Yunus featured in Canadian High School Text Book
Press Release (13 September, 2018)
The story of Nobel Laureate Professor Muhammad Yunus and Grameen Bank is now part of the national curriculum for the Grade Seven students of Canada. “Complete Canadian Curriculum Grade 7” is a text book for the grade Seven students in Canada in which they learn Mathematics, English, History, Science and Geography. The story of Professor Yunus and Grameen Bank has been featured in the English text book.
The story highlights how Professor Yunus went to a poor village in Bangladesh to find a woman who used to make bamboo stools but was still struggling financially due to the high cost of the bamboo and the high interest being charged by the village money-lenders. It was then Yunus lent the woman US $27 from his own pocket to her and others like her, to start their own business to get out of the vicious cycle of poverty.
The main learning of the story is to teach the kids how the concept of micro-credit came into being and how it has affected lives of many people. The work that Grameen Bank has put in continuously to act on this concept to bring the society out of poverty and build an economically strong nation.
Similar stories and articles have also been included in the high school text books of India, US and Japan from which the younger generation can get to know about microcredit and social business, and how they can be helpful in the development of a country.
End
প্রেস রিলিজ
কানাডার উচ্চ বিদ্যালয়ের পাঠ্য বইতে ইউনূসের কাহিনী
নোবেল লরিয়েট প্রফেসর মুহাম্মদ ইউনূস ও তাঁর প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংকের কাহিনী এখন কানাডার সপ্তম শ্রেণীর জাতীয় পাঠক্রমের অংশ। কানাডার সপ্তম শ্রেণীর ছাত্রদের একটি পাঠ্য বই হচ্ছে ‘‘কমপ্লিট কানাডিয়ান কারিক্যুলাম গ্রেড ৭” যেখানে ছাত্ররা গণিত, ইংরেজী ভাষা, ইতিহাস, বিজ্ঞান ও ভূগোল বিষয়ে জ্ঞান লাভ করে থাকে। প্রফেসর ইউনূস ও গ্রামীণ ব্যাংকের কাহিনী ইংরেজী পাঠ্য বইতে সন্নিবেশিত হয়েছে।
কাহিনীতে তুলে ধরা হয়েছে কীভাবে প্রফেসর ইউনূস বাংলাদেশের একটি দরিদ্র গ্রামে যান এবং সেখানে এক মহিলার সাক্ষাৎ পান যে বাঁশের মোড়া তৈরী করতো, কিন্তু বাঁশের উচ্চ দাম ও গ্রামের মহাজনদের উচ্চ সুদের কারণে আর্থিকভাবে হিমশিম খাচ্ছিল। আর তখনই প্রফেসর ইউনূস তাকে ও তার মতো আরো অনেককে নিজের পকেট থেকে ২৭ মার্কিন ডলার ঋণ দেন যাতে তারা দারিদ্রের দুষ্টচক্র থেকে বের হবার উদ্দেশ্যে নিজেরাই ব্যবসা শুরু করতে পারে।
এই কাহিনীর মূল উদ্দেশ্য ক্ষুদ্রঋণের ধারণা কীভাবে জন্মলাভ করলো এবং এটা কীভাবে বহু মানুষের জীবনে ইতিবাচক পরিবর্তন এনেছে সে সম্পর্কে শিশুদেরকে শিক্ষা দেয়া। গ্রামীণ ব্যাংক ও ক্ষুদ্রঋণ কীভাবে সমাজের দারিদ্র দুর করতে এবং একটি অর্থনৈতিকভাবে শক্তিশালী জাতি গড়ে তুলতে পারে Ñ এই কাহিনীতে সেটাই তুলে ধরা হয়েছে।
ভারত, মার্কিন যুক্তরাষ্ট্র ও জাপানের উচ্চ বিদ্যালয়গুলোর পাঠ্য বইতেও একই ধরনের কাহিনী ও প্রবন্ধ অন্তর্ভূক্ত হয়েছে যা থেকে নতুন প্রজন্ম ক্ষুদ্রঋণ ও সামাজিক ব্যবসা সম্পর্কে এবং একটি দেশের উন্নয়নে এগুলোর ভূমিকা সম্পর্কে জ্ঞান লাভ করতে পারে।