X

Type keywords like Social Business, Grameen Bank etc.

IOC President Welcomes Professor Yunus at Lausanne

IOC President Welcomes Professor Yunus at Lausanne

Press Release (May 20, 2018)

Nobel Laureate Professor Muhammad Yunus and the President of International Olympic Committee (IOC) Mr Thomas Bach in a discussion for mainstreaming  social business in the sports world at the IOC headquarter at Lausanne on May 15, 2018.

On May 15, Nobel Laureate Professor Muhammad Yunus met IOC President Thomas Bach at the International Olympic Committee   (IOC)    head quarters in Lausanne.  Professor Yunus was invited by him to discuss the details of collaboration between Yunus Centre and IOC for mainstreaming social business in the sports world. Thomas Bach shared the thrilling experiences organising the joint march of the South and North Korean teams under the specially designed common flag at the opening ceremony of the PyeongChang Winter Olympic Games. Professor Yunus attended the Winter Olympic at PyeongChang as a personal guest of Thomas Bach. During this meeting Thomas Bach invited Yunus to attend the Youth Summer Games 2018 which will be held at Buenos Aires, Argentina in October this year. Mr Bach also invited him to address the Olympism in Action Forum that will take place at Buenos Aires during the Youth Summer Games.

 

They both discussed other areas of opportunities for youth engagement and former athletes’ reconversion.

Professor Yunus also met Olivier Mutter who is in charge of Sustainability Policies for the Lausanne 2020 Youth Winter Games. Both discussed the opportunities to organize inclusive and sustainable Youth Games in Lausanne and beyond.

On May 16th, Professor Yunus addressed the SPOT conference about innovation in sport, organized by ThinkSport and Ecole Polytechnique Fédérale de Lausanne (EPFL).

Professor Yunus was a keynote speaker at a conference of 700 leaders of sport businesses, sport start ups, sport NGOs and sport governing bodies on “How sports can contribute to a world of three zeros”.  In the same afternoon, 30 people joined him at the workshop organized by the EPFL’s Yunus Social Business Centre on how to create a social business in sport.

End

 

প্রেস রিলিজ

লুজান-এ প্রফেসর ইউনূসকে স্বাগত জানালেন অলিম্পিক প্রেসিডেন্ট

১৫ মে ২০১৮ সুইজারল্যান্ডের লুজানে অবস্থিত আন্তর্জাতিক অলিম্পিক কমিটির সদর দপ্তরে অলিম্পিক প্রেসিডেন্ট টমাস বাখের সাথে বৈঠক করেন নোবেল লরিয়েট প্রফেসর মুহাম্মদ ইউনূস। সামাজিক ব্যবসাকে ক্রীড়া বিশ্বের মূলধারায় নিয়ে আসতে ইউনূস সেন্টার ও আন্তর্জাতিক অলিম্পিক কমিটির মধ্যকার সহযোগিতা বিষয়ে বিস্তারিত আলোচনা করতে অলিম্পিক প্রেসিডেন্ট অলিম্পিক সদর দপ্তরে প্রফেসর ইউনূসকে আমন্ত্রণ জানিয়েছিলেন। অলিম্পিক প্রেসিডেন্ট পিয়ংচ্যাংয়ে অনুষ্ঠিত শীতকালীন অলিম্পিক গেমসের উদ্বোধনী অনুষ্ঠানে উত্তর ও দক্ষিণ কোরিয়ার দুই দলের বিশেষভাবে ডিজাইন করা একটি অভিন্ন পতাকা নিয়ে সম্মিলিত কুচকাওয়াজ আয়োজনের চমকপ্রদ অভিজ্ঞতার কথা প্রফেসর ইউনূসের কাছে বর্ণনা করেন। উল্লেখ্য যে, অলিম্পিক প্রেসিডেন্ট টমাস বাখের বিশেষ অতিথি হিসেবে প্রফেসর ইউনূস পিয়ংচ্যাং শীতকালীন অলিম্পিক গেমসে যোগ দেন। তাঁদের আলোচনাকালে টমাস বাখ প্রফেসর ইউনূসকে এ বছরের অক্টোবরে আর্জেন্টিনার বুয়েন্স আয়েরসে অনুষ্ঠেয় “ইয়ুথ সামার গেম্স ২০১৮”-এ যোগদানের আমন্ত্রণ জানান। ইয়ুথ সামার গেম্সের সমান্তরালে বুয়েনস আয়েরসে অনুষ্ঠেয় “অলিম্পিজম ইন অ্যাকশন ফোরাম”-এ ভাষণ দেবার জন্যও তিনি প্রফেসর ইউনূসকে অনুরোধ করেন।

এছাড়াও তরুণদের অংশগ্রহণ ও প্রাক্তন অ্যাথলেটদের পুনঃরূপান্তরের সম্ভাবনার ক্ষেত্রগুলো নিয়েও দু’জনের মধ্যে আলোচনা হয়।

প্রফেসর ইউনূস এছাড়াও “লুজান ২০২০ ইয়ুথ উইন্টার গেম্স”-কে টেকসই করার লক্ষ্যে নীতি নির্ধারণের দায়িত্বে নিয়োজিত ওলিভিয়ার মুটারের সাথে বৈঠক করেন। তাঁরা লুজানে ও পরবর্তীতে অন্তর্ভূক্তিমূলক ও টেকসই যুব ক্রীড়া আয়োজনের সম্ভাবনা নিয়েও আলোচনা করেন।

১৬ মে ২০১৮ প্রফেসর ইউনূস “থিংকস্পোার্টস” এবং ”ইকোল পলিটেকনিক ফেডারেল দ্য লুজান” (EPFL) কর্তৃক আয়েজিত ক্রীড়া ক্ষেত্রে উদ্ভাবন বিষয়ক “SPOT” সম্মেলনে বক্তৃতা দেন।

প্রফেসর ইউনূস ক্রীড়া ব্যবসা, নতুন সৃষ্ট ক্রীড়া প্রতিষ্ঠান, অলাভজনক ক্রীড়া প্রতিষ্ঠান এবং বিভিন্ন ক্রীড়া প্রতিষ্ঠানের পরিচালনা পরিষদের ৭০০ জন নেতার অংশগ্রহণে আয়োজিত একটি সম্মেলনে “একটি তিন শূন্য’র পৃথিবী গড়ে তুলতে ক্রীড়ার ভূমিকা” শীর্ষক মূল ভাষণ দেন। ঐ দিনই বিকেলে তিনি ইকোল পলিটেকনিক ফেডারেল দ্য লুজানের ইউনূস সোশ্যাল বিজনেস সেন্টার আয়োজিত “ক্রীড়া ক্ষেত্রে কীভাবে সামাজিক ব্যবসা সৃষ্টি করা যায়” বিষয়ক ৩০ জনের একটি কর্মশালায় অংশ নেন।

----