X

Type keywords like Social Business, Grameen Bank etc.

Yunus Warns Young People of France and Switzerland About the Dangers of Wealth Concentration and Artificial Intelligence

Yunus Warns Young People of France and Switzerland About the Dangers of Wealth Concentration and Artificial Intelligence

Press Release (March 07, 2019)

Nobel Laureate Professor Muhammad Yunus gave a lecture to the first year students of École Polytechnique Fédérale de Lausanne (EPFL) in Switzerland. He spoke about the dangers of wealth concentration and Artificial Intelligence and also urged the two thousand students in the audience to create a world of three zeros --- zero poverty, zero unemployment, and zero net carbon emission. 

Nobel Laureate Professor Muhammad Yunus visited the Campuses of three Universities in France, and one University in Switzerland to address their students.  French Universities are Montpellier School of Business, in Montpellier, and Lyon Business School in Lyon, and Dijon Burgundy School of Business, Dijon, all in the South of France. Swiss University was Ecole Polytechnique Fédérale de Lausanne (EPFL), of Lausane in Switzerland. This tour of universities was organized by Yunus Centre Paris with the support of YY Foundation, and took place from 4th to 6th March 2019.

The YY campus tour, as it is called, aims to promote the concept of social business among the young people at the invitation of the universities. There were two complementary events which took place at each campus, a speech from Professor Yunus and a Panel Discussion and a workshop. The purpose is to first have a discussion and raise awareness on the topic of Social Business among students and local social businesses and then to deepen their understanding through the workshop.

In Switzerland Professor Yunus gave a lecture to the students of Ecole Polytechnique Fédérale de Lausanne (EPFL). Two thousand newly enrolled students attended the lecture. EPFL is a prestigious university in Europe which specialises in fields of Science, Engineering and Technology and established the first Yunus Social Business Centre (YSBC) in Switzerland. The YSBC, a collaboration between the EPFL University and Yunus Centre aims to find ways to use technology in order to create social impact.

As a part of the trip to Lausanne, Professor Yunus also had a meeting with the President of International Olympic Committee (IOC) Mr. Thomas Bach. He invited Professor Yunus to have a discussion to review the sports related social business programmes launched jointly by Yunus Social Hub in Paris and IOC. Mr. Bach took an interest in the the new Social Business Volunteer programme  of Yunus Centre and expressed that employees of big corporations should  be encouraged to become social business volunteers.  

In his speeches Professor Yunus reminded the young people about danger of artificial intelligence, wealth concentration, and environmental threat.  He urged the audience to create a world of three zeros --- zero poverty, zero unemployment, and zero net carbon emission. 

As a part of the trip to Lausanne for the forum at EPFL, Nobel Laureate Professor Muhammad Yunus had a meeting with the President of International Olympic Committee (IOC) Mr. Thomas Bach to have a discussion on the sports related social business programmes launched jointly by Yunus Social Hub in Paris and IOC.

 

End

 

প্রেস রিলিজ

ফ্রান্স ও সুইজারল্যান্ডের তরুণদেরকে সম্পদ কেন্দ্রীকরণ ও আর্টিফিশিয়াল ইনটেলিজেন্সের বিপদ সম্পর্কে সতর্ক করলেন প্রফেসর ইউনূস

নোবেল লরিয়েট প্রফেসর মুহাম্মদ ইউনূস সম্প্রতি ফান্সের তিনটি বিশ্ববিদ্যালয় ও সুইজারল্যান্ডের একটি বিশ্ববিদ্যালয় সফর  করেন ও সেখানকার ছাত্রদের উদ্দেশ্যে ভাষণ দেন। দক্ষিণ ফান্সে অবস্থিত ফান্সের এই বিশ্ববিদ্যালয়গুলো হচ্ছে মোঁপেলিয়েরে অবস্থিত মোঁপেলিয়ের স্কুল অব বিজনেস, লিয়ঁ এ  অবস্থিত লিয়ঁ বিজনেস স্কুল এবং ডিজোঁ অবস্থিত ডিজোঁ বারগান্ডি স্কুল অব বিজনেস। সুইজারল্যান্ডে তাঁর পরিদর্শিত বিশ্ববিদ্যালয়টি হচ্ছে লোজানে অবস্থিত ইকোল পলিটেকনিক ফেডারেল দ্য লোজান। মার্চ ৪-৬, ২০১৯ অনুষ্ঠিত এই সফরগুলোর আয়োজক ছিল ইউনূস সেন্টার প্যারিস ও ওয়াইওয়াই ফাউন্ডেশন।

