X

Type keywords like Social Business, Grameen Bank etc.

Yunus Addresses Soka Gakkai International Conference in Milan

Yunus Addresses Soka Gakkai International Conference in Milan

Press Release (October 03, 2018)

Nobel Laureate Professor Muhammad Yunus speaking in front of the attendees of the “Nuovo Rinascimento” Award at Milan Ikeda Cultural Centre for Peace in Italy.

Nobel Laureate Professor Muhammad Yunus addressed Soka Gakkai International conference as Chief guest,  held  in Milan , Italy,  on October 1. He was honored with the “Nuovo Rinascimento” Award or the New Renaissance Award on by the Italian Buddhist School Soka Gakkai. He has been awarded this prize for  his efforts to testifying the humanistic philosophy through social business and micro-credit. Professor Yunus, who is a firm believer that the human being is far greater and more precious than mere profit has been working relentlessly to make this world a better place by trying to eradicate poverty and develop a sustainable economy for a better future, according to the Buddist  organization.

The conference and the award ceremony was held at the Milan Ikeda Cultural Centre for Peace in Italy. Over 750 people attended the ceremony which was organized by Soka Gakkai International, which is a community-based Buddhist organization that promotes peace, culture and education centered on respect for the dignity of life. SGI members uphold the humanistic philosophy of Nichiren Buddhism in 192 countries and territories around the world.

The ceremony was followed by a press conference around the book of Professor Yunus’s “A World of Three Zeros” which highlights his three key philosophies of Zero Unemployment, Zero Poverty and Zero Net Carbon Emissions.

Caption for Image1: The “Nuovo Rinascimento” Award which was presented to Nobel Laureate Professor Muhammad Yunus.

 Nobel Laureate Professor Muhammad Yunus speaking in front of the attendees of the “Nuovo Rinascimento” Award at Milan Ikeda Cultural Centre for Peace in Italy.

Nobel Laureate Professor Muhammad Yunus Receiving the “Nuovo Rinascimento” Award for his humanistic philosophy

END

প্রেস রিলিজ

মিলানে সোকা গাকাই আন্তর্জাতিক সম্মেলনে ভাষণ দিলেন প্রফেসর ইউনূস

১ অক্টোবর ২০১৮ ইতালির মিলানে অনুষ্ঠিত সোকা গাকাই আন্তর্জাতিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে ভাষণ দিয়েছেন নোবেল লরিয়েট প্রফেসর মুহাম্মদ ইউনূস। অনুষ্ঠানে ইতালীয় বৌদ্ধ স্কুল সোকা গাকাই তাঁকে “নুওভো রিনাসসিমেনতো” বা “নিউ রেনেসাঁ পুরস্কার”-এ ভূষিত করে। সামাজিক ব্যবসা ও ক্ষুদ্র্ঋণের মাধ্যমে মানবতাবাদী দর্শনে তাঁর অসাধারণ অবদানের জন্য তাঁকে এই সম্মাননা প্রদান করা হয়। সংগঠনটির মতে, প্রফেসর ইউনূস দৃঢ়ভাবে বিশ্বাস করেন যে, মানুষ একটি অনন্য সত্ত্বা যা নিছক মুনাফার চেয়ে অনেক বেশী মূল্যবান, এবং দারিদ্র বিমোচন ও টেকসই অর্থনীতির মাধ্যমে সমগ্র মানব জাতির জন্য একটি উন্নততর ভবিষ্যৎ নির্মাণের জন্য তিনি নিরন্তর সংগ্রাম করে যাচ্ছেন।

ইতালির মিলান ইদেকা কালচারাল সেন্টার ফর পীস-এ অনুষ্ঠিত হয় এই সম্মেলন ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান। সোকা গাকাই ইন্টারন্যাশনাল আয়োজিত এই অনুষ্ঠানে যোগ দেয় ৭৫০ জনেরও বেশী মানুষ। সোকা গাকাই একটি কমিউনিটি-ভিত্তিক বৌদ্ধ সংগঠন যা জীবনের মর্যাদা বৃদ্ধি কল্পে শান্তি, সংস্কৃতি ও শিক্ষার প্রসারে কাজ করে যাচ্ছে। সংগঠনটির সদস্যরা বিশ্ব জুড়ে ১৯২টি দেশ ও এলাকায় নিচিরেন বৌদ্ধ মানবতাবাদী দর্শন সমুন্নত রাখতে কাজ করছেন।

অনুষ্ঠান শেষ হয় প্রফেসর ইউনূসের সাম্প্রতিক গ্রন্থ “A World of Three Zeros”- কে কেন্দ্র করে একটি সংবাদ সম্মেলনের মধ্য দিয়ে যে বইতে শূন্য বেকারত্ব, শূন্য  দারিদ্র ও শূন্য নীট কার্বন নিঃসরণ বিষয়ে তাঁর তিনটি মূল দর্শন তুলে ধরা হয়েছে।

ছবির ক্যাপশন-১: নোবেল লরিয়েট প্রফেসর মুহাম্মদ ইউনূসকে প্রদত্ত “নুওভো রিনাসসিমেনতো” পুরস্কার।

ছবির ক্যাপশন-২: নোবেল লরিয়েট প্রফেসর মুহাম্মদ ইউনূস তাঁর মানবতাবাদী দর্শনের জন্য “নুওভো রিনাসসিমেনতো” পুরস্কার গ্রহণ করছেন।

ছবির ক্যাপশন-৩: ইতালির মিলান ইদেকা কালচারাল সেন্টার ফর পীস-এ অনুষ্ঠিত “নুওভো রিনাসসিমেনতো” পুরস্কার প্রদান অনুষ্ঠানে উপস্থিত অভ্যাগতদের উদ্দেশ্যে বক্তব্য রাখছেন নোবেল লরিয়েট প্রফেসর মুহাম্মদ ইউনূস।


-------