City of Ningbo Celebrates Social Business Week in China
Press Release (01 August, 2019)
Professor Muhammad Yunus at the Ningbo Goodness Forum.
As a part of Social Business Week of China Nobel Laureate Professor Muhammad Yunus arrived Ningbo a port city in the eastern coast of China. On 31 July, his day began with meeting the students of Huamao English School, a leading private school in the city. Yunus addressed the students and invited them to imagine the world they would like to live in. This is the time to create that world in their minds so that they can work to make it a reality. “If they imagine it now, it will happen; if they do not imagine, it will never happen”, he reminded the students. Students asked him many questions over a period of more than an hour. Yunus explained and elaborated his views through answering the questions.
Founder of the school announced the opening of a Yunus Centre for Social Business in the school to allow students to learn about this new concept of business.
Ningbo region is one the sites of uninterrupted development of Chinese civilization going back to 7000 years. Its location made it a historical port city connecting Japan and other parts of the world with China. Today it is one of the high growth cities in China and is recognised as the fourth most economically powerful city in China. It is located in the north of Shanghai.
Day-long celebrations included lunch a meeting of Yunus with leading businessmen of the city, addressing the NGO leaders, the media, and a formal meeting with the Chairman of the Standing Commission of the Chinese Communist party of Ningbo. He wanted to know how social business can address the inclusive finance and reduce poverty to zero which are the high priority agendas of the Party. Leading citizens of the city were present at this meeting covered by the media.
Celebration ended with the concluding session of the conference attended by the Chairman of the Standing Committee of the Chinese communist Party of Ningbo.
Yunus gave the concluding address detailing out the essence of microcredit and social business. He said he was told repeatedly that people of Ningbo are by nature entrepreneurial and philanthropic. “That is precisely what social business is made of”, he said, lumping both elements into one. He said people of Ningbo can lead the world in the social business journey. He said he was very impressed by the social orientation of all people he met from Ningbo.
Other leading participants in Social Business Week celebration in Ningbo were:
Liu Haibin, Shanxi Yaodu Agricultural and Commercial Bank, Chang Xiling, Xi’an Arbitration Commission Financial Arbitration Court, Zhu Yi, Shanghai International Bank Finance College, Shanghai University of Finance. Shi Tenglong, CEP of Fuhui Culture, Chen Chunming, CEO of Zhongxi Culture, Chen Fugen, General Manager of Zhongxi Culture, Chen Yaofang, Member of Shanyuan Foundation, Yan Yina, Director of Shanyuan Foundation. Zou Ming, Reporter of ifeng, Wu Haipeng, Reporter of ifeng, Cao Fang, International Cooperation Department of the Global Alliance of Small and Medium Enterprises, Li Nan, Member of Fansu, Wang Xisheng, Xi’an Folk Finance Association, Tang Zhongmin, Leader of the Subject Group of “Inclusive Finance and Integration of Urban and Rural Areas”
Professor Yunus was invited to come back to Ningbo for a whole week to celebrate Social Business Week of Ningbo, instead of one day in Social Business Week of China.
Social Business Week in Ningbo.
In front of English language school announcing the setting up of Yunus Social Business Centre.
