X

Type keywords like Social Business, Grameen Bank etc.

Japan Automechanic School Celebrates its Third Graduation Ceremony, Addressed by Japanese joint venture partner Ms Kazuko Sumino president of S.K. Dream

Japan Automechanic School Celebrates its Third Graduation Ceremony, Addressed by Japanese joint venture partner Ms Kazuko Sumino president of S.K. Dream

Press Release (05 May 2019)

Nobel Laureate Professor Muhammad Yunus, staff and board members of Japan Automechanic School (JAS) with the 3rd batch of graduates.

The 3rd graduation ceremony of Japan Automechanic School was held yesterday 04 May, 2019 at Grameen Bank Auditorium at the Grameen Bank Complex, Dhaka. Professor Muhammad Yunus, Nobel Laureate and Chairman of Japan Automechanic Ltd., presided over the occasion and distributed certificates among graduates. Ms. Kazuko Sumino, President of S K Dream Japan, graced the occasion as Special Guest. The ceremony was also attended by Mr. Tsuneaki Hirao, Managing Director of Japan Automechanic Ltd.,  Nurjahan  Begum, former Managing Director of Grameen Shikkha, Ms. Lamiya Morshed, Chief Executive Officer of the Yunus Centre, and other dignitaries.

The Japan Automechanic School (JAS) was established in 2015 as a joint venture between Grameen Shikkha and S K Dream Japan.  JAS provides two years automechanic training to poor Bangladeshi school-dropout young men in Japanese best practice automechanics and panel beating/painting techniques. The first and second batches finished their courses in December 2016 and December 2017 respectively. The third batch, which just completed their courses received their certificates today. All the graduates became employed with renowned auto maintenance service providers in Bangladesh like Rangs Workshop Ltd. , Multiplan Workshop Ltd., Continental Automobile Ltd. etc.

Nobel Peace Laureate Professor Muhammad Yunus with Ms. Kazuko Sumino, President of S K Dream Japan, who was a Special Guest at the 3rd Graduation ceremony of Japan Automechanic School (JAS). JAS is a joint-venture between Grameen Shikkha and S K Dream of Japan.

End

 

প্রেস রিলিজ

জাপান অটোমেকানিক স্কুলের ৩য় গ্র্যাজুয়েশন অনুষ্ঠান উদ্‌যাপিত:

অনুষ্ঠানে বক্তব্য রাখেন জাপানী জয়েন্ট ভেঞ্চার পার্টনার এস কে ড্রিম-এর প্রেসিডেন্ট মিস কাজুকো সুমিনো

গত ৪ মে ২০১৯ জাপান অটোমেকানিক স্কুলের ৩য় গ্র্যাজুয়েশন অনুষ্ঠান উদ্যাপিত হলো ঢাকাস্থ গ্রামীণ ব্যাংক কমপ্লেক্স অডিটরিয়ামে। জাপান অটোমেকানিক লিঃ এর চেয়ারম্যান নোবেল লরিয়েট প্রফেসর মুহাম্মদ ইউনূস অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এবং গ্র্যাজুয়েটদের মধ্যে সার্টিফিকেট বিতরণ করেন। এস কে ড্রিম এর প্রেসিডেন্ট মিস কাজুকো সুমিনো বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে অংশ নেন এবং গ্র্যাজুয়েটদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জাপান অটোমেকানিক লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক জনাব সুনিয়াকি হিরাও, গ্রামীণ শিক্ষার প্রাক্তন ব্যবস্থাপনা পরিচালক জনাব নূরজাহান বেগম, ইউনূস সেন্টার এর প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব লামিয়া মোর্শেদ সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।

উল্লেখ্য যে, গ্রামীণ শিক্ষা এবং এস কে ড্রিম জাপান এর একটি জয়েন্ট ভেঞ্চার হিসেবে জাপান অটোমেকানিক স্কুল ২০১৫ সালে যাত্রা শুরু করে। স্কুলটি তার ছাত্রদেরকে অটোমেকানিক্স ও প্যানেল বিটিং/পেইন্টিংয়ে সর্বোচ্চ জাপানী মানের প্রশিক্ষণ প্রদান করে থাকে। প্রশিক্ষণ দু’বছরের। ডিসেম্বর ২০১৬ ও ডিসেম্বর ২০১৭ -এ স্কুলটির ১ম ও ২য় ব্যাচের ছাত্ররা তাদের প্রশিক্ষণ সমাপ্ত করে। তৃতীয় ব্যাচের ছাত্ররা যারা সদ্য প্রশিক্ষণ শেষ করেছে গতকাল তাদের সনদপত্র গ্রহণ করলো। ছাত্রদের সকলেই র‌্যাংগস ওয়ার্কশপ লিঃ, কন্টিনেন্টাল অটোমোবাইল লিঃ ও মাল্টিপ্ল্যান ওয়ার্কশপ লিঃ সহ দেশের সেরা মোটর মেইনটেন্যান্স সার্ভিস প্রদানকারী প্রতিষ্ঠানগুলোতে কর্মে নিযুক্ত হয়েছে।

---