Chinese Edition of Yunus's Three Zeros Book Launched
Through Five City Yunus Social Business Week in China
Press Release (24 July, 2018)
Professor Yunus with Mayor Liu Wan Kang of Luoyang during launching ceremony of Grameen China’s branch in Luoyang, one of the four great ancient capitals of China and the cradle of Chinese civilization
From July 19 to July 24, Grameen China organized Yunus Social Business Week in honor of Nobel Laureate Professor Muhammad Yunus. The week-long event stretched across multiple cities in China, comprising of various sessions with state dignitaries, business leaders, social business activists, leaders of finance and banking, microcredit practitioners, and students in China. In Beijing Prof. Yunus gave the keynote speech on July 19, at the Global Youth Leader Summit organized by Peking University and Hong Kong Polytechnique University in collaboration with the City Government of Beijing where he spoke to 150 youth leaders from 56 countries.
The conference was held at the conference centre of giant steel company Shaogang Group. To honor Professor Yunus Shaogan management arranged a special reception for him attended by the highest executives of the company including Mr. Zhang Gongyan, General Manager, Shaogang Group. Professor Yunus was also received by Mr. Wang Jianzhong, Deputy Director, Organization Department of the Beijing municipal Party Committee who also gave him gifts on behalf of the Party Committee.
After this he travelled to Peking University campus where he gave a lecture organized by PKU PolyU Social Work Research Centre. It may be mentioned that Professor Yunus was appointed as a Visiting Professor at Peking University ten years back.
During the tour Professor Yunus also met with the senior management of People’s Bank of China which is the central bank of the country managing its monetary policy and regulating financial institutions. The meeting marked the bank's interest in exploring social business and expansion of microcredit nationwide. He was invited to the head office of Asian Financial Cooperation Association, an association of financial institutions around the world, initiated by Government of China as a non-government institution. He was received by Mr. Yang Zaiping, Secretary-general of Asian Financial Cooperation Association. The Secretary General briefed Professor Yunus on the activities of the association. He invited Professor Yunus to be a member of the International Advisory Committee of the Association.
Prof. Yunus delivered the keynote speech at the Beijing Inclusive Finance Forum organized by China Association of Bankers where more than two hundred participants attended the event. He addressed the country’s leading bankers and entrepreneurs calling them towards more socially responsible finance by encouraging financial support provision towards social business in a bid to prevent wealth concentration. Prof. Yunus had lunch with Chairman of China Construction Bank at the head office of the Bank. The Chairman invited Professor Yunus to a joint venture initiative to launch Grameen microcredit in China and help set up social businesses.
China Construction Bank is one of the “big four” largest banks in China, and also one of the largest in the world with operations expanding in several major metropolis of the world like New York, Singapore, Melbourne, Frankfurt, and Johannesburg.
On July 22, Prof. Yunus went to Luoyang, one of the four great ancient capitals of the Chinese empire from where several dynasties ruled the country, which is now a bustling city. He was received by Mayor Liu Wan Kang of Luoyang where the deputy mayor and other senior city government officials were present. Prof. Yunus also attended the launching ceremony of Grameen China Luoyang branch where Bangladeshi Grameen experts are helping set up Grameen microcredit programme. He gave a lecture to an audience of 300 people at the Luoyand Royal Mudu Hotel on the occasion of the signing ceremony between Luoyang Rural Commercial Bank and Grameen China. The two organizations are coming together to alleviate poverty and instill inclusive finance using the Grameen model.
From Luoyang professor Yunus went to Zhengzhao, capital of Henan province, known as the birth place of Chinese civilization.
Prof. Yunus signed a Memorandum of Understanding with Zhengzhou University to set up the Yunus Social Business Centre (YSBC) at Zhengzhou University. It became the 57th university to set up YSBCs across the world in 28 countries, and the 4th in China. Located in the Henan Province of China, Zhengzhou University is a public university catering to over 55,000 undergraduates, 15,000 full-time post-graduates and about 1800 international students from over 116 countries. The YSBC creation at the university will allow the students, faculty members, and researchers to expand academic research, teaching, action research, other workshops and events in social business to find solution to the most pervasive social problems.
In a ceremony attended by over 500 faculty and students Professor Yunus was made an Honorary Professor of the University of Zhengzhou.
Prof. Yunus later attended the launching ceremony of Shenzhen Inclusive Finance Lab organized in partnership with China Construction Bank. He also held meetings with the senior government officials of Shenzhen which is a major city in Guangdong Province of China to share his ideas on how social business can help in the advancement of the Province in a socially-oriented means instead of only economic.
At the closing of the Social Business week of China, Prof. Yunus arrived at Chinese University of Hong Kong, on July 23, which had established a Yunus Social Business Centre last year. He addressed the students and faculty of Chinese university of Hong Kong on the threat of wealth concentration and danger of artificial intelligence.
