X

Type keywords like Social Business, Grameen Bank etc.

Kazakhstan to Set Up Grameen Kazakhstan

Kazakhstan to Set Up Grameen Kazakhstan

Press Release (24 May, 2019)

Nobel Laureate Professor Muhammad Yunus to address in packed hall of young people at Kazakhstan University in a separate session of Astana Economic Forum.

Nobel Laureate Professor Muhammad Yunus was invited by the Prime minister of Kazakhstan to attend Astana Economic Forum, a premier conference that attracts government and business leaders from around the world. During his visit Professor Yunus had a session with Prime minister who wanted to know Professor Yunus’s view on poverty alleviation strategy for Kazakhstan. Professor Yunus had a detailed discussion with Mr. Bakhytzhan Sagintayev, Minister of Presidential Affairs and former Prime Minister of Kazakhstan at his office on issues raised by him in his book “A World of Three Zeroes”. Minister Sagintayev was holding a copy of the Russian edition of book which he read and noted down many questions on implementation of suggestions made by Professor Yunus in the book. After 90 minutes of discussion the minister concluded that Kazakhstan is ready to set up “Grameen Kazakhstan” following the model of “Grameen America” as a joint venture with Yunus Centre. This will be microfinance bank with banking license to provide financial services particularly to women and youth for supporting entrepreneurship. He told Professor Yunus he will send a delegation to Social Business Day which is going to be held in Bangkok on June 28-29, and to Dhaka, to work out the details of setting up of Grameen Kazakhstan. He also told Yunus that he’ll encourage leading universities in Kazakhstan to set up Yunus Social Business Centres to introduce academic courses on theory and practice of social business.

During the conference a separate session was held for Kazakhstan university students for Professor Yunus to address them. He talked to young people in packed hall.  

During the Astana Forum many people approached Yunus to get his signature on the Russian edition of his recently published book in Russian Language.

17 May, 2019, Professor Yunus addressed the second Friends of Social Business Forum under the theme of “the power of solidarity” at Wiesbaden, Germany. The forum had discussions on concrete societal issues and presented sustainable social and globalized solutions. Peter Eigen, founder of Transpareny International, Hans Reitz, Creative Media Director, Torsten Schreiber of Africa Green, Manouchehr Shamsrizin of Digital Health Creative, Dirk Sander and Oliver Kuschel both from Impact Factory, Philipp Veit, Urstrom Genoschenschaft, Christina Jaeger, Daniel Nowack, Dominik Hofmann, Yunus Social Business, Homeport, Andre Dörfler, R & V Academy, Michael Brohm, Fritz Lietsch, Sustainable Economic Forum, Verena Reichel and others were also speakers at the event. This forum was organized in collaboration with R&V which is the insurance wing of the prestigious Raffeissen Bank of Germany. Professor Yunus also addressed a public event at the garden of Castle Freudenberg, where  he brought the message about social business to the leading citizens of Wiesbaden including former federal minister Heide Marie, Plantu, the famous cartoonist of popular French newspaper Le Monde, several former Mayors  and current Mayor of Wiesbaden. Professor Yunus was a special guest at the Rotary Club Rhein-Main, Germany in Wiesbaden which awarded an honorary membership to him during a special event on 19 May 2019 in Wiesbaden. Inspired by Professor Yunus, the Club shares the interest in supporting the development of local economy, especially women entrepreneurship. Building on those commonalities, the club took this opportunity to announce its first support to the important local social  business enterprise “Social Business Women“ in Wiesbaden of which Professor Yunus is the patron. 

Towards the end of his visit to Germany, Professor Yunus signed agreement to set up a Yunus Social Business Centre at Leuphana University in Germany. This becomes the 72nd Yunus Centre in the network of such Centres globally and the second one in Germany. First Yunus Centre in Germany was set up in the European Business School. Yunus Centre at the Leuphana University aims to support and research financially self-sustaining businesses that aim at solving social problems. By way of research, teaching and actions, students as well as entrepreneurs will be equipped with the necessary knowledge, skills and passion to create successful social businesses. The work of this Centre will be focused on the moral values of the entrepreneurs starting social business as well as the social, environmental and economic value creation resulting from social businesses.

Nobel Laureate Professor Muhammad Yunus with Mr. Bakhytzhan Sagintayev, Minister of Presidential Affairs and former Prime Minister of Kazakhstan at his office.