Presented by English school, a scroll in old Chinese characters extolling the virtues of giving oneself up for the welfare of others.
প্রেস রিলিজ
চীনের নিংবো শহরে সামাজিক ব্যবসা সপ্তাহ উদ্যাপিত
৩১ জুলাই ২০১৯
চীনের সামাজিক ব্যবসা সপ্তাহ উদ্যাপনের অংশ হিসেবে নোবেল লরিয়েট প্রফেসর মুহাম্মদ ইউনূস ৩১ জুলাই ২০১৯ দেশটির পূর্ব উপকূলে অবস্থিত বন্দর নগরী নিংবো সফর করেন। দিনের শুরুতে তিনি নগরীর নেতৃস্থানীয় বেসরকারী বিদ্যালয় হুয়ামাও ইংলিশ স্কুল পরিদর্শন করেন। ছাত্রদের উদ্দেশ্যে বক্তৃতাকালে তিনি তাদেরকে তারা কী রকম পৃথিবীতে বাস করতে চায় তা কল্পনা করতে বলেন, কেননা তারা যে রকম পৃথিবী গড়ে তুলতে কাজ করবে তার একটি রূপকল্প তাদের মনে তৈরীর এটাই উপযুক্ত সময়। তিনি ছাত্রদেরকে বলেন যে, তারা যদি তাদের স্বপ্নের পৃথিবী এখনই কল্পনা করে নেয় কেবল তাহলেই একদিন এই পৃথিবী সৃষ্টি হবে, নইলে তা আর কখনোই হবে না। ছাত্ররা এক ঘন্টারও বেশী সময় তাঁকে বিভিন্ন প্রশ্ন করে। এগুলোর জবাব দিতে গিয়ে প্রফেসর ইউনূস তাঁর দৃষ্টিভঙ্গী তাদের কাছে বিস্তারিত তুলে ধরেন।
স্কুলটির প্রতিষ্ঠাতা এ সময়ে এই স্কুলে একটি “ইউনূস সোশ্যাল বিজনেস সেন্টার” প্রতিষ্ঠার ঘোষণা দেন, যাতে ছাত্ররা ব্যবসা সম্বন্ধে প্রফেসর ইউনূসের নতুন তত্ত্ব বিষয়ে শিক্ষা লাভ করতে পারে।
প্রায় ৭ হাজার বছর পূর্বে চৈনিক সভ্যাতা সৃষ্টির সময় থেকে চীনের যে সকল এলাকা অব্যাহতভাবে অগ্রগতি অর্জন করে এসেছে নিংবো তাদের অন্যতম। এর অবস্থনাগত কারণে নিংবো একটি ঐতিহাসিক বন্দর নগরীতে পরিণত হয় যা জাপান ও বিশ্বের অন্যান্য এলাকার সাথে চীনের সংযোগ তৈরী করে। সাংহাইয়ের উত্তরে অবস্থিত এই নগরীটি বর্তমানে চীনের সবচেয়ে বর্ধিষ্ণু এলাকাগুলোর অন্যতম এবং অর্থনৈতিকভাবে দেশটির সবচেয়ে শক্তিশালী নগরী হিসেবে বিবেচিত।
এছাড়াও দিনভর প্রফেসর ইউনূস বিভিন্ন অনুষ্ঠানে অংশ নেন যার মধ্যে ছিল এলাকার নেতৃস্থানীয় ব্যবসায়ীদের সাথে বৈঠক, এনজিও কর্মকর্তাদের উদ্দেশ্যে ভাষণ, মিডিয়াকে সাক্ষাৎকার প্রদান ইত্যাদি।
প্রফেসর ইউনূস কম্যুনিস্ট পার্টি অব চায়নার নিংবো মিউনিসিপাল কমিটির স্ট্যান্ডিং কমিটির সদস্য চু ইনলিয়াংয়ের সাথে একটি আনুষ্ঠানিক বৈঠকে মিলিত হন যেখানে তাঁরা সামাজিক ব্যবসার সাথে সম্পর্কিত বিভিন্ন নীতিগত বিষয় নিয়ে আলোচনা করেন। এই বৈঠকে আরো উপস্থিত ছিলেন কম্যুনিস্ট পার্টি অব চায়নার ইনশু জেলা কমিটির সেক্রেটারী, নিংবো পিপল্’স গভর্ণমেন্ট কাউন্টারপার্ট সাপোর্ট ও রিজিওনাল কো-অপারেশন ব্যুরোর পরিচালক হে গুয়োকিয়াং, নিংবো লিটারারি অ্যাসোসিয়েশনের ভাইস চেয়ারম্যান শি জিয়াফেং, ইনশু জেলা স্থানীয় সরকারের ভাইস সেক্রেটারী বু মিংচ্যাং, ফেংহুয়াং নেট (ifeng.com) এর চীফ এডিটর জউ মিং, জেজিয়াং বিশ্ববিদ্যালয়ের পাবলিক অ্যাডমিনিট্রেশন স্কুলের ডীন ও জেজিয়াং বিশ্ববিদ্যালয়ের সোশ্যাল গভর্ণনেন্স রিসার্চ ইনস্টিটিউটের ডীন ইয়ু জিয়ানজিং, পিকিং ইউনিভার্সিটি ল’ স্কুল এর সহযোগী অধ্যাপক ও পিকিং ইউনিভার্সিটি ল’ স্কুল (নন-প্রফিট ল’ স্কুল) এর পরিচালক জিন জিনপিং, জেজিয়াং সংজি কালচারাল লিমিটেড কোম্পানীর চেয়ারম্যান চেন চুনমিং, এবং ফুহুই কালচারাল কোম্পানীর চেয়ারম্যান শি টেংলং। হুয়ামাও এডুকেশন গ্রুপের চেয়ারম্যান ও হুয়ামাও এডুকেশন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা জু ওয়ানমাও এবং ইংজু ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান, সানইয়ুয়ান ফাউন্ডেশনের সেক্রেটারী ও সানইয়ুয়ানের প্রতিষ্ঠাতা চেন ইয়াওফ্যাং যৌথভাবে অনুষ্ঠানগুলোর আয়োজন করেন।
অনুষ্ঠান শেষ হয় সম্মেলনের একটি সমাপনী সেশন দিয়ে যেখানে বক্তব্য রাখেন নিংবোর চাইনিজ কম্যুনিস্ট পার্টির স্ট্যান্ডিং কমিটির সদস্য।
প্রফেসর ইউনূস সম্মেলনের সমাপনী ভাষণে ক্ষুদ্রঋণ ও সামাজিক ব্যবসার মূল বিষয়গুলো তুলে ধরেন। তিনি বলেন যে, তিনি শুনেছেন নিংবোর মানুষ প্রকৃতিগতভাবেই উদ্যোক্তা ও পরোপকারী এবং সামাজিক ব্যবসাও আসলে তাই Ñ মানুষের এই দুই সত্ত্বার সম্মিলন। তিনি আরো বলেন যে, নিংবোর মানুষ সামাজিক ব্যবসার যাত্রাপথে পৃথিবীকে নেতৃত্ব দিতে পারে। এখানে যত জনের সাথে তাঁর সাক্ষাৎ হয়েছে প্রত্যেকের মধ্যে যে সামাজিক অভিমুখীনতা তিনি দেখেছেন তাতে তিনি অভিভূত।
চীনের সামাজিক ব্যবসা সপ্তাহের অংশ হিসেবে শুধু একটি দিন নিংবোয় অবস্থানের পরিবর্তে নিংবোর নিজস্ব সামাজিক ব্যবসা সপ্তাহ উদ্যাপন উপলক্ষ্যে সেখানে এক সপ্তাহ অবস্থানের জন্য প্রফেসর ইউনূসকে আমন্ত্রণ জানানো হয়।
-----