X

Type keywords like Social Business, Grameen Bank etc.

Yunus Signs Agreement with Mayor of Paris to Create Inclusive Olympic and Paralympic Games in 2024

Yunus Signs Agreement with Mayor of Paris to Create Inclusive Olympic and Paralympic Games in 2024

Press Release (May 26, 2018)



Caption for Photo: The historic agreement signing ceremony between Yunus Centre Paris and  the organizers   of Paris Olympics and Paralympics 2024  to transform the Olympic Games event to being inclusive and solidarity-driven was signed on 23 May at the Stade de France where the Olympics will take place. Nobel Peace Prize Laureate Professor Yunus, Laura Flessel, French Minister of Sports and Culture, a seven time Olympic gold medalist,   Anne Hidalgo, President of SOLIDEO and Mayor of Paris, Tony Estanguet, President of Paris 2024, and Eric Pliez, President of Les Canaux were present at the agreement signing ceremony .

Nobel Laureate Professor Muhammad Yunus has signed this Wednesday, May 23, 2018 an agreement with the organizers and financiers of Paris Olympics and Paralympics 2024 to transform the Olympic Games event to being inclusive and solidarity-driven. For the first time in the history of the Game, Paris Olympics 2024 is going to be held as an Olympics focusing on social business and the circular economy. It will be done through the creation of IMPACT 2024.  IMPACT 2024 is designed as a platform to galvanize the strengths of the global sporting event for creating social impact.  Paris 2024 and the SOLIDEO are partnering with the Yunus Centre and Les Canaux to achieve this goal.

 

Through Impact 2024, the partnership will leverage the sporting event to further social, environmental and solidarity-based businesses, help create jobs to support the most vulnerable and marginalized communities and utilize the rich solidarity-based business ecosystem in the region. To mark his commitment to the Game’s goal of sustainability and legacy, the Nobel Peace Prize Laureate had been at the venue of Olympic 2024 along with Laura Flessel-Colovic, French Minister of Sports and Culture, a seven time Olympic gold medalist, Anne Hidalgo, President of SOLIDEO and Mayor of Paris, Tony Estanguet, President of Paris 2024, and Eric Pliez, President of Les Canaux where the agreement with Yunus Centre was signed. During the signing ceremony the Mayor Hidalgo called this occasion an historic occasion because from this moment count down has begun to translate a dream of  social Olympic into s reality in the coming six years.

Through this agreement, the Paris 2024 Olympic and Paralympic Games will receive advice and inspiration from Professor Yunus and move towards achieving the goal of a world of three zeros: zero poverty, zero unemployment and zero net carbon emissions. In this regard, the expertise of Yunus Centre Paris and Yunus Sports Hub will be channeled to allow Les Canaux, supporting the social economy ecosystem, to kick-start IMPACT 2024. The activities will be overseen by a strategic steering committee comprised of the signatories, including Professor Yunus.

During his visit to Paris, Professor Yunus had meetings with several organizations and individuals supporting sports for inclusivity. He held meeting with Detlef Dumon, President of ICSSPE (International Council for Sports Science and Physical Education). It is the world’s largest network of institutions concerned with sports, sports science, and physical education and an associated body of the UNESCO that accounts for millions of people. Professor Yunus also met with Kabubu, one of the teams to be rewarded at the Hackathon on sports and refugees. The Hackathon was organized by Paris 2024 and Techfugees to facilitate access of sports for refugees and add to the inclusivity dimension. The Professor also had a meeting with Decathlon & Sports Heroes Group.

Professor Yunus delivered a lecture to master class students in HEC Paris and later had dinner with the HEC Paris team. He has also attended the launch of University of Sorbonne Chair for Sustainable Cities that will work to mobilize entrepreneurship and innovation. Professor Yunus further held discussion with Pierre Dubuc, CEO and Marine Plossu, Project Leader of OpenClassrooms, a leading online education platform in France. He spoke about his engagement with Paris 2024, his ambitions and recommendations to make it a successful event in an interview with Sandrine Lefevre of Le Parisien. He was also interviewed by Patrick Honauer, renowned entrepreneur of Food Network, to discuss on social gastronomy movement that reconnects people and food.

He held meetings with the high officials of global headquarters of BNP Paribas Bank the largest bank of Europe to organize financing of social businesses which will be created in France in the coming years. The bank is already getting ready with a dedicated staff and ear-marked a large amount of money to finance social businesses.

