X

Type keywords like Social Business, Grameen Bank etc.

Yunus Addresses High-Level Event on Social Business, Youth and Technology at the United Nations

Yunus Addresses High-Level Event on Social Business, Youth and Technology at the United Nations

Press Release (September 29, 2018)

Speakers at the 73rd United Nations General Assembly  High-Level Side Event on Social Business, Youth and Technology, held at the United Nations Headquarters, including H.E. Christophe ITIER, French High Commissioner for Social and Solidarity Economy and Social Innovation, President of the International SSE Pilot Group H.E. Shamma Al Mazrui, Minister of State for Youth Affairs, United Arab Emirates H.E. Mr.Christian Braun, Ambassador and Permanent Representative of Luxembourg to the United Nations Professor Muhammad Yunus, Nobel Peace Laureate, UN SDG Advocate Ms. Norma Munguía, Director General for Global Issues at the Foreign Affairs Ministry of Mexico Dr. Alaa Murabit, UN SDG Advocate, Founder of the Voice of Libyan Women.

On 25th September 2018, during 73rd United Nations General Assembly  High-Level Side Event on Social Business, Youth and Technology was held at the United Nations Headquarters. The event was co-sponsored by the governments of France, Luxembourg, Slovenia, United Arab Emirates and Mexico, and hosted by the Global Committee on Social Business, Youth and Technology.

 

The event brought Government Leaders, Nobel Peace Laureate, UN SDG Advocates, Business Leaders, Innovators, Social Entrepreneurs and Young Leaders together, with the high-level keynotes speakers like H.E. Christophe ITIER, French High Commissioner for Social and Solidarity Economy and Social Innovation, President of the International SSE Pilot Group H.E. Shamma Al Mazrui, Minister of State for Youth Affairs, United Arab Emirates H.E. Mr.Christian Braun, Ambassador and Permanent Representative of Luxembourg to the United Nations Professor Muhammad Yunus, Nobel Peace Laureate, UN SDG Advocate Ms. Norma Munguía, Director General for Global Issues at the Foreign Affairs Ministry of Mexico Dr. Alaa Murabit, UN SDG Advocate, Founder of the Voice of Libyan Women.

Global Committee on Social Business, Youth and Technology is a global cross-sector and cross-generational partner network to innovate together for achieving the Sustainable Development Goals launched by United Nations. And aims to bring Government leaders, Business leaders, social entrepreneurs, Civil Society Leaders and Young leaders together to apply the methodology of social business, involve the creativity of youth and the power of fast changing technology to commit the youth to achieve the Sustainable Development Goals by 2030.

The inspiration to create Global Committee on Social Business, Youth and Technology is came from a quotation from Nobel Peace Laureate Professor Yunus.  In the 71st UN General Assembly in 2016 he said: “We must commit ourselves to achieve the Sustainable Development Goals by 2030. The most dependable way to do it is to apply the methodology of social business, involve the creativity of youth and the power of fast changing positive technology” .

In his address this year Professor Yunus urged the young people to create a new civilization based on empathy and human values. He warned the youth that if we cannot change the present greed-based civilization they may be the last generation on this planet.  Socially and environmentally we are on a disaster path. If we continue on this path we'll self-destruct ourselves within this century. We must mobilize ourselves to get away from the disaster path by building a new civilization.

Caption for Photo: Speakers at the 73rd United Nations General Assembly  High-Level Side Event on Social Business, Youth and Technology, held at the United Nations Headquarters, including H.E. Christophe ITIER, French High Commissioner for Social and Solidarity Economy and Social Innovation, President of the International SSE Pilot Group H.E. Shamma Al Mazrui, Minister of State for Youth Affairs, United Arab Emirates H.E. Mr.Christian Braun, Ambassador and Permanent Representative of Luxembourg to the United Nations Professor Muhammad Yunus, Nobel Peace Laureate, UN SDG Advocate Ms. Norma Munguía, Director General for Global Issues at the Foreign Affairs Ministry of Mexico Dr. Alaa Murabit, UN SDG Advocate, Founder of the Voice of Libyan Women.

End

 

প্রেস রিলিজ

জাতি সংঘে সামাজিক ব্যবসা, তরুণ সমাজ ও প্রযুক্তি বিষয়ক উচ্চ পর্যায়ের অনুষ্ঠানে ভাষণ দিলেন প্রফেসর ইউনূস

২৫ সেপ্টেম্বর ২০১৮ জাতি সংঘ সাধারণ পরিষদের ৭৩তম অধিবেশনের পাশাপাশি সামাজিক ব্যবসা, তরুণ সমাজ ও প্রযুক্তি বিষয়ক উচ্চ পর্যায়ের এক অনুষ্ঠান সংঘটিত হয়। সামাজিক ব্যবসা, তরুণ সমাজ ও প্রযুক্তি বিষয়ক গ্লোবাল কমিটির উদ্যোগে জাতি সংঘ সদর দপ্তরে আয়োজিত এই অনুষ্ঠানটির সহ-আয়োজক ছিল ফ্রান্স, লুক্সেমবার্গ, স্লোভেনিয়া, সংযুক্ত আরব আমিরাত ও মেক্সিকো সরকার।

