X

Type keywords like Social Business, Grameen Bank etc.

Yunus launches marketplace platform to offset carbon emissions in Partnership with largest French Bank BNP Paribas

Yunus launches marketplace platform to offset carbon emissions in Partnership with largest French Bank BNP Paribas

Press Release

Nobel Laureate Professor Muhammad Yunus, Chairman of Yunus Centre with Antoine Sire, Head of Corporate Engagement  and member of the Executive Committee of BNP Paribas and Christophe Itier, the High Commissioner for Social and Solidarity Economy and Social Innovation in France on the signing ceremony for the 5 years new partnership between Grameen Creative Lab, and BNP Paribas.

Nobel Peace Laureate Professor Muhammad Yunus Signed an agreement with BNP Paribas, in Paris on 28 March, 2019 to create a social business company called the  ClimateSeed. This is  the  first independent social business company created by the bank. It will combat the adverse effects of climate changes in a social business way. The agreement is signed between Grameen Creative Lab of Germany of which Professor Yunus is a co founder and Chairman. Grameen Creative Lab supports the development of social business. 

The agreement marks the launch of a five year global partnership that foucsses specifically on entrepreneurship. This new partnership will see the Grameen Creative Lab and BNP Paribas working together to roll out social businesses within the BNP Paribas Group. The first example of this kind is the launch of ClimateSeed by BNP Paribas Securities Services   ClimateSeed is a marketplace platform that allows companies seeking to offset their carbon emissions and contribute to the United Nations Sustainable Development Goals to come into contact with projects offering voluntary carbon credits and seeking financing. ClimateSeed will reinvest all profits in carbon footprint reduction initiatives and in maximising its positive impact on society and the environment.

The partnership will also build awareness among BNP Paribas employees about social business and will support GCL with pro bono legal advice. Christophe Itier, the High Commissioner for Social and Solidarity Economy and Social Innovation in France, was present at the signing ceremony as a guest of honor.

Yunus said “We are very excited about this collaboration. It is a strong message: one of the world's largest banking groups creating their own social businesses and promoting the concept among its employees. We hope it will inspire many others to do the same.”  

Antoine Sire, Head of Corporate Engagement and member of the Executive Committee of BNP Paribas, added, “The challenges facing society today require BNP Paribas to strengthen its longstanding commitment to sustainable and equitable growth. Like Professor Muhammad Yunus, we are convinced that social business is a way to achieve this.”

BNP Paribas has supported initiatives of Yunus in the past, notably to support the Grameen America microfinance program, which provides individual loans to extremely  low income women. It investied in 2018 a total of $1.5 million in favour of Grameen America to foster women-entrepreneurship in New York and California and aims to support over ten years the creation of more than 12,000 women-run businesses and nearly 22,000 jobs. The long standing support to the path of social entrepreneurship, social business and microfinance resulted in a total of €1.6 billion last year.

On the same visit to Paris, Yunus signed agreement to create the 71st global Yunus Social Business Centre (YSBC)  at the prestigious Lille Catholic University of France. YSBCs now exists  in 30 countries around the world.

End

 

প্রেস রিলিজ

কার্বন নিঃসরণ মোকাবেলায় ফ্রান্সের বৃহত্তম ব্যাংক বিএনপি পারিবাসের সাথে যৌথভাবে মার্কেসপ্লেস প্লাটফরম চালু করলেন প্রফেসর ইউনূস

ক্লাইমেটসীড” নামে একটি সামাজিক ব্যবসা কোম্পানী চালুর লক্ষ্যে নোবেল লরিয়েট প্রফেসর মুহাম্মদ ইউনূস গতকাল প্যারিসে ফ্রান্সের নেতৃস্থানীয় ব্যাংক বিএনপি পারিবাসের সাথে চুক্তি স্বাক্ষর করেছেন। এটি বিএনপি পারিবাস সৃষ্ট প্রথম স্বতন্ত্র সামাজিক ব্যবসা। ক্লাইমেটসীড সামাজিক ব্যবসার মাধ্যমে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় কাজ করবে। গ্রামীণ ক্রিয়েটিভ ল্যাব, জার্মানীর চেয়ারম্যান ও সহ-প্রতিষ্ঠাতা প্রফেসর ইউনূস প্রতিষ্ঠানটির পক্ষে বিএনপি পারিবাসের সাথে এই চুক্তিতে স্বাক্ষর করেন। উল্লেখ্য যে, গ্রামীণ ক্রিয়েটিভ ল্যাব বিশ্বব্যাপী সামাজিক ব্যবসার প্রসারে কাজ করে যাচ্ছে।

