠি
ড. ইউনূসকে সমর্থন জানিয়ে সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার চিঠি
তারিক চয়ন
২৭ আগস্ট ২০২৩, রবিবার, ৩:৩১ অপরাহ্ন
বাংলাদেশি অর্থনীতিবিদ, শান্তিতে নোবেলজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের প্রতি সমর্থন জানিয়ে চিঠি লিখেছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা। চিঠিটি গত ১৭ আগস্ট ড. ইউনূসের নামে প্রেরণ করা হয়েছে।
চিঠির শুরুতে 'প্রিয় প্রফেসর ইউনূস' সম্বোধন করে যুক্তরাষ্ট্রের ৪৪তম প্রেসিডেন্ট ওবামা লিখেছেন, মানুষের পরিবার এবং সমাজকে দারিদ্র্য মুক্ত করে তাদের ক্ষমতায়নের জন্য আপনার প্রচেষ্টা দ্বারা দীর্ঘকাল ধরে আমি অনুপ্রাণিত হয়ে আসছি।
প্রেসিডেন্ট থাকাকালীন (২০০৯ সালে) ইউনূসের গলায় নিজ হাতে যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা 'প্রেসিডেন্সিয়াল মেডেল অব ফ্রিডম' পরিয়ে দেওয়ার স্মৃতিচারণ করে ওবামা লিখেছেন, "২০০৯ সালে হোয়াইট হাউসে আপনার সাথে সাক্ষাৎ করার সুযোগ পেয়ে আমি বলেছিলাম, আপনার কর্মকাণ্ড লাখ লাখ মানুষকে তাদের নিজস্ব সম্ভাবনার কথা ভাবতে অনুপ্রাণিত করেছে।"
ওবামা আশা প্রকাশ করে লিখেছেন, "এটা আপনাকে শক্তি জোগাবে যে, যাদের অনেকের সম্ভাবনাকে আপনি বিনিয়োগ করেছেন এবং আমাদের মধ্যে যারা সকলের জন্য আরও ন্যায়সঙ্গত অর্থনৈতিক ভবিষ্যতের কথা চিন্তা করছি, আপনি তাদের ভাবনায় রয়েছেন। আমি আশা করি, আপনার গুরুত্বপূর্ণ কাজ করতে আপনি অব্যাহতভাবে স্বাধীনতা পাবেন।"
প্রসঙ্গত, বারাক ওবামা টানা দুইবার (২০০৯ থেকে ২০১৭) যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। ক্ষমতাসীন ডেমোক্র্যাটিক পার্টির সদস্য ওবামা প্রেসিডেন্ট থাকাকালীন ভাইস প্রেসিডেন্ট ছিলেন দেশটির বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন।
উল্লেখ্য, দরিদ্র জনগোষ্ঠীর দারিদ্র্য মুক্তির লক্ষ্যে ক্ষুদ্রঋণের ধারণার প্রবর্তক এবং এই উদ্দেশ্যে গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠার জন্য ড. ইউনূস ২০০৬ সালে নোবেল শান্তি পুরস্কারে ভূষিত হন। এ ছাড়াও তিনি ‘সামাজিক ব্যবসা’র ধারণার প্রবর্তক। পৃথিবীর মাত্র সাতজন ব্যক্তির একজন ড. ইউনূস যিনি নোবেল পুরস্কার, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্সিয়াল মেডেল অব ফ্রিডম এবং কংগ্রেসনাল গোল্ড মেডেল পেয়েছেন।
Source: https://mzamin.com/news.php?news=71179
Related
13th Social Business Day to be held in Langkawi, Malaysia

Yunus Meets Chiefs of IOC, ADF, Credit Agricole, and Global Sports Week 2023, and the Chief of the Sports Division of UNESCO

আন্তর্জাতিক অলিম্পিক কমিটি, এএফডি, ক্রেডিট এগ্রিকোল, গ্লোবাল স্পোর্টস উইক ২০২৩ প্রধানদের সাথে প্রফেসর ইউনূসের বৈঠক

Yunus Chairs the Vatican Declaration on Human Fraternity

প্রফেসর ইউনূসের সভাপতিত্বে “ভ্যাটিকান মানব সৌভ্রাত্র বিষয়ক ঘোষণা”

Professor Yunus Concludes 10-Day European Visit

Yunus Visits Euro 4 Billion Newly Constructed Paris 2024 Olympic Village Based on His Concept --- Signs a New Agreement for Milan Winter Olympic 2026

৪০০ কোটি ইউরো ব্যয়ে নবনির্মিত প্যারিস ২০২৪ অলিম্পিক ভিলেজ তৈরী হলো ইউনূসের দর্শনের ভিত্তিতে । স্বাক্ষর করলেন মিলান শীতকালীন অলিম্পিক ২০২৬-এর জন্য নতুন চুক্তিতে

YUNUS EXCHANGES HIS VIEWS WITH PORTUGUESE PRESIDENT
