X

Type keywords like Social Business, Grameen Bank etc.

Yunus Addresses Russian Central Bank’s International Financial Congress in St Petersburg

Yunus Addresses Russian Central Bank’s International Financial Congress in St Petersburg

Yunus Centre Press Release (08 July, 2019)

New Law Needed to create Bank for the Poor  — He Argued in the Congress.

Professor Muhammad Yunus joined a panel discussion on “Funding Entrepreneurship – A National Priority” the mechanisms for development of funding SMEs at International Financial Congress (IFC 2019) on the 4th of July 2019 . Other speakers in the panel were Mikhail Mamuta, Head, Service for Consumer Protection and Financial Inclusion of the Central  Bank of Russia, Dmitry Golovanov, Chairman of the Board, SME Bank; Alexander Kalinin, President, OPORA RUSSIA, which is All-Russian Non-Governmental Organization of Small and Medium-Sized Businesses; Gennady Margolit, Executive Director, Moscow Stock Exchange; Vadim Zhivulin, Deputy Minister of Economic Development of the Russian Federation and Elena Dybova, Vice President, Chamber of Commerce and Industry of the Russian Federation. Professor Yunus gave his keynote speech at this event too.

St. Petersburg, July 5

Nobel Laureate Professor Muhammad Yunus visited Russia recently at the invitation of the Governor of the Central Bank of Russia to be a keynote speaker at the International Finance Conference held in the historical city of St. Petersburg. Prior to the Conference Professor Yunus invited to tape two  dialogues, one between him and the First Deputy Governor of the Bank of Russia, the Central bank of Russia, Dr. Ksenia Yudaeva, another one between  him and Former Deputy Minister of Finance and now adviser to the Chairman of Accounts Chamber of the Russian Federation, Mr. Alexey Savatyugin. The conversations were recorded as part of a new educational project of the Bank of Russia that would be used for the staff training of the Central Bank and briefing materials for top policy makers of the Central Bank. The conversation focused on Yunus’s view on creating specialised banks for the poor, future of microfinance, turning unemployed young people into entrepreneurs and role of finance in doing so.

On the 4th of July, Prof. Yunus gave his keynote speech, for which he was invited by the Central Bank of Russia to be at their global conference, International Financial Congress (IFC 2019) on the 4th of July 2019. The event was attended by governors and high ranking officials from twenty five countries.

Professor  Yunus was invited to join a panel discussion on “Funding Entrepreneurship – A National Priority” the mechanisms for development of funding SMEs. Other speakers in the panel were Mikhail Mamuta, Head, Service for Consumer Protection and Financial Inclusion of the Central  Bank of Russia, Dmitry Golovanov, Chairman of the Board, SME Bank; Alexander Kalinin, President, OPORA RUSSIA, which is All-Russian Non-Governmental Organization of Small and Medium-Sized Businesses; Gennady Margolit, Executive Director, Moscow Stock Exchange; Vadim Zhivulin, Deputy Minister of Economic Development of the Russian Federation and Elena Dybova, Vice President, Chamber of Commerce and Industry of the Russian Federation. The panel reviewed the National Project ‘Small and Medium-Sized Businesses and Support for Individual Entrepreneurship’, and the Bank of Russia’s (Central Bank) Roadmap for the development of funding small and medium-sized businesses. Special attention was given to the interconnection between activities that could lead to an increase in the financing of SME and how to support young entrepreneurs at the earlier stages of their business growth with globally benchmarked support tools that could be used in the context of Russia. Professor Yunus elaborated his campaign for young  people to make them believe that “We are not job-seekers, we are job creators, we are entrepreneurs”. He detailed out his experiences of his Nobin Programme  in Bangladesh by creating a Social Business Venture Capital Fund” for providing  equity to young unemployed to become entrepreneurs.

In another session called “The Socialization of Microfinance Organizations: Transforming Business Models through Regulatory Action”, participants talked about legislative changes that have come into effect since January 2019 and how it had an impact on the microfinance market as a whole and on the work of its individual participants.

Notable speakers at the event besides Professor Yunus were Vladimir Chistyukhin, Deputy Governor, Bank of Russia, Andrey Kleymenov, CEO, EQVANTA; Evgeniya Lazareva, Project Manager, All-Russian People’s Front ‘For Borrowers’ Rights’; Alexei Savatyugin, Assistant Chairman, Accounts Chamber of the Russian Federation; Nikolay Zhuravlev, Member of the Federation Council of the Federal Assembly of the Russian Federation, First Deputy Chair, Federation Council Committee on Budget and Financial Markets. The moderator discussed how can MFIs better cope with increased regulations and deliver a better service while maintaining a strong adherence to social components.

