X

Type keywords like Social Business, Grameen Bank etc.

9th Social Business Day 2019 : “Making Money is Happiness, Making Other People Happy is Super Happiness” Successfully Concludes

9th Social Business Day 2019 : “Making Money is Happiness, Making Other People Happy is Super Happiness” Successfully Concludes

Yunus Centre Press Release (29 June, 2019)

Professor Yunus announcing the closing of the largest and most diverse Social Business Day to be held till today.

Today was the 2nd day of the 9th Social Business Day, hosted by Nobel Laureate Professor Muhammad Yunus at the Centara Grand & Bangkok Convention Centre, Central World in Bangkok, Thailand. This was the biggest and most diverse social business day yet. Following up with yesterday’s exciting announcements and plenary sessions, today’s schedule was jam packed with further game changing broadcasts.

The first half of the day was marked by the Social Business in Sports plenary session moderated by Yoan Noguier, Yunus Sports Hub, Co-Founder & Director. six speakers participated in this session including Marie Barsacq, Impact and Legacy Director, Paris 2024, Elisa Yavchitz, General Manager, Les Canaux and Ge Yang, Paralympic Gold Medal Winner. The panel said sports has a strong uniting power which can be harnessed for community building and empowerment. You cannot plan a major sporting event without thinking about the aftereffects of the event. Around seven billion euros is being spent around Paris 2024 where a conscious effort is being placed to facilitate the growth of social business. Pierre-Antoine Lefevre, Manager of Social Business Initiatives of Peace & Sport talked about how peace building activities can be combined with values of sports.

In the Pecha Kucha sessions, four presenters highlighted their projects. Notable presenters included Marie Barsacq, Impact & Legacy Director, Paris 2024 and Elisa Yavchitz, Manager, Les Canaux who spoke about the sourcing tool Esse2024 for the Olympics Event in Paris. Esse2024 acts as a sourcing tool for social and environmental catalyst for social businesses to scale up, acts as a sourcing tool for social business entrepreneurs through which 25% of the games’ market is channelled to small businesses and social work. It will also monitor and share information about Paris 2024’s market and social business strategies and track and report social and environmental impact of the games. Lastly the tool would help social businesses in their bidding requirements and legal aid services for the event as well.

Professor Cam Donaldson, Yunus Chair, Glasgow Caledonian University spoke about the growth of academic research and best practises around social business development. Erasmus+ is one possible avenue for advocating for more resources in this regard. Lamiya Morshed Executive Director Yunus Centre commented on the proliferation of Yunus Social Business Centres globally and discussed how entities can get in touch to set up their own centres. Gao Zhan, President, Co-founder, Grameen China discussed about how microcredit and social business activities are changing the cultural fibre of the pro poor population in his country. They are working with major stakeholders in the community like China Construction bank and plan to reach out to 4000 low income beneficiaries. Tasnima Islam, Director for Strategic Ventures and Partnership, Yunus Social Business (YSB), in her Global YSB Overview showcased YSB’s reach to nearly 9 million people at the bottom of the pyramid in three continents, 61 social businesses and helping more than 1800 social entrepreneurs globally.

A plenary session on the challenges of social business was held where Noppadol Dej-Uddom, Chief Sustainability Officer, CP Group & Vice President of the Executive Committee, True Corporation; Eric Lesueur, Chief Executive Officer, 2EI-VEOLIA and Sohel Ahmed, Managing Director, Grameen Shakti were present. Challenges such as providing WHO standard drinking water globally while conducting a social business around it still remain a daunting challenge. Hans Reitz, Founder of Grameen Creative Lab proposed a question “what if we can agree that any business regarding access to water for underprivileged communities can only be a social business? Can it ever be done?” Luciano Gurgel, Investment Director of Yunus Social Business (YSB) Brazil mentioned that regulatory infrastructure around the world is not conductive for social businesses development and needs to change.

Major announcements regarding social business initiatives for peace initiatives in Colombia and Central African Republic were made. The initiative in Colombia in partnership with local Colombian and international corporations, universities and NGOs support aims to provide for 10 social businesses that impacts 200,000 people and create income opportunities for 5000 people in conflict affected areas as well as set up Yunus Social Business Centres.

