X

Type keywords like Social Business, Grameen Bank etc.

Yunus Meets the Chief Minister of Orissa and Addresses the top Officials of Orissa Government.

Yunus Meets the Chief Minister of Orissa and Addresses the top Officials of Orissa Government.

Press Release

Chief Minister of Odisha, Naveen Patnaik welcomed Nobel Laureate Professor Muhammad Yunus at his residence. They discussed about collaboration in social business with Yunus Centre for the benefit especially of the indegenious people of the State of Orissa.

In a visit to Bhubaneswar, as a State Guest of State Government of Orissa, Nobel Laureate Profrssor Muhamnad Yunus addressed the ministers and top civil servants of the Orissa government organized by the government sponsored  by the Orissa Knowledge Hub  at the State government Secretariat in Bhubaneswar. At the end of the event Prof. Yunus held an one on one discussion with the Hon’ble Minister Food Supplies & Consumer Welfare and Cooperation Sri Surya Narayan Patra, Chief Secretary Sri Aditya Prasad Padhi, Development Commissioner and Additional Chief Secretary Sri R. Balakrishnan. The lecture was also attended by several ministers, a large number of secretaries, and other dignitaries from the State Government, academia, and non-profit sector of Orissa on micro finance, social business and entrepreneurship for poverty reduction. The talk was connected via video to district collectors and administrators in 30 other districts, who also participated in the discussion. Hon’ble Minister Finance and Excise Sri Sashi Bhusan Behera presented Professor Yunus with a memento to commemorate his visit.

 

During his stay Nobel Laureate Professor Yunus was invited by the  Chief Minister of Orissa , Naveen Patnaik at his residence Naveen Nivas to hold a discussion on poverty alleviation, upgrading microcredit in the region and empowering women in the process, especially tribal women. Prof. Yunus lauded the State Government’s initiatives in this regard saying “The way by which the State Government is making continuous efforts to eradicate poverty is indeed praiseworthy” to the media, post meeting.

Nobel laureate Professor Muhammad Yunus was honored with the 11th KISS Humanitarian Award 2018 at a function held in Kalinga Institute of Social Sciences, Bhubaneswar. At the event, Prof. Yunus addressed over 1000 attendees where he emphasized on the mobilization of one’s imagination to overcome the issues in India owing to wealth concentration. The event was attended by the State dignitaries where Saswati Bal, President of KIIT and KISS, and Achyuta Samanta, Founder of KIIT and KISS presented the award to Prof. Yunus.

KISS is a remarkable educational institution providing free schooling and higher education to over 27000 indigenous students in Bhubaneswar, India. Founded by Achyuta Samanta, who also founded Kalinga Institute of Industrial Technology (KITT), KISS is subsidized through the returns from KIIT. Achyuta Samanta, a social entrepreneur supporting and uplifting tribal youth’s education and employment, has also recently been elected as the Rajya Sabha Member of Parliament.

Professor Yunus also launched his latest book, “A World of Three Zeros” at an event organized by Kadambini, a local magazine in Bhubaneswar. The book launch took place in the Mango Orchard of the Trident Hotel in Bhubaneswar attended by local dignitaries, writers, activists and journalists. After the launch of the book, there was a conversation moderated by Dr Suraj Kumar between Professor Yunus and actor/activist Rahul Bose, who also is a social business enthusiast, on the themes of the book, especially discussing about the role that technology and sports can play in social transformation.

Prof. Yunus formalised  the association with KISS through the creation of a Yunus Social Business Centre (YSBC) at KISS. The YSBC has been initiated through the signing of an MoU between Yunus Centre and KISS by their respective representatives, Prof. Yunus and Achyuta Samanta. The YSBC at KISS is set to act as a research centre that undertakes academic and action research programme to drive entrepreneurship among the tribal youth in Chhattisgarh and uplift the economic condition of the community.

