X

Type keywords like Social Business, Grameen Bank etc.

9th Social Business Day 2019 : “Making Money is Happiness, Making Other People Happy is Super Happiness”

9th Social Business Day 2019 : “Making Money is Happiness, Making Other People Happy is Super Happiness”

Yunus Centre Press Release (28 June, 2019)

Nobel Laureate Professor Muhammad Yunus giving the opening address at the Social Business Day 2019.

Day one of the 9th Social Business Day, hosted by Nobel Laureate Professor Muhammad Yunus has officially begun at the Centara Grand & Bangkok Convention Centre, Central World in Bangkok, Thailand. It is jointly being organized by Yunus Centre, Bangladesh, Asian Institute of Technology (AIT) and Kasetsart University, Thailand. The inaugural day was quite an eventful one with speakers, change makers and delegates from diverse backgrounds and experience gathered under one roof to exchange their ideals, practises, successes and challenges in the realm of social businesses globally.

This year, the theme is “Making Money is Happiness, Making Other People Happy is Super Happiness". Panel discussions addressed a myriad of topics in relation to the social business ecosystem ranging from food and agriculture, deforestation, green energy to education, health, technology, sports as well as culture and arts.

The first half of the day was addressed by Emmanuel Faber, Chief Executive Officer, Danone. In his keynote, he talked about his personal journey in achieving ‘super happiness’ and his pathway to nurturing social business globally. He mentioned, “Social business is a strategic tool which has changed the mind set for Danone and for me.  This is a journey to find out what you are super happy about, to find out what you are best at and to give your best effort and devote your whole life to it”.

Mechai Viravaidya, Chairman, Mechai Viravaidya Foundation highlighted the fact that social business development should be taught in primary schools to ensure its long term sustainability. He further reiterated Professor Yunus’ quote from his book that ‘access to credit must be a human right’.

Father Enzo Fortunato, Spokesperson and Communication Director of The Holy Convent of Papal Basilica of Assisi representing the Vatican, invited Nobel Laureate Professor Yunus to the Economic Summit in Spring 2020 on behalf of Pope Frances. He announced that the Vatican will further honour Professor Yunus with the “Lamp of Peace”, an award exclusively given to honor those who work towards promoting peace and harmony. Armida Alisjahbana, Executive Secretary of the United Nations Economic and Social Commission for Asia and the Pacific (ESCAP) also spoke the institution’s role in promoting inclusive businesses in Asia and the Far East.

Mr.Thapana Sirivadhanabhakdi, Chairman of C-Asean talked about Thailand’s leading role and history in serving as a community hub for both South East Asian and global nations and how it wants to catalyse change and community spirit for social business development inclusively. Dr. Eden Woon, President of Asian Institute of Technology called on Yunus Social Business Centres around the world towards working collaboratively with the single focus of improvement of human race through social business.

There were several notable video messages at this highly attractive event. United Nations Secretary-General, Honourable António Guterres sent a video message which highlighted the need for social business globally if we are to tackle the most pressing needs of all communities. Jose Graziano da Silva, Director General, Food & Agriculture Organization of the United Nations talked about FAO’s collaboration with Professor Yunus in community and economic empowerment. Thomas Bach, President, International Olympic Committee (IOC) thanked Professor Yunus in acting as a mentor for Olympic athletes in becoming social business entrepreneurs. Academy award winning actor Matt Damon and Gary White, co-founders of Water.org commended Professor Yunus for providing the inspiration for their philanthropic work.

This was followed by the opening address given by Nobel Laureate Professor Muhammad Yunus. Professor Yunus commended on the massive turnout of almost 1500 delegates from 59 countries. 80 delegates came from Japan alone, 30 from China and 50 from Taiwan. 200 delegates arrived from Bangladesh as well. This was the biggest international gathering of social business till date. The first one was in 2010 in Dhaka, Bangladesh.

In the Pecha Kucha session seven presenters highlighted their projects. Notable presenters included Pracharat Rak Samakkee Social Business and Tongjai Thanachanan, Managing Director of C-Asean, Léa Klein, Asia Director of MakeSense, Ashraful Hassan, Managing Director, Grameen Telecom and Sing For Hope Co-Founders Monica Yunus and Camille Zamora.