Enzo Cursio, Coordinator, UN-FAO Nobel Alliance for Food Security and Peace, the point person in the Central African Republic social business initiative, then said “There is no peace without food security and there is no food security without peace”. The work centres around reintegrating former military combatants, who are also religious minorities, into the community by providing them access to social business training, incubation programmes and working with twenty five agri business companies.

Among other prominent announcements one was about an opera based on Professor Yunus’ work and life called “27 dollari” presented by Paola Samoggia, an Italian composer, representing the Italian National Singers Association. “Art can be a great tool to raise awareness on social issues by using a more emotional form of communication. Italian form of communication makes hearts beat together. Our super happiness is music. Our next step is making a DVD of our operatic performance that is inspired by social business”.

More announcements came from the Foundation for Yunus Social Business Taiwan, by Juno Wang, the CEO of Foundation for Yunus Social Business Taiwan who talked about receiving seventy one social business project plans in recent times. Taiwan will host the 2nd Yunus Social Business East Asian Conference 2019 where Prof. Yunus was invited to make the keynote speech later this year. The release of Turkish and Urdu versions of Professor Yunus’ book ‘A World of Three Zeros’ was also announced. “Changing the World without Losing Your Mind” by Alex Counts, Professor Of Public Policy, University of Maryland was announced where Alex writes about his thirty years of lessons learned and struggles faced in social entrepreneurship while working closely with Prof. Yunus.

There will be eight countrzey forums of Bangladesh, Thailand, SAARC, China, Australia and Malaysia, Philippines, Japan and Europe where delegates from each country discussed challenging issues pertaining their nation and look at how social business can provide solutions that could help in eradicating them.

Nobel Laureate Professor Muhammad Yunus in his closing remarks highlighted how the gospel of social business spread globally. Youth leadership and technology remains as the crucial drivers of such a critical movement that aims to solve the severe issues the world is facing be it in food and agriculture, green energy, environment to access to better education and health. Innovative approaches through sports, culture and the arts can also deliver a life changing impact that can be deeply rooted in our communities for years to come.

From one of his inspiring videos at one of the sessions today, the Nobel Laureate’s inspirational words summed up all the energy and promise of a better world in the future, a world closer to that of zero unemployment, zero poverty and zero net carbon emissions. A world of super happiness.

“You have the power to compete. To overcome odds and make sure you are at the top. Whatever you are currently doing, your creative power is still there. Use that creative power to make a social business. A business to solve our social problems. Regardless of who you are you can be an entrepreneur too. It does not mean you have to give up entrepreneurship. You have a special quality. Discover yourself. The real you. Let it come out. Do it with joy. Trust me you will enjoy it. You will have fun. And let me know how much you enjoyed it.”

Professor Cam Donaldson, Yunus Chair, Glasgow Caledonian University and Lamiya Morshed Executive Director, Yunus Centre talking about Social Business Academia and the YSBC Network.

Suphachai Chearavanont, CEO, Charoen Pokphand Group speaking on Day 02 of the Social Business Day 2019

Panel discussing the challenges of conducting social businesses globally.

 

End

প্রেস রিলিজ

সামাজিক ব্যবসা দিবস ২০১৯ ২য় দিন: “টাকা রোজগার করা সুখের, কিন্তু অন্য মানুষদের সুখী করা পরম সুখের”

ব্যাংকক, ২৯ জুন ২০১৯

থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে অনুষ্ঠিত হলো ৯ম সামাজিক ব্যবসা দিবস। আজ ছিল সম্মেলনের ২য় ও শেষ দিন। নোবেল লরিয়েট প্রফেসর মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে ব্যাংককের সেন্টারা গ্র্যান্ড এন্ড ব্যাংকক কনভেনশন সেন্টার, সেন্ট্রালওয়ার্ল্ড, ব্যাংককে গতকাল ২৮ জুন ২০১৯ শুরু হয়েছে ৯ম সামাজিক ব্যবসা দিবস। অনুষ্ঠানের আয়োজন করছে যৌথভাবে ইউনূস সেন্টার ঢাকা, এশিয়ান  ইনস্টিটিউট অব টেকনোলজী এবং থাইল্যান্ডের কাসেটসার্ট ইউনিভার্সিটি। গতকাল ১ম দিনের বিভিন্ন আকর্ষণীয় ঘোষণা ও প্লেনারী সেশনের পর আজ অনুষ্ঠিত হলো দুই দিনব্যাপী সামাজিক ব্যবসা দিবসের অবশিষ্ট কর্মসূচি।

