Messi with Yunus in Barcelona
Press Release (November 15, 2018)
Lionel Messi holding the Spanish version of Professor Muhammad Yunus’ book ‘A World of Three Zeros’ at Sport City Joan Gamper. Professor Yunus holding the Barça jersey presented to him by Messi and Piqué.
On November 14, Nobel Laureate Professor Muhammad Yunus was received at Sport City Joan Gamper by Barça Vice President Jordi Mestre for an exclusive exchange of greetings with Barça players and watch their training session. Yunus met the players including Lionel Messi, Gerard Piqué, Éric Abidal, Samuel Umtiti and others, and their coaches Ernesto Valverde and Jon Aspiazu. He was invited to watch the training session of the entire team in an exclusive visit to the Club. Each player took pictures with Professor Yunus and received a signed copy of the Spanish edition of his book, A World of Three Zeros from him.
FCB Foundation which hosts and finances the Barça team is a partner of the Barcelona Social Business City program as a part of the network of cities which joined the social business movement with Yunus Centre in Dhaka.
Yunus has been advocating for social transformation through the enormous power of sports by using the social business initiatives. Barça is already part of his social business movement through the Social Business City of Barcelona. Nine universities of Barcelona have already created Yunus Social Business Centres in their campuses.
Yunus has also established Yunus Sports Hub in Paris to lead sports around the world on the social business path. From Spain Yunus is going to Lille, France to launch social business sports march from Lille to Paris.
During his visit to Barcelona, Yunus addressed a global conference at Smart Cities World Expo and the Minister of Social Economy of Catalonia government. He will meet the head of Catalonia government on November 17. In the meantime, he will address conferences of businesses and universities at Valencia and Madrid.
#AWorldOfThreeZeros #TandemSocial
Professor Muhammad Yunus with Lionel Messi and Gerard Piqué at Sport City Joan Gamper.
Professor Muhammad Yunus with Samuel Umtiti at Sport City Joan Gamper.
Professor Muhammad Yunus with Ernesto Valverde, the coach for Barcelona at Sport City Joan Gamper on 14 November 2018
Professor Muhammad Yunus shaking hand with Lionel Messi; Vice President of Barcelona Jordi Mestre and Gerard Piqué are also seen in the photo at Sport City Joan Gamper.
End
প্রেস রিলিজ
বার্সেলোনায় মেসির সাথে ড. ইউনূস
১৪ নভেম্বর ২০১৮, বার্সেলোনা
নোবেল লরিয়েট প্রফেসর মুহাম্মদ ইউনূসের বার্সেলোনার খেলোয়াড়দের সাথে কুশল বিনিময় ও তাদের ট্রেনিং সেশন পরিদর্শন উপলক্ষে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে বার্সেলোনার ঘরোয়া ফুটবল মাঠ স্পোর্টস সিটি জোন গ্যাম্পার-এ প্রফেসর ইউনূসকে অভ্যর্থনা জানান বার্সার ভাইস প্রেসিডেন্ট জর্ডি মেসত্রে। বার্সেলোনা ফুটবল ক্লাব কর্তৃক তাদের পুরো টিমের ট্রেনিং সেশন দেখতে তাঁকে এই বিশেষ পরিদর্শনে আমন্ত্রণ জানান হয়। লিওনেল মেসি, হেরার্দ পিকে, এরিক আবিদাল, স্যামুয়েল উমতিতি সহ বার্সেলোনার সকল খেলোয়াড় ও তাঁদের কোচের সাথে সাক্ষাৎ করেন প্রফেসর ইউনূস। খেলোয়াড়দের প্রত্যেকেই প্রফেসর ইউনূসের সাথে ছবি তোলেন এবং তাঁর স্বাক্ষর করা তাঁরই নতুন প্রকাশিত বই “A World of Three Zeros” -এর স্পানিশ সংস্করণের কপি তাঁর নিকট থেকে গ্রহণ করেন।
উল্লেখ্য যে, ফুটবল ক্লাব বার্সেলোনা (এফসিবি) ফাউন্ডেশন যা বার্সা টিমকে হোস্ট ও অর্থায়ন করে থাকে বার্সেলোনা সোশ্যাল বিজনেস সিটি প্রোগ্রামের একটি পার্টনার যা পৃথিবীর বিভিন্ন দেশে সামাজিক ব্যবসা নগরী নেটওয়ার্কের অংশ হিসেবে ঢাকায় অবস্থিত ইউনূস সেন্টারের সাথে বিশ্বব্যাপী সামাজিক ব্যবসা আন্দোলনে যোগ দিয়েছে।
প্রফেসর ইউনূস সামাজিক ব্যবসার ভিত্তিতে সমাজ পরিবর্তনের লক্ষ্যে ক্রীড়াজগতের বিপুল শক্তিকেও এই উদ্দেশ্যে ব্যবহারের পক্ষপাতী। বার্সেলোনাকে সামাজিক ব্যবসা নগরীতে পরিণত করে বার্সা এরই মধ্যে সামাজিক ব্যবসা আন্দোলনে যোগ দিয়েছে। বার্সেলোনার ৯টি বিশ্ববিদ্যালয় ইতোমধ্যে তাদের ক্যাম্পাসে “ইউনূস সোশ্যাল বিজনেস সেন্টার” প্রতিষ্ঠা করেছে।
ক্রীড়াজগতকে সামাজিক ব্যবসার মহাসড়কে পরিচালিত করার লক্ষ্যে প্রফেসর ইউনূস প্যারিসে “ইউনূস স্পোর্টস হাব” স্থাপন করেছেন। স্পেন থেকে প্রফেসর ইউনূস ফ্রান্সের লিল-এ যাবেন যেখানে তিনি লিল থেকে প্যারিস অভিমুখে “সামাজিক ব্যবসা স্পোর্টস মার্চ” উদ্বোধন করবেন।
বার্সেলোনায় তাঁর সফরকালে প্রফেসর ইউনূস “স্মার্ট সিটিজ ওয়ার্ল্ড এক্সপো”-তে ক্যাটালোনিয়া সরকারের সামাজিক অর্থনীতি মন্ত্রীর উপস্থিতিতে একটি আন্তর্জাতিক সম্মেলনে ভাষণ দেন। ১৭ নভেম্বর তিনি ক্যাটালোনিয়ার সরকার প্রধানের সাথে বৈঠক করবেন। এর পূর্বে তিনি ভ্যালেন্সিয়া ও মাদ্রিদে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ও ব্যবসায়িক সম্মেলনে বক্তৃতা দেবেন।