Two new Yunus Social Business Centres (YSBC) were announced at National Taipei University of Business and Albukhary International University Malaysia. The total number of YSBCs globally is 76.

Other major announcements include the ideation behind creating a sustainable social business city in South Africa by Dr. Harry Bradbury, Executive Chairman, Imaginatives Group Limited and the inauguration of the Danone Nations Cup 2019 with Nobel Peace Laureate Professor Muhammad Yunus and Mrs Florence Darquie-Bossard, Director, Danone Nations Cup, the creation of Yunus Thailand, as an umbrella organization for all social business initiatives in Thailand.

Yukoh Satake, Co-CEO, Grameen Euglena, Japan mentioned the formation of a “Japan Action Tank” to facilitate the growth, knowledge and development of social businesses in Japan. Hans Reitz, Co-Founder, Grameen Creative Lab announced the Global Social Business Summit 2019 to be held later this year in November.

There were nine panel discussions and three plenary sessions on topics that ranged from food and agriculture to education, from roles of corporates in social business to youth leadership. A panel discussion on “Art and Culture to bring Social Change through Social Business” was moderated by Monica Yunus, Co-Founder and Co-Executive Director, Sing for Hope.

Tomorrow will be the second and last day of the Social Business Day 2019. It will bring out several major announcements and interesting plenary sessions on “social business and sports” as well as “challenges in social business”. There will be eight country forums where delegates from each country will discuss challenging issues pertaining their nation and look at social business solutions to eradicate them.

Announcement of the creation of Yunus Thailand, as an umbrella organization for all social business initiatives in Thailand.

 

End

প্রেস রিলিজ

সামাজিক ব্যবসা দিবস ২০১৯: টাকা রোজগার করা সুখের, কিন্তু অন্য মানুষদের সুখী করা পরম সুখের

ব্যাংকক, ২৮ জুন ২০১৯

নোবেল লরিয়েট প্রফেসর মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে সেন্টারা গ্র্যান্ড এন্ড ব্যাংকক কনভেনশন সেন্টার, সেন্ট্রালওয়ার্ল্ড, ব্যাংককে অতিবাহিত হলো ৯ম সামাজিক ব্যবসা দিবসের প্রথম দিন। অনুষ্ঠানের আয়োজন করছে যৌথভাবে ইউনূস সেন্টার ঢাকা, এশিয়ান  ইনস্টিটিউট অব টেকনোলজী এবং থাইল্যান্ডের কাসেটসার্ট ইউনিভার্সিটি। প্রথম দিনের বর্ণাঢ্য অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিভিন্ন দেশের খ্যাতনামা ব্যক্তিত্বগণ যাঁরা সমাজের বিভিন্ন ক্ষেত্রে তাঁদের নিজ নিজ কাজের জন্য বিশেষভাবে নন্দিত। বক্তারা বিশ্ব জুড়ে সামাজিক ব্যবসা ক্ষেত্রে তাঁদের স্ব-স্ব চিন্তাধারা, কাজ ও অভিজ্ঞতা তুলে ধরেন।

এ বছরের সামাজিক ব্যবসা দিবসের মূল বিষয়বস্তু “টাকা রোজগার করা সুখের, কিন্তু অন্য মানুষদের সুখী করা পরম সুখের” ( Making Money is Happiness, Making Other People Happy is Super Happiness )। বিভিন্ন প্যানেল আলোচনায় যে সকল বিষয়ে বক্তারা কথা বলেন তাদের মধ্যে রয়েছে সামাজিক ব্যবসা ইকো-সিস্টেমের সাথে সম্পর্কিত বিভিন্ন বিষয় যেমন খাদ্য ও কৃষি, বনভূমি ধ্বংস, গ্রীণ এনার্জি, শিক্ষা, স্বাস্থ্য, প্রযুক্তি, ক্রীড়া, সংস্কৃতি ও শিল্পকলা।

