Nobel Laureate Professor Muhammad Yunus and Deputy Prime Minister Luigi Di Maio Discuss Italian Government's Proposal to introduce Basic Income for Italian Citizens
Press Release (16 September, 2018)
La Repubblica, one of the most popular national newspaper in Italy has covered a story featuring Nobel Laureate Professor Muhammad Yunus and The Minister of Economic Development, Luigi Di Maio on their meeting regarding the youth unemployment situation. The article focuses on how Professor Yunus believes introducing the basic income for unemployed citizen will only hide the problem, not solve it. It will create dependence and inaction among the youth.
The meeting between the Deputy Prime Minister and Yunus was extensively covered in the Italian Papers:
Il Matino
Local Italian Newspaper Il Matino featured an interview of Nobel Laureate Professor Muhammad Yunus where he discusses about his journey in creating Microcredit and Social Business and how he believes the biggest challenge that we have right now is still tackling poverty and unemployment. The full article can be found in this link.
https://www.ilmattino.it/economia/il_premio_nobel_yunus_il_capitalismo_non_ha_fiducia-3961558.htm
La Gazzette, La Stampa & La Nuova
Local News outlet La Gazzette has published an article featuring Nobel Laureate Professor Muhammad Yunus on his take on the youth unemployment situation in Italy. The scanned copy of the article has been attached here for more information regarding it alongside a few more news articles which have been published in Italian Language such as La Stampa and La Nuova.
The English translation of the full article published in the Repubblica is given below:
DI MAIO'S WELFARE PROPOSAL DOES NOT PASS THE EXAMINATION OF THE "GURU" YUNUS
La Repubblica, September 09, 2018
"The minimum income to the unemployedis not a good idea". An unexpected cold shower yesterday for Luigi Di Maio. Absolutely unexpected because it did not come from the declarations of Salvini or the Grillini of Taranto infuriated for the solution on Ilva. The Minister of Development has met Muhammed Yunus. When Beppe Grillo, met the guru of the five stars Movement Yunus in 2007 in Bologna, showered him with all the honors during a conference. Even today, on the blog, articles appear that praises the work of the Nobel Peace Prize winner of 2006. Yesterday many of Grillini's parliamentarians greeted the meeting that was held with Yunus at the ministry.
Yunus is a giant. This Bengali economist invented microcredit. This experience inspired the Fund for Small Businesses that 5-star MEPs finance with part of their allowance. The Grameen Bank of Dhaka has been providing small or very small amounts to poor entrepreneurs for over 40 years. It works without guarantees, without recommendations, without bureaucracy. But yesterday morning Yunus explained to Di Maio that the minimum income does not work and it will not work. This was an unexpected part of the meeting which otherwise went very smoothly. The guaranteed income to those who do not have a job is a formula that the Nobel Prize winner Yunus always contested. Welfare assistance does not produce results, even in times of serious economic crisis. And those who come from Bangladesh know poverty well. Yunus often repeats it during his lectures around the world. Di Maio explained to him that this measure will be introduced in the next budget. Yunus then suggested taking countermeasures.
The five star movement which swept the general election held in January this year is led by Luisi Di Maio, a 32 year old political leader. His party is inspired by Nobel Lureate Professor Muhammad Yunus. But Yunus’s position on basic income for unemployment comes in conflict with the Five Star Movement’s declared commitment. The op-ed in the Republica points out the difference.
It may be mentioned that during the meeting with the Deputy Prime Minister Di Maio Professor Yunus and the Deputy Prime Minister discussed many other issues, such as expansion of the financial services to the bottom-most people, creating a law to create Bank for the poor, expansion of the social business by involving corporate, giving priorities to the social business in providing government contracts, crating of the Social Business Venture Capital Fund to turn the unemployed youth into entrepreneurs.
He said, "If you must introduce it, you may think of an alternative, you should create a disincentive mechanism. Or rather, create incentives to find work. You may introduce it as a deciling amount of guaranteed basic income, sich as: 780 euro the first year, 400 the second 200 the third ..."
It seems that Di Maio wanted to publish on his Facebook page the full video of the meeting. But in the end, he did not post anything.
