বাংলাদেশে নার্সিং শিক্ষার উন্নয়নে নিউ ইয়র্কের এডালফাই বিশ্ববিদ্যালয়ের সাথে প্রফেসর ইউনূসের সহযোগিতা চুক্তি স্বাক্ষর
ইউনূস সেন্টার প্রেস রিলিজ (মার্চ ২৭, ২০২৩ )
নোবেল শান্তি পুরস্কার জয়ী অর্থনীতিবিদ প্রফেসর মুহাম্মদ ইউনূস গত মার্চ ২২, ২০২৩ নিউ ইয়র্কের এডালফাই বিশ্ববিদ্যালয় পরিদর্শন করেন। বিশ্ববিদ্যালয়ের ছাত্র ও শিক্ষকদের উদ্দেশ্যে প্রদত্ত বক্তব্যে তিনি সত্যিকার মানবিক মূল্যবোধের ভিত্তিতে একটি নতুন সভ্যতা গড়ে তোলার উপর গুরুত্ব আরোপ করেন এবং বলেন যে, এই নতুন সভ্যতায় উত্তরণে তরুণ সমাজ একটি কেন্দ্রীয় ভূমিকা পালন করতে পারে। নিউ ইয়র্কের গার্ডেন সিটিতে ১৮৯৬ সালে একটি প্রাইভেট বিশ্ববিদ্যালয় হিসেবে প্রতিষ্ঠিত এডালফাই বিশ্ববিদ্যালয় তার জন্মলগ্ন থেকে সামাজিক দায়িত্ব ও বৈশ্বিক নাগরিকত্বের আদর্শে কাজ করা সহ গত ১২৫ বছর ধরে সমাজে ইতিবাচক পরিবর্তন আনয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে।
তাঁর পরিদর্শনের সময় এডালফাই বিশ্ববিদ্যালয়ের পক্ষে বিশ্ববিদ্যালয়টির উপাচার্য ক্রিস্টিন এম. রিওডন এবং গ্রামীণ ক্যালেডোনিয়ান কলেজ অব নাসিং-এর পক্ষে প্রফেসর ইউনূসের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয় যার লক্ষ্য উভয়ের স্ব-স্ব কমিউনিটিতে ইতিবাচক পরিবর্তন আনয়নে আনুষ্ঠানিক সহযোগিতা প্রতিষ্ঠা করা। উল্লেখ্য যে, এ বছরের জানুয়ারীতে এডালফাই বিশ্ববিদ্যালয়ের ডীন অব নার্সিং স্কুল ড. ডেবোরাহ হান্ট ও ড. অ্যানি জ্যাকবের নেতৃত্বে একটি প্রতিনিধিদল গ্রামীণ ক্যালেডোনিয়ান কলেজ অব নার্সিংয়ের কর্মকান্ড প্রত্যক্ষ করতে বাংলাদেশে আসেন। এ সময় তাঁরা কলেজের প্রিন্সিপাল ও পরিচালনা পরিষদের সাথে সাক্ষাৎ করেন। তাঁদের এই পরিদর্শনের ধারাবাহিকতায় ও বিশ্ববিদ্যালয়টির আমন্ত্রণে প্রফেসর ইউনূস এডালফাই বিশ্ববিদ্যালয় পরিদর্শন করেন। তাঁর পরিদর্শনের সময় প্রফেসর ইউনূস বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা কর্তৃপক্ষের সাথে বৈঠক করেন, বিশ্ববিদ্যালয়টির সর্বাধুনিক সুযোগ-সুবিধাগুলি প্রত্যক্ষ করেন এবং সমাজের গঠনমূলক পরিবর্তনে তরুণ সমাজের ভূমিকা নিয়ে বিশ্ববিদ্যালয়ের ছাত্র, শিক্ষক ও শীর্ষ কর্মকর্তাদের সাথে মত বিনিময় করেন।
এডালফাই বিশ্ববিদ্যালয়ের নার্সিং কর্মসূচিগুলির মধ্যে রয়েছে সার্বিক রোগী পরিচর্যা, বিভিন্ন পরীক্ষিত সেবাচর্চা এবং বাস্তব-ভিত্তিক ক্লিনিক্যাল অভিজ্ঞতা। এখানকার অভিজ্ঞ শিক্ষকমন্ডলীর অধীনে প্রশিক্ষিত গ্র্যাজুয়েটরা বিভিন্ন হাসপাতাল ও নার্সিং প্রতিষ্ঠানে সুনাম ও দক্ষতার সাথে কাজ করছেন এবং নিজ নিজ কমিউনিটিতে ইতিবাচক পরিবর্তন আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছেন।