 

End

 

প্রেস রিলিজ

২০২৪ সালে অন্তর্ভূক্তিমূলক অলিম্পিক ও প্যারালিম্পিক গেম্স আয়োজনে প্রফেসর ইউনূসের সাথে প্যারিসের মেয়রের চুক্তি স্বাক্ষর

গত ২৩ মে ২০১৮ বুধবার অলিম্পিক গেম্সকে একটি অন্তর্ভূক্তিমূলক ও সংহতিভিত্তিক ক্রীড়ানুষ্ঠানে পরিণত করার লক্ষ্যে প্যারিস অলিম্পিক ও প্যারালিম্পিক ২০২৪-এর আয়োজক ও অর্থায়নকারীদের সাথে নোবেল লরিয়েট প্রফেসর মুহাম্মদ ইউনূসের একটি চুক্তি স্বাক্ষরিত হয়। অলিম্পিক গেমসের ইতিহাসে এই প্রথম সামাজিক ব্যবসা ও চক্রাকার অর্থনীতিকে মূল বিষয়বস্তু করে প্যারিস অলিম্পিক ২০২৪ আয়োজিত হতে যাচ্ছে। আর এটা করা হচ্ছে “ইমপ্যাক্ট ২০২৪” (IMPACT 2024) সৃষ্টির মাধ্যমে। একটি প্ল্যাটফর্ম হিসেবে তৈরী ইমপ্যাক্ট ২০২৪ এর কাজ হচ্ছে সামাজিক অভিঘাত সৃষ্টির মাধ্যমে বিশ্ব ক্রীড়াকে আরো শক্তিশালী করা। এই লক্ষ্যে প্যারিস ২০২৪ কমিটি ও সলিদেও (SOLIDEO) ইউনূস সেন্টার ও ল্য ক্যানঅ-র সাথে একযোগে কাজ করে যাচ্ছে।

ইমপ্যাক্ট ২০২৪ এর মাধ্যমে সৃষ্ট এই সহযোগিতা থেকে সামাজিক, পরিবেশগত ও সংহতিভিত্তিক ব্যবসার প্রসার, সমাজের সবচেয়ে দুর্বল ও প্রান্তিক অবস্থানে থাকা গোষ্ঠীগুলোকে সহায়তা করতে কর্মসংস্থান সৃষ্টি এবং এই অঞ্চলের সমৃদ্ধ সংহতিভিত্তিক ব্যবসায় ইকোসিস্টেমের ব্যবহার সম্ভব হবে। অলিম্পিককে একটি টেকসই গেম্সে পরিণত করতে তাঁর প্রতিশ্রুতির নিদর্শন হিসেবে নোবেল শান্তি পুরস্কার জয়ী প্রফেসর মুহাম্মদ ইউনূস অলিম্পিক ২০২৪-এর অনুষ্ঠাস্থল পরিদর্শন করেন যেখানে ইউনূস সেন্টারের সাথে চুক্তিটি স্বাক্ষরিত হয়। তাঁর সঙ্গে ছিলেন সাতবার অলিম্পিক স্বর্ণপদক জয়ী ফরাসী ক্রীড়া ও সংস্কৃতিমন্ত্রী লরা ফ্লেসেল-কলোভিক, সলিদেও-র প্রেসিডেন্ট ও প্যারিসের মেয়র অ্যান হিদালগো, প্যারিস ২০২৪-এর প্রেসিডেন্ট টনি এস্তানগুয়ে এবং ল্য ক্যানঅ-র প্রেসিডেন্ট এরিক প্লাইয়েজ। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে মেয়র হিদালগো বলেন যে, এটি একটি ঐতিহাসিক অনুষ্ঠান কেননা এখন থেকে ছয় বছর একটি সামাজিক অলিম্পিক অনুষ্ঠান আয়োজনের যে স্বপ্ন আমরা দেখছি তা বাস্তবায়নের ক্ষণগণনা এই মুহূর্ত থেকে শুরু হলো।

এই চুক্তির মাধ্যমে প্যারিস অলিম্পিক ২০২৪ ও প্যারালিম্পিক গেম্স প্রফেসর ইউনূসের পরামর্শ ও প্রেরণা নিয়ে একটি “তিন শূন্য” অর্থাৎ শূন্য দারিদ্র, শূন্য বেকারত্ব ও শূন্য নীট কার্বন নিঃসরণের পৃথিবী গড়ে তোলার লক্ষ্যে এগিয়ে যাবে। এক্ষেত্রে ইউনূস সেন্টার প্যারিস ও ইউনূস স্পোর্টস হাব ইমপ্যাক্ট ২০২৪ চালুর মাধ্যমে এই সামাজিক অর্থনীতি ইকোসিস্টেমের সহায়তায় ল্য ক্যানঅ-র সাথে কাজ করে যাবে। এই কর্মকান্ড তত্ত্বাবধান করবেন প্রফেসর ইউনূস সহ চুক্তিতে স্বাক্ষরকারীদের সমন্বয়ে গঠিত একটি কৌশলগত পরিচালনা কমিটি।