End

 

প্রেস রিলিজ

কাজাখস্তানে প্রতিষ্ঠিত হচ্ছে “গ্রামীণ কাজাখস্তান”

কাজাখস্তানের প্রধানমন্ত্রীর আমন্ত্রণে নোবেল লরিয়েট প্রফেসর মুহাম্মদ ইউনূস সম্প্রতি সেখানে অনুষ্ঠিত “আস্তানা অর্থনৈতিক ফোরাম”-এ যোগদান করেন। আস্তানা অর্থনৈতিক ফোরাম একটি মর্যাদাশীল বৈশ্বিক ফোরাম যেখানে পৃথিবীর  বিভিন্ন দেশ থেকে সরকারী ও বেসরকারী নেতৃবৃন্দ অংশ নিয়ে থাকেন। সফরকালে প্রফেসর ইউনূসের সাথে দেশটির প্রধানমন্ত্রীর একটি সেশনে প্রধানমন্ত্রী কাজাখস্তানের জন্য একটি দারিদ্র বিমোচন কৌশল বিষয়ে প্রফেসর ইউনূসের মতামত চান। এরপর কাজাখস্তানের প্রেসিডেন্সিয়াল বিষয়ক মন্ত্রী ও প্রাক্তন প্রধানমন্ত্রী বাকিতজান সেগিনতায়েভ তাঁর কার্যালয়ে প্রফেসর ইউনূসের সাথে একটি দীর্ঘ বৈঠক করেন যেখানে তাঁরা প্রফেসর ইউনূসের গ্রন্থ “A World of Three Zeroes” -এ উত্থাপিত ইস্যুগুলো নিয়ে দীর্ঘ আলোচনা করেন। এ সময় প্রধানমন্ত্রী সেগিনতায়েভের হাতে ছিল বইটির একটি রাশিয়ান সংস্করণ যা তিনি ইতোমধ্যেই পড়ে শেষ করেছিলেন এবং বইটিতে দেয়া পরামর্শগুলো বাস্তবায়নের ক্ষেত্রে তাঁর বিভিন্ন প্রশ্ন নোট আকারে লিখে রেখেছিলেন। তাঁদের মধ্যকার ৯০ মিনিটের এই বৈঠক শেষে প্রধানমন্ত্রী এই সিদ্ধান্তে উপনীত হন যে, কাজাখস্তানে “গ্রামীণ আমেরিকা”র মডেলে ও ইউনূস সেন্টারের সাথে একটি জয়েন্ট ভেঞ্চার হিসেবে “গ্রামীণ কাজাখস্তান” প্রতিষ্ঠা করা হবে। এটি হবে একটি ক্ষুদ্রঋণ ব্যাংক যা ব্যাংকিং লাইসেন্সের অধীনে বিশেষ করে নারী ও তরুণদেরকে উদ্যোক্তায় পরিণত করতে আর্থিক সেবা প্রদান করবে। তিনি প্রফেসর ইউনূসকে জানান যে, আগামী জুন ২৮-২৯ ব্যাংককে অনুষ্ঠেয় “সামাজিক ব্যবসা দিবস”-এ তিনি একটি প্রতিনিধিদল এবং গ্রামীণ কাজাখস্তান প্রতিষ্ঠার ব্যাপারে বিস্তারিত চূড়ান্ত করতে ঢাকায়ও প্রতিনিধিদল পাঠাবেন। তিনি প্রফেসর ইউনূসকে আরো বলেন যে, তিনি কাজাখস্তানের নেতৃস্থানীয় বিশ্ববিদ্যালয়গুলোকে সামাজিক ব্যবসার তত্ত্ব ও চর্চার উপর একাডেমিক কোর্স চালু করার জন্য তাদের স্ব-স্ব ক্যাম্পাসে “ইউনূস সোশ্যাল বিজনেস সেন্টার” প্রতিষ্ঠায় উদ্বুদ্ধ করবেন।

সম্মেলন চলাকালে কাজাখস্তানের বিশ্ববিদ্যালয় ছাত্রদের সাথে প্রফেসর ইউনূসের একটি পৃথক সেশন অনুষ্ঠিত হয় যেখানে তাঁর ভাষণ শুনতে বিপুল সংখ্যক ছাত্র সমবেত হয়।

সম্মেলন শেষে বহু মানুষ প্রফেসর ইউনূসের গ্রন্থ “A World of Three Zeroes” এর রাশিয়ান সংস্করণের কপিতে, যা কিনা সম্প্রতি প্রকাশিত হয়েছে, তাঁর স্বাক্ষরের জন্য তাঁকে ঘিরে ধরে।