Link: http://ricerca.repubblica.it/ricerca/repubblica?query=yunus&view=repubblica&ref=HRHS
-----
প্রেস রিলিজ
ইতালীর প্রভাবশালী দৈনিক লা রিপাবলিকা’য় নোবেল লরিয়েট প্রফেসর মুহাম্মদ ইউনূসের অর্থনৈতিক তত্ত্ব ও ইতালির বর্তমান সরকারের প্রস্তাবিত নিশ্চিত আয় নীতির মধ্যে পার্থক্য বড় করে তুলে ধরা হয়েছে। ইতালির উপ-প্রধানমন্ত্রী ও ইতালি সরকারের অর্থনৈতিক উন্নয়ন, শ্রম ও সামাজিক নীতি বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী লুইজী ডি মাইও-র সাথে সম্প্রতি প্রফেসর ইউনূসের বৈঠককে কেন্দ্র করে দু’জনের নীতিগত পার্র্থক্য তুলে ধরা হয়েছে। নিবন্ধটির বাংলা অনুবাদ নীচে প্রকাশিত হলো।
তালীয় উপ-প্রধানমন্ত্রীর সাথে প্রফেসর ইউনূসের বৈঠকটির সংবাদ ইতালির বিভিন্ন সংবাদপত্রে ব্যাপকভাবে প্রচারিত হয়:
ইল মাতিনো:
ইতালির দৈনিক সংবাদপত্র ইল মাতিনো নোবেল লরিয়েট প্রফেসর মুহাম্মদ ইউনূসের সাথে একটি সাক্ষাৎকার প্রচার করে যেখানে তিনি ক্ষুদ্রঋণ ও সামাজিক ব্যবসা নিয়ে তাঁর অভিযাত্রা এবং দারিদ্র ও বেকারত্বের মতো সমাজের বৃহত্তম সমস্যাটি কীভাবে এ দু’টোর মাধ্যমে মোকাবেলা করা যায় তা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। নিচের লিংকটিতে পুরো প্রবন্ধটি পাওয়া যাবে।
https://www.ilmattino.it/economia/il_premio_nobel_yunus_il_capitalismo_non_ha_fiducia-3961558.htm
লা গ্যাজেট, লা স্টামপা ও লা নুয়োভা:
স্থানীয় সংবাদ মাধ্যম লা গ্যাজেট ইতালিতে যুব-বেকারত্বের পরিস্থিতি বিষয়ে নোবেল লরিয়েট প্রফেসর মুহাম্মদ ইউনূসের মতামত একটি প্রবন্ধে তুলে ধরে। প্রবন্ধটির একটি স্ক্যান করা কপি বিস্তারিত তথ্যের জন্য এখানে সংযুক্ত করা হলো। এছাড়া এ বিষয়ে ইতালীয় ভাষায় প্রকাশিত লা স্টামপা ও লা নুয়োভার মতো কয়েকটি পত্রিকায় প্রকাশিত সংবাদও এত্দসঙ্গে প্রেরণ করা হলো।
লা রিপাবলিকায় প্রকাশিত পুরো প্রবন্ধটির বাংলা অনুবাদ নিচে দেয়া হলো:
http://ricerca.repubblica.it/ricerca/repubblica?query=yunus&view=repubblica&ref=HRHS
ডি মাইও-র কল্যাণ প্রস্তাব তাঁর “গুরু” ইউনূসের মানদন্ডে টেকেনি
লা রিপাবলিকা, ৯ সেপ্টেম্বর ২০১৮
(উপ-প্রধানমন্ত্রী) ডি মাইও-র কল্যাণ ব্যবস্থা তাঁর “গুরু” ইউনূসের মানদন্ডে টেকেনি। ইউনূস বলেছেন, নাগরিকদের জন্য ন্যূনতম আয় কোনো কার্যকর ধারণা নয়। লুইজী ডি মাইও-ও জন্য গতকালটা খুব ভাল যায়নি। একেবারেই অপ্রত্যাশিত কেননা এটা না সালভিনির ঘোষণা থেকে এসেছে না আইএলভিএ সমাধানে ক্ষুব্ধ টারানটোর গ্রিল্লো সমর্থকদের কাছ থেকে এসেছে।