End

 

প্রেস রিলিজ

উড়িষ্যার মুখ্যমন্ত্রীর সাথে বৈঠক করলেন প্রফেসর ইউনূস, ভাষণ দিলেন উড়িষ্যা সরকারের শীর্ষ কর্মকর্তাদের উদ্দেশ্যে

উড়িষ্যা সরকারের আমন্ত্রিত অতিথি হিসেবে সম্প্রতি রাজ্যটির রাজধানী ভুবনেশ্বর সফরকালে নোবেল লরিয়েট প্রফেসর মুহাম্মদ ইউনূস উড়িষ্যা সরকারের মন্ত্রীবৃন্দ ও উচ্চপদস্থ সরকারী কর্মকর্তাদের উদ্দেশ্যে রাজ্যটির সচিবালয়ে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে ভাষণ দেন।

প্রফেসর ইউনূসের ভাষণ শুনতে অনুষ্ঠানে যোগ দেন রাজ্যটির বেশ কয়েকজন মন্ত্রী, বহু সংখ্যক সচিব ও রাজ্য সরকারের বিশিষ্ট কর্মকর্তাগণ, শিক্ষক সমাজের প্রতিনিধিবৃন্দ এবং দারিদ্র বিমোচন ও ক্ষুদ্রঋণের সাথে যুক্ত বিভিন্ন অলাভজনক প্রতিষ্ঠানের নেতৃবৃন্দ ও সামাজিক ব্যবসা উদ্যোক্তগণ। অন্যান্য ৩০টি জেলার কালেক্টর ও প্রশাসকগণ ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই অনুষ্ঠানে যোগ দেন এবং আলোচনায় অংশ নেন। অর্থ ও শুল্ক মন্ত্রী শ্রী শশীভূষণ বেহেরা আনুষ্ঠানিকভাবে উপস্থিত সকলের সাথে প্রফেসর ইউনূসকে পরিচয় করিয়ে দেন এবং রাজ্য সরকারের পক্ষ থেকে তাঁকে স্মারকচিহ্ন উপহার দেন।

অনুষ্ঠান শেষে প্রফেসর ইউনূস রাজ্যটির খাদ্য সরবরাহ এবং ভোক্তা কল্যাণ ও সহযোগিতা মন্ত্রী শ্রী সূর্য নারায়ণ পাত্র, মুখ্য সচিব শ্রী আদিত্য প্রসাদ পাধি এবং উন্নয়ন কমিশনার ও অতিরিক্ত মুখ্য সচিব শ্রী আর. বালাকৃষ্ণণের সাথে পৃথক পৃথক বৈঠক করেন।

তাঁর উড়িষ্যা সফরকালে উড়িষ্যার মুখ্যমন্ত্রী নবীন পাটনাইক প্রফেসর ইউনূসকে তাঁর বাসভবন “নবীন নিবাস”-এ আমন্ত্রণ জানান যেখানে তাঁরা এই রাজ্যে দারিদ্র বিমোচন ও ক্ষুদ্রঋণের উন্নয়ন এবং এই প্রক্রিয়ায় নারীদের বিশেষ করে আদিবাসী নারীদের ক্ষমতায়ন নিয়ে আলোচনা করেন। আলোচনা শেষে প্রফেসর ইউনূস এ সকল ক্ষেত্রে রাজ্য সরকারের বিভিন্ন উদ্যোগের প্রশংসা করে মিডিয়ার নিকট বলেন যে, দারিদ্র বিমোচনে উড়িষ্যা সরকারের ক্রমাগত চেষ্টা ও সাফল্য সত্যিই অসামান্য।

ভুবনেশ্বরে অবস্থিত কলিংগ ইনস্টিটিউট অব সোশ্যাল সায়েন্স সংস্থাটিতে আয়োজিত একটি বিশেষ অনুষ্ঠানে নোবেল লরিয়েট প্রফেসর মুহাম্মদ ইউনূসকে “১১শ কলিংগ ইনস্টিটিউট অব সোশ্যাল সায়েন্স হিউম্যানিটারিয়ান অ্যাওয়ার্ড ২০১৮”-এ ভূষিত করে।

রাজ্যের বিশিষ্ট ব্যক্তিবর্গসহ সহ¯্রাধিক অভ্যাগতের অংশগ্রহণে আয়োজিত এই অনুষ্ঠানে প্রফেসর ইউনূস সম্পদের কেন্দ্রীকরণ ভারতীয় সমাজে যে সকল সমস্যার সৃষ্টি করছে তা থেকে নিষ্কৃতি পেতে যার যার কল্পনাশক্তিকে কাজে লাগানোর উপর জোর দেন। কলিংগ ইনস্টিটিউট অব সোশ্যাল সায়েন্স এবং কলিংগ ইনস্টিটিউট অব ইন্ডাষ্ট্রিয়াল টেকনোলজীর প্রেসিডেন্ট শ্বাশতী বালা এবং উভয় প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা অচ্যুত সামন্ত প্রফেসর ইউনূসের হাতে পুরস্কার তুলে দেন।