আজ ২য় দিনের অনুষ্ঠান শুরু হয় যে প্লেনারী দিয়ে তা ছিল ক্রীড়া ক্ষেত্রে সামাজিক ব্যবসা। এর সঞ্চালক ছিলেন ইউনূস স্পোর্টস হাব-এর সহ-প্রতিষ্ঠাতা ও পরিচালক ইয়োয়ান নগিয়ের। প্লেনারীতে বক্তব্য রাখেন ৬ জন। এঁদের মধ্যে ছিলেন প্যারিস ২০২৪ এর ইমপ্যাক্ট এন্ড লিগেসি ডিরেক্টর ম্যারি বারসাক, ল্য ক্যানঅ-এর মহাব্যবস্থাপক এলিজা ইয়াভশিট্জ এবং প্যারালিম্পিক স্বর্ণজয়ী খেলোয়াড় গে ইয়াং। আলোচকরা বলেন যে, ক্রীড়ার একটি প্রচন্ড সম্মিলনী শক্তি রয়েছে যা সমাজ গঠন ও মানুষের ক্ষমতায়নে কাজে লাগানো যায়। কোনো ক্রীড়ানুষ্ঠানের ফলাফলের কথা চিন্তা না করে কখনো তার পরিকল্পনা করা যায় না। প্যারিস ২০২৪ অলিম্পিক অনুষ্ঠানে প্রায় ৭ বিলিয়ন ইউরো খরচ হবে এবং সেখানে সামাজিক ব্যবসার একটি গুরুত্বপূর্ণ ভ‚মিকার কথা ভাবা হচ্ছে। সোশ্যাল বিজনেস ইনিসিয়েটিভ ফর পিস এন্ড স্পোর্টস এর ব্যবস্থাপক পিয়েরে-এন্টোনিয়ে লেফাভ্র ক্রীড়ায় মূল্যবোধের সাথে শান্তি-সৃষ্টিকারী কর্মকান্ডকে কীভাবে যুক্ত করা যায় তা নিয়ে আলোচনা করেন।

পেচা কুচা সেশনে ৪টি আকর্ষণীয় বিষয়ে উপস্থাপনা করা হয়। এগুলোর মধ্যে উল্লেখযোগ্য ছিল প্যারিস ২০২৪ এর ইমপ্যাক্ট এন্ড লিগেসি ডিরেক্টর ম্যারি বারসাক ও ল্য ক্যানঅ-এর মহাব্যবস্থাপক এলিজা ইয়াভশিট্জ এর উপস্থাপনা যাঁরা প্যারিস অলিম্পিক অনুষ্ঠানের জন্য সোর্সিং টুল এসে-২০২৪ নিয়ে কথা বলেন যা সামজিক ব্যবসাকে এগিয়ে নিয়ে যেতে সামাজিক ও পরিবশেগত অনুঘটক হিসেবে কাজ করছে। এছাড়াও এটি সামাজিক ব্যবসা উদ্যোক্তাদের জন্যও একটি সোর্সিং টুল হিসেবে কাজ করবে যেখানে এই ক্রীড়ানুষ্ঠানের সাথে যুক্ত বাজারের ২৫ শতাংশ ছোট ব্যবসায়ী ও সামাজিক কাজের জন্য বরাদ্দ রাখা হবে। এটি প্যারিস ২০২৪ এর সাথে যুক্ত বাজার ও সামাজিক ব্যবসা কর্মকৌশল সংক্রান্ত বিভিন্ন কর্মকান্ড পরিবীক্ষণ করবে, এ সংক্রান্ত তথ্য বিনিময় করবে এবং ২০২৪ অলিম্পিকের সামাজিক ও পরিবেশগত অভিঘাত অনুসন্ধান করে এর উপর প্রতিবেদন দেবে। এছাড়াও এটা প্যারিস ২০২৪ এর দরপত্র যোগ্যতা নির্ধারণ ও একে আইনী সহায়তা দেবার মাধ্যমে সামাজিক ব্যবসাগুলোকে সহায়তা করবে।

