Grameen Nippon, the Japanese version of Grameen Bank, established to create a poverty-free Japan.
Press Release (18 September 2018)
Former Executive Ditector for Japan at the World Bank, Professor Masahiro Kan, Founder of Grameen Nippon.
Tokyo: On September 13th, Grameen Nippon was launched aiming to reduce the economic gap in the society. Masahiro Kan, the founder and President of Grameen Nippon was the former Executive Director for Japan at World Bank, served as the executive director of African Development Bank and also has been working with the Ministry of Finance, Japan. He is also a Professor at Meiji Gakuin University.Grameen Nippon will address the issues of poverty and inequality in Japan following the microcredit approach pioneered by Nobel laureate Professor Muhammad Yunus in Bangladesh.
Grameen Nippon is a microfinance institution that provides loans at low-interest rates without collateral to those seeking support to manage and overcome their financial challenges. It is keen to support business development and growth as well as provide employment-seeking support. Grameen Nippon is a Japanese version of Grameen Bank. The organization aims to build a society that follows the seven principles of Social Business.
Grameen Nippon aims to create a vibrant society free of poverty by building up a social infrastructure of microfinance to enable people in financial difficulties to get out of their problems. It also promotes new small business creations to change the job-seeking attitude to job-creating attitude.
Professo Yunus in a message on the occasion has congratulated Masahiro Kan and Grameen Nippon on their new journey and hopes that they will get all the support Japanese people, corporates, Banks, Government and NPOs to help the organization in reaching their destination to create a poverty free society in Japan.
While covering the event the popular newspaper in Japan “The Mainichi” highlighted how Grameen Nippon would act as the Grameen Bank for Japan by helping to remove poverty from the country by giving microloans and improve the country’s economic condition and describes how Professor Yunus’s vision has helped Grameen Nippon set its operation guidelines.
The full story can be read here:
https://mainichi.jp/english/articles/20180914/p2a/00m/0na/007000c
প্রেস রিলিজ
দারিদ্র-মুক্ত জাপান সৃষ্টির লক্ষ্যে গ্রামীণ ব্যাংকের মডেলে “গ্রামীণ নিপ্পন” চালু
টোকিও: ১৩ সেপ্টেম্বর ২০১৮ জাপানে অর্থনৈতিক বৈষম্য কমিয়ে আনার লক্ষ্যে প্রতিষ্ঠিত হলো “গ্রামীণ নিপ্পন।” এর প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট মাসাহিরো কান ইতোপূর্বে বিশ্ব ব্যাংকে জাপানের নির্বাহী পরিচালক এবং আফ্রিকান উন্নয়ন ব্যাংকের নির্বাহী পরিচালক হিসেবে কাজ করেছেন। মেইজি গাকুইন বিশ্ববিদ্যালয়ের এই অধ্যাপক জাপান সরকারের অর্থ মন্ত্রণালয়ে নিযুক্ত ছিলেন। বাংলাদেশে নোবেল লরিয়েট প্রফেসর মুহাম্মদ ইউনূস কর্তৃক উদ্ভাবিত ক্ষুদ্রঋণ মডেল ব্যবহার করে গ্রামীণ নিপ্পন জাপানে দারিদ্র ও অর্থনৈতিক অসমতার সমস্যা মোকাবেলায় কাজ করবে।
গ্রামীণ নিপ্পন প্রতিষ্ঠিত হয়েছে একটি ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠান হিসেবে যা আর্থিকভাবে অসচ্ছল মানুষদেরকে বিনা জামানতে অল্প সুদে ঋণ সরবরাহ করবে। প্রতিষ্ঠানটি তাদেরকে ব্যবসা তৈরী ও বড় করতে এবং কর্মসংস্থান সৃষ্টিতে সহায়তা করবে। গ্রামীণ নিপ্পন সৃষ্টি হয়েছে গ্রামীণ ব্যাংকের আদলে। সামাজিক ব্যবসার সাতটি মূলনীতির ভিত্তিতে একটি আদর্শ সমাজ প্রতিষ্ঠাই এর লক্ষ্য।
দারিদ্র পীড়িত মানুষদের জন্য একটি ক্ষুদ্রঋণ সামাজিক অবকাঠামো গড়ে তোলার মাধ্যমে একটি দারিদ্র-মুক্ত, শক্তিশালী সমাজ গড়ে তোলার লক্ষ্যে কাজ করে যাবে প্রতিষ্ঠানটি। এছাড়াও গ্রামীণ নিপ্পন নতুন নতুন ক্ষুদ্র ব্যবসা তৈরীর মাধ্যমে মানুষের চাকরি খোঁজার মানসিকতাকে চাকরি সৃষ্টির মানসিকতায় রূপান্তরিত করতে কাজ করবে।
গ্রামীণ নিপ্পন উদ্বোধন উপলক্ষ্যে এক বার্তায় প্রফেসর ইউনূস মাসাহিরো কান ও প্রতিষ্ঠানটিকে অভিনন্দন জানিয়েছেন ও আশা প্রকাশ করেছেন যে, গ্রামীণ নিপ্পন দারিদ্র-মুক্ত জাপান সৃষ্টিতে তার এই মহান যাত্রায় দেশটির জনগণ, কর্পোরেট সমাজ, ব্যাংক, সরকার ও অলাভজনক প্রতিষ্ঠানগুলোর সহায়তা পাবে।
গ্রামীণ নিপ্পনের উদ্বোধনী অনুষ্ঠানের সংবাদ প্রচার করতে গিয়ে জাপানের জনপ্রিয় পত্রিকা “দি মাইনিচি” বিশেষভাবে তুলে ধরেছে কীভাবে প্রতিষ্ঠানটি বাংলাদেশের গ্রামীণ ব্যাংকের মডেলে কাজ করবে, কীভাবে ক্ষুদ্রঋণের মাধ্যমে জাপানী সমাজ থেকে দারিদ্র দুর করতে ও সমাজের অর্থনৈতিক উন্নয়নে কাজ করবে এবং প্রফেসর ইউনূসের দর্শন ও রূপকল্প কীভাবে প্রতিষ্ঠানটি ও তার কর্মীদের কর্ম-প্রেরণা ও পথ-প্রদর্শক হিসেবে কাজ করবে।
দি মাইনিচি-র পুরো সংবাদটি নিচের লিংকে পাওয়া যাবে:
https://mainichi.jp/english/articles/20180914/p2a/00m/0na/007000c
ছবির ক্যাপশন: বিশ্ব ব্যাংকে জাপানের প্রাক্তন নির্বাহী পরিচালক ও গ্রামীণ নিপ্পনের প্রতিষ্ঠাতা অধ্যাপক মাসাহিরো কান।
---