Yunus Addresses National Conference in Mexico As a Guest of The President of Mexico
Press Release (June 20, 2019)
Nobel Laureate Muhammad Yunus delivers a speech concerning the Sustainable Development Goals and his world vision of zero unemployment, zero poverty, and zero net carbon emissions.
Mexico, June 17, 2019
Nobel Laureate Professor Muhammad Yunus was invited by the new Mexican President Andres Manuel Lopez Obrador to visit Mexico to have elaborate discussion with his cabinet ministers regarding Professor Yunus's experience in poverty eradication programme. Ending poverty and corruption were the overriding commitment on which President fought and won a landslide victory in the presidential election. During his stay in Mexico he was invited to address a national event to launch the National Agenda for 2030 to attain the SDGs. The conference was attended by nearly all cabinet ministers and the Speaker of the lower house of parliament. During the nationally televised event in the packed conference hall of the Foreign Ministry, Professor Yunus highlighted his vision of three zero economy, zero poverty, zero unemployment, and zero net carbon emissions through redesigning theoretical framework of economics. He emphasised that by following old concepts and framework we can only continue to produce more poverty and more corruption. He pointed out that by going through old roadS one can only reach the same old destination. If we want to reach a new destination we have to build new roads. He elaborated his ideas of social business and entrepreneurship for all young people. He proposed new financial framework to support the entrepreneurship of people at individual level.
The Conference was addressed by the Foreign Minister Marcelo Ebrard, President’s Chief of Cabinet Alfonso Romo, and Speaker of the Lower House of the Parliament veteran politician Porfirio Munoz Ledo, Minister of Wellbeing Ms Maria Luisa Albores, Minister of Environment Marcelo Toledo, Ministers of Culture, Minister of Tourism, parliamentarians and other dignitaries.
Nobel Laureate Professor Muhammad Yunus shakes hands with notable ministers, parliamentarians and dignitaries, including the Foreign Minister Marcelo Ebrard, President’s Chief of Cabinet Alfonso Romo, and Speaker of the Lower House of the Parliament veteran politician Porfirio Munoz Ledo, Minister of Wellbeing Ms Maria Luisa Albores, Minister of Environment Marcelo Toledo, Ministers of Culture, Minister of Tourism, as the audience applauds.
Professor Muhammad Yunus shares his opening remarks at the SDG National Agenda for 2030 conference in front of several onlookers, such as the Minister of Wellbeing, Ms. Maria Luisa Albores, and Minister of Environment, Mr. Marcelo Toledo.
Professor Muhammad Yunus seated beside Mr. Marcelo Ebrard, the Foreign Secretary of Mexico, and Mr. Alfonso Romo, Chief of Cabinet and Presidential Advisor.
The audience at the National Agenda 2030 where Professor Yunus was chief speaker attended by ministers parliamentarians state governors diplomatic corps and media.
End
ইউনূস সেন্টার প্রেস রিলিজ (২০ জুন, ২০১৯)
মেক্সিকোর প্রেসিডেন্টের আমন্ত্রণে দেশটির জাতীয় পর্যায়ের সম্মেলনে ভাষণ দিলেন প্রফেসর ইউনূস
মেক্সিকো ১৭ জুন, ২০১৯
মেক্সিকোর নতুন প্রেসিডেন্ট আন্দ্রে ম্যানুয়েল লোপেজ অবরাদর দারিদ্র দূরীকরণে প্রফেসর ইউনূসের অভিজ্ঞতা নিয়ে প্রেসিডেন্টের ক্যাবিনেট মন্ত্রীদের সাথে বিস্তারিত আলোচনা করতে নোবেল লরিয়েট প্রফেসর মুহাম্মদ ইউনূকে মেক্সিকো সফর করতে বিশেষভাবে আমন্ত্রণ জানান। উল্লেখ্য যে, গত প্রেসিডেন্ট নির্বাচনে দারিদ্র ও দূর্নীতি দুর করার প্রতিশ্রæতি দিয়ে প্রেসিডেন্ট অবরাদর বিপুুল ভোটে জয়লাভ করেন। মেক্সিকো অবস্থানকালে প্রফেসর ইউনূসকে ২০৩০ সালের মধ্যে জাতি সংঘ ঘোষিত টেকসই উন্নয়ন লক্ষ্যসমূহ অর্জনের উদ্দেশ্যে মেক্সিকো সরকারের একটি জাতীয় কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে ভাষণ দিতে আমন্ত্রণ জানান হয়। দেশটির প্রায় সকল ক্যাবিনেট মন্ত্রী এবং মেক্সিকান পার্লামেন্টের নি¤œকক্ষের স্পীকার এই সম্মেলনে উপস্থিত ছিলেন। মেক্সিকো সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত ও সরকারীভাবে সম্প্রচারিত এই জনাকীর্ণ অনুষ্ঠানে প্রফেসর ইউনূস অর্থনীতির তাত্তি¡ক কাঠামোর পুনর্বিন্যাসের মাধ্যমে একটি শূন্য দারিদ্র, শূন্য বেকারত্ব ও শূন্য নীট কার্বন নিঃস্বরণের পৃথিবী গড়ে তুলতে তাঁর রূপকল্প বিস্তারিত তুলে ধরেন। তিনি জোর দিয়ে বলেন যে, পুরোনো তত্ত¡ ও কাঠামো অনুসরণ করে গেলে আমরা আরো বেশী দারিদ্র ও আরো বেশী দূর্নীতিই কেবল পেতে থাকবো। পুরোনো পথে চললে আমরা একই পুরোনো গন্তব্যেই শুধু পৌঁছাবো। নতুন গন্তব্যে পৌঁছাতে হলে আমাদেরকে নতুন পথ তৈরী করে নিতে হবে। তিনি সকল তরুণের জন্য তাঁর সামাজিক ব্যবসা ধারণা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। সকল মানুষের জন্য ব্যক্তি পর্যায়ে ব্যবসায় উদ্যোগকে সহায়তা দিতে তিনি নতুন আর্থিক কাঠামোর প্রস্তাব করেন।
সম্মেলনে বক্তব্য রাখেন মেক্সিকোর পররাষ্ট্রমন্ত্রী মারসেলো এবরার্ড, প্রেসিডেন্টের ক্যাবিনেট প্রধান আলফনসো রোমো, মেক্সিকান পার্লামেন্টের নিমন কক্ষের স্পীকার ও বর্ষীয়ান রাজনীতিবিদ পরফিরিও মুনজ লেডো, জনকল্যাণমন্ত্রী মারিয়া লুইসা আলবোরেস ও পরিবশেমন্ত্রী মারসেলো টলেডো। আরো বক্তব্য রাখেন মেক্সিকোর সংস্কৃতি ও পর্যটন মন্ত্রীদ্বয় এবং দেশটির বিশিষ্ট রাজনীতিবিদ ও নাগরিকগণ।