Professor Yunus expresses condolences for the tragic loss of life in the New Zealand mosque attacks.
Professor Yunus expresses condolences for the tragic loss of life in the New Zealand mosque attacks.
I express my deepest condolences and sympathy to the families and loved ones of those killed and injured in the horrifying attacks that took place in two mosques in Christchurch today. My thoughts are with all of those affected, including the families of the Bangladeshi NZ's who lost their lives today. I am thankful to the Merciful that our national cricket team who were nearby at the time of the attack are safe during this incident. May souls of all the victims rest in eternal peace
--
ক্রাইস্টচার্চের হামলার ঘটনায় প্রফেসর ইউনূসের শোক বার্তা
আজ ক্রাইস্টচার্চের দু’টি মসজিদে সংঘটিত নৃশংস হামলায় নিহত ও আহতদের পরিবার ও স্বজনদের প্রতি আমি গভীরতম সমবেদনা জানাচ্ছি এবং এই জঘন্য হামলায় নিহত বাংলাদেশীদের পরিবারসহ ক্ষতিগ্রস্ত সকলের প্রতি আমার গভীর সহানুভূতি জ্ঞাপন করছি। আমি পরম করুণাময়ের নিকট এই মর্মে কৃতজ্ঞতা জানাচ্ছি যে, ঘটনাস্থলের অতি নিকটে থাকা আমাদের জাতীয় ক্রিকেট দলের সদস্যরা নিরাপদে আছেন। আমি হামলায় নিহত সকলের আত্মার শান্তির জন্য পরম করুণাময়ের নিকট প্রার্থনা করছি।