During his week-long tour of China, Professor Yunus travelled through five cities of China - Beijing, Luoyang, Zhengzhou, Shenzhen and Hong Kong. He launched the Chinese edition of his book "A World of Three Zeros" during this visit.
Caption for Photo-2: Professor Yunus is greeted by Grameen China microcredit borrowers from Shenzhen branch at the airport during Yunus Social Business Week.
End
প্রেস রিলিজ
প্রফেসর ইউনূসের “A World of Three Zeros” গ্রন্থের চীনা সংস্করণ চালু
চীনের ৫টি নগরীতে সামাজিক ব্যবসা সপ্তাহ পালিত
নোবেল লরিয়েট প্রফেসর মুহাম্মদ ইউনূসের সম্মানে জুলাই ১৯ থেকে ২৪ পর্যন্ত গ্রামীণ চায়নার আয়োজনে চীনে পালিত হলো “ইউনূস সামাজিক ব্যবসা সপ্তাহ।” চীনের কয়েকটি নগরীতে সপ্তাহ ব্যাপী এসব অনুষ্ঠানের বিভিন্ন সেশনে যোগ দেন চীনের গণ্যমান্য রাষ্ট্রীয় নেতা, ব্যবসায়ী নেতা, সামাজিক ব্যবসা পরিচালনাকারী, আর্থিক ও ব্যাংকিং খাতের নেতা, ক্ষুদ্রঋণ কর্মী, ও ছাত্রগণ। ১৯ জুলাই প্রফেসর ইউনূস পিকিং বিশ্ববিদ্যালয় ও হংকং পলিটেকনিক ইউনিভার্সিটির আয়োজনে বেইজিংয়ে অনুষ্ঠিত “গ্লোবাল ইয়ুথ লীডার সামিট”-এ মূল সম্মেলন বক্তৃতা প্রদান করেন। বেইজিংয়ের নগর সরকারের সহযোগিতায় আয়োজিত এই সম্মেলনে ৫৬টি দেশ থেকে ১৫০ জন তরুণ নেতা অংশ নেন।
চীনের অন্যতম বৃহৎ স্টীল কোম্পানী শাওগাং গ্রুপের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় এই সম্মেলন। শাওগাং কর্র্তৃপক্ষ প্রফেসর ইউনূসের সম্মানে একটি বিশেষ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে যেখানে শাওগাংয়ের মহাব্যবস্থাপক জনাব ঝ্যাং গংইয়ানসহ কোম্পানীর সর্বোচ্চ পর্যায়ের নির্বাহীরা যোগ দেন। প্রফেসর ইউনূসকে আরো সংবর্ধনা জানান বেইজিং মিউনিসিপাল পার্টি কমিটির সাংগঠনিক বিভাগের উপ-পরিচালক জনাব ওয়াং জিয়ানঝং যিনি পার্টি কমিটির পক্ষ থেকে প্রফেসর ইউনূসকে উপহার প্রদান করেন।
এরপর প্রফেসর ইউনূস পিকিং বিশ্ববিদ্যালয়ে গমন করেন যেখানে তিনি পিকেইউ পলি-ইউ সোশ্যাল ওয়ার্ক রিসার্চ সেন্টার (PKU PolyU Social Work Research Centre) আয়োজিত একটি অনুষ্ঠানে বক্তৃতা দেন। এখানে উল্লেখ করা যেতে পারে যে, ১০ বছর পূর্বে পিকিং বিশ্ববিদ্যালয় প্রফেসর ইউনূসকে ভিজিটিং প্রফেসর হিসেবে নিয়োগ দেয়।