দিনের প্রথম অংশের আলোচনায় মধ্যে ছিল বিশ্বখ্যাত কোম্পানী ড্যানোন-এর প্রতিনিধির বক্তব্য যেখানে তিনি পৃথিবী জুড়ে সামাজিক ব্যবসার মাধ্যমে “পরম সুখ” এর সন্ধানে তাঁর ও তাঁর কোম্পানীর অভিযাত্রার বর্ণনা দেন। তিনি বলেন, সামাজিক ব্যবসার ধারণা তাঁর ও ড্যানোনের চিন্তাধারায় আমুল পরিবর্তন এনে দিয়েছে। এখন তাঁদের এই যাত্রার লক্ষ্য হচ্ছে পরম সুখ বলতে আমরা কী বুঝি তা খুঁজে বের করা, এই লক্ষ্যে পুরোপুরি আত্মনিয়োগ করা এবং সর্বোচ্চ দক্ষতার সাথে এই লক্ষ্য অর্জন করা।

মেচাই ভীরাভৈদ্য ফাউন্ডেশনের চেয়ারম্যান মেচাই ভীরাভৈদ্য সামাজিক ব্যবসাকে দীর্ঘমেয়াদে টেকসই করতে প্রাথমিক বিদ্যালয় থেকেই সামাজিক ব্যবসার তত্ত¡ পড়ানো প্রয়োজন বলে মত প্রকাশ করেন। তিনি প্রফেসর ইউনূসের বহু পুরোনো বক্তব্য “ঋণ মানুষের মৌলিক মানবিক অধিকার” কথাটি আবারো তুলে ধরেন।

ভ্যাটিকানকে প্রতিনিধিত্বকারী দ্য হোলি কনভেন্ট অব প্যাপাল বাসিলিকা অব আসিসি-র মুখপাত্র ও যোগাযোগ বিষয়ক পরিচালক এনজো ফরতুনাতো ২০২০ সালের বসন্তে অনুষ্ঠেয় “অর্থনৈতিক ফোরাম”-এ পোপ ফ্রান্সিসের পক্ষ থেকে প্রফেসর ইউনূসকে আমন্ত্রণ জানান। তিনি ঘোষণা করেন যে, ভ্যাটিকান প্রফেসর ইউনূসকে “ল্যাম্প অব পীস” সম্মাননায় ভূষিত করতে যাচ্ছে যা মূলত শান্তি ও সামাজিক সংহতির পক্ষে অসাধারণ অবদানের জন্য প্রদান করা হয়ে থাকে। এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে জাতি সংঘ অর্থনৈতিক ও সামাজিক কমিশনের (এসকাপ) নির্বাহী সচিব আরমিদা সালসিয়াহ আলিসজাহবানা এশিয়া ও দুর-প্রাচ্যে অন্তভর্‚ক্তিমূলক ব্যবসার প্রসারে তাঁর প্রতিষ্ঠানের ভ‚মিকা তুলে ধরেন। সি-এএসইএএন থাইল্যান্ডের চেয়ারম্যান থাপানা সিরিবাধানাবাকদি দক্ষিণ-পূর্ব এশিয়া ও সমগ্রভাবে সারা বিশ্বের সামাজিক কেন্দ্র হিসেবে কাজ করতে থাইল্যান্ডের ভ‚মিকা বর্ণনা করেন এবং সামাজিক ব্যবসার মাধ্যমে বিশ্বে ইতিবাচক পরিবর্তন আনতে একটি অন্যতম চালিকা শক্তি হিসেবে কাজ করতে দেশটির আগ্রহের কথা জানান। এশিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজির প্রেসিডেন্ট ড. ইডেন ঊন সামাজিক ব্যবসার মাধ্যমে মানব সমাজের উন্নয়নে এককভাবে মনোনিবেশ করতে বিশ্ব জুড়ে ইউনূস সোশ্যাল বিজনেস সেন্টারগুলোকে একযোগে কাজ করতে আহŸান জানান।

