Yunus Addresses "Future of Finance" Conference For Top CEOs & Bankers at Imperial College London
Press Release (23 April, 2018)
Nobel Laureate Professor Muhammad Yunus presents keynote speech at ‘The Future of Finance’ conference at the Business School of Imperial College London.
Nobel Laureate Professor Muhammad Yunus presented keynote speech at ‘The Future of Finance’ conference at the Business School of Imperial College London. Professor Yunus called upon financial regulators and policymakers to design a new financial system which will deliver services to all people, not just the rich. He called financial services as financial oxygen for the poor. Present financial system has created a ticking time bomb by creating wealth concentration in the hands of handful of people. He also highlighted the need for urgent remodeling of business education to focus on producing entrepreneurs and social business entrepreneurs rather than traditional job-ready graduates to fit into the slots of companies. He emphasized the role of technology and creativity of the youth in facilitating entrepreneurship.
CEO of Lloyds Banking Group, António Horta Osório, and Executive Director, Financial Stability Strategy and Risk, Bank of England Alex Brazier attended the conference. Other high profile guests at the conference included the CEO of Megan Butler, Director of Supervision – Investment, Wholesale and Specialist at the Financial Conduct Authority, Luke Ellis, CEO of the Man Group, Daniel Masters, Director, Global Advisors Bitcoin Investment Fund, Sir Andrew Dilnot, Chair, UK Statistics Authority and Nigel Wilson, the CEO, of Legal & General Group.
He raised the question whether we should have conference on the future of present financial system or rather have conference on the designing of the future financial system.
The conference, third of its kind, explored future global challenges and opportunities in the finance sector, and their likely effect on policy and practice. Professor Francisco Veloso, Dean of Imperial College Business School, said: “As part of Imperial College London, intellectual insight and research leadership are at the core of our identity; we are uniquely positioned to advance our understanding of areas critical to today’s world by combining technological and business understanding.”
During his stay he was also interviewed on social business, microfinance and the global economy by the Financial Times of London.
Nobel Laurate Professor Muhammad Yunus with the President of Imperial College London, Ms Alice Gast.
-- End --
প্রেস রিলিজ
লন্ডন ইম্পেরিয়াল কলেজে অনুষ্ঠিত “ফিউচার অব ফাইনান্স” সম্মেলনে শীর্ষ নির্বাহী ও ব্যাংকারদের উদ্দেশ্যে ভাষণ দিলেন প্রফেসর ইউনূস
