University of Basilicata in South Italy establishes 60th Yunus Social Business Centre
Press Release (September 12, 2018)
The signing of MoU between Professor Muhammad Yunus and Aurelia Sole the Rector of the University of Basilicata
On September 9, 2018, University of Basilicata established the 60th Yunus Social Business Centre. Nobel Laureate Professor Muhammad Yunus during his visit to Matera signed the MoU with the University of Basilicata in the ancient city of Matera located at the southernmost part of Italy. Professor Yunus is in Italy for meetings the leaders of Five Star Movement party which won the majority seats in the Parliament. Five Star Movement party during the election campaigned that they will follow the policies and actions promoted by Professor Yunus.
One of the prime aims of the YSBC of Basilicata University is to tackle unemployment especially among the youth by implementing models of social business.
Professor Yunus signed the MoU with the University of Basilicata in the ancient city of Matera located in the Basilicata region in the southernmost part of Italy. The city of Matera has a historical significance as it is more than 5,000 years old, settled in the Palaeothilic age, and is the second oldest city in the world after Aleppo. Established in 1982, the University of Basilicata is located in both Potenza, capital city of Basilicata, and Matera. It is well known for being a Public Research University. By joining the YSBC community it becomes the 3rd YSBC established in Italy after University of Florence and University of Bologna. Italy has also established a Social Business City in Pistoia.
A Yunus Social Business Centre is essentially a research hub and engages the faculty and student body of universities as well as the community to incubate and establish a social business that addresses a pressing problems in that society, following the principles of Professor Yunus. YSBCs work as a network with support from Yunus Centre in Bangladesh.
Professor Yunus addressed a gathering of leading citizens of the City of Matera, leaders of all political parties, Mayor and Councilors of the city as well as faculty members and students of the university.
Minister of Finance of Basilicata came from the capital city of Potenza to meet Professor Yunus to request him to start a program to transform the unemployed youth of Basilicata into entrepreneurs. Basilicata has over forty percent youth unemployment. He wants to propose collaboration with Yunus Centre in his next budget speech, he said.
Matera has been selected by European Union as the Cultural Capital of EU for 2019. "Matera 2019 " has been formed by the city of Matera to celebrate the year. President of "Matera 2019" proposed to hold a Social Business Conference at the ministerial level for all Mediterranean countries. He sought support from Yunus Centre to make this possible and get commitment to social business from all Mediterranean countries. His organization took the responsibility to prepare the concept paper.
Professor Muhammad Yunus getting presented with a toke of appreciation from Aurelia Sole the Rector of the University of Basilicata.
