Yunus Awarded University Fellowship and launches the 63rd Yunus Social Business Centre (YSBC) at University of Venice
Press Release (October 07, 2018)
Nobel Laureate Professor Muhammad Yunus receiving the fellowship from the Rector of University of Venice Ca' Foscari Michele Bugliesi.
Nobel Laureate Professor Muhammad Yunus signing the MoU of the YSBC at University of Venice Ca' Foscari with the Rector Michele Bugliesi.
University of Venice Ca' Foscari, located in Venice, Italy, is one of the oldest university in the world. To continue the cycle of “Nobel Prizes in the Chair Project” at Ca 'Foscari that, on the occasion of the celebrations of the 150th anniversary of the foundation of the University, the university brings guests of excellence to offer exceptional opportunities for students and teachers to meet. As a part of which Nobel Peace Prize winner Professor Muhammad Yunus was invited to speak at the university. Professor Muhammad Yunus was also awarded the fellowship in Economics at the University of Venice Ca' Foscari because of his very high contribution to the development of the social innovation and the creation of value thanks to an innovative management of microcredit that has institutionalized small loans for entrepreneurs who do not have access, due to a too low income, to traditional banking circuits.
Following the recognition of the fellowship, the Rector of University of Venice Ca' Foscari, Professor Michele Bugliesi, launches a Yunus Social Business Centre (YSBC) at University of Venice Ca' Foscari which increases the global number of YSBCs to 63. It also makes University of Venice Ca' Foscari the 4th YSBC in Italy. The Yunus Social Business Centre is essentially a research hub and engages the faculty and student body of the university as well as the community to incubate and establish a social business that addresses any pressing problems in region, following the principles of Professor Yunus himself. The YSBC will be a part of the global network linked with Yunus Centre in Bangladesh.
End
প্রেস রিলিজ
ইউনিভার্সিটি অব ভেনিসে প্রতিষ্ঠিত হলো ইউনূস সেন্টার, প্রফেসর ইউনূসকে বিশ্ববিদ্যালয়ের ফেলোশীপ প্রদান
ইতালির ভেনিসে অবস্থিত ইউনিভার্সিটি অব ভেনিস কা’ ফসকারী পৃথিবীর প্রাচীনতম বিশ্ববিদ্যালয়গুলোর অন্যতম। বিশ্ববিদ্যালয়টি তার “নোবেল প্রাইজেস ইন দ্য চেয়ার প্রজেক্ট”-এর ধারাবাহিকতায় ও প্রতিষ্ঠার ১৫০তম বার্ষিকী উপলক্ষ্যে বিশ্বখ্যাত ব্যক্তিত্বদের সাথে তার ছাত্র ও শিক্ষকদের পরিচয় করিয়ে দেবার এক অনবদ্য সুযোগ তৈরী করে। এরই অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়টির প্রতিষ্ঠা বার্ষিকীতে ভাষণ দিতে আমন্ত্রণ জানানো হয় নোবেল লরিয়েট প্রফেসর মুহাম্মদ ইউনূসকে। একটি নি¤œ আয়ের দেশে প্রচলিত ব্যাংকিং ব্যবস্থার অধীনে ঋণ সুবিধা থেকে থেকে বঞ্চিত দরিদ্র ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য একটি উদ্ভাবনশীল ক্ষুদ্রঋণ ব্যবস্থা প্রবর্তন করে তাদের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়ন ও সার্বিকভাবে সমাজের অগ্রগতিতে তাঁর অসামান্য অবদানের জন্য ইউনিভার্সিটি অব ভেনিস প্রফেসর ইউনূসকে অর্থনীতিতে বিশ্ববিদ্যালয়টির ফেলোশীপ প্রদান করে।
ফেলোশীপ প্রদানের মাধ্যমে প্রফেসর ইউনূসকে বিশ্ববিদ্যালয়টির এই সম্মানজনক স্বীকৃতির পর ইউনিভার্সিটি অব ভেনিস কা’ ফসকারীর রেক্টর মিশেল বুগলিয়েসি এই বিশ্ববিদ্যালয়ে একটি ইউনূস সোশ্যাল বিজনেস সেন্টার প্রতিষ্ঠার লক্ষ্যে প্রফেসর ইউনূসের সাথে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেন। এই নিয়ে বিশ্ব ব্যাপী ইউনূস সেন্টারের সংখ্যা দাঁড়ালো ৬৩টিতে। ইতালিতে এটি ৪র্থ ইউনূস সেন্টার। উল্লেখ্য যে, ইউনূস সোশ্যাল বিজনেস সেন্টার হচ্ছে একটি গবেষণা কেন্দ্র যেখানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, ছাত্র ও সংশ্লিষ্ট কমিউনিটি প্রফেসর ইউনূসের দর্শনের ভিত্তিতে এলাকার জরুরী সমস্যাগুলোর সমাধানে সামাজিক ব্যবসা ও সামাজিক ব্যবসার বিভিন্ন আইডিয়া গড়ে তোলে। পৃথিবীর বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠিত আর সব ইউনূস সোশ্যাল বিজনেস সেন্টারের মতো এই সেন্টারটিও বাংলাদেশে অবস্থিত ইউনূস সেন্টারের মাধ্যমে একটি বিশ্বব্যাপী নেটওয়ার্কের অংশে পরিণত হলো।
ছবির ক্যাপশন-১: ইউনিভার্সিটি অব ভেনিস কা’ ফসকারীর রেক্টর মিশেল বুগলিয়েসির নিকট থেকে ফেলোশীপ গ্রহণ করছেন নোবেল লরিয়েট প্রফেসর মুহাম্মদ ইউনূস।
ছবির ক্যাপশন-২: ইউনিভার্সিটি অব ভেনিস কা’ ফসকারীতে একটি ইউনূস সোশ্যাল বিজনেস সেন্টার প্রতিষ্ঠার লক্ষ্যে সমঝোতা স্মারকে স্বাক্ষর করছেন বিশ্ববিদ্যালয়ের রেক্টর মিশেল বুগলিয়েসি ও নোবেল লরিয়েট প্রফেসর মুহাম্মদ ইউনূস।