কলিংগ ইনস্টিটিউট অব সোশ্যাল সায়েন্স একটি অসাধারণ শিক্ষা প্রতিষ্ঠান যা ভুবনেশ্বরের ২৭ হাজারেরও অধিক আদিবাসী ছাত্রকে বিনামূল্যে স্কুল ও উচ্চ শিক্ষা দিয়ে আসছে। অচ্যুত সামন্ত কর্তৃক প্রতিষ্ঠিত এই প্রতিষ্ঠানটি তাঁরই প্রতিষ্ঠিত কলিংগ ইনস্টিটিউট অব ইন্ডাষ্ট্রিয়াল টেকনোলজীর আয় থেকে ভরতুকি পেয়ে থাকে। উল্লেখ্য যে, ভারতের বিশিষ্ট সামাজিক উদ্যোক্তা অচ্যুত সামন্ত আদিবাসী তরুণদের শিক্ষা ও কর্মসংস্থানের লক্ষ্যে দীর্ঘদিন ধরে কাজ করে আসছেন এবং সম্প্রতি তিনি রাজ্য সভার সদস্য নির্বাচিত হয়েছেন।

প্রফেসর ইউনূস ভুবনেশ্বরের বিশিষ্ট স্থানীয় পত্রিকা “কাদম্বিনী” কর্তৃক আয়োজিত একটি অনুষ্ঠানে তাঁর সর্বশেষ গ্রন্থ “A World of Three Zeros” উদ্বোধন করেন। ভুবনেশ্বরের ট্রাইডেন্ট হোটেলের “আম বাগান”-এ আয়োজিত এই অনুষ্ঠানে যোগ দেন স্থানীয় বিশিষ্ট ব্যবসায়ী, রাজনীতিবিদ, শিক্ষাবিদ, সাহিত্যিক, সমাজকর্মী ও সাংবাদিকবৃন্দ। গ্রন্থটি উদ্বোধনের পর ড. সুরাজ কুমারের সঞ্চালনায় প্রফেসর ইউনূস এবং ভারতের বিশিষ্ট অভিনেতা ও সমাজকর্মী এবং সামাজিক ব্যবসার সমর্থক রাহুল বোসের মধ্যে বইটির বিষয়বস্তু বিশেষ করে সামাজিক পরিবর্তনে প্রযুক্তি ও ক্রীড়ার ভূমিকা নিয়ে এক মনোজ্ঞ আলোচনা অনুষ্ঠিত হয়।

প্রফেসর ইউনূস কর্তৃক কলিংগ ইনস্টিটিউট অব সোশ্যাল সায়েন্সে একটি “ইউনূস সোশ্যাল বিজনেস সেন্টার” প্রতিষ্ঠার মাধ্যমে প্রতিষ্ঠানটির সাথে ইউনূস সেন্টারের আনুষ্ঠানিক সম্পর্ক স্থাপিত হয়। ইউনূস সেন্টারের পক্ষে প্রফেসর ইউনূস এবং কলিংগ ইনস্টিটিউট অব সোশ্যাল সায়েন্সের পক্ষে অচ্যুত সামন্ত এ লক্ষ্যে একটি সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। নতুন প্রতিষ্ঠিত এই ইউনূস সোশ্যাল বিজনেস সেন্টারটি ছত্রিশগড়ের আদিবাসী তরুণদের উদ্যোক্তায় পরিণত করতে এবং এলাকার অর্থনৈতিক উন্নয়নে বিভিন্ন একাডেমিক ও প্রায়োগিক গবেষণা কর্মসূচি পরিচালনা করতে একটি গবেষণা কেন্দ্র হিসেবে কাজ করবে।

ছবির ক্যাপশন: উড়িষ্যার মুখ্যমন্ত্রী নবীন পাটনাইক প্রফেসর ইউনূসকে তাঁর বাসভবনে স্বাগত জানান। তাঁরা উড়িষ্যা রাজ্যের বিশেষ করে এর আদিবাসী জনগোষ্ঠীর কল্যাণে সামাজিক ব্যবসায়ে ইউনূস সেন্টারের সহযোগিতা নিয়ে আলোচনা করেন।

-----