প্রথম দিনের অন্যতম আকর্ষণ ছিল সামাজিক ব্যবসা দিবস ২০২৯ উপলক্ষে অনেকগুলো ভিডিও বার্তা। জাতি সংঘের মহাসচিব অ্যান্টোনিও গুটেরেস তাঁর ভিডিও বার্তায় পৃথিবীর সকল সমাজের গুরুত্বপূর্ণ সমসাগুলোর মোকাবলায় সামাজিক ব্যবসার প্রয়োজনীয়তা তুলে ধরেন। জাতি সংঘের খাদ্য ও কৃষি সংস্থার মহাপরিচালক হোসে গ্রাৎজিয়ানো দ্য সিলভা সামাজিক ও অর্থনৈতিক ক্ষমতায়নে প্রফেসর ইউনূসের সাথে খাদ্য ও কৃষি সংস্থার সহযোগিতামূলক কর্মকান্ডের কথা বলেন। আন্তর্জাতিক অলিম্পিক কমিটির প্রেসিডেন্ট টমাস বাখ অলিম্পিক অ্যাথলেটদেরকে সামাজিক ব্যবসা উদ্যোক্তায় পরিণত হতে একজন মেন্টর হিসেবে কাজ করার জন্য প্রফেসর ইউনূসকে ধন্যবাদ জানান। ওআরজি-র সহ-প্রতিষ্ঠাতা অস্কার বিজয়ী অভিনেতা ম্যাট ড্যামন এবং গ্যারি হোয়াইট তাঁদের সমাজসেবামূলক কাজের প্রেরণা হিসেবে প্রফেসর ইউনূসকে ধন্যবাদ জানিয়ে ভিডিও বার্তা পাঠান।

এরপর প্রফেসর ইউনূস সম্মেলনে অংশগ্রহণকারীদের উদ্দেশ্যে তাঁর স্বাগত বক্তব্য প্রদান করেন। তিনি জানান যে, ৫৯টি দেশ থেকে ১,৫০০ প্রতিনিধি এই অনুষ্ঠানে যোগদান করেছেন। শুধু জাপান থেকে এসেছে ৮০ জন, চীন থেকে ৩০ জন ও তাইওয়ান থেকে ৫০ জন। বাংলাদেশ থেকেও এসেছে ২০০ জন। সামাজিক ব্যবসার উপর এটিই এ যাবৎকালের সর্ববৃহৎ সম্মেলন। প্রথম সামাজিক ব্যবসা দিবস অনুষ্ঠিত হয় ২০১০ সালে ঢাকায়।

সম্মেলনে ৭টি পেচা কুচা সেশনে (একটি কাহিনী বর্ণনা ফরম্যাট যেখানে একজন উপস্থাপক ২০ সেকেন্ডের মতামতের জন্য ২০টি করে ¯øাইড প্রদর্শন করেন Ñ প্রত্যেক উপস্থাপক মোট ৬ মিনিট ৪০ সেকেন্ড সময়ের মধ্যে) ৭ জন উপস্থাপক ৭টি নতুন প্রকল্প নিয়ে আলোচনা করেন। এঁদের মধ্যে উল্লেখযোগ্য মেক-সেন্স এর লিয়া ক্লাইন, সি-এএসইএএন থাইল্যান্ডের ব্যবস্থাপনা পরিচালক টংজাই থানাচানানের উপস্থাপনায় প্রাচারাত রাক সামাক্কী সোশ্যাল বিজনেস, গ্রামীণ টেলিকমের ব্যবস্থাপনা পরিচালক আশরাফুল হাসান, এবং সিং ফর হোপের সহ-প্রতিষ্ঠাতা মনিকা ইউনূস ও ক্যামিলে জামোরা।

সম্মেলনের প্রথম দিনে ন্যাশনাল তাইপেই ইউনিভার্সিটি অব বিজনেস ও আলবুখারী ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি মালয়েশিয়ায় দু’টি নতুন ইউনূস সোশ্যাল বিজনেস সেন্টার প্রতিষ্ঠার ঘোষণা দেয়া হয়। এ নিয়ে বিশ্ব জুড়ে ইউনূস সেন্টারের সংখ্যা দাঁড়ালো ৭৮টি।

