বেদনাহত হৃদয় থেকে শোকবার্তা জানাচ্ছি।
চকবাজারে গত রাত্রে সংগঠিত অগ্নিকান্ডের আকস্মিকতায় এবং তার ভয়াবহতায় সারা দেশের মানুষ হতভম্ব এবং বিষাদাপ্লুত। যারা এই দুর্ঘটনায় পরিবারের সদস্যদের হারিয়েছেন, বন্ধুদের হারিয়েছেন, প্রিয়জনদের হারিয়েছেন, তাদের প্রতি আমার গভীর সমবেদনা জানাচ্ছি। যারা আহত হয়েছেন তাদের আশু সুস্ততা কামনা করে আল্লাহর কাছে প্রার্থনা করছি। পরম করুণাময় আমাদেরকে ভবিষ্যতে এই রকম ভয়াবহ দুর্ঘটনা থেকে রক্ষা করুন এজন্য তার রহমত কামনা করছি।
-----
Professor Muhammad Yunus' Heartfelt Condolences
I am deeply shocked and sad at the loss of lives in last night’s fire in ChawkBazar. I express my deepest condolences and sympathies to all those who have lost family members and loved ones in this accident and pray for the eternal peace of the departed souls.