Yunus Warns IIT Kharagpur Students and Teachers about the danger of Artificial intelligence
Press Release (February 06, 2019)
Nobel Laureate Professor Muhammad Yunus as a Chief Guest at The Indian Institute of Technology Kharagpur (IIT Kharagpur) with Shri Chandrasekhar Ghosh, Founder of Bandhan Bank, several senior faculty members chaired by the head of IIT, and attendees of the event.
Nobel Laureate Professor Muhammad Yunus was a Chief Guest at The Indian Institute of Technology Kharagpur (IIT Kharagpur) on February 2 organized at the Vinod Gupta School of Management (VGSoM) to discuss the mission, vision and the practice for generating sustainable banking and social businesses including micro-finance at Kharagpur, West Bengal, India.
IIT Kharagpur is a public engineering institution established by the government of India back in 1951. It was the first of the IIT’s to be established and is recognized as an Institute of National Importance by the Government of India. The School has an astounding 3,000 Ph.D students at the school among a total of 12,000 students.
According to a Professor of IIT Kharagpur who attended the lecture, “Prof Yunus' speech was mind liberating, opening up a completely new way of thinking about education, economics, business, banking, entrepreneurship, empowerment and the human being”. Professor Yunus expressed his deep feeling that the Artificial Intelligence, the way it is being designed now, will bring an end to human beings on this planet. IIT Kharagpur is one of the leading institutions in the world in designing Artificial Intelligence.
Processor Yunus visited the neighbouring villages surroundeing the IIT campus to meet the poor farmers outside perimeter of the campus, and visited various laboratories experimenting with many new technologies in communication, agriculture and other branches of science and engineering. He also had a meeting with the senior faculty members chaired by the head of IIT.
IIT Kharagpur is preparing to establish a Yunus Social Business Centre and undertake collaborative programmes Yunus Centre Dhaka.
Nobel Laureate Professor Muhammad Yunus received a crest from Shri Chandrasekhar Ghosh, Founder and the Chairman of Bandhan Bank, which is the first micro-finance company to receive a banking license in India, at The Indian Institute of Technology Kharagpur (IIT Kharagpur) organized by Vinod Gupta School of Management (VGSoM).
End
প্রেস রিলিজ
আইআইটি খড়গপুরের ছাত্র-শিক্ষকদেরকে আর্টিফিশিয়াল ইনটেলিজেন্সের বিপদ সম্পর্কে সতর্ক করলেন প্রফেসর ইউনূস
২ ফেব্রুয়ারী ২০১৯ ইন্ডিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি খড়গপুর-এর বিনোদ গুপ্ত স্কুল অব ম্যানেজমেন্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোবেল লরিয়েট প্রফেসর মুহাম্মদ ইউনূস যেখানে তিনি ভারতের পশ্চিমবঙ্গে অবস্থিত খড়গপুরে ক্ষুদ্রঋণ সহ টেকসই ব্যাংকিং ও সামাজিক ব্যবসার লক্ষ্য, উদ্দেশ্য ও প্রয়োগ নিয়ে বক্তৃতা দেন।
১৯৫১ সালে ভারত সরকার কর্তৃক প্রতিষ্ঠিত আইআইটি খড়গপুর একটি সরকারী প্রকৌশল প্রতিষ্ঠান। এটি ভারতের সর্বপ্রথম আইআইটি যা ভারত সরকারের জাতীয় গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোর মধ্যে অন্যতম। স্কুলটির ১২,০০০ ছাত্র-ছাত্রীর মধ্যে শুধু পিএইচডি পর্যায়ে অধ্যয়নরত ছাত্র-ছাত্রীর সংখ্যাই ৩,০০০।
প্রফেসর ইউনূসের বক্তৃতা শুনতে আসা আইআইটি খড়গপুরের এক অধ্যাপকের বলেন, “প্রফেসর ইউনূসের ভাষণ মনন ও চিন্তার দিগন্তকে ভীষণভাবে প্রসারিত করে যা শিক্ষা, অর্থনীতি, ব্যাংকিং, ব্যবসা ও ব্যবসায় উদ্যোগ, ক্ষমতায়ন ও সার্বিকভাবে মানুষ সম্পর্কে সম্পূর্ণ নতুন করে ভাবার পথ উন্মোচিত করে।” প্রফেসর ইউনূস আর্টিফিশিয়াল ইনটেলিজেন্স সম্পর্কে বলেন, এটাকে যেভাবে ডিজাইন করা হচ্ছে তা পৃথিবীতে মানব জাতির অস্তিত্বই ধ্বংস করে দেবে। উল্লেখ যে, আর্টিফিশিয়াল ইনটেলিজেন্স নিয়ে কাজ করা পৃথিবীর নেতৃস্থানীয় প্রতিষ্ঠানগুলোর মধ্যে আইআইটি খড়গপুর অন্যতম।
প্রফেসর ইউনূস আইআইটি খড়গপুর ক্যাম্পাসের বাইরে অবস্থিত কয়েকটি গ্রাম ছাড়াও যোগাযোগ, কৃষি এবং বিজ্ঞান ও প্রকৌশলের আরো কয়েকটি শাখায় নতুন কিছু প্রযুক্তি নিয়ে কাজ করছে এমন কয়েকটি ল্যাবরেটরী পরিদর্শন করেন। এছাড়াও তিনি আইআইটি খড়গপুরের কয়েকজন অনুষদ প্রধানের সাথে বৈঠক করেন।
উল্লেখ্য যে, আইআইটি খড়গপুর প্রতিষ্ঠানটিতে একটি ইউনূস সোশ্যাল বিজনেস সেন্টার প্রতিষ্ঠা ও ইউনূস সেন্টারের সাথে যৌথভাবে কিছু কর্মসূচি গ্রহণের প্রস্তুতি নিয়েছে।
---