Professor Yunus pointed out that microfinance should not  include payday lenders and consumer-financing. He emphasized that microfinance is non-collateralised income-generating loans for bottom-most people, particularly women, with non-exploitative interest rates, particularly operated by social businesses, and   delivered at door step. Consumer loans are not part of microfinance. There should be separate social business specialised banks for the poor under new law.

A special edition of Prof. Yunus’s book “A World of Three Zeros” Three Zero book was given as a gift to all delegates from 25 countries in their conference bags. This special edition of the book was jointly sponsored by Microfinance Association of Russia, and Our Future Foundation.

Prof. Yunus was invited by Former Deputy Speaker of Russian parliament Mikhail Nikolaev to hold a Regional social business forum in Irkutsk, in East Siberia, which is known as the "neglected region" of Russia. This Forum, he suggested will invite delegates from Japan, China and Asean countries. Former deputy speaker Mikhail Nikolaev, who is a native of the region, assured that he will make all organizational preparations only if Professor Yunus agrees to be Chief Guest of the Forum. Professor agreed to work out a mutually convenient date on which this Forum can be held.

 

End

 

ইউনূস সেন্টার প্রেস রিলিজ (০৮ জুলাই, ২০১৯)

সেইন্ট পিটার্সবার্গে অনুষ্ঠিত ব্যাংক অব রাশিয়ার ইন্টারন্যাশনাল ফাইনান্সিয়াল কংগ্রেসে প্রফেসর ইউনূসের ভাষণ দান:

দরিদ্রদের জন্য ব্যাংক তৈরী করতে নতুন আইন দরকার - যুক্তি দেখালেন ইউনূস

সেইন্ট পিটার্সবার্গ, ৫ জুলাই ২০১৯

নোবেল লরিয়েট প্রফেসর মুহাম্মদ ইউনূস সম্প্রতি রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংকের গভর্ণরের আমন্ত্রণে ঐতিহাসিক সেইন্ট পিটার্সবার্গে অনুষ্ঠিত ইন্টারন্যাশনাল ফাইনান্স কনফারেন্সে ভাষণ দেবার জন্য রাশিয়া সফর করেন। সম্মেলনের পূর্বে প্রফেসর ইউনূসের দু’টি সংলাপ রেকর্ড করার উদ্দেশ্যে তাঁকে আমন্ত্রণ জানানো হয়। তাঁর প্রথম সংলাপটি ছিল ব্যাংক অব রাশিয়ার ফার্স্ট ডেপুটি গভর্ণর ড. ক্সেনিয়া ইউদায়েভার সাথে, দ্বিতীয়টি রাশিয়ার প্রাক্তন অর্থ উপ-মন্ত্রী এবং বর্তমানে রাশিয়ান ফেডারেশনের চেয়ারম্যান অব একাউন্টস চেম্বারের উপদেষ্টা আলেক্সেই সাভাতিউগিনের সাথে। সংলাপ দু’টি রেকর্ড করা হয় ব্যাংক অব রাশিয়ার একটি নতুন শিক্ষামূলক প্রকল্পের অংশ হিসেবে যা রাশিয়ার এই কেন্দ্রীয় ব্যাংকটির স্টাফ প্রশিক্ষণে এবং ব্যাংকের সর্বোচ্চ পর্যায়ের নীতি নির্ধারকদের জন্য ব্রীফিং মেটেরিয়াল হিসেবে ব্যবহার করা হবে। দরিদ্রদের জন্য বিশেষায়িত ব্যাংক সৃষ্টি, ক্ষুদ্রঋণের ভবিষ্যৎ, বেকার তরুণদের উদ্যোক্তায় পরিণত করা ও এক্ষেত্রে ঋণের ভ‚মিকা -এসব বিষয়ে প্রফেসর ইউনূসের মতামত ও দৃষ্টিভঙ্গী উঠে আসে এই কথোপকথন দু’টিতে।

৪ জুলাই সেইন্ট পিটার্সবার্গে অনুষ্ঠিত রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংকের আন্তর্জাতিক সম্মেলন “ইন্টারন্যাশনাল ফাইনান্সিয়াল কংগ্রেস” (আইএফসি ২০১৯) -এ মূল বক্তা হিসেবে ভাষণ দেন প্রফেসর ইউনূস। পঁচিশটি দেশের কেন্দ্রীয় ব্যাংকের গভর্ণর ও উচ্চপদস্থ কর্মকর্তারা এই সম্মেলনে যোগ দেন।

