X

Type keywords like Social Business, Grameen Bank etc.

​ President Sergio Mattarella of Italy Receives Yunus at Palazzo del Quirinale ​

​ President Sergio Mattarella of Italy Receives Yunus at Palazzo del Quirinale ​

Press Release

Oldest European University, University of Bologna Launches Yunus Centre

Nobel Laureate Professor Muhammad Yunus with President Sergio Mattarella of Italy at Palazzo del Quirinale where they discussed  how social business may be implemented in Italy to tackle social issues especially youth unemployment

Nobel Laureate Professor Muhammad Yunus formally launched the 51st Yunus Social Business Centre (YSBC) at the University of Bologna,  one of the oldest universities in the world, which will promote social business academia and research at the university.

Nobel Laureate Professor Muhammad Yunus was invited by President Sergio Mattarella of Italy to discuss the ideas promoted by Professor Yunus. The President welcomed Professor Yunus at Palazzo del Quirinale and thanked him for his continuous endeavour for a better, equitable world. They also discussed about the potential of social business in addressing the pressing issue of unemployment in Italy through creating entrepreneurship opportunities for the youth.  

On this visit to Italy Professor Yunus formally opened the 51st Yunus Social Business Center (YSBC) at the University of Bologna. The University of Bologna, founded seven hundred years ago, is one of the oldest universities in the world and a leading academic institution in Italy and in Europe. Professor Yunus later delivered a Master Lecture at the Business School of the University. He also met former Premier of Italy, Mr Romano Prodi during his visit to the university. Through the YSBC, which is a research and academic hub for social business, University of Bologna will undertake teaching, knowledge-sharing, and other action programmes to mitigate pervasive global social problems.

 

Earlier during his visit to Italy Professor Yunus was invited to an official lunch with the Minister of Economic Development of the Italian State (region) of Basilicata, Hon. Cifarelli. The minister sought Professor Yunus' advice to launch a social business fund for the region of Basilicata.

Professor Yunus visited the Social Business City of Pistoia, the city decided to become a "Social Business City" five years back, where he delivered a talk titled ‘“Be job givers, not job seekers”. Some newly incubated social businesses that started in Pistoia by the Social Business Lab of the city presented their businesses to Professor Yunus. He also distributed prizes among the winners of a Social Business Plan Competition titled “Youth and Social Business Program”. The competition was held among the high-school students of the city of Pistoia. This is to be noted, Nobel Laureate Professor Muhammad Yunus holds honorary citizenships of both cities, City of Pistoia and City of Bologna of Italy.

Professor Yunus also attended a dinner with the Mayor of Florence.

Professor Yunus attended a launching event of UBS-Grameen Italia, a foundation in Italy promoting social business and microfinance. Professor Yunus also visited the Andrea Bocelli Foundation (ABF), founded by famous Italian singer and songwriter Mr Andrea Bocelli and his family. Professor Yunus sits on the board of the foundation. He spoke to Mr Bocelli during his visit. The foundation is working all around the world to tackle different social problems such as poverty and illiteracy.

- End   -

 

প্রেস রিলিজ

কিরিনালে প্রাসাদে প্রফেসর ইউনূসকে স্বাগত জানালেন ইতালির প্রেসিডেন্ট সের্গিও মাত্যারেল্লা

ইউরোপের প্রাচীনতম বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি অব বোলোনিয়াতে চালু হলো ইউনূস সেন্টার

ইতালির প্রেসিডেন্ট সের্গিও মাত্যারেল্লা নোবেল লরিয়েট প্রফেসর মুহাম্মদ ইউনূসের তত্ত্ব নিয়ে আলোচনা করতে প্রফেসর ইউনূসকে আমন্ত্রণ জানান। প্রেসিডেন্ট মাত্যারেল্লা প্রফেসর ইউনূসকে কিরিনালে প্রাসাদে অভ্যর্থনা জানান এবং একটি উন্নততর ও সমতাভিত্তিক পৃথিবী গড়ে তোলায় প্রফেসর ইউনূসের অবিরাম প্রচেষ্ঠার জন্য তাঁকে অভিনন্দন জানান। সামাজিক ব্যবসা ও তরুণদেরকে উদ্যোক্তায় পরিণত করার মাধ্যমে ইতালীর সবচেয়ে গুরুতর সমস্যা বেকারত্ব ও অন্যান্য সামাজিক সমস্যাগুলো মোকাবেলার উপায় নিয়েও প্রেসিডেন্ট তাঁর সাথে আলোচনা করেন।

তাঁর ইতালি সফরকালে প্রফেসর ইউনূস বোলোনিয়া বিশ্ববিদ্যালয়ে একটি “ইউনূস সোশ্যাল বিজনেস সেন্টার” উদ্বোধন করেন। উল্লেখ্য যে, এটি হলো পৃথিবীর ৫১তম ইউনূস সোশ্যাল বিজনেস সেন্টার। সাতশত বছর আগে প্রতিষ্ঠিত বোলোনিয়া বিশ্ববিদ্যালয় পৃথিবীর অন্যতম প্রাচীন বিশ্ববিদ্যালয় এবং ইতালি ও ইউরোপের অন্যতম শ্রেষ্ঠ বিদ্যাপীঠ। প্রফেসর ইউনূস এরপর বিশ্ববিদ্যালয়টির বিজনেস স্কুলে একটি বিশেষ লেকচার দেন। বিশ্ববিদ্যালয় সফরের সময়ে তিনি ইতালির প্রাক্তন প্রধানমন্ত্রী রোমানো প্রদির সঙ্গেও সাক্ষাৎ করেন। নবপ্রতিষ্ঠিত এই ইউনূস সোশ্যাল বিজনেস সেন্টারের মাধ্যমে - যা হবে সামাজিক ব্যবসার উপর একটি গবেষণা ও পাঠদান কেন্দ্র - বোলোনিয়া বিশ্ববিদ্যালয় বিশ্বজুড়ে বিভিন্ন জরুরী সমস্যার সমাধানে শিক্ষাদান, জ্ঞান বিনিময় ও অন্যান্য কার্যক্রম পরিচালনা করবে।