তাঁর সফরকালে প্রফেসর ইউনূস দেশটির কেন্দ্রীয় ব্যাংক “পিপল্স ব্যাংক অব চায়না”র ঊর্ধ্বতন নির্বাহীদের সাথে বৈঠক করেন। পিপল্স ব্যাংক অব চায়না চীনের আর্থিক নীতি নির্ধারণসহ ও দেশটির আর্থিক প্রতিষ্ঠানসমূহের নিয়ন্ত্রক হিসেবে কাজ করে। বৈঠকে কেন্দ্রীয় ব্যাংক কর্মকর্তারা চীনে সামাজিক ব্যবসা চালু ও দেশব্যাপী ক্ষুদ্রঋণ কর্মসূচির প্রসারে আগ্রহ প্রকাশ করেন। এছাড়াও প্রফেসর ইউনূস চীন সরকারের উদ্যোগে প্রতিষ্ঠিত ও বিশ্বব্যাপী আর্থিক প্রতিষ্ঠানগুলোর সংগঠন বেসরকারী সংস্থা “এশিয়ান ফাইনান্সিয়াল কো-অপারেশন অ্যাসোসিয়েশান”-এর আমন্ত্রণে সংস্থাটির সদর দপ্তর পরিদর্শন করেন। তাঁকে অভ্যর্থনা জানান সংস্থাটির সেক্রেটারী জেনারেল জনাব ইয়াং জাইপিং যিনি সংস্থার কর্মকান্ড সম্পর্কে প্রফেসর ইউনূসকে অবহিত করেন। তিনি প্রফেসর ইউনূসকে সংস্থাটির আন্তর্জাতিক উপদেষ্টা কমিটির সদস্য হতে আমন্ত্রণ জানান।
প্রফেসর ইউনূস চায়না অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স আয়োজিত “বেইজিং ইনক্লুসিভ ফাইনান্স ফোরাম”-এ মূল ভাষণ প্রদান করেন। দুই শতাধিক অংশগ্রহণকারী এই ফোরামে যোগ দেন। তাঁর বক্তৃতায় তিনি সম্পদ কেন্দ্রীকরণ বন্ধ করার উদ্দেশ্যে আরো বেশী সামাজিকভাবে দায়িত্বশীল অর্থায়নকে উৎসাহিত করার লক্ষ্যে সামাজিক ব্যবসা প্রতিষ্ঠায় আর্থিক সহায়তা নিয়ে এগিয়ে আসতে দেশটির নেতৃস্থানীয় ব্যাংকার ও উদ্যোক্তাদের প্রতি আহ্বান জানান। তিনি চায়না কনস্ট্রাকশন ব্যাংকের সদর দপ্তরে ব্যাংকটির চেয়ারম্যানের সাথে মধ্যাহ্ণভোজে অংশ নেন। ব্যাংকের চেয়ারম্যান প্রফেসর ইউনূসকে চীনে সামাজিক ব্যবসা প্রতিষ্ঠা ও গ্রামীণ ক্ষুদ্রঋণ চালু করতে সহায়তা করার জন্য একটি জয়েন্ট ভেঞ্চার গঠনের আমন্ত্রণ জানান।
চায়না কনস্ট্রাকশন ব্যাংক চীনের বৃহত্তম চারটি ব্যাংকের (বিগ ফোর) একটি। পৃথিবীর অন্যতম বৃহত্তম এই ব্যাংকটির কার্যক্রম নিউ ইয়র্ক, সিঙ্গাপুর, মেলবোর্ণ, ফ্রাঙ্কফুর্ট ও জোহানেসবার্গসহ বিশ্বের বহু নগরীতে বিস্তৃত।
২২ জুলাই প্রফেসর ইউনূস লুওয়ং পরিদর্শন করেন। চৈনিক সা¤্রাজ্যের এই প্রাচীন রাজধানীটি এখন একটি ব্যস্ত আধুনিক নগরী। লুওয়ং চৈনিক সা¤্রাজ্যের চারটি প্রাচীন বৃহৎ রাজধানীর একটি যেখান থেকে কয়েকটি রাজবংশ চীন শাসন করেছে। নগরীর মেয়র লিউ ওয়ান কাং ডেপুটি মেয়র ও নগরীর অন্যান্য উচ্চপদস্থ সরকারী কর্মকর্তাদের নিয়ে প্রফেসর ইউনূসকে স্বাগত জানান। এছাড়াও প্রফেসর ইউনূস গ্রামীণ চায়না লুওয়ং শাখার উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন যেখানে গ্রামীণের বিশেষজ্ঞরা গ্রামীণ ক্ষুদ্রঋণ কার্যক্রম প্রতিষ্ঠায় সহায়তা দিয়ে যাচ্ছেন। তিনি লুওয়ং রয়্যাল মুডু হোটেলে লুওয়ং রুরাল কমার্শিয়াল ব্যাংক ও গ্রামীণ চায়নার মধ্যকার সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে সমবেত ৩০০ অভ্যাগতের উদ্দেশ্যে বক্তৃতা দেন। গ্রামীণ মডেল ব্যবহার করে দারিদ্র বিমোচন ও অন্তর্ভুক্তিমূলক অর্থায়ন নিশ্চিত করতে প্রতিষ্ঠান দু’টি একযোগে কাজ করবে।
লুওয়ং থেকে প্রফেসর ইউনূস হেনান প্রদেশের রাজধানী জিয়াংজৌ গমন করেন যা চৈনিক সভ্যতার জন্মভূমি হিসেবে সুপরিচিত।