প্রায় ৫০০ সরকারী নেতা, নোবেল শান্তি পুরস্কারজয়ী, জাতি সংঘ টেকসই উন্নয়ন লক্ষ্যের সমর্থক, ব্যবসায়ী নেতা, উদ্ভাবক, ব্যবসায়ী উদ্যোক্তা এবং তরুণ সমাজের প্রতিনিধিদের অংশগ্রহণে আয়োজিত এই অনুষ্ঠানে মূল বক্তা হিসেবে যোগ দেন সামাজিক ও সংহতি অর্থনীতি এবং সামাজিক উদ্ভাবন বিষয়ক ফরাসী হাই কমিশনার ও আন্তর্জাতিক সামাজিক ও সংহতি অর্থনীতি পাইলট গ্রুপের প্রেসিডেন্ট মহামান্য ক্রিস্টোফার ইতিয়ের, সংযুক্ত আরব আমিরাতের যুব বিষয়ক প্রতিমন্ত্রী মহামান্য শামা আল মারজুই, জাতি সংঘে লুক্সেমবার্গের রাষ্ট্রদূত ও স্থায়ী প্রতিনিধি মহামান্য মি. ক্রিশ্চিয়ান ব্রন, নোবেল লরিয়েট ও জাতি সংঘ টেকসই উন্নয়ন লক্ষ্যের সমর্থক প্রফেসর মুহাম্মদ ইউনূস, মেক্সিকো সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের আন্তর্জাতিক ইস্যু বিষয়ক মহাপরিচালক মিস নরমা মুনগুইয়া, এবং জাতি সংঘ টেকসই উন্নয়ন লক্ষ্যের সমর্থক ও ভয়েস অব লিবিয়ান উইমেন এর প্রতিষ্ঠাতা ড. আ-লা মুরাবিত।

সামাজিক ব্যবসা, তরুণ সমাজ ও প্রযুক্তি বিষয়ক গ্লোবাল কমিটি টেকসই উন্নয়ন লক্ষ্যসমূহ অর্জনে জাতি সংঘ প্রতিষ্ঠিত বৈশ্বিক পর্যায়ের একটি উদ্ভাবনশীল আন্ত-সেক্টর ও আন্ত-প্রজন্ম পার্টনারশীপ। এর লক্ষ্য সরকারী নেতা, ব্যবসায়ী নেতা, সামাজিক উদ্যোক্তা, সিভিল সোসাইটি নেতা ও তরুণ সমাজের নেতৃবৃন্দকে সামাজিক ব্যবসার পদ্ধতি ও একটি প্রযুক্তিগতভাবে পরিবর্তনশীল সমাজে তারুণ্যের শক্তিকে ব্যবহার করে ২০৩০ সালের মধ্যে টেকসই উন্নয়ন লক্ষ্যসমূহ অর্জনে সমবেত ও প্রতিশ্রুতিবদ্ধ করা।

নোবেল লরিয়েট প্রফেসর মুহাম্মদ ইউনূসের একটি উক্তি সামাজিক ব্যবসা, তরুণ সমাজ ও প্রযুক্তি বিষয়ক গ্লোবাল কমিটি সৃষ্টিতে প্রেরণা হিসেবে কাজ করেছে। ২০১৬ সালে অনুষ্ঠিত জাতি সংঘের ৭১তম সাধারণ পরিষদ অধিবেশনে প্রফেসর ইউনূস বলেছিলেন, “আমাদেরকে অবশ্যই ২০৩০ সালের মধ্যে টেকসই উন্নয়ন লক্ষ্যসমূহ নিশ্চিত করতে হবে। আর এটা করার সবচেয়ে কার্যকর উপায় হচ্ছে সামাজিক ব্যবসার পদ্ধতি, তরুণ সমাজের সৃষ্টিশীলতা এবং দ্রুত পরিবর্তনশীল ইতিবাচক প্রযুক্তির শক্তিকে কাজে লাগানো।”

তাঁর এ বছরের ভাষণে প্রফেসর ইউনূস তরুণ সমাজকে সহমর্মিতা ও মানবিক মূল্যবোধের ভিত্তিতে একটি নতুন সভ্যতা গড়ে তোলার আহ্বান জানান। তিনি তরুণদের উদ্দেশ্যে এই সতর্কবানী উচ্চারণ করেন যে, আমরা যদি লোভের উপর গড়ে ওঠা বর্তমান সভ্যতাকে বদলে ফেলতে না পারি তাহলে তারাই হবে পৃথিবীর সর্বশেষ প্রজন্ম। সামাজিক ও পরিবেশগতভাবে আমরা এখন একটি ভয়ংকর বিপর্যয়ের মধ্য দিয়ে চলেছি। আমরা যদি এ পথেই চলতে থাকি তাহলে এই শতাব্দীর মধ্যেই আমরা নিজেদেরকে ধ্বংস করে ফেলবো। একটি নতুন সভ্যতা সৃষ্টির লক্ষ্যে আমাদেরকে অবশ্যই এ পথ থেকে বেরিয়ে আসতে হবে।