ইতালি সফরের শুরুতে প্রফেসর ইউনূস ইতালীয় রাজ্য বাসিলিকাতার অর্থনৈতিক উন্নয়ন বিষয়ক মন্ত্রী মাননীয় সিফারেল্লির আমন্ত্রণক্রমে একটি রাষ্ট্রীয় মধ্যাহ্নভোজে যোগ দেন। মন্ত্রী তাঁর রাজ্যে একটি সামাজিক ব্যবসা তহবিল চালু করার বিষয়ে প্রফেসর ইউনূসের পরামর্শ চান।

প্রফেসর ইউনূস সামাজিক ব্যবসা নগরী পিস্তোইয়া সফর করেন যা পাঁচ বছর আগেই সামাজিক ব্যবসা নগরীতে পরিণত হবার সিদ্ধান্ত নেয়। সেখানে তিনি “চাকরি খোঁজার পরিবর্তে বরং চাকরি দিন” শীর্ষক একটি ভাষণ দেন। পিস্তোইয়ার “সামাজিক ব্যবসা ল্যাব” কর্তৃক সৃষ্ট নতুন কিছু সামাজিক ব্যবসা প্রফেসর ইউনূসের নিকট উপস্থাপন করা হয়। এছাড়াও তিনি “ইয়ুথ এন্ড সোশ্যাল বিজনেস প্রোগ্রাম” নামে একটি সামাজিক ব্যবসা পরিকল্পনা প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। পিস্তোইয়ার বিভিন্ন উচ্চ বিদ্যালয়ের ছাত্রদের মধ্যে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। উল্লেখ্য যে, প্রফেসর ইউনূসকে ইতোপূর্বে পিস্তোইয়া ও বোলোনিয়া - ইতালির এই দু’টি নগরীই সম্মানসূচক নাগরিকত্ব প্রদান করেছে।

প্রফেসর ইউনূস ফ্লোরেন্সের মেয়রের সাথে একটি নৈশভোজেও যোগ দেন।

এছাড়াও প্রফেসর ইউনূস “ইউবিএস-গ্রামীণ ইটালিয়া”-র উদ্বোধনী অনুষ্ঠানেও যোগ দেন। ইউবিএস-গ্রামীণ ইটালিয়া সামাজিক ব্যবসা ও ক্ষুদ্রঋণের প্রসারের উদ্দেশ্যে সদ্যপ্রতিষ্ঠিত একটি ফাউন্ডেশন। এছাড়াও তিনি ইতালির বিশিষ্ট গায়ক আন্দ্রেয়া বোসেল্লি ও তাঁর পরিবার কর্তৃক প্রতিষ্ঠিত “আন্দ্রেয়া বোসেল্লি ফাউন্ডেশন” পরিদর্শন করেন এবং মি. বোসেল্লির সাথে আলোচনা করেন। প্রফেসর ইউনূস এই ফাউন্ডেশনের পরিচালনা পর্ষদের সদস্য। দারিদ্র ও নিরক্ষরতার মতো বিভিন্ন সামাজিক সমস্যা দুর করার লক্ষ্যে ফাউন্ডেশনটি বিশ্ব জুড়ে কাজ করে আসছে।

ছবির ক্যাপশন-১: ইতালির প্রেসিডেন্ট সের্গিও মাত্যারেল্লার সাথে কিরিনালে প্রাসাদে নোবেল লরিয়েট প্রফেসর মুহাম্মদ ইউনূস। প্রফেসর ইউনূসের নতুন বই “অডড়ৎষফ ড়ভ ঞযৎবব তবৎড়ং” এবং সামাজিক ব্যবসা ও তরুণদেরকে উদ্যোক্তায় পরিণত করার মাধ্যমে ইতালীতে বেকারত্ব ও অন্যান্য সামাজিক সমস্যাগুলো মোকাবেলার উপায় নিয়ে প্রেসিডেন্ট তাঁর সাথে আলোচনা করেন।

ছবির ক্যাপশন-২: নোবেল লরিয়েট প্রফেসর মুহাম্মদ ইউনূস ইতালির বিখ্যাত বোলোনিয়া বিশ্ববিদ্যালয়ে “ইউনূস সোশ্যাল বিজনেস সেন্টার” উদ্বোধন করেন যা পৃথিবীর বিভিন্ন দেশে এ পর্যন্ত প্রতিষ্ঠিত ৫১তম ইউনূস সেন্টার। পৃথিবীর অন্যতম প্রাচীন ও শ্রেষ্ঠ বিদ্যাপীঠ বোলোনিয়া বিশ্ববিদ্যালয় নবপ্রতিষ্ঠিত এই ইউনূস সোশ্যাল বিজনেস সেন্টারের মাধ্যমে সামাজিক ব্যবসার উপর গবেষণা, পাঠদান এবং বিশ্বজুড়ে বিভিন্ন জরুরী সমস্যার সমাধানে জ্ঞান বিনিময় ও অন্যান্য কার্যক্রম পরিচালনা করবে।

---------