গøাসগো ক্যালেডোনিয়ান বিশ্ববিদ্যালয়ের ইউনূস চেয়ার প্রফেসর ক্যাম ডোনাল্ডসন সামাজিক ব্যবসার বিকাশে একাডেমিক গবেষণার প্রসার ও এ সংক্রান্ত শ্রেষ্ট কাজগুলো নিয়ে আলোচনা করেন। এজন্য আরো অধিক সম্পদ সংগ্রহের লক্ষ্যে এরাসমাস+ একটি সম্ভাব্য সহায়তা হিসেবে কাজ করতে পারে। ইউনূস সেন্টারের প্রধান নির্বাহী লামিয়া মোর্শেদ বিশ্ব জুড়ে ইউনূস সোশ্যাল বিজনেস সেন্টারের সংখ্যা বৃদ্ধি নিয়ে আলোচনা করেন এবং প্রত্যেকে পরস্পরের সাথে যোগাযোগের মাধ্যমে কীভাবে নিজ নিজ সেন্টার গড়ে তুলতে পারে তা নিয়ে কথা বলেন। গ্রামীণ চায়নার প্রেসিডেন্ট ও সহ-প্রতিষ্ঠাতা গাও শান ক্ষুদ্রঋণ ও সামাজিক ব্যবসা কর্মকান্ড কীভাবে তাঁর দেশে দরিদ্রদের প্রতি সহানুভ‚তিশীল মানুষদের সাংস্কৃৃতিক চেতনাকে প্রভাবিত করছে তা তুলে ধরেন। তাঁরা চায়না কন্ট্রাকশন ব্যাংকের মত বড় প্রতিষ্ঠানের সাথে কাজ করছেন যার মাধ্যমে ৪,০০০ নিয়ে আয়ের মানুষের কাছে সেবা পৌঁছানো যায়। ইউনূস সোশ্যাল বিজনেস এর ডিরেক্টর, স্ট্র্যাটেজিক ভেঞ্চারস এন্ড পার্টনারশীপ তাসনিমা ইসলাম তাঁর গেøাবাল ইউনূস সোশ্যাল বিজনেস ওভারভিউতে বলেন যে, ইউনূস সোশ্যাল বিজনেস তিনটি মহাদেশে একেবারে নিয়ে আয়ের ৯০ লক্ষ মানুষের কাছে সেবা পৌঁছে দিতে পেরেছে। এছাড়াও ইউনূস সোশ্যাল বিজনেস বিশ্বের ৬১টি সামাজিক ব্যবসা ও ১,৮০০ সামাজিক ব্যবসা উদ্যোক্তাকে সহায়তা দিয়ে যাচ্ছে।

সামাজিক ব্যবসার বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা হয় আরেকটি প্লেনারী সেশনে যেখানে উপস্থিত ছিলেন  ট্রু কর্পোরেশন-এর চীফ সাসটেইন্যাবিলিটি অফিসার সিপি গ্রপ ও এক্সিকিউটিভ কমিটির ভাইস প্রেসিডেন্ট নোপ্পাডল ডেজ-উড্ডম, ফ্যান্সের টু-ইআই-ভেওলিয়ার প্রধান নির্বাহী এরিক ল্যসর এবং গ্রামীণ শক্তির ব্যবস্থাপনা পরিচালক সোহেল আহমেদ। বক্তারা বলেন যে, সামাজিক ব্যবসার মাধ্যমে বিশ্ব স্বাস্থ্য সংস্থা নির্ধারিত মান অনুযায়ী খাবার পানি সরবরাহ করা পৃথিবীর বিভিন্ন দেশে এখনো একটি বড় সমস্যা হিসেবে রয়ে গেছে। গ্রামীণ ক্রিয়েটিভ ল্যাবের হ্যান্স রাইট্জ প্রশ্ন করেন, এটা কি কখনো সম্ভব হবে যে, সুবিধাবঞ্চিত মানুষদের জন্য খাবার পানি সরবরাহ করার লক্ষ্যে শুধুমাত্র সামাজিক ব্যবসা হিসেবে কোনো ব্যবসা গড়ে তোলা যাবে? ইউনূস সোশ্যাল বিজনেস ব্রাজিলের বিনিয়োগ পরিচালক লুসিয়ানো গারজেল বলেন যে, পৃথিবী অনেক দেশের আইনী কাঠামো সামাজিক ব্যবসার বিকাশে অনুকুল নয় এবং এই অবস্থার পরিবর্তন প্রয়োজন।