উন্নয়ন মন্ত্রী স্বাগত জানিয়েছেন মুহাম্মদ ইউনূসকে, যিনি ২০০৭ সাল থেকে এই আন্দোলনের সত্যিকারের গুরু। এর সুত্রপাত হয়েছে যখন বেপ্পে গ্রিল্লো বলোনিয়ায় প্রফেসর ইউনূসের সাথে সাক্ষাৎ করেন এবং তাঁকে তিনি একটি সম্মেলনে সব ধরনের সম্মাননা দেন। কমেডিয়ানের ব্লগে আজও একাধিক নিবন্ধ এসেছে যেখানে ২০০৬ সালে নোবেল শান্তি পুরস্কার বিজয়ীর কাজ তুলে ধরা হয়েছে। গতকাল পার্লামেন্টের বহু গ্রিল্লো সমর্থক সদস্য উপ-প্রধানমন্ত্রীর সাথে এই বৈঠকটিকে এই বলে অভিনন্দন জানিয়েছেন যে, “ইউনূস এক বিশাল ব্যক্তিত্ব।”
এই বাঙ্গালী অর্থনীতিবিদ ক্ষুদ্রঋণের উদ্ভাবক। এর অভিজ্ঞতা ক্ষুদ্র ব্যবসায়ের জন্য তহবিল গঠনকে উৎসাহিত করেছে। ফাইভ স্টার দলের সদস্যরা তাঁদের সরকারী মাসিক ভাতার এক অংশ দিয়ে একটি ক্ষুদ্রঋণ কর্মসূচি তহবিল গঠন করেছেন এবং চালিয়ে যাচ্ছেন। বাংলাদেশের গ্রামীণ ব্যাংক একটি মহান আর্থিক ব্যবস্থা গড়ে তুলেছে যার মাধ্যমে ৪০ বছরেরও বেশী সময় ধরে অতি দরিদ্র উদ্যোক্তাদেরকে ক্ষুদ্র ও অতি ক্ষুদ্র ঋণ সরবরাহ করা হচ্ছে। কোনো গ্যারান্টি, কোনো সুপারিশ, কোনো আমলাতান্ত্রিক জটিলতা ছাড়াই। এবং এটা কাজও করছে। কিন্তু গতকাল সকালের বৈঠকে ইউনূস ডি মাইও-র কাছে ব্যাখ্যা করে বললেন যে, নাগরিকদের জন্য ন্যূনতম আয় কোনো কার্যকর ব্যবস্থা নয়, এটা কাজ করবে না।
এই সাক্ষাৎকারটি অবশ্য অন্য সব দিক থেকে ভালই গেছে। বেকারদের জন্য নিশ্চিত বেতন এমন একটি ফর্মুলা যা নোবেল লরিয়েট ইউনূস বরাবরই বিরোধিতা করে এসেছেন। দান ভাল ফল দেয়না, এমনকি কঠিন অর্থনৈতিক মন্দার সময়েও না, আর একজন বাংলাদেশী জানেন দারিদ্রের চেহারা কেমন। ইউনূস পৃথিবী ব্যাপী বিভিন্ন সম্মেলনে এটা বার বার বলে আসছেন। ডি মাইও অবশ্য তাঁর কাছে এটা ব্যাখ্যা করেছেন যে, এই ব্যবস্থাটি আগামী বাজেটেই চালু হচ্ছে।
প্রফেসর ইউনূস এরপর বিকল্প ব্যবস্থা নিতে পরামর্শ দিলেন। তিনি বল্লেন যে, যদি বেকার ভাতা দিতেই চান তবে আরেকটি পদ্ধতির কথা চিন্তা করতে পারেন। এটাকে প্রতি বছর ক্রমাগতভাবে কমিয়ে আনা। এমন ব্যবস্থা নেয়া দরকার যা বেকার বসে থাকাকে এবং সরকার নির্ভরশীলতাকে নিরুৎসাহিত করবে এবং কর্মসংস্থানকে উৎসাহিত করবে। যেমন এই ভাতা পর্যায়ক্রমে কমে আসবে: ধরুন ১ম বছর ৭৮০ ইউরো, ২য় বছর ৪০০, ৩য় বছর ২০০... এভাবে। মনে হয় ডি মাইও তাঁর ফেসবুকে ইউনূসের সঙ্গে মিটিংটির পুরো ভিডিওটা পোস্ট করতে চেয়েছিলেন, তবে শেষ পর্যন্ত করেননি।