প্রফেসর ইউনূসের সম্মানে এডালফাই বিশ্ববিদ্যালয়ের বলরুমে “হাগেডর্ন লিডারশীপ অন কর্পোরেট সোশ্যাল রেস্পনসিবিলিটি”-এর সহযাগিতায় “প্রফেসর ইউনূসের সাথে আলোচনা সন্ধ্যা: একটি তিন শূন্য’র পৃথিবী নির্মাণ” শীর্ষক একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিশ্ববিদ্যালয়টির কলেজ অব নার্সিং এন্ড পাবলিক হেলথ-এর ডীন ড. ডেবোরাহ হান্টের সঞ্চালনায় এই অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন এডালফাই বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট ক্রিস্টিন এম. রিওডন ও এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ক্রিস্টোফার কে. স্টর্ম। তাঁর বক্তব্যে প্রফেসর ইউনূস বাংলাদেশে ক্ষুদ্রঋণ কর্মকান্ডের ইতিহাস ও গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠার পটভূমি তুলে ধরেন যা প্রচলিত ব্যাংকিং ব্যবস্থাকে চ্যালেঞ্জ করে একটি দরিদ্র-মুখী, কার্যকর, আত্ম-নির্ভর ও সমৃদ্ধ আর্থিক প্রতিষ্ঠান সৃষ্টি করে। এছাড়াও তিনি যুক্তরাজ্যের গ্লাসগো ক্যালেডোনিয়ান বিশ্ববিদ্যালয়ের সহযোগিতায় গ্রামীণ ক্যালেডোনিয়ান কলেজ অব নার্সিং প্রতিষ্ঠার কাহিনী এবং কলেজটির উদ্দেশ্য ও বর্তমান কর্মসূচিগুলি তুলে ধরেন যা সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর জন্য মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে উচ্চমানের স্বাস্থ্যশিক্ষা প্রদানে বদ্ধপরিকর। এডালফাই বিশ্ববিদ্যালয় ও গ্রামীণ ক্যালেডোনিয়ান কলেজ অব নার্সিং উভয়েই যে একই সামাজিক লক্ষ্য পূরণে কাজ করছে তাঁর বক্তব্যে তিনি সেটাও তুলে ধরেন। বিপুল সংখ্যক শ্রোতা - যাঁদের মধ্যে বিশ্ববিদ্যালয়টির ছাত্র, শিক্ষক, ব্যবস্থাপনা কর্মকর্তাগণ ছাড়াও কমিউনিটি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন - প্রবল আগ্রহ নিয়ে তাঁর অনুপ্রেরণাদায়ী বক্তব্য শ্রবণ করেন। অনুষ্ঠানের শেষে প্রফেসর ইউনূস ছাত্রদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।
এডালফাই বিশ্ববিদ্যালয় প্রফেসর ইউনূসের সম্মানে একটি নৈশভোজের আয়োজন করে যেখানে বিশ্ববিদ্যালয়টির গুরুত্বপূর্ণ সমর্থকদেরও আমন্ত্রণ জানান হয়। নিউ ইয়র্ক শহরের র্যাকেট এন্ড টেনিস ক্লাবে আয়োজিত এই নৈশভোজে যোগ দেন বিশ্ববিদ্যালয়টির নেতৃস্থানীয় ডোনার ভারত ভিজ, আমেরিকান ইন্টারন্যাশনাল গ্রুপের প্রাক্তন প্রধান নির্বাহী বব উইলামস্ট্যাড, ডমিনিক এন্ড ডমিনিকের (ভুন্ডেরলিখ ওয়েলথ ম্যানেজমেন্টের একটি বিভাগ) অবসরপ্রাপ্ত চেয়ারম্যান বব মাইকেল ক্যাম্পবেল, লস অ্যাঞ্জেলেস টাইমসের প্রাক্তন প্রেসিডেন্ট স্টিভেন আইসেনবার্গ, এডালফাই বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট ক্রিস্টিন এম. রিওডন, গ্রামীণ আমেরিকার প্রধান নির্বাহী অ্যান্ড্রিয়া জাং এবং বিশ্ববিদ্যালয়টির অন্যান্য বন্ধু ও সমর্থকগণ। বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট ক্রিস্টিন এম. রিওডন ও প্রফেসর ইউনূস এডালফাই বিশ্ববিদ্যালয় ও গ্রামীণ ক্যালেডোনিয়ান কলেজ অব নার্সিংয়ের মধ্যকার সহযোগিতা চুক্তি বিষয়ে উপস্থিত অতিথিদেরকে অবহিত করেন।