সম্মেলনে “ফান্ডিং অনট্রাপ্রিনিয়রশীপ - এ ন্যাশনাল প্রায়োরিটি” শীর্ষক একটি প্যানেল আলোচনায় যোগ দিতে প্রফেসর ইউনূসকে আমন্ত্রণ জানানো হয় যেখানে ক্ষুদ্র ও মাঝারী উদ্যোগগুলো (এসএমই) অর্থায়নের বিভিন্ন কৌশল নিয়ে আলোচনা হয়। প্যানেলের বক্তাদের মধ্যে আরো ছিলেন ব্যাংক অব রাশিয়ার সার্ভিস ফর কনজ্যুমার প্রোটেকশন এন্ড ফাইনান্সিয়াল ইনক্লুশন এর প্রধান মিখাইল মামুতা, এসএমই ব্যাংকের পরিচালনা পরিষদের চেয়ারম্যান দিমিত্রি গলোভানভ, অপোরা রাশিয়ার (অল-রাশিয়ান নন-গভর্ণমেন্টাল অর্গানাইজেশন অব স্মল এন্ড মিডিয়াম সাইজ্ড বিজনেস) প্রেসিডেন্ট আলেক্সান্ডার কালিনিন, মস্কো স্টক এক্সচেঞ্জের নির্বাহী পরিচালক গেন্নাদী মার্গোলিত, রাশিয়ান ফেডারেশনের অর্থনৈতিক উন্নয়ন বিষয়ক উপ-মন্ত্রী ভাদিম জিভুলিন এবং রাশিয়ান ফেডারেশনের চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির ভাইস প্রেসিডেন্ট এলেনা দিবোভা। সেশনে বিশেষ করে ক্ষুদ্র ও মাঝারী ব্যবসা এবং ব্যক্তি উদ্যোগে সহায়তা বিষয়ক রাশিয়ার জাতীয় প্রকল্প এবং ক্ষুদ্র ও মাঝারী ব্যবসার অর্থায়ন ত্বরান্বিত করতে কেন্দ্রীয় ব্যাংকের রোড ম্যাপ পর্যালোচনা করা হয়। বিশেষভাবে মনোযোগ দেয়া হয় সেসব কর্মকান্ডের পরস্পরসংযুক্তির উপর যা ক্ষুদ্র ও মাঝারী উদ্যোগগুলোর জন্য অর্থায়ন বেগবান করবে এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃত বিভিন্ন সহায়তা কৌশল রাশিয়ার প্রেক্ষাপটে ব্যবহার করে কীভাবে সেখানকার তরুণ উদ্যোক্তাদেরকে তাদের ব্যবসায়ের প্রথম দিকেই সহায়তা দেয়া যায় তার উপর। প্রফেসর ইউনূস তরুণদের জন্য তাঁর বিশ্বব্যাপী শ্লোগান “আমরা চাকরি খুঁজি না, আমরা চাকরি সৃষ্টি করি - আমরা উদ্যোক্তা” বিস্তারিত ব্যাখ্যা করেন। তিনি বাংলাদেশে সামাজিক ব্যবসা ভেঞ্চার ক্যাপিটাল ফান্ড সৃষ্টির মাধ্যমে বেকার তরুণদেরকে মূলধন সরবরাহ করে তাদেরকে উদ্যোক্তায় পরিণত করতে তাঁর “নবীন উদ্যোক্তা কর্মসূচি”র অভিজ্ঞতা তুলে ধরেন।

দি সোশালাইজেশন অব মাইক্রোফাইনান্স অর্গানাইজেশন্স: ট্রান্সফরমিং বিজনেস মডেলস থ্রু রেগুলেটরী অ্যাকশন” শীর্ষক আরেকটি সেশনে অংশগ্রহণকারীরা সেসব আইনী পরিবর্তন নিয়ে আলোচনা করেন যা জানুয়ারী ২০১৯ থেকে কার্যকর হয়েছে এবং এসব পরিবর্তন কীভাবে সার্বিকভাবে ক্ষুদ্রঋণ বাজারকে ও ক্ষুদ্রঋণ কর্মকান্ডে নিয়োজিত ব্যক্তি অংশগ্রহণকারীদেরকে প্রভাবিত করছে।