আজকের গুরুত্বপূর্ণ সামাজিক ব্যবসা উদ্যোগের ঘোষণাগুলোর মধ্যে ছিল কলম্বিয়া ও মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে শান্তি উদ্যোগ। কলম্বিয়ায় দেশটির স্থানীয় ও আন্তর্জাতিক কর্পোরেশন, বিশ্ববিদ্যালয় ও বেসরকারী প্রতিষ্ঠানগুলোর সাথে একযোগে ১০টি সামাজিক ব্যবসার উদ্যোগ নেয়া হয়েছে যেগুলোর মাধ্যমে বিরোধপূর্ণ এলাকাগুলোতে ২০০,০০০ মানুষ উপকৃত হবে এবং ৫,০০০ মানুষের কর্মসংস্থান সৃষ্টি হবে। এছাড়া কয়েকটি ইউনূস সোশ্যাল বিজনেস সেন্টারও প্রতিষ্ঠা করা হবে।

মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে সামাজিক ব্যবসা কর্মকান্ডের মূল উদ্যোক্তা জাতি সংঘের খাদ্য ও কৃষি সংস্থার নোবেল অ্যালায়েন্স ফর ফুড সিকিউরিটি এন্ড পিস এন্ড ওপিসি, ফুড এন্ড এগ্রিকালচার-এর সমন্বয়কারী এনজো কুরজিও বলেন, খাদ্য নিরাপত্তা ছাড়া শান্তি এবং শান্তি ছাড়া খাদ্য নিরাপত্তা কোনটিই সম্ভব নয়। প্রতিষ্ঠানটি প্রাক্তন সামরিক যোদ্ধাদের, যাদের অনেকেই ধর্মীয় সংখ্যালঘু, পুনঃএকত্রীকরণের মাধ্যম কাজ করে  তাদেরকে সামাজিক ব্যবসা প্রশিক্ষণ ও ইনকিউবেশন কর্মসূচির মাধ্যম সমাজে ফিরে আসতে সহায়তা করে। এই লক্ষ্যে প্রতিষ্ঠানটি ২৫টি এগ্রোবিজনেস কোম্পানীর সাথে কাজ করছে।

অন্যান্য গুরুত্বপূর্ণ ঘোষণাগুলোর মধ্যে ছিল প্রফেসর ইউনূসের জীবনী-ভিত্তিক অপেরা “২৭ ডলারি।” ইতালিয় সুরকার পাওলা সামোজ্জিয়া ইটালিয়ান ন্যাশনাল সিঙ্গারস এসোসিয়েশানের পক্ষে ঘোষণাটি দেন। পাওলা বলেন, যোগাযোগের আরো বেশী আবেগঘন মাধ্যম ব্যবহার করে সামাজিক ইস্যুগুলোতে মানুষকে সচেতন করতে সংগীত ও অন্যান্য শিল্পগুলো চমৎকার মাধ্যম হিসেবে কাজ করতে পারে। ইতালিয় যোগাযোগ মাধ্যম মানুষের হৃদয়কে একসাথে স্পন্দিত করতে পারে। আমাদের পরবর্তী কাজ হচ্ছে আমাদের অপেরা কাজের উপর একটি ডিভিডি তৈরী করা যার প্রেরণা হবে সামাজিক ব্যবসা।

পরের ঘোষণাটি ছিল তাইওয়ান ইউনূস সোশ্যাল বিজনেস ফাউন্ডেশনের প্রধান নির্বাহী জুনো ওয়াং এর যিনি জানান যে, তাঁরা সাম্প্রতিককালে ৭১টি সামাজিক ব্যবসা প্রকল্পের প্রস্তাবনা পেয়েছেন। তিনি আরো বলেন যে, তাইওয়ান এ বছরের শেষে ২য় ইউনূস সোশ্যাল বিজনেস ইস্ট এশিয়ান কনফারেন্স ২০১৯ এর আয়োজন করছে যেখানে প্রফেসর ইউনূস মূল বক্তা হিসেবে ভাষণ দেবেন। পরের ঘোষণাটি ছিল প্রফেসর ইউনূসের সর্বশেষ গ্রন্থ “অ ডড়ৎষফ ড়ভ ঞযৎবব তবৎড়ং” এর তুর্কী ও উর্দু প্রকাশনার। আরেকটি ঘোষণা ছিল সামাজিক ব্যবসার উপর মার্কিন যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড বিশ্ববিদ্যালয়ের পাবলিক পলিসির অধ্যাপক অ্যালেক্স কাউন্টস লিখিত বই “Changing the World without Losing Your Mind” এর প্রকাশনার। অধ্যাপক অ্যালেক্স কাউন্টস বলেন যে, তিনি সামাজিক ব্যবসা উদ্যোগ নিয়ে প্রফেসর ইউনূসের সাথে ৩০ বছর ধরে কাজ করছেন এবং এই ক্ষেত্রে প্রফেসর ইউনূসের দীর্ঘ কাজ ও সংগ্রাম থেকে অর্জিত অভিজ্ঞতা তিনি তাঁর বইতে তুলে ধরার চেষ্টা করেছেন।