লন্ডন ইম্পেরিয়াল কলেজের বিজনেস স্কুলে অনুষ্ঠিত “দি ফিউচার অব ফাইনান্স” সম্মেলনে মূল ভাষণ দিয়েছেন নোবেল লরিয়েট প্রফেসর মুহাম্মদ ইউনূস। তাঁর ভাষণে প্রফেসর ইউনূস আর্থিক খাতের নিয়ন্ত্রক ও নীতিনির্ধারকদেরকে এমন একটি আর্থিক ব্যবস্থা গড়ে তোলার আহ্বান জানান যা শুধু ধনীদের নয়, বরং সমাজের সকল মানুষের স্বার্থে কাজ করবে। তিনি আর্থিক সেবাকে দরিদ্রদের জন্য আর্থিক অক্সিজেন হিসেবে আখ্যায়িত করে বলেন যে, বর্তমান আর্থিক ব্যবস্থাটি স্বল্প সংখ্যক মানুষের হাতে সম্পদ কেন্দ্রীকরণের মাধ্যমে একটি বিস্ফোরণোন্মূখ টাইম বোমায় পরিণত হয়েছে। তিনি ব্যবসায় শিক্ষার সংস্কারের উপরও জোর দেন যাতে শিক্ষা প্রতিষ্ঠানগুলো বর্তমানে প্রচলিত প্রথায় কোম্পানীগুলোর জন্য তাদের চাহিদা মাফিক রেডিমেড গ্র্যাজুয়েট তৈরী করার পরিবর্তে বরং উদ্যোক্তা ও সামাজিক ব্যবসা উদ্যোক্তা সৃষ্টি করতে পারে। তিনি তরুণদেরকে উদ্যোক্তায় পরিণত করতে প্রযুক্তি ও সৃষ্টিশীলতার ভূমিকার উপরও গুরুত্ব আরোপ করেন।
লয়েড্স ব্যাংকিং গ্রুপের প্রধান নির্বাহী অ্যান্টোনিও হরতা অসরিও এবং ব্যাংক অব ইংল্যান্ডের ফাইনান্সিয়াল স্ট্যাবিলিটি স্ট্র্যাটেজি অ্যান্ড রিস্ক-এর নির্বাহী পরিচালক অ্যালেক্স ব্রেজিয়ের সম্মেলনে যোগ দেন। সম্মেলনে অংশগ্রহণকারী অন্যান্য উচ্চপদস্থ নির্বাহীদের মধ্যে ছিলেন মেগান বাটলার-এর প্রধান নির্বাহী, ইনভেস্টমেন্ট-এর পরিচালক তত্ত্বাবধান, ফাইনান্সিয়াল কনডাক্ট অথরিটি-র হোলসেল এন্ড স্পেশালিস্ট, ম্যান গ্রুপ-এর প্রধান নির্বাহী লিউক এলিস, গ্লোবাল অ্যাডভাইজারস বিটকয়েন ইনভেস্টমেন্ট ফান্ড-এর পরিচালক ড্যানিয়েল মাস্টারস, ইউকে স্ট্যাটিসটিক্স অথরিটির চেয়ারপার্সন স্যার অ্যান্ড্রু ডিলনট, লিগ্যাল এন্ড জেনারেল গ্রুপ-এর প্রধান নির্বাহী নাইজেল উইলসন প্রমুখ।
সম্মেলনে উপস্থিত অংশগ্রহণকারীদের কাছে প্রফেসর ইউনূস প্রশ্ন করেন, আমরা কি বর্তমান আর্থিক ব্যবস্থার ভবিষ্যত নিয়ে সম্মেলন করবো, নাকি একটি ভবিষ্যতের আর্থিক ব্যবস্থা নির্মাণের উপর সম্মেলন করবো?
এই সম্মেলনটি ছিল এ ধরনের তৃতীয় সম্মেলন যেখানে আর্থিক খাতের বিভিন্ন বৈশ্বিক সমস্যা ও সুযোগ এবং নীতি ও চর্চার উপর এগুলোর সম্ভাব্য প্রভাব বিশ্লেষণ করা হয়। ইম্পেরিয়াল কলেজ বিজনেস স্কুলের ডীন প্রফেসর ফ্রান্সিসকো ভেলোসো বলেন: ইম্পেরিয়াল কলেজ লন্ডনের অংশ হিসেবে বৃদ্ধিবৃত্তিক দূরদৃষ্টি ও গবেষণা নেতৃত্ব হচ্ছে আমাদের মূল স্বকীয়তা; প্রযুক্তি ও ব্যবসা বিষয়ক জ্ঞানকে সমন্বিত করে বর্তমান বিশ্বের জন্য গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে আমাদের উপলদ্ধি ও জ্ঞানকে এগিয়ে নিয়ে যাবার মতো অনবদ্য অবস্থানে রয়েছি আমরা।
প্রফেসর ইউনূসের লন্ডন অবস্থানকালে লন্ডনের বিখ্যাত পত্রিকা “ফাইনান্সিয়াল টাইম্স” সামাজিক ব্যবসা, ক্ষুদ্রঋণ ও বিশ্ব অর্থনীতির উপর তাঁর একটি সাক্ষাৎকার গ্রহণ করে।
ছবির ক্যাপশন-১: ইম্পেরিয়াল কলেজ লন্ডনের প্রেসিডেন্ট মিস এলিস গাস্টের সাথে নোবেল লরিয়েট প্রফেসর মুহাম্মদ ইউনূস।
ছবির ক্যাপশন-২: নোবেল লরিয়েট প্রফেসর মুহাম্মদ ইউনূস ইম্পেরিয়াল কলেজ লন্ডনের বিজনেস স্কুলে অনুষ্ঠিত “দি ফিউচার অব ফাইনান্স” সম্মেলনে মূল ভাষণ দিচ্ছেন।