তাঁর প্যারিস সফরকালে প্রফেসর ইউনূস অন্তর্ভূক্তিমূলক ক্রীড়ার সমর্থক বেশ ক’জন ব্যক্তি ও প্রতিষ্ঠানের সাথে বৈঠক করেন। এঁদের একজন ইন্টারন্যাশনাল কাউন্সিল ফর স্পোর্টস সায়েন্স এন্ড ফিজিক্যাল এডুকেশন (ICSSPE)-এর  সভাপতি দেতলেফ দুমন। ICSSPE ক্রীড়া, ক্রীড়া বিজ্ঞান ও শারীরিক শিক্ষার সাথে যুক্ত পৃথিবীর বৃহত্তম প্রাতিষ্ঠানিক নেটওয়ার্ক। ইউনেস্কোর এই সহযোগী প্রতিষ্ঠানটি পৃথিবীর লক্ষ লক্ষ মানুষের প্রতিনিধিত্ব করে। তিনি স্পোর্টস ও রিফিউজিদের জন্য হেকাথলনে পুরস্কার পেতে যাওয়া দলগুলোর একটি “কাবুবু”-র সাথে সাক্ষাৎ করেন। প্যারিস ২০২৪ ও “টেকফিউজিস” আয়োজিত এই হেকাথলনের উদ্দেশ্য খেলাধুলাকে উদ্বাস্তুদের কাছে নিয়ে যাওয়া ও অন্তর্ভূক্তিমূলক ক্রীড়ার লক্ষ্যকে আরো এগিয়ে নেয়া। প্রফেসর ইউনূস “ডেকাথলন এন্ড স্পোর্টস হিরোজ গ্রুপ”-এর সাথে একটি বৈঠকও করেন।

প্রফেসর ইউনূস এইচইসি প্যারিস-এ একটি ¯¯œvতকোত্তর ক্লাশে লেকচার দেন এবং পরে এইচইসি প্যারিস টিমের সাথে নৈশভোজে অংশ নেন। এছাড়াও তিনি “ইউনিভার্সিটি অব সরবর্ণ চেয়ার ফর সাসটেইনেবল সিটিজ”-এর উদ্বোধনী অনুষ্ঠানের যোগ দেন যা ব্যবসায় উদ্যোগ ও উদ্ভাবনার প্রসারে কাজ করবে। তিনি ফান্সের নেতৃস্থানীয় অনলাইন শিক্ষা প্ল্যাটফর্ম “ওপেনক্লাশরুম্স”-এর প্রধান নির্বাহী পিয়েরে দুবুক ও প্রকল্প প্রধান ম্যারিন প্লজু-র সাথে বৈঠক করেন। তিনি ল্য প্যারিসিয়েন-এর ল্যফেভরের সাথে একটি সাক্ষাৎকারে প্যারিস ২০২৪ এর সাথে তাঁর সম্পর্ক, তাঁর উচ্চাশা এবং প্যারিস ২০২৪-কে একটি সফল অনুষ্ঠানে পরিণত করতে তাঁর বিভিন্ন সুপারিশ নিয়ে কথা বলেন। এছাড়াও তিনি প্রখ্যাত ফুড নেটওয়ার্ক উদ্যোক্তা প্যাট্রিক হনয়রের সাথে একটি সাক্ষাৎকারে মানুষ ও খাদ্যকে পুনঃসংযুক্তকারী সোশ্যাল গ্যাসট্রোনমি আন্দোলন নিয়ে আলোচনা করেন।

প্যারিসে প্রফেসর ইউনূস বিএনপি পারিবাস ব্যাংকের বৈশ্বিক সদর দপ্তরের উচ্চপদস্থ কর্মকর্তাদের সাথে অদূর ভবিষ্যতে ফ্রান্সে প্রতিষ্ঠিত হতে যাওয়া সামাজিক ব্যবসাগুলোর অর্থায়নের আয়োজন বিষয়ক একাধিক বৈঠক করেন। ব্যাংকটি ইতোমধ্যেই সামাজিক ব্যবসায়ে অর্থায়নের উদ্দেশ্যে একটি পৃথক কর্মীবাহিনী ও একটি বিশেষ বৃহৎ তহবিল সৃষ্টির প্রস্তুতি নিয়েছে।

-----