বিশ্ববিদ্যালয়গুলোর আমন্ত্রণে ও ওয়াইওয়াই ক্যাম্পাস ট্যুর নামে আখ্যায়িত এই সফরগুলোর লক্ষ্য ছিল সেখানকার তরুণ ছাত্রদের নিকট সামাজিক ব্যবসার তত্ত্বকে আরো জনপ্রিয় করা। প্রতিটি সফরেরই দুটো অংশ ছিল: প্রথমে ছিল প্রফেসর ইউনূসের ভাষণ ও একটি প্যানেল আলোচনা, এরপর কর্মশালা। উদ্দেশ্য ছিল প্রথমে সামাজিক ব্যবসা নিয়ে ছাত্রসমাজ ও স্থানীয় সামাজিক ব্যবসাগুলোর মধ্যে আলোচনা ও এ বিষয়ে সচেতনতা বৃদ্ধি, এবং এরপর কর্মশালার মাধ্যমে বিষয়টি সম্পর্কে তাদের উপলদ্ধিকে গভীরতর করা।

সুইজারল্যান্ডে প্রফেসর ইউনূস ইকোল পলিটেকনিক ফেডারেল দ্য লোজান-এর ছাত্রদের উদ্দেশ্যে ভাষণ দেন। বিশ্ববিদ্যালয়টিতে সদ্য ভর্তি হওয়া ২,০০০ ছাত্র তাঁর ভাষণ শুনতে সমবেত হয়। উল্লেখ্য যে, বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তি ক্ষেত্রে বিশেষায়িত এই বিশ্ববিদ্যালয়টি সুইজারল্যান্ডের অন্যতম মর্যাদাসম্পন্ন বিদ্যাপীঠ এবং নিজস্ব ক্যাম্পাসে “ইউনূস সোশ্যাল বিজনেস সেন্টার” প্রতিষ্ঠাকারী সুইজারল্যান্ডের প্রথম বিশ্ববিদ্যালয়। ইউনূস সেন্টার ও ইকোল পলিটেকনিক ফেডারেল দ্য লোজান কর্তৃক যৌথভাবে প্রতিষ্ঠিত এই ইউনূস সোশ্যাল বিজনেস সেন্টারটির লক্ষ্য সামাজিক উন্নয়নে প্রযুক্তির যথাযথ প্রয়োগ।

তাঁর লোজান সফরের অংশ হিসেবে প্রফেসর ইউনূস আন্তর্জাতিক অলিম্পিক কমিটির প্রেসিডেন্ট মি. টমাস বাখের সাথে বৈঠক করেন। অলিম্পিক প্রেসিডেন্ট প্যারিসে অবস্থিত “ইউনূস সোশ্যাল বিজনেস হাব” ও আন্তর্জাতিক অলিম্পিক কমিটির যৌথ উদ্যোগে চালু বিভিন্ন সামাজিক ব্যবসা কর্মসূচির পর্যালোচনা করতে প্রফেসর ইউনূসকে আমন্ত্রণ জানান। তিনি ইউনূস সেন্টারের নতুন “ইউনূস সোশ্যাল ভলান্টিয়ার গ্রোগ্রাম” বিষয়ে বিশেষ আগ্রহ প্রকাশ করেন এবং বৃহৎ করপোরেশন গুলোর কর্মচারীদের সামাজিক ব্যবসা ভলান্টিয়ার হিসেবে কাজ করতে উৎসাহিত করা উচিত বলে অভিমত ব্যক্ত করেন।

তাঁর ভাষণগুলোতে প্রফেসর ইউনূস আর্টিফিসিয়াল ইনটেলিজেন্স, সম্পদ কেন্দ্রীকরণ ও পরিবশেগত ঝুঁকি সম্পর্কে তরুণদেরকে সতর্ক করেন। তিনি একটি তিন শূন্য - অর্থাৎ শূন্য দারিদ্র, শূন্য বেকারত্ব ও শূন্য নীট কার্বন নিঃস্বরণের পৃথিবী গড়ে তুলতেও শ্রোতাদের আহ্বান জানান।

---