সম্মেলনের ২য় দিনে আরো ছিল ৮টি কান্ট্রি ফোরাম যেখানে বাংলাদেশ, চীন, থাইল্যান্ড, সার্ক, অষ্ট্রেলিয়া, জাপান, মালয়েশিয়া, ফিলিপাইন ও ইউরোপের প্রতিনিধিরা স্ব-স্ব দেশ ও এলাকার বিভিন্ন সামাজিক ও অর্থনৈতিক সমস্যা নিয়ে আলোচনার উদ্দেশ্যে পৃথকভাবে বৈঠকে মিলিত হন, সামাজিক ব্যবসার মাধ্যমে কীভাবে এসব সমস্যার মোকাবেলা করা যায় তার উপায় নিয়ে আলোচনা করেন এবং নিজ দেশে পরিচালিত সামাজিক ব্যবসা কর্মসূচিগুলোর অগ্রগতি পর্যালোচনা করেন।

সম্মেলনের সমাপনী ভাষণে প্রফেসর ইউনূস সামাজিক ব্যবসার কাহিনী কীভাবে বিশ্বময় ছড়িয়ে পড়েছে তা তুলে ধরেন। তরুণদের নেতৃত্ব ও প্রযুক্তি দু’টি গুরুত্বপূর্ণ চালিকা শক্তি যা সমাজের গুরুতর সমস্যাগুলো সমাধানে গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলোতে যেমন খাদ্য ও কৃষি, গ্রীণ এনার্জি, শিক্ষা, স্বাস্থ্য ইত্যাদিতে কাজ করতে পারে। ক্রীড়া, সংস্কৃতি, শিল্পকলার মতো ক্ষেত্রগুলোতে উদ্ভাবনশীল কাজ সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে পারে।

আজকের একটি সেশনে প্রফেসর ইউনূসের একটি প্রেরণাদায়ী ভিডিও নোবেল বিজয়ীর রূপকল্পের একটি নতুন পৃথিবীর শূন্য দারিদ্র, শূন্য বেকারত্ব ও শূন্য নীট কার্বন নিঃসরণের একটি ভবিষ্যৎ পৃথিবী গড়ে তুলতে প্রয়োজনীয় শক্তি ও প্রত্যাশাকে এভাবে তুলে ধরে:

“প্রতিযোগিতা করার শক্তি তোমাদের মধ্যে রয়েছে। সকল প্রতিকুলতাকে জয় করে তোমাদেরকে সবকিছুর উপরে অবস্থান নিতে হবে। তোমরা যা-কিছু করছো তার মধ্যে রয়েছে তোমাদের সৃষ্টিশীল ক্ষমতা। তোমাদের এই সৃষ্টিশীল শক্তিকে ব্যবহার করে তোমরা একেকটি সামাজিক ব্যবসা গড়ে তোলো। এমন ব্যবসা যা সমাজের কোনো সমস্যা দুর করবে। তোমরা যে যা-ই হওনা কেন, তোমরা প্রত্যেকে হতে পারো একেকজন উদ্যোক্তা। তোমাদের প্রত্যেকের মধ্যে রয়েছে কোনো বিশেষ গুণ। নিজেকে আবিস্কার করো। তোমার প্রকৃত স্বত্ত¡াকে খুঁজে বের করো। সেটাকে বের করে আনো। আনন্দের সাথে করো। বিশ্বাস করো, তুমি এতে আনন্দ পাবে। মজা পাবে। আর আমাকে বোলো তুমি এতে কতটা আনন্দ পেয়েছো।

এ যাবতকালের সবগুলো সামাজিক ব্যবসা দিবসের মধ্যে এটিই ছিল সবচেয়ে বড় ও সবচেয়ে ব্যাপক সামাজিক ব্যবসা দিবস।

---