১৭ মে ২০১৯ প্রফেসর ইউনূস জার্মানীর উইসবাডেনে অনুষ্ঠিত দ্বিতীয় “ফ্রেন্ডস অব সোশ্যাল বিজনেস” ফোরামে ভাষণ দেন। এবারের ফোরামের বিষয়বস্তু ছিল “দি পাওয়ার অব সলিডারিটি।” ফোরামে বিভিন্ন সামজিক ইস্যু নিয়ে আলোচনা হয় এবং এসব সমস্যার টেকসই সামাজিক ও বৈশ্বিক সমাধানের উপায় উপস্থাপন করা হয়। সম্মেলনে আরো বক্তব্য রাখেন  ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের প্রতিষ্ঠাতা পিটার আইগেন, ক্রিয়েটিভ মিডিয়া ডিরেক্টর হ্যান্স রিট্জ, আফ্রিকা গ্রীণ এর টরস্টেন ¯্রাইবার, ডিজিটাল হেলথ ক্রিয়েটিভ এর মানুকেহর শামসরিজিন, ইমপ্যাক্ট ফ্যাক্টরী এর ডার্ক স্যান্ডার ও অলিভার কুশেল, আরস্ট্রম গেনোকেমশাফট এর ফিলিপ ভাইট, ইউনূস সোশ্যাল বিজনেস হোমপোর্ট এর ক্রিস্টিনা জেগার, ড্যানিয়েল নোয়াক ও ডমিনিক হফম্যান, আরএন্ডভি একাডেমীর আন্দ্রে ডোয়ের্ফলের, সাসটেইনেবল ইকোনমিক ফোরাম এর মাইকেল ব্রম ও ফ্রিট্জ লিয়েট্শ, ভেরেনা রিশেল ও  অনেকে। ফোরামের আয়োজনে সহায়তা করে জার্মানীর মর্যাদাশীল রাফাইসেন ব্যাংকের বীমা শাখা আরএন্ডভি।  এছাড়াও প্রফেসর ইউনূস ক্যাসেল ফ্রয়ডেনবার্গ গার্ডেনে একটি জন অনুষ্ঠানে বক্তৃতা দেন যেখানে তিনি সামাজিক ব্যবসার মূল বার্তা নেতৃস্থানীয় শ্রোতাদের কাছে তুলে ধরেন। শ্রোতাদের মধ্যে উপস্থিত ছিলেন প্রাক্তন ফেডারেল মন্ত্রী হাইডে ম্যারি, জনপ্রিয় ফরাসী পত্রিকা লে মোঁন্ড এর প্রখ্যাত কার্টুনিস্ট প্লানটু এবং উইসবাডেনের বর্তমান ও প্রাক্তন মেয়রগণ। ১৯ মে ২০১৯ প্রফেসর ইউনূস উইসবাডেনে রোটারী ক্লাব রাইন-মেইনের একটি বিশেষ সভায় বিশিষ্ট অতিথি হিসেবে যোগ দেন যেখানে ক্লাবটি তাঁকে সম্মানসূচক সদস্যপদ প্রদান করে। প্রফেসর ইউনূসের আদর্শে অনুপ্রাণিত হয়ে ক্লাবটি স্থানীয় অর্থনীতি বিশেষ করে নারী উদ্যোক্তাদের উন্নয়নে বিশেষভাবে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় ক্লাবটি উইসবাডেনের বিশিষ্ট স্থানীয় সংগঠন “সোশ্যাল বিজনেস উইমেন” এর প্রতি সর্বপ্রথম তার সমর্থন ঘোষণা করে। উল্লেখ্য যে, প্রফেসর ইউনূস এই সংগঠনটির পৃষ্ঠপোষক।

তাঁর জার্মানী সফরের শেষ দিকে প্রফেসর ইউনূস লুফানা বিশ্ববিদ্যালয়ে একটি “ইউনূস সোশ্যাল বিজনেস সেন্টার” প্রতিষ্ঠার লক্ষ্যে বিশ্ববিদ্যালয়টির সাথে চুক্তি স্বাক্ষর করেন। নব প্রতিষ্ঠিত এই ইউনূস সেন্টারটি বিশ্বব্যাপী ৭২তম ইউনূস সেন্টার যা কয়েক বছর পূর্বে ইউরোপিয়ান বিজনেস স্কুল-এ প্রতিষ্ঠিত ইউনূস সোশ্যাল বিজনেস সেন্টারটির পর জার্মানীতে প্রতিষ্ঠিত দ্বিতীয় ইউনূস সেন্টার। লুফানা বিশ্ববিদ্যালয়ে স্থাপিত সেন্টারটির উদ্দেশ্য বিভিন্ন সামাজিক সমস্যা সমাধানের লক্ষ্যে আর্থিকভাবে টেকসই ব্যবসা গড়ে তোলার উপর গবেষণা ও এসব ব্যবসাকে সহায়তা প্রদান এবং সামাজিক ব্যবসার উপর গবেষণা, পাঠদান ও বিভিন্ন কর্মসূচির মাধ্যমে ছাত্র ও উদ্যোক্তাদেরকে সফলভাবে সামাজিক ব্যবসা সৃষ্টির লক্ষ্যে প্রয়োজনীয় জ্ঞান ও দক্ষতা সরবরাহ এবং উৎসাহ দান। এই ইউনূস সোশ্যাল বিজনেস সেন্টারটি সামাজিক ব্যবসা আরম্ভকারী উদ্যোক্তাদের নৈতিক মূল্যবোধের উপর বিশেষভাবে জোর দেয়া ছাড়াও সামাজিক ব্যবসা উদ্ভুত সামাজিক, পরিবেশগত ও অর্থনৈতিক মূল্যবোধ সৃষ্টির উপরও জোর দেবে।