End
প্রেস রিলিজ
দক্ষিণ ইতালির বাসিলিকাতা বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠিত হলো ৬০তম ইউনূস সোশ্যাল বিজনেস সেন্টার
সেপ্টেম্বর ৯, ২০১৮ ইতালির বাসিলিকাতা বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠিত হলো “ইউনূস সোশ্যাল বিজনেস সেন্টার।” এটি বিশ্বব্যাপী প্রতিষ্ঠিত ৬০তম ইউনূস সোশ্যাল বিজনেস সেন্টার। নোবেল লরিয়েট প্রফেসর মুহাম্মদ ইউনূস সম্প্রতি ইতালির সর্বদক্ষিণে অবস্থিত ঐতিহ্যবাহী মাতেরা নগরী সফরকালে বাসিলিকাতা বিশ্ববিদ্যালয়ের সাথে এ মর্মে একটি একটি সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। ইতালিতে অবস্থানরত প্রফেসর ইউনূস ইতালির জাতীয় নির্বাচনে বিজয়ী ফাইভ স্টার পার্টির নেতৃবৃন্দের সাথে বৈঠক করছেন। দলটি তাদের নির্বাচনী প্রচারাভিযানে প্রফেসর ইউনূসের নীতি ও কর্মপন্থা অনুযায়ী কাজ করবে বলে অঙ্গীকার করে।
বাসিলিকাতা বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠিত এই ইউনূস সেন্টারটির অন্যতম লক্ষ্য বেকারত্ব বিশেষ করে যুব-বেকারত্ব মোকাবেলায় সামাজিক ব্যবসার মডেল ব্যবহার করা।
ইতালির একেবারে দক্ষিণ প্রান্তে অবস্থিত বাসিলিকাতা অঞ্চলের সুপ্রাচীন মাতেরা নগরীতে প্রফেসর ইউনূস ও বাসিলিকাতা বিশ্ববিদ্যালয়ের মধ্যে এই সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। পাঁচ হাজার বছরের পুরোনো ও পুরাতন প্রস্তর যুগে প্রতিষ্ঠিত মাতেরা নগরীর বিশেষ ঐতিহাসিক গুরুত্ব রয়েছে। আলেপ্পোর পরই এটি পৃথিবীর দ্বিতীয় প্রাচীনতম নগরী। ১৯৮২ সালে প্রতিষ্ঠিত বাসিলিকাতা বিশ্ববিদ্যালয় বাসিলিকাতার রাজধানী পতেনজা ও মাতেরা উভয়েরই মধ্যে অবস্থিত। একটি পাবলিক গবেষণা বিশ্ববিদ্যালয় হিসেবে বিশ্ববিদ্যালয়টি সুপরিচিত। ইউনূস সোশ্যাল বিজনেস সেন্টার কমিউনিটিতে যোগদান করে এটি ইতালির তৃতীয় বিশ্ববিদ্যালয়ে পরিণত হলো যেখানে ইউনূস সেন্টার প্রতিষ্ঠিত হয়েছে। ইতোপূর্বে ফ্লোরেন্স বিশ্ববিদ্যালয় ও বলোনিয়া বিশ্ববিদ্যালয়ে ইউনূস সোশ্যাল বিজনেস সেন্টার প্রতিষ্ঠিত হয়েছে। ইতালি পিস্তোইয়ায় একটি সামাজিক ব্যবসা নগরীও প্রতিষ্ঠা করেছে।
ইউনূস সোশ্যাল বিজনেস সেন্টার হচ্ছে একটি গবেষণা কেন্দ্র যেখানে শিক্ষক, বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংগঠন ও কমিউনিটি সমাজের জরুরী সমস্যাগুলোর মোকাবেলায় প্রফেসর ইউনূসের নীতি-দর্শন অনুসারে সামাজিক ব্যবসার ধারণা ও সামাজিক ব্যবসা গড়ে তোলেন। বিশ্বব্যাপী ইউনূস সোশ্যাল বিজনেস সেন্টারগুলো বাংলাদেশে অবস্থিত ইউনূস সেন্টারের সহযোগিতায় একটি নেটওয়ার্ক হিসেবে কাজ করে।
প্রফেসর ইউনূস মাতেরা নগরীর বিশিষ্ট নাগরিক, সকল রাজনৈতিক দলের নেতা, নগরীর মেয়র ও কাউন্সিলর এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও ছাত্রদের একটি সমাবেশে বক্তৃতা দেন।
বাসিলিকাতার অর্থমন্ত্রী রাজধানী পতেনজা থেকে প্রফেসর ইউনূসের সাথে সাক্ষাৎ করতে আসেন এবং তাঁকে বাসিলিকাতার বেকার তরুণদের উদ্যোক্তায় পরিণত করার লক্ষ্যে একটি কর্মসূচি চালু করতে অনুরোধ করেন। উল্লেখ্য যে, বাসিলিকাতার ৪০ শতাংশেরও বেশী তরুণ বেকার। অর্থমন্ত্রী তাঁর পরবর্তী বাজেট বক্তৃতায় ইউনূস সেন্টারের সাথে একটি সহযোগিতা কর্মসূচির প্রস্তাব করবেন বলে প্রফেসর ইউনূসকে জানান।
ইউরোপীয় ইউনিয়ন তার ২০১৯ সালের “সাংস্কৃতিক রাজধানী” হিসেবে মাতেরাকে নির্বাচিত করেছে। বছরটি উদ্যাপন করতে মাতেরা নগরী “মাতেরা ২০১৯” কর্মসূচি গ্রহণ করেছে। মাতেরা ২০১৯-এর সভাপতি সকল ভ‚মধ্যসাগরীয় দেশের অংশগ্রহণে একটি মন্ত্রী পর্যায়ের “সামাজিক ব্যবসা সম্মেলন”-এর প্রস্তাব দেন। তিনি এই সম্মেলনের আয়োজনে এবং সামাজিক ব্যবসায়ে সকল ভ‚মধ্যসাগরীয় দেশের প্রতিশ্রæতি পেতে ইউনূস সেন্টারের সহযোগিতা চান। তাঁর প্রতিষ্ঠান এ লক্ষ্যে প্রয়োজনীয় ধারণাপত্র তৈরীর দায়িত্ব নিয়েছে।
---