এডালফাই বিশ্ববিদ্যালয়ের সামাজিক দায়িত্ব, বৈশ্বিক নাগরিকত্ব ও কমিউনিটি সেবার আদর্শ এবং প্রফেসর ইউনূসের সামাজিক ব্যবসা-উদ্যোগ, টেকসই উন্নয়ন ও আর্থিক অন্তর্ভূক্তির মাধ্যমে প্রান্তিক জনগোষ্ঠীর ক্ষমতায়নের দর্শন মূলত একই অভীষ্ঠ লক্ষ্যে কাজ করছে। পরবর্তী প্রজন্মের নেতৃত্বকে ক্ষমতায়নের মধ্য দিয়ে সমাজে ইতিবাচক পরিবর্তন আনয়নের উপর বিশ্ববিদ্যালয়টির গুরুত্বারোপ মূলত একটি ন্যায় ও সমতাভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় তরুণদের কার্যকর ভূমিকা গ্রহণে প্রফেসর ইউনূসের আহ্বানেরই প্রতিফলন। উল্লেখ্য যে, এডালফাই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এরই মধ্যে এই বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে একটি “ইউনূস সোশ্যাল বিজনেস সেন্টার” স্থাপনের কাজ শুরু করেছেন এবং এই নতুন ক্যাম্পাসটি সহ পৃথিবীর বিভিন্ন দেশে ইউনূস সোশ্যাল বিজনেস সেন্টারের সংখ্যা দাঁড়াবে ১০৩টি। বর্তমানে ৩৯টি দেশে ইউনূস সোশ্যাল বিজনেস সেন্টার রয়েছে।
ছবির ক্যাপশন-১: এডালফাই বিশ্ববিদ্যালয়ের পক্ষে বিশ্ববিদ্যালয়টির প্রেসিডেন্ট ক্রিস্টিন এম. রিওডন এবং গ্রামীণ ক্যালেডোনিয়ান কলেজ অব নাসিং-এর পক্ষে নোবেল লরিয়েট প্রফেসর মুহাম্মদ ইউনূস স্ব-স্ব কমিউনিটিতে ইতিবাচক পরিবর্তন আনয়নে আনুষ্ঠানিক সহযোগিতা প্রতিষ্ঠার লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর করেন।
ছবির ক্যাপশন-২: এডালফাই বিশ্ববিদ্যালয় ও গ্রামীণ ক্যালেডোনিয়ান কলেজ অব নাসিং-এর মধ্যে ঐতিহাসিক সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে নোবেল লরিয়েট প্রফেসর মুহাম্মদ ইউনূস, এডালফাই বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট ক্রিস্টিন এম. রিওডন, এডালফাই বিশ্ববিদ্যালয়ের ডীন অব নার্সিং স্কুল ড. ডেবোরাহ হান্ট, এডালফাই বিশ্ববিদ্যালয়ের ড. অ্যানি জ্যাকব, মিস সুসান গিবসন, মি. হ্যান্স রাইট্জ, মিস মনিকা ইউনূস, মি. ভারত ভিজ ও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবৃন্দ।
ছবির ক্যাপশন-৩: এডালফাই বিশ্ববিদ্যালয় নার্সিং স্কুলের শিক্ষকবৃন্দের সঙ্গে নোবেল লরিয়েট প্রফেসর মুহাম্মদ ইউনূস। প্রফেসর ইউনূস এডালফাই বিশ্ববিদ্যালয় পরিদর্শনকালে বিশ্ববিদ্যালয়টির ক্যাম্পাস ঘুরে দেখেন।
ছবির ক্যাপশন-৪ ও ৫: প্রফেসর ইউনূসের সম্মানে এডালফাই বিশ্ববিদ্যালয় আয়োজিত “প্রফেসর ইউনূসের সাথে আলোচনা সন্ধ্যা: একটি তিন শূন্য’র পৃথিবী নির্মাণ” শীর্ষক একটি অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ছাত্র ও কমিউনিটি সদস্যসহ বিপুল সংখ্যক শ্রোতার উদ্দেশ্য বক্তব্য রাখেন প্রফেসর ইউনূস। অনুষ্ঠান শেষে প্রফেসর ইউনূস ছাত্রদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।
ছবির ক্যাপশন-৪ ও ৫: প্রফেসর ইউনূসের সম্মানে এডালফাই বিশ্ববিদ্যালয় আয়োজিত “প্রফেসর ইউনূসের সাথে আলোচনা সন্ধ্যা: একটি তিন শূন্য’র পৃথিবী নির্মাণ” শীর্ষক একটি অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ছাত্র ও কমিউনিটি সদস্যসহ বিপুল সংখ্যক শ্রোতার উদ্দেশ্য বক্তব্য রাখেন প্রফেসর ইউনূস। অনুষ্ঠান শেষে প্রফেসর ইউনূস ছাত্রদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।
সমাপ্ত