এই চুক্তির মাধ্যমে বিশেষ করে সামাজিক ব্যবসা উদ্যোগকে কেন্দ্র করে পাঁচ বছর মেয়াদী একটি বৈশ্বিক অংশীদারিত্বের ক্ষেত্র তৈরী হলো। এর মাধ্যমে গ্রামীণ ক্রিয়েটিভ ল্যাব ও বিএনপি পারিবাস যৌথভাবে বিএনপি পারিবাস গ্রুপভূক্ত প্রতিষ্ঠানগুলোতে বিভিন্ন সামাজিক ব্যবসা উদ্যোগ সৃষ্টি ও এগুলোকে সম্প্রসারিত করবে। এর প্রথম উদাহরণ হলো বিএনপি পারিবাস সিকিউরিটিজ সার্ভিসেস কর্তৃক ক্লাইমেটসীড সৃষ্টি। ক্লাইমেটসীড হচ্ছে একটি মার্কেটপ্লেস প্লাটফরম যা জাতি সংঘের টেকসই উন্নয়ন লক্ষ্য অর্জনে কার্বন নিঃস্বরণ রোধ করতে আগ্রহী তার অধীনস্ত কোম্পানীগুলোকে স্বেচ্ছামূলক কার্বন ক্রেডিট প্রদানকারী প্রকল্পগুলোর সাথে একসঙ্গে কাজ করতে ও এগুলোর অর্থায়নে সহায়তা করবে। ক্লাইমেটসীড তার সকল মুনাফা কার্বন হ্রাসকারী বিভিন্ন উদ্যোগে বিনিয়োগ করবে এবং এভাবে সমাজ ও পরিবেশের উন্নয়নে তার অবদান সর্বোচ্চ করার চেষ্টা করবে।

এই অংশীদারিত্ব বিএনপি পারিবাসের কর্মীদের মধ্যে সামাজিক ব্যবসা বিষয়ে সচেতনতা বৃদ্ধি করবে এবং গ্রামীণ ক্রিয়েটিভ ল্যাব এর অধীনে বিনা খরচে আইনী পরামর্শ পাবে। ফরাসী সরকারের সামাজিক ও সংহতি অর্থনীতি এবং সামাজিক উদ্ভাবন বিষয়ক হাই কমিশনার ক্রিস্টোফে আইতিয়ের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

প্রফেসর ইউনূস বলেন, “এই যৌথ সহযোগিতা নিয়ে আমরা অত্যন্ত আশাবাদী। এর একটি শক্তিশালী বার্তা রয়েছে: পৃথিবীর অন্যতম বৃহত্তম একটি ব্যাংকিং গ্রুপ তাদের নিজস্ব সামাজিক ব্যবসা তৈরী করছে এবং সামাজিক ব্যবসার ধারণা তার কর্মীদের মধ্যে বিস্তৃত করছে। আমরা আশা করছি অন্যরাও এর পদাংক অনুসরণ করবে।”

বিএনপি পারিবাসের হেড অব কর্পোরেট এনগেজমেন্ট ও নির্বাহী কমিটির সদস্য অ্যান্টোনে সায়ার বলেন, “টেকসই ও সমতাভিত্তিক অর্থনৈতিক প্রসারে এবং সমাজের বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবেলায় বিএনপি পারিবাস বরাবরই প্রতিশ্রুতিবদ্ধ।” প্রফেসর ইউনূসের মতো আমরাও বিশ্বাস করি যে, সামাজিক ব্যবসার মাধ্যমে এই লক্ষ্য অর্জন করা সম্ভব।

উল্লেখ্য যে, বিএনপি পারিবাস অতীতেও প্রফেসর ইউনূসের বিভিন্ন উদ্যোগে সহায়তা দিয়েছে যার অন্যতম গ্রামীণ আমেরিকার ক্ষুদ্রঋণ কর্মসূচি যার অধীনে অত্যন্ত নি¤œ আয়ের নারীদেরকে ঋণ প্রদান করা হয়। প্রতিষ্ঠানটি নিউ ইয়র্ক ও ক্যালিফোর্নিয়ার দরিদ্র নারীদেরকে নিজস্ব ব্যবসা গড়ে তুলতে ২০১৮ সালে গ্রামীণ আমেরিকার পক্ষে ১৫ লক্ষ মার্কিন ডলার বিনিয়োগ করেছে যার লক্ষ্য আগামী ১০ বছরে ১২,০০০ নারী-মালিকানাধীন ব্যবসা ও ২২,০০০ নতুন কর্মসংস্থান সৃষ্টি করা। এই দীর্ঘস্থায়ী সহায়তার ফসল হচ্ছে গত বছরে সর্বমোট ১৬০ কোটি ইউরোর সামাজিক ব্যবসা, সামাজিক ব্যবসা উদ্যোগ ও ক্ষুদ্রঋণ।

একই প্যারিস সফরে প্রফেসর ইউনূস ফ্রান্সের খ্যাতনামা লিল ক্যাথলিক ইউনিভার্সিটিতে একটি “ইউনূস সোশ্যাল বিজনেস সেন্টার” প্রতিষ্ঠার লক্ষ্যে বিশ্ববিদ্যালয়টির সাথে চুক্তি স্বাক্ষর করেন। নব প্রতিষ্ঠিত এই সেন্টারটি নিয়ে  পৃথিবীর ৩০টি দেশে এ পর্যন্ত প্রতিষ্ঠিত ইউনূস সেন্টারের সংখ্যা দাঁড়ালো ৭১টি।