অনুষ্ঠানে প্রফেসর ইউনূস ছাড়াও উল্লেখযোগ্য আরো যে সকল বক্তা অংশ নেন তাঁরা ছিলেন ব্যাংক অব রাশিয়ার ডেপুটি গভর্ণর ভøাদিমির চিসতিউখিন, ইকিউভিএএনটিএ-র প্রধান নির্বাহী আন্দ্রেই ক্লেইমেনভ, অল-রাশিয়ান পিপ্ল’স ফ্রন্ট ‘ফর বরোর্য়াস রাইট্স’ -এর প্রজেক্ট ম্যানেজার ইভগেনিয়া লাজারেভা, একাউন্টস চেম্বার অব দ্য রাশিয়ান ফেডারেশন-এর অ্যাসিস্টেন্ট চেয়ারম্যান আলেক্সেই সাভাতিউগিন, ফেডারেল অ্যাসেম্বলি অব দ্য রাশিয়ান ফেডারেশনের ফেডারেশন কাউন্সিল সদস্য এবং বাজেট এন্ড ফাইনান্সিয়াল মার্কেট বিষয়ক ফেডারেশন কাউন্সিল কমিটির ফার্স্ট ডেপুটি চেয়ার নিকোলেই জুরাভলেভ। সেশন সঞ্চালক ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানগুলো কীভাবে আরো দক্ষতার সাথে ক্রমবর্ধমান বিধি-বিধানগুলোর মোকাবেলা করে উন্নততর সেবা প্রদান করতে পারে এবং একই সাথে কর্মসূচির সামাজিক প্রতিশ্রুতি গুলো রক্ষা করতে পারে তা নিয়ে আলোচনা করেন।

প্রফেসর ইউনূস বলেন যে, ক্ষুদ্রঋণকে মজুরী-দিবসের ঋণদাতা (payday lenders) হিসেবে বা ভোক্তা-অর্থায়নের কাজে ব্যবহার করা উচিত নয়। তিনি জোর দিয়ে বলেন যে, ক্ষুদ্রঋণ হচ্ছে সমাজের একেবারে নীচের তলার মানুষদের বিশেষ করে নারীদের আয়-সৃষ্টিকারী কাজের জন্য অল্প সুদে জামানত-বিহীন ঋণ যা সামাজিক ব্যবসা হিসেবে তাদের দোরগোড়ায় পৌঁছে দিতে হবে। ভোক্তা ঋণও ক্ষুদ্রঋণ হতে পারে না। ক্ষুদ্রঋণের জন্য প্রয়োজন পৃথক সামাজিক ব্যবসা - নতুন আইনের অধীনে দরিদ্রদের জন্য বিশেষায়িত ব্যাংক।

প্রফেসর ইউনূসের গ্রন্থ “A World of Three Zeros” এর একটি বিশেষ রাশিয়ান সংস্করণের কপি সম্মেলনে অংশগ্রহণকারী ২৫টি দেশের সকল প্রতিনিধিকে উপহার হিসেবে তাঁদের কনফারেন্স ব্যাগের সাথে প্রদান করা হয়। এই বিশেষ সংস্করণটি যুগ্মভাবে স্পন্সর করেছে মাইক্রোফাইনান্স অ্যাসোসিয়েশন অব রাশিয়া এবং আওয়ার ফিউচার ফাউন্ডেশান।

রাশিয়ান পার্লামেন্টের প্রাক্তন ডেপুটি স্পিকার মিখাইল নিকোলায়েভ প্রফেসর ইউনূসকে পূর্ব সাইবেরিয়ার ইরকুট্স্ক-এ, যা রাশিয়ার “অবহেলিত এলাকা” বলে পরিচিত, একটি আঞ্চলিক সামাজিক ব্যবসা ফোরাম অনুষ্ঠান করতে আমন্ত্রণ জানান। মিখাইল নিকোলায়েভ, যিনি এই এলাকারই অধিবাসী, এই ফোরামে জাপান, চীন ও আসিয়ানের প্রতিনিধিদের আমন্ত্রণ জানানোর প্রস্তাব করেন। তিনি আশ্বস্ত করেন যে, প্রফেসর ইউনূস এই ফোরামে প্রধান অতিথি হতে রাজী হলে তিনি ফোরাম অনুষ্ঠানের সকল প্রাতিষ্ঠানিক আয়োজন সম্পন্ন করবেন। প্রফেসর ইউনূস প্রস্তাবিত এই ফোরাম আয়োজনে উভয়পক্ষের জন্য একটি সুবিধাজনক দিন খুঁজে বের করবেন বলে প্রতিশ্রুতি দেন।

-----