প্রফেসর ইউনূস জিয়াংজৌ বিশ্ববিদ্যালয়ে একটি ইউনূস সোশ্যাল বিজনেস সেন্টার প্রতিষ্ঠার লক্ষ্যে বিশ্ববিদ্যালয়টির সাথে একটি সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। এটি চীনে প্রতিষ্ঠিত ৪র্থ ও পৃথিবীর ২৮টি দেশে প্রতিষ্ঠিত ৫৭তম ইউনূস সোশ্যাল বিজনেস সেন্টার। হেনান প্রদেশে অবস্থিত এই বিশ্ববিদ্যালয়টি একটি পাবলিক বিশ্ববিদ্যালয় যেখানে ৫৫,০০০ ¯স্নাতক পর্যায়ের ছাত্র, ১৫,০০০ পূর্ণকালীন স্নাZকোত্তর পর্যায়ের ছাত্র এবং ১১৬টি দেশের প্রায় ১,৮০০ আন্তর্জাতিক ছাত্র অধ্যয়ন করছে। নবপ্রতিষ্ঠিত এই ইউনূস সোশ্যাল বিজনেস সেন্টারটির মাধ্যমে এই বিশ্ববিদ্যালয়ের ছাত্র, শিক্ষক ও গবেষকগণ সমাজের জরুরী সমস্যাগুলো সমাধানের উদ্দেশ্যে সামাজিক ব্যবসার উপর গবেষণা, শিক্ষাদান, প্রায়োগিক গবেষণা, কর্মশালা ও অন্যান্য কর্মকান্ড পরিচালনার সুযোগ পাবেন।
বিশ্ববিদ্যালয়ের পাঁচ শতাধিক শিক্ষক ও ছাত্রদের অংশগ্রহণে আয়োজিত একটি অনুষ্ঠানে প্রফেসর ইউনূসকে জিয়াংজৌ বিশ্ববিদ্যালয়ের সম্মানসূচক অধ্যাপকের পদ প্রদান করা হয়।
প্রফেসর ইউনূস এরপর চায়না কনস্ট্রাকশন ব্যাংকের সাথে যৌথভাবে আয়োজিত “শেনচেন ইনক্লুসিভ ফাইনান্স ল্যাব”-এর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন। এছাড়াও তিনি গুয়ানডং প্রদেশে অবস্থিত চীনের অন্যতম এই শহরটির ঊর্ধ্বতন সরকারী কর্মকর্তাদের সাথে একাধিক বৈঠক করেন যেখানে তিনি শুধুমাত্র অর্থনৈতিক কর্মপন্থার পরিবর্তে সামাজিক ব্যবসার অধীনে সমাজ-মুখী বিভিন্ন পদ্ধতির মাধ্যমে প্রদেশটির উন্নয়নের উপায় বিষয়ে তাঁর চিন্তা-ভাবনা তাঁদের সাথে বিনিময় করেন।
চীনে সামাজিক ব্যবসা সপ্তাহের শেষদিকে প্রফেসর ইউনূস ২৩ জুলাই চাইনিজ ইউনিভার্সিটি অব হংকংয়ে আগমন করেন। উল্লেখ্য যে, গত বছর এই বিশ্ববিদ্যালয়ে একটি ইউনূস সোশ্যাল বিজনেস সেন্টার প্রতিষ্ঠিত হয়েছে। প্রফেসর ইউনূস বিশ্ববিদ্যালয়ের ছাত্র ও শিক্ষকদের উদ্দেশ্যে সম্পদ কেন্দ্রীকরণের ঝুঁকি ও আর্টিফিসিয়াল ইনটেলিজেন্সের বিপদ সম্পর্কে বক্তৃতা দেন।
তাঁর সপ্তাহব্যাপী চীন সফরে প্রফেসর ইউনূস চীনের ৫টি শহর পরিভ্রমণ করেন - বেইজিং, লুওয়ং, জিয়াংজৌ, শেনচেন ও হংকং। তাঁর সফরকালে তিনি তাঁর নতুন গ্রন্থ “A World of Three Zeros”-এর চীনা সংস্করণ উদ্বোধন করেন।
ছবির ক্যাপশন-১: চৈনিক সাম্ম্রা্রাজ্যের প্রাচীনতম চারটি রাজধানীর একটি এবং চৈনিক সভ্যতার অন্যতম সূতিকাগার লুওয়ং নগরীতে গ্রামীণ চায়নার শাখা উদ্বোধনকালে নগরীর মেয়র লিউ ওয়ান কাং এর সাথে প্রফেসর মুহাম্মদ ইউনূস।
ছবির ক্যাপশন-২: চীনে “ইউনূস সামাজিক ব্যবসা সপ্তাহ” চলাকালে বিমানবন্দরে প্রফেসর মুহাম্মদ ইউনূসকে স্বাগত জানাচ্ছেন গ্রামীণ চায়নার শেনচেন শাখার ক্ষুদ্রঋণ কর্মসূচির উপকারভোগীগণ।