অন্যান্য গুরুত্বপূর্ণ ঘোষণাগুলোর মধ্যে ছিল ইমাজিনেটিভস গ্রæপ লিঃ এর নির্বাহী চেয়ারম্যান ড. হ্যারি ব্র্যাডবারির মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র ও কলম্বিয়ায় “সোশ্যাল বিজনেস ফর পিস” এর ইনকিউবেশন যা দক্ষিণ আফ্রিকায় একটি টেকসই সামাজিক ব্যবসার গোড়াপত্তন করবে, নোবেল লরিয়েট প্রফেসর মুহাম্মদ ইউনূস ও ড্যানোন প্রতিনিধিদের নিয়ে “ড্যানোন নেশনস কাপ” চালু, এবং “ইউনূস থাইল্যান্ড” প্রতিষ্ঠার ঘোষণা যা থাইল্যান্ডে সকল সামাজিক ব্যবসা কর্মকান্ডের সার্বিক তত্ত¡াবধান করবে।

গ্রামীণ ইউগেøনার সহ-প্রধান নির্বাহী ইউকো সাতাকে জাপানে সামাজিক ব্যবসার প্রসার, জ্ঞান ও উন্নয়নে  সহায়তা করার জন্য “জাপান অ্যাকশন ট্যাংক” প্রতিষ্ঠার কথা বলেন। গ্রামীণ ক্রিয়েটিভ ল্যাবের সহ-প্রতিষ্ঠাতা হ্যান্স রাইটজ ঘোষণা করেন যে, এ বছরের নভেম্বরে গেøাবাল সোশ্যাল বিজনেস সামিট ২০১৯ অনুষ্ঠিত হতে যাচ্ছে।

এছাড়া অনুষ্ঠিত হয় ৯টি প্যানেল আলোচনা ও ২টি প্লেনারী সেশন। এদের মধ্যে ছিল ফান্সের গ্রামীণ ক্রেডিট এগ্রিকোল ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক এরিক কাম্পোসের সঞ্চালনায় “পরিবেশ ও ক্ষুধার প্রেক্ষাপটে খাদ্য ও কৃষি”, “শিক্ষা: উদ্দেশ্য, প্রযুক্তি ও পদ্ধতি”, “সামাজিক ব্যবসায়ে কর্পোরেট প্রতিষ্ঠান: কীভাবে একে সম্প্রসারিত করা যায়, কী-কী জিনিষ নজরে আসছে না,” ও “প্রযুক্তির মাধ্যমে কীভাবে সামাজিক সমস্যার মোকাবেলা করা যায়।” অন্যান্য বিষয়গুলোর মধ্যে ছিল তরুণ নেতৃত্ব শিক্ষা ও প্রযুক্তি, তরুণ নেতৃত্ব ও ক্ষুদ্রঋণ এবং সামাজিক ব্যবসায়ে অর্থায়নের অন্যান্য পদ্ধতি। সিং ফর হোপ-এর সহ-প্রতিষ্ঠাতা ও সহ-নির্বাহী পরিচালক মনিকা ইউনূস “সামাজিক ব্যবসার মাধ্যমে শিল্পকলা ও সংস্কৃতি কীভাবে সমাজে পরিবর্তন আনতে পারে” এ বিষয়ক একটি প্যানেল আলোচনা সঞ্চালনা করেন।

আগামীকাল অনুষ্ঠিত হবে সামাজিক ব্যবসা দিবস ২০১৯ এর দ্বিতীয় ও শেষ দিন। এই দিন থাকবে কয়েকটি  গুরুত্বপূর্ণ ঘোষণা এবং “সামাজিক ব্যবসা ও ক্রীড়া” ও “সামাজিক ব্যবসার বিভিন্ন সমস্যা”র উপর চিত্তাকর্ষক আলোচনা। আরো অনুষ্ঠিত হবে ৮টি কান্ট্রি ফোরাম যেখানে স্ব-স্ব দেশের প্রতিনিধিরা তাঁদের বিভিন্ন জাতীয় সমস্যা এবং সামাজিক ব্যবসার মাধ্যম এগুলো মোকাবেলার উপায় নিয়ে আলোচনা করবেন।

---